আইন
অমান্য আন্দোলন
Set by- Manas Adhikary
আইন অমান্য আন্দোলন পঞ্চম পর্ব। Civil Disobedience Movement– V.
আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলনের কারণ, আইন অমান্য আন্দোলন ক্লাস 10, আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা, আইন অমান্য আন্দোলন wbsc, আইন অমান্য আন্দোলন কেন হয়, কি কারণে আইন অমান্য আন্দোলন হয়েছিল, আইন অমান্য আন্দোলনে কবে হয়েছিল, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল, ডান্ডি মার্চ, ডান্ডি অভিযান, দান্ডি মার্চ অভিযান, গান্ধীজীর ডান্ডি মার্চ অভিযানের গল্প, ডান্ডি অভিযান কী আলোচনা করো, ডান্ডি অভিযান কী, ডান্ডি মার্চ কী?, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধীজির ডান্ডি অভিযান, ডান্ডি অভিযান কবে হয়েছিল, গান্ধী -আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?, গান্ধী-আরউইন চুক্তি Civil Disobedience, Civil Disobedience Movement, Civil Disobedience Movement UPSC, Civil Disobedience Movement NCERT, The Civil Disobedience Movement, Civil Disobedience Movement 1930, Events of Civil Disobedience Movement, Civil Disobedience Band, Civil Disobedience Tactics, Non Violent Civil Disobedience, Dandi March, Salt March, What is Dandi March, Mahatma Gandhi Dandi March, Dandi March Day, Dandi March UPSC, Dandi March Indian History, Gandhi-Irwin Pact, Pacts by Gandhi 1931, Gandhi-Irwin Pact UPSC CBSE, Gandhirwinpact, Gandhi Irwin pact, #Gandhiirwinpact, Gandhi Irwin Pact UPSC, Gandhi Irwin Pact Date, Gandhi Irwin Pact CBSE, Gandhi Iirwin Pact NCERT.
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো আইন অমান্য আন্দোলন। এই পর্বে থাকছে অসহযোগ আন্দোলন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
আইন অমান্য আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Civil Disobedience Movement MCQ.
১৪১) 1931 সালের কংগ্রেস করাচি অধিবেশনে কে গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করেন?
- জামনা দাস, স্বামী গোবিন্দানন্দ, ইউসুফ মেহের আলী, এস সি বোস প্রমুখ
১৪২) কোন অধিবেশনে সুভাষ গান্ধি আরউইন চুক্তির বিরোধিতা করেন?
- করাচি
১৪৩) কে গান্ধী আরউইন চুক্তির সবচেয়ে সোচ্চার বিরোধী ছিলেন?
- ইউসুফ মেহের আলী
১৪৪) কোন বিখ্যাত ব্যবসায়ী গান্ধী আরউইন চুক্তিকে সমর্থন করেছিলেন?
- পুরুষোত্তম দাস ঠাকুর
১৪৫) গান্ধী ও আরউইন কে 'দুই মহাত্মা' বলে অভিহিত করেন?
- সরোজিনী নাইডু
১৪৬) 1931 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধী-আরউইন চুক্তির প্রস্তাব কে পেশ করেন?
- জওহরলাল নেহেরু
১৪৭) গান্ধী-আরউইন চুত্তি অন্য কী নামে খ্যাত?
- দিল্লী চুক্তি
(5 মার্চ, 1931 সালে, লন্ডনে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের আগে, মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে গান্ধী-আরউইন চুক্তি বলা হয়। একে দিল্লি চুক্তি ও বলা হয়।)
১৪৮) কাদের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়?
- গান্ধীজি ও আরউইন
১৪৯) দিল্লী চুক্তি কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল?
- লর্ড আরউইন
১৫০) গান্ধী-আরউইন চুক্তি কার প্রচেষ্টার ফল?
- তেজ বাহাদুর সাপ্রু ও এম আর জয়কার
(প্রথম গোলটেবিল সম্মেলন ব্যর্থ হওয়ার পর, 1931 সালের 5 মার্চ, উদারপন্থী নেতা তেজ বাহাদুর সাপ্রু এবং এম.আর. জয়কারের প্রচেষ্টায় এই চুক্তি হয়েছিল।)
১৫১) গান্ধী-আরউইন চুক্তিতে মধ্যস্থতার ভূমিকা পালন করে কে?
- তেজ বাহাদুর সাপ্রু
১৫২) গান্ধী আরউইন চুক্তির রিপোর্ট দিতে দিল্লিতে কে এসেছিলেন?
- জেমস মিল
১৫৩) ‘গান্ধী-আরউইন চুক্তি’ নিয়ে প্রতিবেদন করতে দিল্লিতে আসা সাংবাদিক জেমস মিল কোথাকার নাগরিক ছিলেন?
- আমেরিকা
১৫৪) কোন গোলটেবিল বেঠকে গান্ধী-আরউইন চুক্তি সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়?
- প্রথম গোলটেবিল বৈঠক
১৫৫) গান্ধী-আরউইন চুক্তির খসড়া কে তৈরি করেন?
- হার্বার্ট এমারসন
১৫৬) গান্ধী আরউইন প্যাক্ট কবে হয়েছিল?
- 5 মার্চ 1931
(গান্ধী আরউইন চুক্তি 5 মার্চ 1931। তবে কিছু সূত্র গান্ধী আরউইন চুক্তিকে 4 মার্চ 1931 পেয়েছি)
১৫৭) গান্ধী আরউইন চুক্তি কোথায় হয়েছিল?
- দিল্লি
১৫৮) গান্ধী-আরউইন চুক্তিতে কি কি শর্ত ছিল?
- ক) লবণ ট্যাক্স অপসারণ, বৈধ উৎপাদন, বাণিজ্য এবং বিক্রয়ের অনুমতি
খ) ভারতীয় জাতীয় কংগ্রেসের গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ
গ) ভারতীয় জাতীয় কংগ্রেসকে আইন অমান্য আন্দোলন বন্ধ করতে হবে
ঘ) আন্দোলনকারীদের (রাজনৈতিক বন্দী) মুক্তি
ঙ) সরকার এখনও জমা না করা সমস্ত জরিমানা মুকুব করতে সম্মতি দান
চ) পদত্যাগী সরকারি কর্মচারীদের সাথে উদার আচরণ করা
ছ) গান্ধীজি পুলিশের দ্বারা সংঘটিত বাড়াবাড়ির তদন্ত দাবি করবে না
১৫৯) কৃষকরা কোথায় গান্ধী-আরউইন চুক্তিটিকে ‘গান্ধীর বিজয়’ হিসাবে বিবেচনা করে উদযাপন করেছিল এবং যা কর প্রদান বন্ধ করতে এবং লবণ তৈরির জন্য তাদের উত্সাহ বাড়িয়েছিল?
- উড়িষ্যা
১৬০) কী কারনে গান্ধিজী ওয়ার্ধা জেলে অমরন অনশন এর সিদ্ধান্ত নেন?
- সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রতিবাদে
১৬১) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষনা করেন?
- র্যামসে ম্যাকডোনান্ড
১৬২) কত সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়?
- 1932 সালের আগষ্ট মাসে
১৬৩) আইন আমান্য আন্দোলন আনুষ্ঠানিকভাবে কবে বন্ধ হয়ে যায়?
- মে 1934
১৬৪) গান্ধীজী আইন অমান্য আন্দোলন বন্ধ করে দিলে সুভাষচন্দ্র বসু ও বিঠল ভাই প্যাটেল এক বিবৃতি পেশ করেন যা 'বসু- প্যাটেল ইস্তাহার' নামে পরিচিত। এই ইস্তাহারটি কোথা থেকে ঘোষণা করা হয়েছিল?
- ভিয়েনা
১৬৫) 1934 খ্রিস্টাব্দে গান্ধীজির সমস্ত রকমের রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সারা দেশে 12504 মাইল দীর্ঘ পথ পরিভ্রমণ করেন। এই পরিভ্রমণটি কি নামে পরিচিত ছিল?
- হরিজন যাত্রা
১৬৬) গোয়া আইন অমান্য আন্দোলন কবে সংঘটিত হয়?
- 1946
(রাম মনোহর লোহিয়ার নেতৃত্বে)
১৬৭) মহাত্মা গান্ধী কবে বলেছিলেন যে রাজনৈতিক বন্দীদের যদি 7 দিনের মধ্যে মুক্তি না দেওয়া হয় এবং প্রেসের উপর সরকারের নিয়ন্ত্রণ শেষ না করা হয়, তবে তিনি সম্মিলিতভাবে বারদোলিতে ‘নাগরিক অমান্য আন্দোলন’ শুরু করবেন?
- 1 ফেব্রুয়ারি 1922
১৬৮) 1929 সালে, বিপ্লবীদের দ্বারা ভাইসরয় আরউইনের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।এই ঘটনার বিরুদ্ধে কে ‘'কাল্ট অফ দ্য বোম্ব' শিরোনামে একটি জঘন্য নিবন্ধ লেখার সময় তিনি ভাইসরয়কে ভারতের একজন শুভাকাঙ্ক্ষী এবং বিপ্লবীদেরকে দেশের স্বাধীনতায় বাধা সৃষ্টিকারি হিসাবে বর্ণনা করেছিলেন?
- গান্ধীজি
১৬৯) গান্ধী-আরউইন চুক্তির প্রেক্ষিতে কে গান্ধীজিকে একটি খোলা চিঠি লিখেছিলেন যেখানে তিনি মহাত্মা গান্ধীকে কিছু গুরুতর প্রশ্ন করেছিলেন?
- সুখদেব
১৭০) আরউইন চুক্তি নিয়ে গান্ধীর সমালোচনার প্রধান কারণ কি ছিল?
- সহিংস রাজনৈতিক বন্দীদের মুক্তি
(আরউইন চুক্তিতে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি থেকে বাঁচাতে না পারায় যুব কংগ্রেসীরা গান্ধীজীর প্রতি ক্ষুব্ধ হয়।কংগ্রেসের করাচি অধিবেশনে যুবকরা গান্ধীজিকে কালো পতাকা দেখায়।)
১৭১) কোন ভাইসরয়ের আমলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ফাঁসি হয়?
- লর্ড আরউইন
১৭২) লর্ড আরউইন চুক্তির পর কে ভারতের ভাইসরয় হন?
- লর্ড ওয়েলিংডন
১৭৩) গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে কে বলেছেন যে গান্ধী পূর্ণ স্বাধীনতার লক্ষ্য মাথায় না রেখে চুক্তি করেছিলেন?
- পন্ডিত নেহেরু ও এস সি বোস
১৭৪) ‘গান্ধী আরউইন প্যাক্ট অ্যান্ড আফটার’ শিরোনামের প্রতিবেদনটি কে রচনা করেন?
- সুভাষ চন্দ্র বসু
(এটি সুভাষ চন্দ্র বসুর দ্বিতীয় আত্মজীবনী ইন্ডিয়ান স্ট্রাগল এর একটি অধ্যায়, যা 1920 থেকে 1942 সময়কালের ঘটনা সমুহকে উল্লেখ করে।)
১৭৫) গান্ধী আরউইন চুক্তিকে কে অত্যন্ত অসন্তোষজনক এবং হতাশাজনক বলেছেন?
- এস সি বোস
১৭৬) কোন চুক্তি সম্পর্কে সুভাষচন্দ্র বসু বলেন যে - এই চুক্তি জাতির পক্ষে আশীর্বাদ নয়-অভিশাপ বিশেষ।
- গান্ধী আরউইন চুক্তি
১৭৭) গান্ধী আরউইন চুক্তি কংগ্রেসের পক্ষে ঘুমের বড়ির কাজ করেছিল কিন্তু সরকারের পক্ষে এটি ছিল সহায়ক-কে মন্তব্য করেন?
- সুভাষচন্দ্র বসু
১৭৮) গান্ধী আরউইন চুক্তিকে সাংবিধানিক যুগের সূচনা বলে অভিহিত করেছিলেন কে?
- কে এম মুন্সী
১৭৯) কে গান্ধী-আরউইন চুক্তিতে মহাত্মা গান্ধীর লাভকে সান্ত্বনা পুরস্কার হিসাবে অভিহিত করেছেন?
- অ্যালান ক্যাম্পবেল জনসন
আইন অমান্য আন্দোলন চতুর্থ পর্ব (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর )>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here