Type Here to Get Search Results !

বাসুদেব বলবন্ত ফাড়কে [Vasudev Balwant Phadke]

 

বাসুদেব বলবন্ত ফাড়কে

Set by- Manas Adhikary


 

বাসুদেব বলবন্ত ফাড়কে Vasudev Balwant Phadke.

বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাদকে। বাসুদেব বলবন্ত ফাডকে। ভারতে প্রথম বিল্পবী আন্দোলন। দেশের প্রথম বিপ্লবী। ভারতে প্রথম গোপন বিপ্লবী সংঘ। ঐক্য বর্ধনী সভা। ভারতের সশস্ত্র বিপ্লীবাদের জনক। রামোসি কৃষক জাঠ। রামেসি বিদ্রোহ।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো বাসুদেব বলবন্ত ফাড়কে এই পর্বে থাকছে  বাসুদেব বলবন্ত ফাড়কে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা  ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  

 

বাসুদেব বলবন্ত ফাড়কে সংক্ষিপ্তরূপ । About Vasudev Balwant Phadke. 

 

সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর বাসুদেব বলবন্ত ফাদকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করার প্রচেষ্টা করেছিলেন। 1845 সালে 4 নভেম্বর বাসুদেব বলবন্ত ফাড়কে মহারাষ্ট্রের কোলাবা জেলার শিরধন গ্রামে চিতপাবন গোষ্ঠির ব্রাহ্মন বংশে জন্মগ্রহন করেন। ভারতীয় সরকারি কর্মচারীদের প্রতি ইংরেজদের উদ্ধত আচরন এবং অবজ্ঞা মনোভাব লক্ষ্য করে বাসুদেব বলবন্ত ফাড়কে প্রথম জীবনেই ইংরেজ বিদ্বেষী হয়ে উঠেছিলেন। ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন - করাই ছিল তাঁর ধ্যান জ্ঞান। তাই তিনিই প্রথম ভারতে ব্রিটিশ শাসনের অবসানকল্পে বিপ্লবী সমিতি গঠন করেছিলেন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাড়কের নেতৃত্বে প্রথম গুপ্ত সমিতি গড়ে ওঠে। শিবাজীর দৃষ্টান্ত অনুসরন করে তিনি 'রামোসিস' সম্প্রদায়ের যুবকদের নিয়ে এক বিপ্লবী দল গঠন করেন। পরে রামোসিসদের উচ্চাশার কারনে তিনি এই দল ভেঙ্গে দিয়ে ইসমাইল খাঁর সহায়তায় পাঁচশো রোহিলা অনুচর সংগ্রহ করে তাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত করেন। কিন্তু অচিরেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন ও দেশদ্রোহিতার অভিযোগে তাঁকে এডেনে নির্বাসিত করা হয় এবং সেখানে তিনি ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মারা যান 1886 সালের 17 ফেব্রুয়ারী। আপোষহীন মনোভাব ও উদগ্র স্বাধীনতা প্রীতির জন্য ডঃ রমেশচন্দ্র মজুমদার বাসুদেব বলবন্ত ফাড়কে কে ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন।

বাসুদেব বলবন্ত ফাড়কের মৃত্যুর পর মহারাষ্ট্রে অল্পকাল সশস্ত্র আন্দোলন স্তব্ধ থাকে। তারপর লোকমান্য তিলক তাঁর দুই সাপ্তাহিক পত্রিকা 'মারাঠা' ও কেশরী' তে নির্ভীক লেখনীর দ্বারা শিক্ষিত যুবকদের সাধারন মানুষের সাথে মিলিতভাবে শক্তিশালী সশস্ত্র আন্দোলন শুরু করার কথা বলেন। তাছাড়া মারাঠাদের আত্মত্যাগ, স্বদেশপ্রীতি ও শিবাজীর আদর্শ তুলে ধরতে লোকমান্য তিলক 1894 সালে 'সর্বজনীন গনপতি উৎসব' ও 1895 সালে 'শিবাজী উৎসব পালন করেছিলেন। লোকমান্য তিলকের প্রেরনায় ও বাসুদেব বলবন্ত ফাড়কের আদর্শে এই সময় বালসমাজ' ও আর্যবান্ধব সমাজ গঠিত হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রথম থেকে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে বালসমাজ' গড়ে ওঠে এবং সশস্ত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ব্রিটিশ শাসনের অবলুপ্তি ছিল 'আর্য সমাজ'- এর লক্ষ্য।

 বাসুদেব বলবন্ত ফাড়কেঅতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Vasudev Balwant Phadke MCQ.

 

১) ভারতে প্রথম বিল্পবী আন্দোলন কোথায় দেখা যায়?

- মহারাষ্ট্রে

২) মহারাষ্ট্রের প্রথম বিপ্লবী কে?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

৩) বাসুদেব বলবন্ত ফাড়কে জাতিতে কী ছিলেন?

- চিৎ পাবন বংশীয় ব্রাহ্মান

৪) ফাডকে মহারাষ্ট্রের কোন জেলার শিরধোঁ গ্রামে 1845 সালে চিতপাবন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন?

- কোলাবা  

(তাঁর পিতা শ্রী বলবন্তরাও এবং মাতা সরস্বতী দেবী। তাঁর পিতামহ শ্রী অনন্তরাও ফড়কে 1818 খ্রিস্টাব্দে পেশোয়াদের পক্ষে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।) 

৫) বাসুদেব বলবন্ত ফাড়কে প্রথম জীবনে কী করতেন?

-  তিনি ছিলেন ব্রিটিশ সরকারের অধীনস্ত মহারাষ্ট্রের সামরিক অর্থদপ্তরের একজন সরকারী কেরানী

৬) বাসুদেব বলবন্ত ফাড়কে কার কাছে কুস্তী শিখেছিলেন?

- অপৃশ্য মাং শ্রেনীর ক্রান্তিবীর লাহুজি বাস্তব সালভের কাছে।

৭) বাসুদেব বলবন্ত ফাড়কের জাতীয়তাবাদী সংগ্রামের গুরু কে ছিলেন?

- লাহুজী বাস্তব সালভে

৮) বাসুদেব বলবন্ত ফড়কে কে মূলত অনুপ্রাণিত করেছিলেন?

- এম জি রানাডে 

(বাসুদেব বলওয়ান্ত ফাডকে মহাদেব গোবিন্দ রানাডের সম্পদের বহিঃপ্রবাহ তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। বিদেশী শাসনকে ভারতীয় জনগণের দুর্ভোগের একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা হয়। এটি ছিল চাপেকর ভাইদের অনুপ্রেরণার উৎস।)

৯) ভারতে প্রথম গোপন বিপ্লবী সংঘ কে গঠন করেন?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

১০) বাসুদেব বলবন্ত যে বিপ্লবী সংঘটন গড়ে তোলেন তার নাম কী?

- ঐক্য বর্ধনী সভা

১১) ভারতের সশস্ত্র বিপ্লীবাদের জনক বা ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বা ভারতের জঙ্গী জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

- বাসুদেব বলবন্ত ফাড়কে (ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়- মাদাম কামা)

১২) কে বাসুদেব বলবন্ত ফাড়কে কে 'ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক' আখ্যা দেন?

- রমেশচন্দ্র মজুমদার

১৩) কাকে ‘দেশের প্রথম বিপ্লবী উপাধিতে ভূষিত করা হয়? 

- বাসুদেব বলবন্ত ফাডকে 

১৪) কে প্রথম সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বশাসনের কথা বলেন?

- বাসুদেব বলবন্ত ফাডকে  

১৫) ভারতের সশস্ত্র আন্দোলনের জনক কে?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

১৬) দ্বিতীয় শিবাজী কাকে বলা হয়?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

১৭) কাকে মহারাষ্ট্রের রবিনহুড বলা হয়?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

১৮) 'কাশী কা বাবা' নামে কে পরিচিত ছিলেন?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

১৯) ভারতে ব্রিটিশ বিরোধী ভাবধারার উদগাতা কে?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

২০) বাসুদেব বলবন্ত ফাড়কে কাকে তাঁর আদর্শ বলে মনে করতেন?

- শিবাজী (শিনাজীর আদর্শে তিনি বিপ্লবী সেনাবাহিনী গঠন করেন)

২১) মহারাষ্ট্রে রামোসি কৃষক জাঠ কে প্রতিষ্ঠা করেন?

- বাসুদেব বলবন্ত ফাডকে 

২২) মহারাষ্ট্রে কখন বাসুদেব বলবন্ত ফাড়কে বিদ্রোহ সংঘটিত হয়?

- 1875 খ্রি. 

২৩) বাসুদেব বলবন্ত ফাড়কে প্রথমে কাদের নিয়ে তাঁর সেনাবাহিনী গঠন করেছিলেন?

- রামোসি সম্প্রদায়ের শক্ত-সমর্থ যুবকদের নিয়ে।

২৪) ফাড়কের সেনাবাহিনীতে রামোসী ছাড়াও অন্য কোন সম্প্রদায়ের মানুষজন ছিলেন?

- কোল, ভিল, ধাঙড় প্রভৃতি

২৫) বাসুদেব বলবন্ত ফাড়কে প্রথম কোথায় তাঁর গুপ্তঘাঁটি তৈরী করেছিলেন?

- গুলটেকরি পাহাড়ে

২৬) রামেসি বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

২৭) ফাডকের পর, কার নেতৃত্বে রামোসিওর দল 1887 সাল পর্যন্ত সক্রিয় ছিল?

- দৌলতা রামোসি

২৮) ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য কে বাসুদেব বলবন্ত ফাড়কেকে সৈন্য দিয়ে সাহায্য করত?

- প্রথমে রামোসি সম্প্রদায়ের যুবকরা পরে ঈসমাইল খাঁ (তিনি শিবাজীর আদর্শ অনুসরন করে রামেসি সম্প্রদায়ের যুবকদের নিয়ে এক বিপ্লবী সেনাবাহিনী গঠন করে। পরে রামেসিদের উচ্চাশার কারনে বাসুদেব বলবন্ত ফাড়কে এই বিপ্লবী দল ভেঙে দিয়ে ইসমাইল খাঁর সাহায্য পাঁচশো রোহিলা অনুচর সংগ্রহ করে নতুন বিপ্লবী দল গঠন করে।)

২৯) কোন রোহিলা সর্দারবাসুদেব বলবন্ত ফাড়কেকে সাহায্য করেন?

- ইসমাইল খাঁ

৩০) বাসুদেব বলবন্ত ফাড়কের কোন বিশ্বস্ত অনুচর ব্রিটিশদের হাতে খুন হয়?

- দৌলতরব নায়েক

৩১) পুনে নেটিভ ইন্সটিটিউশান কে প্রতিষ্ঠা করেন?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

৩২) 'শয়নে স্বপনে, নিদ্রা জাগরনে আমার একটি চিন্তা ব্রিটিশদের ধ্বংস সাধন' - কার বিখ্যাত উক্তি?

- বাসুদেব বলবন্ত ফাড়কে

৩৩) বাসুদেব বলবন্ত ফাড়কে কাকে হত্যা করার জন্য পাঁচশত টাকা পুরস্কার ঘোষনা করেন?

- বোম্বাইয়ের গভর্নর রিচার্ড টেম্পলকে।

৩৪)  নিজাম সরকারের সহায়তায় বাসুদেব বলবন্ত ফাডকেকে কবে গ্রেফতার করা হয়েছিল?

- 1879 সালের 21 জুলাই 

(এডেন কারাগারে নির্বাসনে পাঠানো হয়েছিল। যেখানে তিনি 17 ফেব্রুয়ারি 1883 সালে মারা যান।)

৩৫) বাসুদেব বলবন্ত ফাড়কেকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়?

- হায়দ্রাবাদের কলাদগির মন্দির থেকে।

৩৬) কাকে এডেন ফোর্টে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য পাঠানো হয়েছিল?

- বাসুদেব বলবন্ত ফাড়কে  

৩৭) ইংরেজ সরকার বাসুদেব বলবন্ত ফাড়কেকে কোথায় যাবজ্জীবন নির্বাসনে পাঠান?

- আরবদেশের এডেন জেলে

৩৮) বাসুদেব বলবন্ত ফাড়কে কবে মারা যান?

- 1883 সালে এডেন জেলে পাশবিক অত্যাচার ও Tuberculosis রোগে আক্রান্ত হয়ে।

৩৯) বাসুদেব বলবন্তের কার্যকলাপের উপর ভিত্তি করে কোন উপন্যাস রচিত হয়েছিল?

- আনন্দমঠ (যদিও ব্রিটিশ সরকারের চাপে পড়ে উপন্যাসটি সেন্সর করে সেই অংশগুলি বাদ দিতে বাধ্য হন বঙ্কিমচন্দ্র)

৪০) আমি ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। যদিও আমি অনেক ডাকাতি করি কিন্তু কখনো কারো টাকা ছুঁইনি, আমি দধীচি হতে চাই যাতে আমার হাড় থেকে ভারত মাতার দাসত্বের শিকল কেটে যায়-  উপরোক্ত বক্তব্যটি কার?

- বাসুদেব বলবন্ত ফাডকে 

 

 চাপেকর ভ্রাতৃত্রয় >>>> 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাদকে। বাসুদেব বলবন্ত ফাডকে। ভারতে প্রথম বিল্পবী আন্দোলন। দেশের প্রথম বিপ্লবী। ভারতে প্রথম গোপন বিপ্লবী সংঘ। ঐক্য বর্ধনী সভা। ভারতের সশস্ত্র বিপ্লীবাদের জনক। রামোসি কৃষক জাঠ। রামেসি বিদ্রোহ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad