অন্তর্বর্তীকালীন সরকার গঠন
Set by- Manas Adhikary
1945 সালের নির্বাচন। Interim Government.
1945 সালের নির্বাচন। অন্তর্বর্তী সরকার গঠন। অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের যোগদান। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রীসমুহ।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো 1945 সালের নির্বাচন ও অন্তর্বর্তী সরকার গঠন। এই পর্বে থাকছে 1945 সালের নির্বাচন ও অন্তর্বর্তী সরকার গঠন সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
1945 সালের নির্বাচন ও অন্তর্বর্তী সরকার গঠন অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Interim Government MCQ.
প্রথম অন্তর্বর্তী মন্ত্রীসভা
১) কার্যনির্বাহী পরিষদের সভাপতি – ওয়েভেল
২) কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি – জওহর লাল নেহেরু
৩) স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার – বল্লভভাই প্যাটেল (প্রবীণ কংগ্রেস নেতা)
৪) কৃষি ও খাদ্য - রাজেন্দ্র প্রসাদ
৫) কলা, শিক্ষা ও স্বাস্থ্য – সি রাজাগোপালাচারী
৬) শিল্প ও সরবরাহ – সি রাজাগোপালাচারী
৭) বানিজ্য – সি এইচ ভাবা
৮) প্রতিরক্ষা – বলদেব সিং (শিখ কংগ্রেস নেতা)
৯) অর্থায়ন – জং মাথাই
১০) শ্রম – জগজীবন রাম (তফশিলি জাতি নেতা)
১১) আইন – সৈয়দ আলী জহির
১২) রেলওয়ে, পোষ্ট ও বিমান – আসাফ আলী
১৩) কর্ম, খনি, ও বিদ্যুৎ - শরত চন্দ্র বসু
১৫ অক্টোবর ১৯৪৬ সালের পুনর্গঠিত মন্ত্রিসভা, যখন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে অংশগ্রহণ করে
১) কার্যনির্বাহী পরিষদের সভাপতি – ওয়েভেল ( ২০ ফেব্রুয়ারি পর্যন্ত), মাউন্টব্যাটেন (২০ ফেব্রুয়ারি পর)
২) কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি – জওহর লাল নেহেরু
৩) স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার – বল্লভভাই প্যাটেল (প্রবীণ কংগ্রেস নেতা)
৪) কৃষি ও খাদ্য - রাজেন্দ্র প্রসাদ (কংগ্রেস)
৫) শিক্ষা – সি রাজাগোপালাচারী (কংগ্রেস)
৬) স্বাস্থ্য – গজানফর আলী (মুসলিম লীগ)
৭) শিল্প ও সরবরাহ – জন মাথাই (কংগ্রেস)
৮) বানিজ্য – ইব্রাহিম ইসমাইল চুন্দ্রিগড় (মুসলিম লীগ)
৯) প্রতিরক্ষা – বলদেব সিং (শিখ কংগ্রেস নেতা)
১০) অর্থায়ন – লিয়াকত আলী খান (মুসলিম লীগ)
১১) শ্রম – জগজীবন রাম (তফশিলি জাতি কংগ্রেস নেতা)
১২) আইন – যোগেন্দ্র নাথ মণ্ডল (মুসলিম লীগ)
১৩) রেলওয়ে, পোষ্ট ও বিমান – আব্দুর রব নিশতার (মুসলিম লীগ)
১৪) কর্ম, খনি, ও বিদ্যুৎ - সি এইচ ভাবা (কংগ্রেস)
প্রশ্নোত্তর পর্ব
১) 1945 সালের নির্বাচন কোন ধারা অনুসারে হয়?
- 1919 এর ধারা অনুসারে
২) লর্ড ওয়াভেল কোন মাসে ভারতে নির্বাচন ঘোষণা করেন?
- সেপ্টেম্বর, 1945 (19 সেপ্টেম্বর 1945 সালে।)
৩) 1945 সালের কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে কতগুলি আসন ছিল?
- 102
৪) 1945 সালের নির্বাচনে কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেসের জন্য কতগুলি আসন ছিল
- 62
৫) 1945 সালের কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে জাতীয় কংগ্রেস কতগুলি আসন লাভ করে
- 59
৬) 1945 সালের কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে ইউরোপীয়রা কয়টি আসনে জয় লাভ করে
- 8
৭) 1945 সালের নির্বাচনে স্বতন্ত্র পার্টি কতগুলি আসনে জয় লাভ করে
- 3
৮) 1945 সালের নির্বাচনে পাঞ্জাবের অকালি দল কতগুলি আসনে জয় লাভ করে
- 2
৯) 1945 সালের কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে নির্দল কতগুলো আসন পেয়েছিল
- পাঁচটি
১০) 1945 এ কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে মুসলিম লীগ কতগুলি আসনে জয় লাভ করে
- 30
১১) 1945 সালের নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক আইনসভার কতগুলি আসনে জয় লাভ করে
- 113
১২) 1945 সালের নির্বাচনে প্রাদেশিক আইনসভার মুসলিম লীগের মোট কতগুলি আসন ছিল
- 119
১৩) 1945 সালের নির্বাচনে জিন্না কোথা থেকে জয় লাভ করে?
- মুম্বাই
১৪) 1945 সালে নির্বাচনের সাফল্যে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ কবে ‘বিজয় দিবস’ পালন করে
- 1946 সালের জানুয়ারি মাস
১৫) 1945 সালের নির্বাচনে কোন দলের সাফল্য লাভ কে ‘ব্যালোট বাক্সে বিপ্লব’ বলে অভিহিত করা হয়?
- মুসলিম লীগ
১৬) 1945 সালের সাধারণ নির্বাচনে, মুসলিম লীগ পাঞ্জাবের বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল, কিন্তু কোন দল হিন্দু ও শিখদের সহায়তায় সেখানে সরকার গঠন করেছিল?
- ইউনিয়নিস্ট পার্টি
১৭) 1945 সালের নির্বাচনে মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কতটি প্রদেশে সরকার গঠন করে?
- 2
১৮) 1945 সালের নির্বাচনে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কতটি প্রদেশে সরকার গঠন করেছিল?
- 5
১৯) 1945-46 সালের নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে কে দিয়েছিলেন?
- আব্দুল কালাম আজাদ
২০) 1945 সালের প্রাদেশিক বিধানসভা নির্বাচনের পর কে পাঞ্জাবে মন্ত্রী পরিষদ গঠন করেন?
- খিজর হায়াত খান
২১) 1945-46 সালের নির্বাচনে কংগ্রেস কয়টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পায়?
- 08
২২) মুসলিম লীগ কোথায় বৃহত্তম একক দল হিসাবে আবির্ভূত হয়?
- পাঞ্জাবে
২৩) উত্তর-পশ্চিম মুসলিম অধ্যুষিত সীমান্ত প্রদেশে 1945 সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে কংগ্রেস ও লীগ যথাক্রমে কতটি আসন পায়?
- 30,17
(মোট 50টি আসনের মধ্যে কংগ্রেস 30টি, লীগ 17টি, অন্যান্য 2টি, স্বতন্ত্র 1টি,)
অন্তর্বর্তী সরকার
২৪) কংগ্রেসের কোন অধিবেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরকারের সহযোগিতার বিনিময়ে কেন্দ্রে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব গ্রহন করা হয়েছিল?
- রামগড়
(এটি 17-19 মার্চ 1940 তারিখে বিহারের রামগড়ে আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। ভাইসরয় লর্ড লিনলিথগো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং 8 আগস্ট 1940 তারিখে অগাস্ট প্রস্তাব পেশ করেন।)
২৫) 1946 সালে, কংগ্রেস ভাইসরয়ের প্রস্তাব গ্রহণ করার পর, কবে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরুকে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল?
- 12 আগস্ট 1946
২৬) জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয় কবে?
- 24 আগস্ট 1946
২৭) অন্তর্বর্তীকালীন সরকার কবে প্রতিষ্ঠিত হয়?
- 2 সেপ্টেম্বর 1946 খ্রি
২৮) কোনটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একটি অন্তর্বর্তী সরকার প্রস্তাব করা হয়েছিল?
- ক্যাবিনেট মিশন
২৯) 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কোন ভারতীয় ছিলেন?
- জে এল নেহেরু
৩০) জওহরলাল নেহেরু কখন ভারতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে একজন মন্ত্রী এবং রাজনীতিবিদ হিসেবে তার কর্মজীবন শুরু করেন?
- 02 সেপ্টেম্বর, 1946
৩১) অন্তর্বর্তী সরকারের সময় ভারত সরকারের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
- B N রাও
৩২) 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারে নির্বাহী পরিষদের চেয়ারম্যান কে ছিলেন?
- প্রথমে ওয়েভেল পরে লর্ড মাউন্টব্যাটেন
৩৩) 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন?
- জওহরলাল নেহেরু
৩৪) মুসলিম লীগ কবে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে যোগ দেয়?
- 26 অক্টোবর 1946
৩৫) অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের কতজন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল?
- 5
৩৬) 1946 সালে ভারতীয় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হলে লিয়াকত আলী খানকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল?
- অর্থ মন্ত্রক
৩৭) অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগের পাঁচ সদস্যকে অন্তর্ভুক্ত করার জন্য, কংগ্রেস মন্ত্রিসভা থেকে তিন সদস্যকে বাদ দিয়েছিল। কোন কোন সদস্যকে বাদ দেওয়া হয়?
- সৈয়দ আলী জহির, শরৎচন্দ্র বসু, স্যার সাফাত আহমেদ খান
৩৮) অন্তর্বর্তী সরকারে আইনমন্ত্রী করা হয় যোগেন্দ্র নাথ মণ্ডলকে। তিনি কোন দলের নেতা ছিলেন?
- মুসলিম লীগ
৩৯) অন্তর্বর্তী সরকারে শিক্ষামন্ত্রী কে ছিলেন?
- সি. রাজাগোপালাচারী
৪০) অন্তর্বর্তী সরকারে কোন কংগ্রেস নেতাকে প্রথম অর্থমন্ত্রী করা হয়েছিল, কিন্তু মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদানের পর তাকে অপসারণ করে লিয়াকত আলীকে অর্থ বিভাগ দেওয়া হয়।পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে ঐ কংগ্রেস নেতাকে শিল্প ও সরবরাহ বিভাগ দেওয়া হয়?
- জন মাথাই
(তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান এবং প্রথম রেলমন্ত্রী ছিলেন। ভারতের স্বাধীনতার পর, তিনিই প্রথম ভারতের বাজেট কেন্দ্রে পেশ করেন।)
৪১) 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারে ডঃ রাজেন্দ্র প্রসাদ কোন বিভাগে ছিলেন?
- খাদ্য ও কৃষি
৪২) 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে রেলপথ মন্ত্রণালয়ের কাজ কে দেখাশোনা করেন?
- আসাফ আলী
৪৩) 1946 খ্রিস্টাব্দের অন্তর্বর্তীকালীন সরকারে খনি বিভাগের মন্ত্রী কোন সম্প্রদায়ের ছিলেন?
- পারসি সম্প্রদায়
৪৪) অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত লীগের সদস্যদের মধ্যে কে হিন্দু তফসিলি জাতি থেকে ছিলেন?
- যোগেন্দ্রনাথ মন্ডল
৪৫) অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় কাকে আইন বিভাগের মন্ত্রী করা হয়?
- যোগেন্দ্র নাথ মন্ডল
৪৬) অন্তর্বর্তীকালীন সরকারের শেষ বৈঠক কবে হয়?
- 16 জুলাই 1947
৪৭) নেহেরু-লিয়াকত চুক্তির (8 এপ্রিল 1950) প্রতিবাদে অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা থেকে কোন দুজন পদত্যাগ করেছিলেন?
- শ্যামা প্রসাদ মুখার্জি, কে সি নিয়োগী
৪৮) আমরা অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছি কারণ আমরা পাকিস্তান গড়ার লক্ষ্যে লড়াই সঠিকভাবে করতে পারব – উক্তিটি কার?
- গজ নফর আলী
৪৯) অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কে বলেন যে- 'এটি একটি দেশের সরকার যা দুইটি জাতি দ্বারা পরিচালিত হয়।' ?
- ড. আম্বেদকর
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
1945 সালের নির্বাচন। অন্তর্বর্তী সরকার গঠন। অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের যোগদান। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রীসমুহ।