চাপেকর ভ্রাতৃদ্বয়
Set by- Manas Adhikary
চাপেকর ভ্রাতৃত্রয়। Chapekar Brothers.
চাপেকর ভ্রাতৃত্রয়। চাপেকর ভ্রাতৃদ্বয়। দামোদর চাপেকর। বালকৃষ্ণ চাপেকর। বাসুদেব চাপেকর। প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড হত্যা। হিন্দু ধর্ম সংরক্ষনী সভা। হিন্দু ধর্ম বাধা নিবারণ সমিতি। স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো চাপেকর ভ্রাতৃত্রয়। এই পর্বে থাকছে চাপেকর ভ্রাতৃত্রয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
চাপেকর ভ্রাতৃত্রয় সংক্ষিপ্তরূপ । About Chapekar Brothers.
বাসুদেব বলবন্ত ফাড়কের দৃষ্টান্তে অনুপ্রানিত হয়ে তিন চাপেকর ভাই দামোদর চাপেকর, বালকৃষ্ণ চাপেকর ও বাসুদেব চাপেকর ইংরেজ নিধনে ব্রতী হন। দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর পুনায় 'বিনাশী সংঘ' নামক এক গুপ্ত বিপ্লবী সংস্থা গড়ে তোলেন। 1897 সালে প্লেগ রোগ নিবারনের অজুহাতে পুনাতে নিরীহ জনসাধারনের ওপর প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড যে অত্যাচার করেছিলেন তাঁর প্রতিশোধ নেবার জন্য দামোদর চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর মিঃ র্যান্ড ও তার সহযোগী মিঃ আয়ার্স্টকে গুলি করে হত্যা করেন। দুই দ্রাবিড় ভাই এর বিশ্বাসঘাতকতা করে এদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এরপর বাসুদেব চাপেকর ও তার বন্ধু রানাডে দুই ডেভিড ভাইকে হত্যা করেন। রানাডে সহ তিন চাপেকর ভাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে আদালতে অভিযুক্ত হন ও বিচারে তাদের ফাঁসী হয়।
চাপেকর ভাইদের আত্মদানের পর মহারাষ্ট্রে বিপ্লণের ধার অক্ষুন্ন রাখেন তিন সাভারকর ভাই গনেশ দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার এবং নারায়ন দামোদর সাভারকার। চাপেকর ভাইদের মৃত্যুদন্ড 15 বছরের কিশোর বিনায়কের মনে এমন তীব্র রেখাপাত করেছিল যে তিনি অল্পবয়সেই গৃহদেবতার সামনে এর প্রতিশোধ নেওয়ার সংকল্প গ্রহন করেছিল।1899 সালে বিনায়ক দামোদর সাভারকর তাঁর জ্যেষ্ঠভ্রাতা গনেশ দামোদর সাভারকরের সহায়তায় 'মিত্রমেলা' নামক এক গোপন বিপ্লবী সমিতি গঠন করেন। ভারতে জাতীয় বিল্পবের অভ্যুত্থান ঘটিয়ে দেশকে পরশাসন মুক্ত করাই ছিল 'মিত্রমেলার' উদ্দেশ্য। পরে বিনায়ক দামোদর সাভারকার লন্ডনে চলে গেলে তাঁর দাদা গনেশ দামোদর সাভারকর 1904 সালে ইটালির জননেতা ম্যাৎসিনীর 'ইয়ং ইটালি' ও কার্বোনারি' দলে অনুকরনে নাসিকে 'অভিনব ভারত' নামক একটি গুপ্ত সমিতি গঠন করেন। তখন থেকেই মিত্রোমল 'অভিনব ভারত' নামে পরিচিত হয়। এই সভার সদস্যগন তরুন ইটালির এবং তার নেতা ম্যাৎসিনীর আদর্শে নিজেদের সংগঠিত করেছিলেন। বিনায়ক দামোদর সাভারকার ছিলেন অবিসম্বাদিত নেতা। বিনায়ক দামোদর সাভারকর লন্ডন থেকে ভারতীয় বিপ্লবীদের জন্য নিয়মিত অস্ত্র পাঠাতে শুরু করেন। মহারাষ্ট্রের বিভিন্ন স্থানসহ হায়দ্রাবাদ, ঔরঙ্গবাদ, সাতারায় অভিনব ভারত এর শাখা কেন্দ্র স্থাপিত হয়। গনেশ দামোদর সাভারকারের উদ্যোগে বোমা তৈরীর কলাকৌশল শিখে আসার জন্য পি এম ব্যাপিস্তাকে প্যারিসে পাঠানো হয়।
চাপেকর ভ্রাতৃদ্বয় অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Chapekar Brothers MCQ.
১) আর্য বান্ধব সমাজ কে প্রতিষ্ঠা করেন?
- পান্ডুরঙ্গ সদাশিব কোঙ্কেজে
২) আর্য বান্ধব সমাজের প্রধান নেতা কে ছিলেন?
- ব্রজচাঁদ পোদ্দার
৩) আর্য বান্ধব সমাজের কয়েকজন নেতার নাম কর?
- পান্ডুরঙ্গ সদাশিব কোঙ্কিজে, ব্রজচাঁদ পোদ্দার, যমুনালাল বাজাজ, ব্রহ্ম চাঁদ পোদ্দার
৪) আর্য বান্ধব সমাজের সাথে কাদের সরাসরি যোগাযোগ ছিল?
- তিলক, লালা লাজপত রায়, ভাই পরমানন্দ ইত্যাদি বিশিষ্ট বিপ্লবীদের
৫) বাল সমাজের প্রতিষ্ঠাতা কে?
- বাল গঙ্গাধর তিলকের আদর্শে অনুপ্রানিত মহারাষ্ট্রের কিছু কিশোর বাল সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল বিদ্যালয়স্তরের একটি সংগঠন।
৬) কে হিন্দু ধর্ম সংরক্ষনী সভা প্রতিষ্ঠা করেন?
- দামোদর চাপেকর
৭) চাপেকর ভ্রাতৃদ্বয়দের দ্বারা 'হিন্দু ধর্ম সুরক্ষা সভা' কত সালে গঠিত হয়?
- 1893
৮) শারীরিক ও সামরিক প্রশিক্ষণের জন্য 1894 সালে পুনাতে কে ‘হিন্দু ধর্ম বাধা নিবারণ সমিতি’ প্রতিষ্ঠা করেন?
- চাপেকর ভাই
৯) রানাডে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। এর আগে কংগ্রেসের সাথে এর সম্মেলন একত্রে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1895 সালের পর রানাডে তাঁর সম্মেলনগুলি কংগ্রেস থেকে আলাদাভাবে সংগঠিত করতে শুরু করেন। কী কারণে তিনি তাঁর সম্মেলনগুলি কংগ্রেস থেকে আলাদা করেন?
- চাপেকর ভ্রাতৃদ্বয় রানাডেকে হুমকি দিয়েছিলেন
১০) দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর নামে দুই ভাই কবে পুনেতে ব্যায়াম মণ্ডল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন?
- 1896-97 সালে
১১) রাউলাট কমিশন কোন ঘটনাটিকে ভারতীয় সন্ত্রাসবাদের প্রথম বিস্ফোরণ হিসাবে বর্ণনা করেছে?
- চাপেকার ভ্রাতৃদ্বয় দ্বারা পুনা হত্যাকাণ্ড
১২) চাপেকর ভাই দামোদর হরি চাপেকর এবং বালকৃষ্ণ হরি চাপেকর কোন সালে পুনাতে প্লেগ কমিশনার র্যান্ড এবং তার সঙ্গী লেফটেন্যান্ট আয়ার্স্টকে হত্যা করেছিলেন?
- 1897
১৩) 1897 খ্রিস্টাব্দের জুন মাসে পুনেতে ইউরোপীয়দের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কার দ্বারা?
- চাপেকর ভাই
১৪) প্লেগ কমিশনার র্যান্ড হত্যার কাকে ফাঁসি দেওয়া হয়?
- দামোদর হরি চাপেকর (দ্রাবিড় ভাইদের হত্যার অভিযোগে বালকৃষ্ণ হরি চাপেকর, বাসুদেব চাপেকর এবং বিনায়ক রানাডেকে ফাঁসি দেওয়া হয়))
১৫) 1897 সালে মিঃ র্যান্ড ও আয়াস্টকে কারা হত্যা করেন?
- চাপেকর ভ্রাতৃদ্বয় (দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর)
১৬) আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক হত্যা কোনটি?
- 1897 সালে চাপেকর ভ্রাতৃদ্বয় দ্বারা মিঃ র্যান্ড ও আয়াস্টকে হত্যা
১৭) চাপেকার ভ্রাতৃদ্বয় 22 জুন মিস্টার র্যান্ড এবং লেফটেন্যান্ট আয়ারস্টকে হত্যার চেষ্টা করেছিল। এই দিনটির বিশেষত্ব কি ছিল?
- রানী ভিক্টোরিয়ার 60 তম জন্মদিন
১৮) তিলকের ধারণার দ্বারা প্রভাবিত হয়ে চাপেকর ভাইরা (দামোদর ও বালকৃষ্ণ) পুনাতে ব্রিটিশ অফিসার মিস্টার র্যান্ডকে আক্রমণ করেন। মিস্টার র্যান্ড কে ছিলেন?
- প্লেগ কমিটির প্রধান
১৯) 1897 সালে, পুনাতে চাপেকর ভ্রাতৃদ্বয় প্লেগ কমিশনারকে হত্যা করেছিলেন। এই চাপেকর ভ্রাতৃদ্বয়কে হত্যাকাজে প্ররোচনাকারি হিসাবে কাকে দায়ি করে কারাদণ্ড দেওয়া হয়েছিল?
- বাল গঙ্গাধর তিলক
২০) ব্রিটিশ প্লেগ কমিশনারদের হত্যার জন্য চাপেকর ভাইদের অনুপ্রাণিত করার জন্য তিলককে কত মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল?
- 18 মাস
২১) নরমপন্থীদের আবেদন নিবেদন 'হাল ছাড়া নৌকার মত'- উক্তিটি কার?
- দামোদর হরি চাপেকর
২২) ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ কে?
- চাপেকর ভ্রাতৃদ্বয়
২৩) চাপেকররা কয় ভাই ছিলেন?
- তিনভাই (দামোদর হরি, বালকৃষ্ণ হরি, বাসুদেব হরি)
২৪) চাপেকর ভ্রাতৃদ্বয়কে কারা পুলিশের কাছে ধরিয়ে দেয়?
- দ্রাবিড় উপাধিধারী গণেশ ও রামচন্দ্র
২৫) বিশ্বাসঘাতক গণেশ ও রামচন্দ্রকে কারা হত্যা করেন?
- চাপেকরের তৃতীয় ভাই বাসুদেব হরি ও তাঁর বন্ধু রাণাডে
২৬) চাপেকরদের পরিনতি কী হয়?
- চাপেকর ভ্রাতৃত্রয় ও রাণাডের ফাঁসি হয়।
২৭) কোন তারিখে গোপাল হরি চাপেকরের ফাঁসি হয়েছিল?
- 18 এপ্রিল 1898
২৮) দামোদর হরি চাপেকরের মৃত্যুদণ্ড কবে কার্যকর হয়েছিল?
- 18 এপ্রিল 1898
(চাপেকর ভ্রাতৃদ্বয়দের গ্রেফতারে ভূমিকা রেখেছিল 'দ্রাবিড় ভ্রাতৃদ্বয়' (গণেশ শঙ্কর ও রামচন্দ্র দ্রাবিড়) দুজনেই ছিল দেশদ্রোহী)
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
চাপেকর ভ্রাতৃত্রয়। চাপেকর ভ্রাতৃদ্বয়। দামোদর চাপেকর। বালকৃষ্ণ চাপেকর। বাসুদেব চাপেকর। প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড হত্যা। হিন্দু ধর্ম সংরক্ষনী সভা। হিন্দু ধর্ম বাধা নিবারণ সমিতি। স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ।