Type Here to Get Search Results !

ক্ষুদিরাম বসু দ্বিতীয় পর্ব [Kshudiram Bose]

 

ক্ষুদিরাম বসু

Set by- Manas Adhikary


 

ক্ষুদিরাম বসু দ্বিতীয় পর্ব। Khudiram Bose – II

ক্ষুদিরাম বসু। প্রফুল্ল চাকী। ক্ষুদিরাম বসুর প্রকৃত নাম। প্রফুল্ল চাকীর প্রকৃত নাম। ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু। মুজফফরপুর মামলা। সর্বকনিষ্ঠ শহীদ। বাংলার প্রথম শহীদ।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ক্ষুদিরাম বসু এই পর্বে থাকছে  ক্ষুদিরাম বসু সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

ক্ষুদিরাম বসু অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Khudiram Bose MCQ.

 

১) ক্ষুদিরাম বসু কোথায় জন্মগ্রহন করেন?

- মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে (মতান্তরে হাবিবপুর গ্রামে)

২) ক্ষুদিরাম বসুর আসল নাম কী?

- দূর্গা দাস

৩) ক্ষুদিরাম বসু তাঁর যে দিদির কাছে প্রতিপালিত হন তাঁর নাম কী?

- অপরূপা দেবী

৪) ক্ষুদিরাম বসুর ভগ্নীপতির নাম কী?

- অমৃত

৫) অপরূপা দেবীর বাড়ী থেকে বের হয়ে গিয়ে ক্ষুদিরাম কার কাছে আশ্রয় পেয়েছিলেন?

- মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদের বোন (যার নাম জানা সম্ভব হয়নি)

 ৬) ক্ষুদিরাম বসু কোথায় রেলের মেল ব্যাগ ছিনতাই এ অংশগ্রহন করেছিলেন?

- হাটগাছিতে

৭) কোন স্টেশানের কাছে ট্রেনে সওয়ারি বাংলা গভর্নরের উপর বোমা নিক্ষেপ করেছিলেন?

- নারায়নগড়

৮) কোন বিপ্লবী পত্রিকা বিলি করার সময় ক্ষুদিরাম বসু পুলিশের হাতে ধরা পড়েন?

- সোনার বাংলা

৯) ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?

- সত্যেন্দ্রনাথ বসু

১০) ক্ষুদিরাম বসু কোন বিপ্লবী দলের সদস্য ছিলেন?

- যুগান্তর দল

১১) বিপ্লবী ক্ষুদিরাম বোমা তৈরি শিখে ছিলেন কোন বিখ্যাত বিপ্লবীর থেকে? 

- হেমচন্দ্র চন্দ্র দাস কানুনগো

১২) কিংসফোর্ড কাকে বন্দেমাতরম ধ্বনি উচ্চারন করার জন্য প্রকাশ্যে বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন?

- সুশীল সেন

১৩) ভারতীয় বিপ্লবীদের দ্বারা প্রথম বোমা আক্রমন কোনটি?

- ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ডের গাড়ি মনে করে বোমা নিক্ষেপ করে 1908 সালের 30 এপ্রিল। এটিই ছিল প্রথম বোমা আক্রমন।

১৪) এই ঘটনাটি কোথায় ঘটে?

- মজঃফরপুরে

১৫) এই ঘটনায় কারা মারা যান?

- মি কেনেডির স্ত্রী ও তাঁর কন্যা

১৬) মুজঃফরপুর খুনের ঘটনায় কোন দুই বিপ্লবীর নাম জড়িত ছিল?

- ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী

১৭) প্রফুল্ল চাকী কোন স্থানে পুলিশের হাতে ধরা পড়ে?

- মোকামা স্টশানে

১৮) প্রফুল্ল চাকী কিভাবে মৃত্যুবরন করেন?

- মোকামা স্টেশানে পুলিশ গ্রেপ্তার করার আগে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন।

১৯) প্রফুল্ল চাকীকে কোন পুলিশ ধরে ফেলে?

- নন্দলাল ব্যানার্জী

২০) কিংসফোর্ডকে হত্যা করার সময় প্রফুল্ল চাকীর ছদ্মনাম কী ছিল?

- দীনেশ চন্দ্র রায় (মতান্তরে দীনেশ চন্দ্র সেন)

২১) কিংসফোর্ডকে হত্যা করার সময় ক্ষুদিরাম বসুর ছদ্মনাম কী ছিল?

- হরেন রায় (মতান্তরে দুর্গাদাস সেন)

২২) কোন স্টেশানে ক্ষুদিরাম বসু ধরা পড়েন?

- ওয়াইনি

২৩) কে ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করেছিল?

- ওয়াইনি স্টেশান থেকে ফতে সিং ও শিবপ্রসাদ মিশ্র নামক দুই কনস্টেবল

২৪) কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টায় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীকে কোন মামলায় অভিযুক্ত করা হয়?

- মুজফফরপুর মামলা

২৫) প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস মুজাফফরপুরে মিস্টার কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেছিলেন। এই কিংসফোর্ড কে ছিল?

- বিচারক

২৬) ব্রিটিশ অফিসার কেনেডি এবং তার স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল?

- ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী

২৭) মুজফফরপুর বোমা মামলায় ক্ষুদিরাম বোসের আইনজীবী কে ছিলেন?

- কালিদাস বসু

২৮) মুজঃফরপুর খুনের ঘটনায় কে ক্ষুদিরাম বসুকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন?

- ব্রিটিশ বিচারক মি. কর্নডফ

২৯) 'রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়া জওহরব্রত পালন করিত, আমিও তেমনি নির্ভয়ে দেশের জন্য প্রান দিব'- উক্তিটি কার?

- ক্ষুদিরাম বসু

৩০) ফাঁসির আগে ক্ষুদিরাম বসু শেষ ইচ্ছা জানতে চাইলে তিনি কী বলেছিলেন?

- তিনি বোমা বাধতে জানেন। ব্রিটিশরা যদি তাঁকে অনুমতি দেয় তাহলে তিনি ভারতের অন্যান্য যুবকদেরকে সেই বিদ্যা শিখিয়ে যেতে চান।

৩১) ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়?

- 1908 সালের 11 আগষ্ট

৩২) ক্ষুদিরাম বসুর শেষ কথা কী ছিল?

- ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন?

৩৩) ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয় তখন তাঁর বয়স কত?

- 18 বছর 8 মাস 8 দিন (মতান্তরে 18 বছর 7 মাস 11 দিন)

৩৪) স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন?

- ক্ষুদিরাম বোস 

৩৫) ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় ভারতের ভাইসরয় ছিলেন ?

- লর্ড দ্বিতীয় মিন্টো 

৩৬) ক্ষুদিরাম বসুকে কোন জায়গায় ফাঁসি দেওয়া হয়.?

- মুজফ্ফরপুর 

৩৭) ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় দুজন বাঙালি উপস্থিত ছিলেন। তাদের নাম কী?

- বেঙ্গলী কাগজের সংবাদদাতা ও উকিল উপেন্দ্র নাথ বসু এবং অন্যজন ক্ষেত্রনাথ বন্দোপাধ্যায়

৩৮) কোন বোমা মামলার  ভিত্তিতে 'দেশের দুর্ভাগ্য', নামক প্রবন্ধ লেখার জন্য 1906 সালে বাল গঙ্গাধর তিলককে 6 বছরের জন্য মন্দালয় জেলে নির্বাসিত করা হয়?

- মুজাফফরপুর বোমা ঘটনা

৩৯) বাংলার প্রথম শহীদ কে?

- ক্ষুদিরাম বসু (যদিও ক্ষুদিরামের আগে প্রফুল্ল চাকী মারা যান তবুও ইতিহাসে তাঁকে কেন প্রথম শহীদ ধরা হয় না এর উত্তর আমার জানা নেই)

৪০) 'হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী' গানটি কার লেখা?

- পীতাম্বর দাস

৪১) মুজঃফর খুনের ঘটনায় কে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকীকে সমর্থন করেন নি?

- মহাত্মা গান্ধী

৪২) অগ্নিশিশু উপাধি কাকে দেওয়া হয়?

- ক্ষুদিরাম বসু

৪৩) কিংসফোডকে হত্যা করার জন্য তাকে বাদ দিয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীকে পাঠানো হয়েছে'- এই কথা শুনে কে আফসোস করেছিলেন?

- কানাইলাল দত্ত

৪৪) ফাঁসির আদেশ হয়ে যাওয়ার পর কার শরীরের ওজন বেড়ে গিয়েছিল?

- কানাইলাল দত্ত

৪৫) ক্ষুদিরাম বসুর শেষকৃত্য সপন্ন হয় কোন নদীর তীরে?

- গন্ডক

৪৬) মজফফরপুর বোমা ঘটনার পর বোমা তৈরীর কারখানা কোথায় ধরা পড়ে?

- কলকাতার মানিকতলা অঞ্চলে 32 নং মুরারিপুকুর রোডে বারীনন্দ্রনাথ ঘোষের বাগানবাড়িতে

 

ক্ষুদিরাম বসু প্রথম পর্ব (সংক্ষিপ্তরূপ )>>>>

ভগৎ সিং>>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ক্ষুদিরাম বসু। প্রফুল্ল চাকী। ক্ষুদিরাম বসুর প্রকৃত নাম। প্রফুল্ল চাকীর প্রকৃত নাম। ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু। মুজফফরপুর মামলা। সর্বকনিষ্ঠ শহীদ। বাংলার প্রথম শহীদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad