যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দ্বিতীয় পর্ব। Bagha Jatin– II
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন। রজ অ্যান্ড কোম্পনী লুঠ। মাভেরিক জাহাজ। বালেশ্বর অভিযান। বুড়িবালামের যুদ্ধ। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মি. মার্টিন। এম এন রায়। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই পর্বে থাকছে বাঘা যতীন সম্পর্কে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাঘা যতীন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Jatindranath Mukherjee MCQ.
১) বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন?
- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
২) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহন করেন?
- 1879 সালে 7 ডিসেম্বর
৩) বাঘাযতীন কতবছর বয়সে শহীদ হন?
- 35 বছর
৪) universal impoream এর গঠন কে করেছিলেন?
- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
৫) ছোটবেলায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যখন বাঘ মারে তখন শরীরে কটা ক্ষত হয়?
- প্রায় 300 টি
৬) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে কে বাঘা যতীন উপাধি দিয়েছিল?
- ডাক্তার সুরেশপ্রসাদ (যিনি বাঘ মারার পর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চিকিৎসা করেছিলেন) (প্রসঙ্গত উল্লেখ্য যে লর্ড ওয়েলেসলী নিজেকে বাংলার বাঘ বলত)
৭) কোথায় বাঘাযতীন, ক্যাপ্টেন মার্কি ও লেফটেন্যান্ট সমারভিল সহ চারজন ইংরেজ অফিসারের মের চোয়াল ভেঙে দিয়েছিল?
- শিলিগুড়ি স্টেশানে
৮) লর্ড হার্ডিঞ্জ কাকে 'একটিমাত্র অপরাধী' হিসাবে চিহ্নিত করেছিলেন?
- বাঘাযতীন
৯) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকতায় কোন মহান বিপ্লবী সান্নিধ্যে এসেছিলেন?
- অরবিন্দ ঘোষ
১০) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কাকে জাপানে রাসবিহারী বসুর কাছে পাঠিয়েছিলেন?
- অবনী মুখার্জীকে
১১) বাঘাযতীন কোন ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিলেন?
- আলিপুর ষড়যন্ত্র, হাওড়া-শিবপুর ষড়যন্ত্র
১২) ধর্মতলার রোডা অ্যান্ড কোম্পানির দোকান থেকে কার নেতৃত্বে অস্ত্র লুট করা হয়?
- যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
১৩) বাঘাযতীন কবে রজ অ্যান্ড কোম্পনীকে লুঠ করেন?
- 1914 সালের 26 আগষ্ট
১৪) রজ এন্ড কোম্পানী থেকে কী কী জিনিস করায়ত্ত করেছিলেন?
- 50 টি মাউজার পিস্তল ও 46000 রাউন্ড গুলি।
১৫) এই কাজে তাঁর সহযোগী কে ছিলেন?
- বিপিন বিহারী গাঙ্গুলি
১৬) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এর দক্ষি হস্ত নামে কে পরিচিত ছিলেন?
- নরেন্দ্রনাথ ভট্টাচার্য
১৭) মি. মার্টিন নামে কে বিখ্যাত ছিলেন?
- নরেন্দ্রনাথ ভট্টাচার্য
১৮) নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরে কি নামে পরিচিত হন?
- মানবেন্দ্রনাথ রায় (এম এন রায়)
১৯) জার্মানি থেকে অস্ত্র আনার জন্য বাঘাযতীন কাকে বাটভিয়ায় (জাভায়) পাঠান?
- নরেন্দ্রনাথ ভট্টাচার্য
২০) কোন ছদ্মনাম নিয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য বাটভিয়ায় যান?
- সি মার্টিন
২১) নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় গিয়ে মানবেন্দ্রনাথ রায় ছদ্মনামটি গ্রহন করেন?
- সানফ্রান্সিসকোতে
২২) নরেন্দ্রনাথ ভট্টাচার্য কী কী ছদ্মনাম নিয়েছিলেন?
- মি. মার্টিন, মানবেন্দ্রনাথ রায়, হরি সিং, ডা মহামুদ, মি. হোয়াইট, মি. ব্যানার্জী
২৩) বাঘাযতীনের সাথে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের পরিচয় হয় কোথায়?
- যুগান্তর দলের হয়ে কাজ করার সময়
২৪) জার্মানি থেকে কোন তিনটি জাহাজে করে বিপ্লবীদের জন্য অস্ত্র আনার ব্যবস্থা করেন বাঘাযতীন?
- মাভেরিক, অ্যানি লারসেন ও হেনরি এস
২৫) জাহাজ থেকে অস্ত্র গুলি কোথায় নামার ব্যবস্থা করেন বাঘাযতীন?
- সুন্দরবনের রায়মঙ্গল, উড়িষ্যার বালেশ্বর ও হাতিয়ায়
২৬) বাঘাযতীন কোন জাহাজ থেকে অস্ত্র নামাবার জন্য নিজে গিয়েছিলেন?
- মাভেরিক
২৭) মাভেরিক কোথায় অস্ত্র নামাবে বলে ঠিক হয়েছিল?
- উড়িষ্যার বালেশ্বরে
২৮) উড়িষ্যার বালেশ্বরে মাভেরিক জাহাজ থেকে অস্ত্র নামানোর জন্য বাঘাযতীনের সাথে কে কে গিয়েছিলেন?
- চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষ পাল, নীরেন দাসগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত
২৯) বুড়িবালামের যুদ্ধের সাথে কোন বিপ্লবীর নাম যুক্ত?
- বাঘাযতীন
৩০) বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়?
- 1915 সালে 9 সেপ্টেম্বর
৩১) বুড়িবালামের যুদ্ধ কোথায় হয়?
- ওড়িষ্যার বালেশ্বরে
৩২) কাদের মধ্যে বুড়িবালামের যুদ্ধ হয়?
- বাঘাযতীন ও চালর্স টেগার্ড
৩৩) বুড়িবালাম কোথায় অবস্থিত?
- উড়িষ্যার বালেশ্বর
৩৪) বুড়িবালামের যুদ্ধ কতক্ষন হয়েছিল?
-20 মিনিট
৩৫) বুড়িবালামের যুদ্ধে কে মারা গিয়েছিল যুদ্ধক্ষেত্রেই?
- চিত্তপ্রিয় রায়চৌধুরী (বাঘাযতীন ও জ্যোতিষ মারাত্বকভাবে আহত হন। পরে নীরেন ও মনোরঞ্জনের ফাঁসি হয় এবং জ্যোতিষ কারারুদ্ধাবস্থায় মারা যান)
৩৬) কোন সালে বাঘাযতীন মারা যান?
-পরেরদিন অর্থ্যাৎ 1915 সালে 10 সেপ্টেম্বর বাঘাযতীন হাসপাতালেই মারা যান।
বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত >>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাঘা যতীন। রজ অ্যান্ড কোম্পনী লুঠ। মাভেরিক
জাহাজ। বালেশ্বর অভিযান। বুড়িবালামের যুদ্ধ। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মি. মার্টিন। এম এন রায়। যতীন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়।