Type Here to Get Search Results !

চন্দ্রশেখর আজাদ তৃতীয় পর্ব [Chandra Shekhar Ajad]

 

চন্দ্রশেখর আজাদ

Set by- Manas Adhikary


 

চন্দ্রশেখর আজাদ তৃতীয় পর্ব। Chandra Shekhar Azad– III

চন্দ্রশেখর আজাদ। রামপ্রসাদ বিসমিল। রাজেন্দ্রনাথ লাহিড়ী আশফাক উল্লা খাঁ। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান। কাকোরি ষড়যন্ত্র মামলা। কুইক সিলভার।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো চন্দ্রশেখর আজাদ এই পর্বে থাকছে  চন্দ্রশেখর আজাদ সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

চন্দ্রশেখর আজাদঅতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Chandra Shekhar Azad MCQ.

 

৩৬) কাকোরী ষড়যন্ত্র মামলায় কদের ফাঁসি হয়?

- রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী ও আসফাক উল্লাহ খান

৩৭) কাকোরী মামলায় (09 আগস্ট 1925 খ্রি.) অভিযুক্ত রাজেন্দ্র লাহিড়ীকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?

-  গোন্ডা জেলে

৩৮) কাকোরী মামলায় (09 আগস্ট 1925 খ্রি.) অভিযুক্ত রাম প্রসাদ বিসমিলের কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?

- গোরখপুর জেলে।

৩৯) কাকোরী মামলায় (09 আগস্ট 1925 খ্রি.) অভিযুক্ত রোশন সিংকে  কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?

- এলাহাবাদ জেলে

৪০) কাকোরী মামলায় (09 আগস্ট 1925 খ্রি.) অভিযুক্ত আশফাক উল্লাহ খানকে  কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল?

-  ফৈজাবাদ জেলে

৪১) কাকোরি মামলার কোন আসামিকে এলাহাবাদের ন্যান্সি জেলে ফাঁসি দেওয়া হয়েছিল?

- রোশন সিং

৪২) কাকোরী ষড়যন্ত্র মামলায়  কাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়?

- শচীন্দ্রনাথ সান্যাল 

৪৩) কাকোরী মামলার কোন আসামি দেশের স্বাধীন হওয়ার পর সংসদ সদস্য হয়েছিলেন?

- যোগেশ চন্দ্র চট্টোপাধ্যায়

(তাকে কাকোরি মামলায় দীর্ঘ সাজা দেওয়া হয়েছিল এবং বিভিন্ন মামলায় প্রায় 24 বছর কারাভোগ করতে হয়েছিল এবং এই সময়ে তিনি আড়াই বছর অনশনও করেছিলেন।)  

৪৪) 9 আগস্ট, 1942 সালে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও, 9 আগস্ট মুক্তিযোদ্ধারা অন্য  কোন চাঞ্চল্যকর পদক্ষেপ গ্রহন করেছিল?

- কাকোরী ট্রেন লুট 

৪৫) বিদ্রোহী ছদ্মনামে কে ‘কাকোরির নায়কদের পরিচিতি নামক একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন?

- ভগৎ সিং 

৪৬) কাকোরি মামলার কোন আসামি তার ফাঁসির আগে তাকে দেওয়া দুধ পান করতে অস্বীকার করেছিল?

 - রামপ্রসাদ বিসমিল

৪৭) কাকোরি বিচারের সময় কোন বিপ্লবীর স্লোগান দিয়েছিলেন, ‘আমি ব্রিটিশ সাম্রাজ্যের পতন কামনা করি? 

- রাম প্রসাদ বিসমিল

৪৮) রাম প্রসাদ বিসমিলের ‘কাকোরি শিরোনামের আত্মজীবনী কে  1928 সালে প্রকাশিত করেন?   

- গণেশ শঙ্কর বিদ্যার্থী

৪৯) ‘কাকোরী ষড়যন্ত্র নামক বইটি কার লেখা?

- রাম প্রসাদ বিসমিল 

৫০) ‘আমরা আবার জন্ম নেব এবং আবার আমাদের বিপ্লবী কমরেডদের সাথে মিলিত হব, আমরা আবারও মাতৃভূমির সেবা করার জন্য সংগ্রাম করব।‘  - কোন বিপ্লবী ফাঁসির আগে এই উক্তিটি বলেছিলেন?

- রামপ্রসাদ বিসমিল

৫১) ফাঁসিতে ঝুলানোর আগে কে বলেছিল, ‘আমি মরতে যাচ্ছি না, ভারতকে স্বাধীন করার জন্য পুনর্জন্ম নিতে যাচ্ছি?

- রাজেন্দ্র লাহিড়ী 

৫২) কাকোরি ঘটনার অভিযুক্ত আশফাক উল্লাহ খানকে রাজস্থানে কেআশ্রয় দিয়েছিলেন? 

- অর্জুন লাল শেঠি  

৫৩) দেশের স্বাধীনতার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম ভারতীয় মুসলিম কে?

- আশফাক উল্লাহ খান 

৫৪) কোন বিপ্লবী হিন্দি ও উর্দুতে ‘ওয়ারসি এবং ‘হাসরত নামে কবিতা ও গজল লিখেছিলেন?

- আশফাক উল্লাহ খান

৫৫) বৈপ্লবিক  ডাকাতির লক্ষ্য সরকারী তহবিল অর্জন করা – উক্তিটি কার?

- রামপ্রসাদ বিসমিল

৫৬) রামপ্রসাদ বিসমিল কোন সমাজের বা সমিতির সাথে যুক্ত ছিলেন?

- আর্য সমাজ 

৫৭) ব্রিটিশ সাম্রাজ্যের পতন হওয়া উচিত – উক্তিটি কার? 

- রামপ্রসাদ বিসমিল 

৫৮) সরফরোশী কি তামান্না আব হামারে দিলমে হ্যায়- কার লেখা স্লোগান এটি? 

- বিসমিল আজিমাবাদী 

(এটি লিখেছেন পাটনার বিখ্যাত কবি বিসমিল আজিমাবাদী। সবাই রামপ্রসাদ বিসমিল ভেবে ভুল করি।)

৫৯) চন্দ্রশেখর আজাদএর প্রকৃত নাম কী?

- চন্দ্রশেখর তেওয়ারি

৬০) কোথায় পড়তে পড়তে চন্দ্রশেখর আজাদ অসহযোগ আন্দোলনে যোগদান করেন?

- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে

৬১)  ব্রিটিশ পুলিশ অফিসার জে পি সান্ডার্সকে কে গুলি করে হত্যা করেন?

- চন্দ্রশেখর আজাদ

৬২) জে পি সান্ডার্স কীসের সাথে যুক্ত?  

- লালা লাজপতের মৃত্যু হয় এই জে পি সান্ডার্সের লাঠির আঘাতে

৬৩)  চন্দ্রশেখর আজাদ কোন কোন মামলা থেকে অব্যাহতি পাবার জন্য পালিয়ে গিয়েছিলেন?

- কাকোরি ঘটনা, লাহোর ষড়যন্ত্র মামলা

(কাকোরি মামলা এবং লাহোর ষড়যন্ত্র উভয়ই ক্ষেত্রে  পালিয়ে যাওয়ার পর, তিনি এলাহাবাদের আলফ্রেড পার্কে পুলিশের সাথে এনকাউন্টারের সময় নিজেকে গুলি করেন।)

৬৪) ঝাঁসিতে থাকাকালীন চন্দ্রশেখর আজাদ কোন ছদ্মনাম গ্রহন করেন?

- পন্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী

৬৫)  HSRA এর মুখ্য পরিচালক কে ছিলেন?

-  চন্দ্রশেখর আজাদ

৬৬) HSRA এর পাঞ্জাব শাখার মুখ্য পরিচালক কে ছিলেন?

- সুকদেব থাপার

৬৭)  HSRA এর কার্যকলাপ কে কখনোই সমর্থন করেন নি?

- মহাত্মা গান্ধী 

৬৮)  চন্দ্রশেখর আজাদ কীভাবে মারা যান?

- এলাহবাদে আলফ্রেড পার্কে পুলিশের সাথে সংঘর্ষের সময় গ্রেপ্তারি এড়ানোর জন্য তিনি নিজেকে গুলি করেন।

৬৯)  Quick Silver নামে কে পরিচিত?

- চন্দ্রশেখর আজাদ

৭০) চন্দ্রশেখর আজাদকে কে 'কুইক সিলভার' বলে অভিহিত করেন?

- রামপ্রসাদ বিসমিল 

৭১) "We will face the Bullets of the enemies, We are free and will remain free" - উক্তিটি কার?

 - চন্দ্রশেখর আজাদ

৭২)  'আমরা মরলে, জগৎ জাগবে'- এই উক্তিটি কার?

-চন্দ্রশেখর আজাদ

৭৩) কার অনুরোধে ভগবতী চরণ ভোহরা ‘দ্য ফিলোসফি অফ বোম্ব প্রকাশ করেন?

- চন্দ্রশেখর আজাদ 

৭৪) চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে বিপ্লবীরা কবে ভাইসরয় লর্ড আরউইনের ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে?

- 23 ডিসেম্বর, 1929 খ্রি. 

৭৫) এলাহাবাদে অবস্থিত 'আলফ্রেড পার্ক' কোন শহীদ বিপ্লবীর জন্য বিখ্যাত?

- চন্দ্রশেখর আজাদ 

৭৬) চন্দ্রশেখর আজাদ শহীদ হওয়ার পর ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন-এর নেতৃত্ব দেন কে?

- যশপাল

 


চন্দ্রশেখর আজাদ দ্বিতীয় পর্ব >>>>

বাঘা যতীন >>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

চন্দ্রশেখর আজাদ। রামপ্রসাদ বিসমিল। রাজেন্দ্রনাথ লাহিড়ী। আশফাক উল্লা খাঁ। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশান। কাকোরি ষড়যন্ত্র মামলা। কুইক সিলভার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad