Type Here to Get Search Results !

বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স দ্বিতীয় পর্ব [Binay Badal Dinesh ]

 

বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স

Set by- Manas Adhikary


 

বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স দ্বিতীয় পর্ব। Benoy Badal Dinesh – II

বিনয় বসু। বাদল গুপ্ত। দীনেশ গুপ্ত। বেঙ্গল ভলেন্টিয়ার্স। VERANDA BATTLE  অলিন্দ যুদ্ধ। রাইটার্সের অলিন্দ যুদ্ধ। ডগলাস হত্যা। বীনা দাস। কল্যানী দাস।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স এই পর্বে থাকছে  বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBenoy Badal Dinesh MCQ.  

 


১) ঢাকার পুলিশ IG লেম্যানকে কে হত্যা করেন?

- বিনয় কৃষ্ণ বসু

২) ঢাকার পুলিশ সুপার হাডসনকে কে হত্যা করেন?

- বিনয় কৃষ্ণ বসু

৩) বিনয় কোথায় লেম্যান ও হাডসনকে হত্যা করেন?

- ঢাকার মিডফোর্ড হাসপাতাল পরিদর্শনকালে (1930 সালের 31 আগষ্ট)

৪) বিনয়-বাদল-দীনেশকে স্মরনীয় করে রাখতে কোন স্থানের নাম পরিবর্তন করে বিবাদী বাগ রাখা হয়েছে?

-  ডালহৌসী স্কোয়ারের

৫) বিনয়-বাদল-দীনেশের মধ্যে কে ডাক্তারি পড়তেন?

- বিনয় বসু

৬) ইতিহাসে বি-বা-দী নামে কারা পরিচিত?

- বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত

৭) কাকে ধরে দেওয়ার জন্য ইংরেজ সরকার 5000০ টাকা পুরস্কার ঘোষনা করেন?

- বিনয় কৃষ্ণ বসুকে (লেম্যানকে হত্যা করার পর কোলকাতায় পালিয়ে গেলে)

৮) লেম্যানকে হত্যা করার পর বিনয় বসুকে কোলকাতায় পালিয়ে যেতে কে সাহায্য করেন?

- বেঙ্গল ভলেন্টিয়ার্সের অ্যাকশন স্কোয়াডের প্রধান সুপতি রায়

৯) কে বিনয় বসুকে উদ্দেশ্য করে বলেছিলেন 'ধন্যি ছেলে দেখিয়ে গেছে আমরাও জবাব দিতে জানি'?

- শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

১০) বিনয়-বাদল-দীনেশ কবে রাইটার্স বিল্ডিং আক্রমন করেন?

- 1930 সালের 8ই ডিসেম্বর

১১) বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমন করেন আসলে কাকে হত্যা করার জন্য?

- কারাগার অধ্যক্ষ সিম্পসনকে

১২) কর্নেল সিম্পসনের উপর প্রথম কে গুলি ছোঁড়েন?

- বিনয় বসু

১৩) সিম্পসনকে হত্যা করার পর কার নিদের্শে ব্রিটিশ পুলিশ বাহিনী বিনয়-বাদল-দীনেশএর উপর গুলি বর্ষন করতে শুরু করে?

- চালর্স টেগার্ড

১৪) রাইটার্স বিল্ডিং এর কততলায় বিপ্লবীরা আটকে পড়েছিলেন?

- তিন তলায়

১৫) বিনয় বসু কীভাবে মারা যান?

- রাইটার্সের অলিন্দ যুদ্ধে ব্রিটিশ পুলিশের হাতে যাতে ধরা না পড়ে সেজন্য নিজের মাথা লক্ষ্য করে গুলি চালান। আহতাবস্থায় ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে চিকিৎসা করানো পর কিছুটা সুস্থ হয়। কিছুটা সুস্থ হবার পর তিনি নিজে নিজের মাথার ক্ষততে আঙুল দিয়ে সেটিকে সেপটিক করে ফেলেন। এর কিছুদিন পর মারা যান

১৬) বাদল গুপ্ত কিভাবে মারা যান?

- অলিন্দ যুদ্ধে বিষপান করে মারা যান।

১৭) দীনেশ গুপ্তের পরিনতি কি হয়?

- আহতাবস্থায় অলিন্দ যুদ্ধে গ্রেপ্তার হন। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠলে তাঁকে ৭ই জুলাই ১৯৩১ সালে ফাঁসি দেওয়া হয়।

১৮) বিনয়-বাদল-দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান ও মারনযুদ্ধকে কোন পত্রিকা 'অলিন্দ যুদ্ধ' নামে বর্ননা করেছিল?

- আনন্দবাজার পত্রিকা

১৯) অলিন্দ যুদ্ধ সঙ্গে বিনয় বাদল দীনেশ নাম স্মরণীয় কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধে তাদের সাহায্য করেছিলেন কোন ব্যক্তি?

- নিকুন্ত সেন

২০) টেগার্ট কে হত্যা করতে গিয়ে কে ফাঁসি কাঠে প্রাণ দেন?

- গোপীনাথ সাহা

২১) বিনয়-বাদল-দীনেশ কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন?

- বেঙ্গল ভলেন্টিয়ার্স

২২) বেঙ্গল ভলান্টিয়ার্স কে গঠন করেন

- হেমচন্দ্র ঘোষ

২৩) বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কাজকর্মকে কে 'পার্ক সার্কসের সার্কাস' বলে কটাক্ষ করেছিলেন?

- মহাত্মা গান্ধী

২৪) বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কয়েকজন বিখ্যাত বিপ্লবীদের নাম করুন?

- বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন, প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রভাংশুশেখর পাল, অনাথবন্ধু পাঁজা, মৃগেন দত্ত

২৫) ধান বিক্রির পুরো টাকাটাই কে একবার বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে দেন?

-  অনাথবন্ধু পাঁজা

২৬) মেদিনীপুরে বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা কে?

- দীনেশ গুপ্ত

২৭) বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেদিনীপুর শাখার দায়িত্ব কে দীনেশ গুপ্তর উপর ন্যাস্ত করেন?

- নেতাজী সুভাষ চন্দ্র বসু

২৮) অত্যাচারী পেডি সাহেবকে কে হত্যা করেন?

- বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন গুলি করে হত্যা করেন।

২৯) অত্যাচারী ডগলাস কার গুলিতে প্রান হারান?

- প্রদ্যুৎ ভট্টাচার্য ও প্রভাংশুশেখর পালের

৩০) প্রকৃতপক্ষে কার গুলিতে ডগলাস নিহত হন?

- প্রভাংশুশেখর পালের

৩১) অত্যাচারী বার্জ কার গুলিতে প্রান হারান?

- অনাথবন্ধু পাঁজা ও মৃগেন দত্ত

৩২) কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কে বাংলার ব্রিটিশ গর্ভনর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তলের গুলি ছুড়ে হত্যার প্রচেষ্টা চালান?

- বীনা দাস

৩৩) বীনা দাসকে কে ধরে ফেলেন এবং ইংরেজ সরকার হাতে ন্যস্ত করে?

- তৎকালীন উপাচার্জ হাসান সোহরাওয়াদী

৩৪) কল্যানী দাস কে ছিলেন?

- বীনা দাসের দিদি। তিনিও একজন বিপ্লবী ছিলেন।

৩৫) কল্যানী দাস কীভাবে ধরা পড়েন?

-বিপ্লবীদের গোপন লিফলেট নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পরেন।

৩৬) পিতৃদান নামক আত্মজীবনী কে লেখেন?

- বীনা দাস

৩৭) শৃঙ্খলা ঝংকার গ্রন্থটি কার লেখা?

- বীনা দাস

 

বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ও বেঙ্গল ভলেন্টিয়ার্স  প্রথম >>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বিনয় বসু। বাদল গুপ্ত। দীনেশ গুপ্ত। বেঙ্গল ভলেন্টিয়ার্স। VERANDA BATTLE।  অলিন্দ যুদ্ধ। রাইটার্সের অলিন্দ যুদ্ধ। দিপালী সংঘ। ডগলাস হত্যা। বীনা দাস। কল্যানী দাস।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad