ভগৎ
সিং
ভগৎ
সিং তৃতীয় পর্ব। Bhagat Singh Part -III
ভগৎ
সিং। অজিত সিং। রাজগুরু। সুখদেব। বটুকেশ্বর দত্ত। শহীদ ই আজম। পাবলিক সেফটি বিল। নওজোয়ান ভারত সভা। বটুকেশ্বর দত্ত। স্যান্ডার্স হত্যা।
সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভিতরে বোমা নিক্ষেপ।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভগৎ সিং। এই পর্বে থাকছে ভগৎ সিং সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science,Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ভগৎ সিং অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Bhagat Singh MCQ.
৫১) 23 মার্চ 1931 সালে ভগৎ সিংকে তার দুই সঙ্গীসহ ফাঁসি দেওয়া হয়, সেই দুই সঙ্গী কারা ছিলেন?
- রাজগুরু এবং সুখদেব
৫২) কোন জেলে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল?
- লাহোর জেল
৫৩) কোন নদী র তীরে ব্রিটিশ সরকার গোপনে 'ভগত সিং, রাজগুরু, সুখদেব' এর শেষকৃত্য সম্পন্ন করেছিল?
- শটলেজ বা শতদ্রু
৫৪) গান্ধীজি কিসে ব্রিটিশ সরকারকে ভগৎ সিং এবং তার সহযোদ্ধাদের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করতে বলেছিলেন?
- দিল্লি চুক্তিতে
৫৫) ভগত সিং এর মরদেহ সম্পর্কে কে বলেছেন যে এই মরদেহ ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেতু হিসেবে কাজ করবে?
- পন্ডিত জওহরলাল নেহেরু
৫৬) ভগৎ সিং এর ফাঁসির জন্য গান্ধীজিকে দায়ী করে কোন অধিবেশনে 'গান্ধী নিপাত যাক' স্লোগান তোলা হয়?
- করাচী অধিবেশনে
৫৭) কংগ্রেসের কোন অধিবেশনের মাত্র অধিবেশনের ছয় দিন আগে, ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়?
- করাচি
(এই অধিবেশনে দুটি প্রস্তাব গৃহীত হয়, একটি মৌলিক অধিকার এবং অন্যটি জাতীয় অর্থনৈতিক কর্মসূচি নিয়ে)
৫৮) ভগত সিং এর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত?
- ফিরোজপুর
(ভগৎ সিংকে লাহোর জেলে ফাঁসি দেওয়া হলেও ফিরোজপুরের শতদ্রু নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।)
৫৯) 1926 সালে গঠিত নজওয়ান সভার প্রাথমিক সদস্য ছিলেন কারা ?
- ভগৎ সিং, যশপাল, ছাবিলদাস
৬০) নওজওয়ান সভা কোন দিনে 'ভগত সিং দিবস', পালন করে?
- 17 ফেব্রুয়ারি 1931
৬১) ভগৎ সিং কবে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনএ যোগ দেন?
- 1928 সালে
৬২) 1928 সালের সেপ্টেম্বরে ভগৎ সিং এবং তার কয়েকজন কমরেড দ্বারা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি কোন একটি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- ফিরোজ শাহ কোটলা, দিল্লি
৬৩) হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশান ওন আর্মি কে প্রতিষ্ঠা করেন?
- ভগৎ সিং
৬৪) হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশান ওন আর্মি কোথায় প্রতিষ্ঠিত কোথায় হয়?
- দিল্লীর ফিরোজ শাহ কোটলাতে
৬৫) হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশান ওন আর্মি এর হেডকোয়াটার কোথায় অবস্থিত?
- আগ্রাতে
৬৬) হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সেনা বিভাগের কমান্ডার ইন চিফ কাকে করা হয়েছিল?
- চন্দ্রশেখর আজাদ
৬৭) রাজগুরুর পুরো নাম কী ছিল?
- শিবরাম হরি রাজগুরু
৬৮) শুকদেবের পুরো নাম কী?
- শুকদেব থাপার
৬৯) কোন শ্রেনীতে পড়ার সময় সুকদেব বলেছিলেন তিনি কোন ইংরেজকে স্যালুট করবেন না?
- তৃতীয় শ্রেনী
৭০) কাকে ভগত সিং-এর চাণক্য বলা হত?
- সুখদেব
৭১) উত্তরপ্রদেশের হারদোই এর বাসিন্দা এবং ভগত সিং-এর সহকারী সেই বিখ্যাত বিপ্লবীর নাম কী, যার পরিবারে এখনও ভগৎ সিং-এর জুতো রক্ষিত আছে?
- জয়দেব কাপুর
৭২) বিদ্রোহী ছদ্মনামে কে 'কাকোরির নায়কদের পরিচয়' নামক একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন?
- ভগৎ সিং
৭৩) কে কানপুরের 'প্রতাপ' নামক পত্রিকায় 'বলবন্ত' ছদ্মনাম নিয়ে গোপনে কাজ করতেন?
- ভগত সিং
৭৪) বলরাজ' কার ছদ্মনাম ছিল?
- চন্দ্রশেখর আজাদ
৭৫) ভগৎ সিং এর লেখা পুস্তকগুলির নাম করুন।
- কেন আমি নাস্তিক (Why I'm an Atheist), মৃত্যুর দরজায় (মৃত্যুর দ্বার পর) , ভারতে বিপ্লবী আন্দোলন (ভারত মে ক্রান্তিকারী আন্দোলন)
৭৬) জাতীয়তাবাদের আদর্শ নামক রচনাটি কার?
- ভগৎ সিং
৭৭) 1928 সালের জুন মাসে কীর্তি পত্রিকায় প্রকাশিত ‘অস্পৃশ্যতার প্রশ্ন’ শিরোনামের নিবন্ধটি কে লেখেন?
- ভগৎ সিং
৭৮) কে লাহোরে 'আঞ্জুমান-ই-মোহাব্বানে ওয়াতান' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন এবং 'ভারত মাতা' নামে একটি সংবাদপত্রও প্রকাশ করেছিলেন?
- অজিত সিং
৭৯) ঐতিহাসিক বিপিন চন্দ্র মৃত্যুর পূর্বে কার জীবনি লিখেছিলেন?
- ভগৎ সিং এর
৮০) কোন বিপ্লবী তার বিচারের সময় বলেছিলেন – যে তিনি বোমা ও পিস্তলের ধর্মকে মহিমান্বিত করতে চাননি, সমাজে বিপ্লব আনতে চেয়েছিলেন।
- ভগৎ সিং
৮১) 'সাম্রাজ্যবাদ কা নাশ হো'- উক্তিটি কার?
- ভগৎ সিং
৮২) 'বিপ্লব মানুষের জন্মগত অধিকার'- উক্তিটি কার?
- ভগৎ সিং
৮৩) কার উক্তি - তারা আমাকে হত্যা করতে পারে, কিন্তু আমার চিন্তাধারাকে নয়?
- ভগৎ সিং
৮৪) কার মতামত ছিল যে - আমাদের ভারতকে শুধু ব্রিটিশ সরকারের খপ্পর থেকে নয়, ভূস্বামী ও পুঁজিপতিদের খপ্পর থেকেও মুক্ত করতে হবে?
- ভগৎ সিং
৮৫) আমি দরিদ্রদের শোষণকারী ভারতীয়দেরকে ততটাই ঘৃণা করি যতটা আমি ব্রিটিশদেরকে ঘৃণা করি - উক্তিটি কার?
- ভগৎ সিং
৮৬) 'সাম্প্রদায়িকতা ঔপনিবেশিকতার মতোই বড় শত্রু'- উক্তিটি কার?
- ভগত সিং
৮৭) 'বিপ্লবের তরবারির ধার আদর্শিক পাথরে ঘষলেই আসে' উক্তিটি কার?
- ভগৎ সিং
৮৮) ভগৎ সিংকে 'রাশিয়ান দালাল: আখ্যা দিয়ে যিনি বলেছিলেন, - 'ভগত সিং আমাকে লেনিন বানাতে চেয়েছিলেন'?
- লালা লাজপত রায়
৮৯) ভগত সিংকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কে বলেছিলেন যে "ভগত সিং জিন্দাবাদ এবং ইনকিলাব জিন্দাবাদের অর্থ একই।"
- সুভাষ চন্দ্র বসু
৯০) কোন আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে?
- চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর
৯১) জেলে থাকা অবস্থায় কোন নারী বিপ্লবী 'ভগত সিং জিন্দাবাদ' স্লোগান দিয়েছিলেন?
- অরুনা আসাফ আলী
৯২) ভগৎ সিং এবং রাজগুরু পুলিশ অফিসার সন্ডার্সকে গুলি করে হত্যা করার পর, সন্ডার্সের দেহরক্ষী চানন সিং ভগৎ সিং এবং রাজগুরুর পিছু নিলে কে তাকে গুলি করে হত্যা করেছিল?
- চন্দ্রশেখর আজাদ
৯৩) ভগত সিং কাকে তার আদর্শ বলে মনে করতেন?
- মদন লাল ধিংড়া এবং কর্তার সিং সারাভাকে
৯৪) কোন বিপ্লবী জওহরলাল নেহরুর সাথে দেখা করেছিলেন এবং সুখদেব, ভগৎ সিং এবং রাজগুরুর সাজা কমানোর অনুরোধ করেছিলেন কিন্তু নেহরু তাতে সাড়া দেননি?
- চন্দ্রশেখর আজাদ
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভগৎ সিং। অজিত সিং। রাজগুরু। সুখদেব। বটুকেশ্বর দত্ত। শহীদ ই আজম। পাবলিক সেফটি বিল। নওজোয়ান ভারত সভা। বটুকেশ্বর দত্ত। স্যান্ডার্স হত্যা। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভিতরে বোমা নিক্ষেপ।