Type Here to Get Search Results !

স্বদেশী ও বয়কট আন্দোলন দ্বিতীয় পর্ব [Swadeshi Andolan]

 

স্বদেশী ও বয়কট আন্দোলন 

Set by- Manas Adhikary

স্বদেশী ও বয়কট  আন্দোলন দ্বিতীয় পর্বSwadeshi Andolan – II

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো স্বদেশী ও বয়কট  আন্দোলন। এই পর্বে থাকছে  স্বদেশী ও বয়কট  আন্দোলন  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বদেশী ও বয়কট  আন্দোলন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরSwadeshi Andolan MCQ.


১) ভারতের প্রথম গণআন্দোলন কোনটি?

- স্বদেশী আন্দোলন

২) বয়কট ও স্বদেশী আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয় কবে?

- 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 

৩) কোন পত্রিকায় প্রথম বয়কটের কথা ঘোষণা করা হয়?

- সঞ্জীবনী

(1905 সালের 6ই জুলাই সঞ্জীবনী প্রথম পত্রিকা হিসেবে বয়কটের কথা ঘোষণা করে)

৪) স্বদেশী আন্দোলনের ধারণা সর্বপ্রথম কোন কাগজে উপস্থাপন করা হয়? ,

- সঞ্জীবনী

৫) স্বদেশী আন্দোলনের আদর্শের পক্ষে সওয়াল করা  প্রথম ব্যক্তি কে ছিলেন?

-  ভোলানাথ চন্দ্র  

৬) বাংলাদেশে প্রথম বয়কটের কথা কে বলেছিলেন?

- ভোলানাথ চন্দ্ৰ

৭) স্বদেশী আন্দোলনের প্রধান অস্ত্র হিসেবে সর্বপ্রথম কে তার সঞ্জীবনী পত্রিকায় বিদেশী পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিলেন?

-  কৃষ্ণ কুমার মিত্র

৮) কে প্রথম 'স্বদেশী','স্বধর্ম', 'স্বরাজ্য' এবং 'স্বভাষা'-র ওপর গুরুত্ব আরোপ করেন ?

- দয়ানন্দ সরস্বতী 

৯) 1849 খ্রিস্টাব্দে পুনায় কার কন্ঠে স্বদেশী কথাটি প্রথম শোনা যায়? 

- গোপাল হরি দেশমুখ

১০) সর্বপ্রথম স্বদেশি দ্রব্য ব্যবহারের কথা কে বলেছিলেন ?

- গোপাল হরি দেশমুখ

১১) স্বদেশী সমাজের ধারনা কে দেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর

১২) স্বদেশী আন্দোলন (1905-08) শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ কী ছিল?

- লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ

১৩) স্বদেশী আন্দোলনের সূচনা কোন স্থল থেকে হয়েছিল?

- কোলকাতার টাউন হল থেকে।

১৪) বঙ্গভঙ্গের প্রতিবাদে এবং স্বদেশী আন্দোলনের সূচনা উপলক্ষে কোন দিনে কলকাতা টাউন হলে কংগ্রেস নেতাদের একটি গণসভা অনুষ্ঠিত হয়েছিল?

- 7 আগস্ট 1905

১৫) কলকাতার টাউন হল থেকে স্বদেশী আন্দোলনের ঘোষণা করা হয় কবে?

- 7 আগস্ট 1905 

১৬) 1905 খ্রিস্টাব্দে 7 ই আগস্ট টাউন হলের সভায় বয়কট এর প্রস্তাবে কে সম্মতি দেন?

- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১৭) 1905 খ্রিস্টাব্দে 7 ই আগস্ট টাউন হলে বয়কট এর প্রস্তাবটি কে উত্থাপন করেছিলেন?

- নরেন্দ্রনাথ সেন

১৮) স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- গোপালকৃষ্ণ গোখলে , বারানসী অধিবেশন

১৯) স্বদেশী এবং বয়কট আন্দোলন কোন সাল থেকে ব্যাপকভাবে শুরু হয়?

- 1905 সাল থেকে।

২০) কোন জাতীয় আন্দোলনটি ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রথম শক্তিশালী আন্দোলন, যা ভবিষ্যৎ সংগ্রামের বীজ বপন করেছিল?

- স্বদেশী আন্দোলন

(স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রথম শক্তিশালী জাতীয় আন্দোলন, যা ভবিষ্যৎ সংগ্রামের বীজ বপন করেছিল।)

২১) স্বদেশী আন্দোলনের সময় বাংলার প্রতি সহানুভূতি দেখানোর জন্য 1907 সালে কৃষ্ণরাওয়ের নেতৃত্বে ‘বন্দে মাতরম আন্দোলন কোথায় শুরু হয়নি?

- মাদ্রাজ

২২) অন্ধ্রের ডেল্টা এলাকায় কোন আন্দোলনটি 'বন্দেমাতরম আন্দোলন' নামে পরিচিত?

- স্বদেশী আন্দোলন

২৩) কোন আন্দোলনের প্রকৃতি কেমন হবে সেই দ্বন্ধের ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্ত হয়, যার ফলে 'মডারেট পার্টি' এবং 'চরমপন্থী পার্টি'র উত্থান ঘটে?

- স্বদেশী আন্দোলন 

 (চরমপন্থী দলের প্রধান নেতারা ছিলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ।

মধ্যপন্থী দলের নেতারা ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি এবং ফিরোজশাহ মেহতা প্রমুখ।)

২৪) স্বদেশী আন্দোলনের সময় বাংলার রাজনীতিতে  কোন প্রবণতা দেখা গিয়েছিল?

-  সৃজনশীল স্বদেশিকতা, রাজনৈতিক চরমপন্থা, বিপ্লবী জাতীয়তাবাদ

২৫) কোন আন্দোলনের পটভুমিকায় কংগ্রেসের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়?

- বয়কট ও স্বদেশী আন্দোলন

২৬) গান্ধী পূর্ব কোন আন্দোলন সবথেকে বেশী সফল হয়েছিল?

- স্বদেশী আন্দোলন

২৭) স্বদেশী আন্দোলন চলাকালীন কোনটি সর্বাধিক সাফল্য লাভ করেছিল?

- বিদেশি দ্রব্যের বর্জন 

২৮) কবে এবং কোথায় সর্বপ্রথম বয়কট প্রস্তাব গৃহীত হয়?

- 1905 সালে 17 জুলাই খুলনা জেলার বাগেরহাটে এক বিরাট  জনসভায়।

২৯) স্বদেশী আন্দোলনের কালে ভারতীয় রাজনীতিতে কয়টি পরস্পর বিরোধী ধারা লক্ষ্য করা যায়?

- 3 (আত্মশক্তি, নিষ্ক্রিয়, সন্ত্রাসবাদী)

৩০) বাংলার বাইরে কোন স্থানে বয়কটের বা স্বদেশী আন্দোলনের আদর্শ প্রভাব বিস্তার করেছিল? 

- মহারাষ্ট্র 

৩১) কাদের প্রচেষ্টায় স্বদেশী আন্দোলন বাংলার বাইরে বিস্তৃত হয়?

- চরমপন্থি নেতৃত্বদের

৩২) কোন কংগ্রেস অধিবেশনে স্বরাজ, স্বদেশী, বয়কট ও জাতীয় শিক্ষা-এই চারটি প্রস্তাব গৃহীত হয়েছিল?

- 1906 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে

৩৩) 1907 খ্রিস্টাব্দে স্বদেশী আমলে কার মাদ্রাজ ভ্রমণ ও জ্বালাময়ী বকৃততা মাদ্রাজবাসীদের মধ্যে স্বদেশী বিপ্লবের আগুন প্রজ্জ্বলিত করেছিল?

- বিপিনচন্দ্র পাল

৩৪) বাংলায় স্বদেশী আন্দোলনের সময় প্রস্তুত করা তেরঙা পতাকায় কোন রঙ ছিল?

- লাল, সবুজ, হলুদ

৩৫) স্বদেশী ও বয়কট আন্দোলনে কোন শ্রেণী অংশগ্রহণ করেছিল?

- ছাত্রসমাজ,  শিক্ষিত মধ্যবিত্ত, মহিলা 

৩৬) স্বদেশী আন্দোলনে কারা বিশেষ ভূমিকা পালন করেন?

- বাংলার শিক্ষার্থীরা 

৩৭) সুরেন্দ্রনাথ স্বদেশী আন্দোলনের সময় কাদেরকে ‘স্বনিয়োজিত প্রচারক বলে অভিহিত করেছেন?

- ছাত্রদের 

৩৮) স্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকা কেমন ছিল?

- এই আন্দোলনে মহিলারা সর্বপ্রথম ঘর থেকে বাইরে এসে  সক্রিয় অংশ নিয়েছিলেন

৩৯) কোন জাতীয়তাবাদী আন্দোলনে প্রথম  বিপুল সংখ্যক ভারতীয় মহিলারা  অংশগ্রহণ করে? 

- স্বদেশী আন্দোলন

৪০) কোন আন্দোলন নারীদেরকে তাদের ঘরের গণ্ডি থেকে বাইরে বের করে এনেছিল?

-  স্বদেশী আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন

৪১) স্বদেশী আন্দোলনে কৃষকদের ভুমিকা কেমন ছিল?

- এই আন্দোলন বাংলার কৃষকদের খুব বেশি প্রভাবিত করেনি বা এই আন্দোলনে যোগ দেয়নি।

৪২) স্বদেশী আন্দোলনে মুসলিমদের ভুমিকা কেমন ছিল?

- সমগ্র মুসলিম সমাজ এই আন্দোলনে যোগ দেয়নি,  কিছু নির্দিষ্ট সংখ্যক মুসলিম এই আন্দোলনে যোগ দেয়

৪৩) 1905 সালের সেপ্টেম্বর মাসে কার সভাপতিত্বে মুসলিম সমাজ স্বদেশী ও বয়কটের প্রতি সমর্থন জানায়?

- আব্দুল রসূল 

৪৪) স্বদেশী আন্দলনকালে কে  অরবিন্দ ঘোষকে দেশীয় শিল্প প্রতিষ্ঠায় এবং বিপ্লবী কর্মকাণ্ডে সাহায্য করেছিলেন?

- আব্দুল হালিম গজনবী

৪৫) কোন মুসলিম ব্যক্তি বয়কট আন্দলনকে সমর্থন করে এবং 1906 সালের ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ধর্মঘটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

-  লিয়াকত হোসেন 

৪৬) স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন?

- লিয়াকাত হোসেন

৪৭) স্বদেশী আন্দোলনের কোন মুসলিম নেতা সব থেকে বেশী জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিল?

- বিহারের বর্ষীয়ান নেতা মৌলানা লিয়াকত আলি

৪৮) বাল গঙ্গাধর তিলকের সাথে কে মহারাষ্ট্রে স্বদেশী আন্দোলনের প্রচার করেছিলেন?

- কেতকর 

(তিলকের কন্যা)

৪৯)  স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম পুনরুজ্জীবনের ডাক দিয়েছিলেন।তাঁর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কে তাঁর সংগঠনের মাধ্যমে বরিশালে গ্রাম উন্নয়নের কর্মসূচি শুরু করেছিলেন?

- অশ্বিনী কুমার দত্ত 

৫০) সাধারন জনগণ কিভাবে স্বদেশি আন্দোলন পালন করেছিল? 

- ক)  জনগণ বিদেশী পণ্য বর্জনের শপথ নেয়   

খ)  জনগণ একে অপরের কব্জিতে রাখি বেঁধে দেয়।

গ)  সকাল বেলায় গঙ্গায় স্নান করে খালি পায়ে বন্দে মাতরম গাইতে গাইতে মিছিল বের করে। 

 

স্বদেশী ও বয়কট  আন্দোলন প্রথম পর্ব>>>> 

স্বদেশী ও বয়কট  আন্দোলন তৃতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। ‘স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad