Type Here to Get Search Results !

স্বদেশী ও বয়কট আন্দোলন তৃতীয় পর্ব [ Bayakat Movement ]

 

স্বদেশী ও বয়কট আন্দোলন

Set by- Manas Adhikary

স্বদেশী ও বয়কট  আন্দোলন তৃতীয় পর্বSwadeshi  Movement – III 

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো স্বদেশী ও বয়কট  আন্দোলন। এই পর্বে থাকছে  স্বদেশী ও বয়কট  আন্দোলন  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বদেশী ও বয়কট  আন্দোলন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Bayakat  Movement MCQ.

৫১) কোন আন্দোলনের সময়, বন্দে মাতরম স্লোগানটি প্রথমবারের মতো বেশী পরিমানে ব্যবহৃত হয়েছিল?

- স্বদেশী আন্দোলন

 ৫২) কোন আন্দোলনের সময়ে  ‘আত্মনির্ভরতা ও আত্মশক্তি শ্লোগান সৃষ্টি হয়?

- স্বদেশী আন্দোলন

৫৩) কোন আন্দোলনের সময়, বন্দে মাতরম ভারতীয় জাতীয় আন্দোলনের প্রধান গান হয়ে ওঠে?

- স্বদেশী আন্দোলন

(জনসাধারণ মিছিল বের করত এবং সকালে গঙ্গায় স্নান করে এবং বন্দে মাতরম গান গেয়ে খালি পায়ে রাস্তায় বিক্ষোভ দেখাত।) 

৫৪) কোন আন্দোলনের সময় এই স্লোগান দেওয়া হয়েছিল ‘ভারতকে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেতে হবে? 

-  স্বদেশী আন্দোলন

(অরবিন্দ ঘোষ স্পষ্ট করে বলেছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা জাতির প্রাণ।)

৫৫) কাকে স্বদেশী আন্দোলনের জন্মদাতা বলা হয়?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

৫৬) দিল্লিতে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন কে?

- সৈয়দ হায়দার রাজা

৫৭) লাহোরে স্বদেশী আন্দোলনের  নেতৃত্ব কে দেন?

- অজিত সিং

৫৮)  মুম্বাই এবং পুনেতে স্বদেশী আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে?

- বাল গঙ্গাধর তিলক

৫৯) মাদ্রাজে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? 

- চিদাম্বরম পিল্লাই  

৬০) বিপিন চন্দ্র পাল কোথায়  স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন?

- মাদ্রাজ প্রেসিডেন্সিতে

৬১) মুন্সিরাম এবং আর্য সমাজ চন্দ্রিকা দল কোথায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন?

-  পাঞ্জাবে

৬২) বেঙ্গল প্রেসিডেন্সিতে স্বদেশী আন্দোলন শুরু করার কৃতিত্ব কাকে দেওয়া হয়?

- রাজনারায়ণ বসু

৬৩) সঞ্জীবনি পত্রিকার সম্পক্ষদক কৃষ্ণকুমার মিত্র ইহা আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হল সঞ্জীবনি সভা কে প্রতিষ্ঠা করেন?

- রাজনারায়ণ বসু

৬৪) স্বদেশী আন্দোলনকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে?

- অশ্বিনীকুমার দত্ত

৬৫) বরিশালের মুকুটহীন রাজা কাকে বলা হয়?

- অশ্বিনীকুমার দত্ত

৬৬) স্বামী বিবেকানন্দের ভাই স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন। তাঁর নাম কী?

- ভুপেন্দ্রনাথ দত্ত

৬৭) ভারতের কোন গুরুত্বপূর্ণ নেতা স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন না?

- মহাত্মা গান্ধী

৬৮) গান্ধিজী কোন আন্দোলনের সময় বিদেশী দ্রব্য বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান?

-অসহযোগ আন্দোলন (সবাই স্বদেশী আন্দোলন ভেবে ভুল করি। মনে রাখতে হবে যে গান্ধিজী স্বদেশী আন্দোলনে যোগদান করেন নি)

৬৯) কোন বিখ্যাত জাতীয়তাবাদী নেত্রি স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেননি?

- সরোজিনী নাইডু

৭০) কয়েকজন বিখ্যাত জাতীয়তাবাদী নেত্রির নাম করো যারা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেন?

- সরলা দেবী চৌধুরী, গিরিবালা দেবী, অবলা বসু, হেমাঙ্গিনী দাস, সরলা দেবী চৌধুরানী, সুবালা আচার্য প্রমুখ

৭১) বাংলায় স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত একজন নেত্রীর নাম কর?

- কুমুদিনী বসু

৭২) স্বদেশী আন্দোলনের সময় বীরাষ্টমী ব্রত পালন কর্মসূচী কে গ্রহন করেন?

- সরলা দেবী চৌধুরানী

৭৩) স্বদেশী আন্দোলনের অংশগ্রহণকারী কোন শ্রমিক নেতা ছাপাখানার মালিক ছিলেন

- প্রেমতোষ বসু 

৭৪) স্বদেশী আন্দোলন পর্বের কয়েকজন শ্রমিক নেতার নাম কর?

- অশ্বিনী কুমার বন্দোপাধ্যায়, প্রভাত কুমার রায়চৌধুরী, প্রেমতোষ বসু

৭৫) স্বদেশী আন্দোলনের সময় বাংলাদেশের প্রধান বিপ্লবী সংগঠনের নাম কর?

- যুগান্তর দল ও অনুশীলন দল।

৭৬) স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসবাদী, ‘নৈরাজ্যবাদী, ‘বিপ্লবী, প্রভৃতি নামে অভিহিত করা হয়েছে কেন? 

- ক) সন্ত্রাসের মাধ্যমে শাসকদের মনে ত্রাসের সৃষ্টি করে শাসনকে অচল করে দেওয়া

খ) দেশের অভ্যন্তরের নৈরাজ্য সৃষ্টি করে শাসনকে অচল করে দেওয়া

গ) আত্ম উৎসর্গ  ও আত্মদানের মাধ্যমে মাতৃভূমির স্বাধীনতা অর্জনের সচেষ্ট হওয়া

৭৭) বঙ্গভঙ্গে বিরোধী আন্দোলন কালে ছাত্ররা যাতে আন্দোলনে যোগদান না করতে পারে তাঁর জন্য  ব্রিটিশ সরকার কি জারি করে?

- কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, লিয়ন সার্কুলার

৭৮) ‘কার্লাইল সার্কুলার স্বদেশী আন্দোলনের কোনটির সাথে সম্পর্কিত ছিল?

- শিক্ষা ক্ষেত্রে 

৭৯) কার্লাইল সার্কুলার কবে জারি করা হয় ?

- 10 অক্টোবর 

(1905, এই সার্কুলারে বলা হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদানকারী ছাত্রদের সরকারি স্কুলকলেজ থেকে বিতাড়িত করা হবে )

৮০) পেডলার সার্কুলার জারি করা হয় কবে? 

- 21 অক্টোবর (1905) 

৮১) লিওন সার্কুলার ঘোষিত হয়েছিল কোন দিনে?

- 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর

৮২) স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত কতকগুলি আইনঃ-

ক) কার্লাইল সারকুলার :- 1905 সালে 10 অক্টোবর এই আইন বলবৎ হয়। কলেজ ছাত্রদের রাজনৈতিক আন্দোলন কিংবা সভা সমিতিতে যোগদান, এমনকী প্রকাশ্যে বন্দেমাতরম ধ্বনিও নিষিদ্ধ করা হয় এই আইনের দ্বারা।

খ) লায়ন সারকুলার :- 1905 সালে 16 অক্টোবর এই আইন বলবৎ হয়। এই লায়ন ছিলেন পূর্ববঙ্গের মুখ্য সচিব। এই আইনানুসারে স্বদেশী আন্দোলনে যুক্ত ছাত্ররা ভবিষ্যতে সরকারী চাকরি থেকে বঞ্চিত হবে বলে উল্লেখ করা হয়।

গ) পেডলার সারকুলারঃ- 1905 সালের 21 অক্টোবর এই আইন বলবৎ হয়। পেডলার ছিলেন শিক্ষা বিভাগের অধিকর্তা। এই আইনানুসারে স্বদেশি আন্দোলনে যুক্ত ছাত্রদেরকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলে উল্লেখ করা

৮৩) 1905 খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলনের সময় এন্টি সার্কুলার সোসাইটি কার নেতৃত্বে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল

- শচীন্দ্র প্রসাদ বসু, কলকাতা

(1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর। ছাত্রদের ঐক্যবদ্ধ করে স্বদেশি পণ্য বিক্রয় ও স্বদেশি আন্দোলনে উৎসাহ দেওয়া ছিল এই সোসাইটির উদ্দেশ্য ।)

 

স্বদেশী ও বয়কট  আন্দোলন দ্বিতীয় পর্ব>>>> 

স্বদেশী ও বয়কট  আন্দোলন চতুর্থ পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। ‘স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad