Type Here to Get Search Results !

রাওলাট আইন তৃতীয় পর্ব [Rowlat Act]

 

রাওলাট আইন

Set by- Manas Adhikary

রাওলাট আইন  দ্বিতীয় পর্বRowlatt Act– III

রাওলাট আইনরাউলাট আইনকালা আইন। সিডিশন কমিটি রাওলাট কমিটির বাঙালি সদস্যরাওলাট আইন প্রণয়নরাওলাট সত্যাগ্রহপ্রথম সর্বভারতীয় ধর্মঘটরাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট আইন রদ

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো রাওলাট আইন। এই পর্বে থাকছে  রাওলাট আইন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাওলাট আইন  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Rowlatt Act MCQ.

 

 

৪১) কোন আন্দোলনের পরে গান্ধীজী অসীম সম্ভাবনাময় সর্বভারতীয় নেতাতে পরিণত হন?

- রাওলাট সত্যাগ্রহ

৪২) কোন আন্দোলনকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় সংগ্রাম হিসেবে বিবেচনা করা হয়?

- রাওলাট  সত্যাগ্রহ

৪৩) রাওলাট আইনের প্রতিবাদে গঠিত সত্যাগ্রহ সভার সাথে  যুক্ত কয়েকজনের নাম করুন?

- জামনা লাল দাস, দ্বারকা দাস, শঙ্কর লাল, ওমর সোমানি,  বি জি হারনিমান

৪৪) 1919 সালে মহাত্মা গান্ধী ভাইসরয়কে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করার জন্য সতর্ক করার কারণ কী ছিল?

- তিনি চেয়েছিলেন সরকার রাউলাট আইন প্রত্যাহার করুক

৪৫) গান্ধীজী প্রথম কবে রাওলাট আইন উপলক্ষে ধর্মঘটের ডাক দেন? 

- 1919 খ্রিস্টাব্দে 30শে মার্চ

৪৬) রাওলাট আইন কে কেন্দ্র করে সর্বভারতীয় ধর্মঘট প্রথম পালিত হয়

- 1919 সালের 6 এপ্রিল 

৪৭) ভারতবর্ষে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটি?

-রওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি 1919, april 6th

৪৮) রাওলাট আইনবিরোধী সত্যাগ্রহ আন্দোলন বা দেশব্যাপী ধর্মঘট 1919 সালের 6 এপ্রিল  সংগঠিত হলেও এই ধর্মঘটের পূর্ব নির্ধারিত দিনটি ছিল কবে?

- 30 মার্চ 1919 

৪৯) গান্ধিজি রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে কবে অহিংস দিবস পালন করার জন্য অনুরোধ করেন?

- 1919 সালের 6 এপ্রিল

৫০) কার প্রতিবাদে ‘অপমান ও প্রার্থনা দিবস’ পালিত হয়?

- রাওলাট আইন 

৫১) রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধিজী সারাদেশে যে হরতালের ডাক দেন তাহা কী নামে পরিচিত?

- রাওলাট সত্যাগ্রহ

৫২) রাউলাট আইনের সময় দেশব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্বদানকারী গান্ধীজিকে কোন শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল?

- দিল্লি

৫৩) রাওলাট সত্যাগ্রহে ইন্দুলাল ইয়াগনিক কোন স্থান থেকে সত্যাগ্রহের অংশ ছিলেন?

- আহমেদাবাদ 

৫৪) স্বামী শ্রদ্ধানন্দ, যিনি আর্য সমাজের একজন বিশিষ্ট কর্মকর্তা ছিলেন,তিনি গান্ধীজির  রাউলাট সত্যাগ্রহে যোগ দিয়েছিলেন। প্রশ্ন হল স্বামী শ্রদ্ধানন্দ কোথায় রাউলাট সত্যাগ্রহে সাধারণ মানুষের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

- দিল্লি

৫৫) রাওলাট সত্যাগ্রহের সদর দপ্তর কোথায় ছিল?

- বোম্বাই

৫৬) রাওলাট সত্যাগ্রহের মূল কেন্দ্র কোথায় ছিল?

বা রাওলাট আইনের বিরোধিতা বিশেষত কোথায়  তীব্র ছিল?

- পাঞ্জাবে

৫৭) রাওলাট সত্যাগ্রহ পর্বে গান্ধীজীকে কোন রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছিল?

- পাল ওয়াল 

৫৮) রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের চরম পরিণতি দেখা যায় কার মাধ্যমে?

- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মাধ্যমে

৫৯) গান্ধিজী করে রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করেন?

- 1919 সালে 18 এপ্রিল,

৬০) রাওলাট আইন রদ করা হয় কত সালে

- 1922

৬১) কোন পত্রিকা রাওলাট আইনকে 'অত্যাচার উৎপীড়নের দানবীয় যন্ত্র' বলে অভিহিত করেন?

- কেশরী (কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক)

৬২) কোন পত্রিকায় রাওলাট আইনকে এক ভয়াবহ ভ্রান্তি (Gigantic Blunder) বলে অভিহিতকরা হয়েছে?

- অমৃতবাজার পত্রিকা

(এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায়বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল । তাই রাওলাট আইনকে কালা আইন বলা হয় ।)

৬৩) বাংলার বাইরে কোন কোন পত্রিকা রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়?

- মাদ্রাজের হিন্দু, মাদ্রাজের দি নিউ ইন্ডিয়া, লাহোরের পাঞ্জাবি, বোম্বাইয়ের বোম্বাই ক্রনিক্যাল, পাঞ্জাবের দ্য ট্রিবিউন

৬৪) কালা আইন কাকে বলা হয়?  

- রাওলাট আইন  

(রাওলাট আইনে সরকার বিরোধী যে-কোনো প্রচারকার্যকে দন্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং এই আইনে কোনো রকম সাক্ষপ্রমাণ ছড়াই যে-কোনো সন্দেহভাজন ব্যাক্তিকে বিনা পরোয়ানায় ও বিনাবিচারে গ্রেফতার, আটক ও ঘরবাড়ি তল্লাসির অধিকার সরকারকে দেওয়া হয়। এক কথায় বলা যায়- এই আইনের মাধ্যমে ভারতীয়দের ন্যায়বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। তাই রাওলাট আইনকে কালাকানুন বলা হয় ।)

৬৫) রাওলাট আইনকে কালা আইন বলে কে আখ্যা দিয়েছিলেন?

- মহম্মদ ইকবাল (মতান্তরে মহাত্মা গান্ধী)

৬৬) কে বলেছেন যে রাওলাট বিল হচ্ছে evidence of deter minded policy of repression?

- গান্ধীজি

৬৭) বোম্বাই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি স্যার নারায়ণ চন্দ্র ভারকার কোন আইন কে অনাবশ্যক ও অসঙ্গত বলে অভিহিত করেছেন?

- রাওলাট আইন 

৬৮) রাওলাট আইন দ্বারা ‘ন্যায় বিচারের মূল আদর্শ ধ্বংস করা হয়েছে এবং যে সময়ে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবার কোন আশঙ্কা নেই,সেই সময় জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে- উক্তিটি কার?

- মহম্মদ আলী জিন্নাহ

৬৯) রাউলাট অ্যাক্ট সম্পর্কে কে বলেছেন যে - এটি বিনা উকিল, বিনা আপিল এবং বিনা দলিলের একটি আইন (No Vokil, No Dalle, No Appeal / উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি)? 

- মহাত্মা গান্ধী

৭০) 'সর্বভারতীয় নেতৃত্বের পথে রাওলাট সত্যাগ্রহ গান্ধিজীকে প্রতিষ্ঠা দিয়েছিল'- এটি কার মত?

- জুডিথ রাউন

৭১) রাওলাট আইনের সময় গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত সত্যাগ্রহ সভা কি গান্ধীজী প্রত্যাহার করেছিলেন?

- গান্ধী সত্যাগ্রহ সভা প্রত্যাহার করেন এবং এটিকে একটি ভয়ানক ভুল বলেও অভিহিত করেন।

৭২) রাওলাট সত্যাগ্রহের কর্মসূচিকে কে ‘Himalayan Blunder’ ( হিমালয়ের সদৃশ ভ্রান্তি) বলে অভিহিত করেছেন কে?

- গান্ধীজি (রাওলাট আইনের প্রতিবাদে গান্ধিজি যে সত্যাগ্রহের করমসুচি নিয়েছিলেন তাতে হিংসার প্রবেশ দেখেই তিনি মর্মাহত হন। এই কারনে তিনি রাওলাট সত্যাগ্রহের কর্মসূচীকে হিমালয় সদৃশ ভুল বলে অভিহিত করেন। এবং 1919 সালের 18 এপ্রিল তিনি এই আন্দোলন প্রত্যাহার করে নেন)

৭৩) রাওলাট আইনকে অসহযোগ আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন কে? 

- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৭৪) রাউলাট আইন প্রতিরোধযোগ্য হত্যা – উক্তিটি কার?

- এডউইন স্যামুয়েল মন্টেগু 

৭৫) রাউলাট সত্যাগ্রহের 100 তম বার্ষিকী কবে পালন করা হয়?

- এপ্রিল 2019  

 


রাওলাট আইন দ্বিতীয় পর্ব>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

রাওলাট আইনরাউলাট আইনকালা আইন। সিডিশন কমিটি রাওলাট কমিটির বাঙালি সদস্যরাওলাট আইন প্রণয়নরাওলাট সত্যাগ্রহপ্রথম সর্বভারতীয় ধর্মঘটরাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট আইন রদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad