Type Here to Get Search Results !

রাওলাট আইন দ্বিতীয় পর্ব [Roulatt Act]

 

রাওলাট আইন

Set by- Manas Adhikary

রাওলাট আইন  দ্বিতীয় পর্বRowlatt Act– II

রাওলাট আইনরাউলাট আইনকালা আইন। সিডিশন কমিটিরাওলাট কমিটির বাঙালি সদস্যরাওলাট আইন প্রণয়নরাওলাট সত্যাগ্রহপ্রথম সর্বভারতীয় ধর্মঘটরাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট আইন রদ

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো রাওলাট আইন। এই পর্বে থাকছে  রাওলাট আইন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

রাওলাট আইন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Rowlatt Act MCQ.

 

 

১) কোন কমিটির সুপারিশের ভিত্তিতে রাওলাট আইন প্রণীত হয়েছিল?

- সিডিশন কমিটি (1917)

২) জাতীয়তাবাদী সন্ত্রাস দমনে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করার জন্য ব্রিটিশ সরকার বিচারক সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। এই কমিটি কবে গঠিত হয়?

- 1917 সালে

৩) সিডিশন কমিটির সভাপতি কে ছিলেন?

-  সিডনি রাওলাট

৪) রাউল্যাট অ্যাক্টের চেয়ারম্যান ‘সিডনি রাওলাট’ এর পেশা কি ছিল?

- ইংল্যান্ডের বিচারক

৫) সিডিশন কমিটি অন্য কি নামে পরিচিত?

- রাওলাট কমিটি

৬) রাওলাট কমিটি কার নাম অনুসারে গঠিত হয়?

- সিডনি রাওলাট

৭) রাওলাট কমিটি কতজন সদস্য নিয়ে গঠন হয়েছিল?

- 5 জন

৮) রাওলাট আইনের সাথে যুক্ত এমন কয়েকজনের নাম করুন?

- বেসিল স্কট, কুমার স্বামী শাস্ত্রী, প্রভাত চাঁদ মিত্তির, বরনে লার্বুট, সিডনি রাওলাট

(মোট তিনজন বিচারক ছিলেন)

৯) রাওলাট কমিটির বাঙালি সদস্য কে  ছিলেন?

- প্রভাষ চন্দ্র মিত্তির

১০) রাওলাট কমিটি কবে তার প্রতিবেদন পেশ করেন?

- 1918 সালে

(রাওলাট কমিটির পরামর্শের ভিত্তিতে, 1918 সালে কেন্দ্রীয় আইন পরিষদে দুটি বিল পেশ করা হয়েছিল। কাউন্সিলের ভারতীয় সদস্যদের বিরোধিতার পরও এর মধ্যে একটি বিল পাস হয়। এর ভিত্তিতে রাওলাট আইন পাশ হয়।))

১১) রাওলাট কমিটির সুপারিশগুলি কী নামে পরিচিত হয়?

- রাওলাট আইন

১২) রাওলাট কমিটির সুপারিশগুলি করে আইনে পরিনত হয়?

- 1919 সালে 21 ফেব্রুয়ারী

১৩) রাওলাট আইন পাশ হয়েছিল 35 জন সদস্যের সমর্থনমূলক মতের ভিত্তিতে। এদের মধ্যে কয়েকজন বাঙালি ছিলেন। সেই বাঙালিদের নাম লিখুন?

- প্রভাস চন্দ্র মিত্তির ও শঙ্করন নায়ার (ইনি রাওলাট আইনের বিপক্ষে ভোট দেন)

১৪) রাওলাট আইন প্রণয়নের বিরোধী কে ছিলেন?

- মন্টেগু

১৫) কে রাউলাট আইনের প্রতিবাদে ভাইসরয়ের কাউন্সিল থেকে পদত্যাগ করেছিলেন?

- বি এন শর্মা 

১৬) রাউলাট আইনের প্রতিবাদে কেন্দ্রীয় পরিষদ থেকে কে কে পদত্যাগ করেন?

- মাঝার-উল-হক, বি ডি শুক্লা, মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য

১৭) রাওলাট আইনের প্রতিবাদে মধ্যপ্রদেশ জমিদার সভার কোন প্রতিনিধি আইনসভা থেকে পদত্যাগ করেন?

- বি ডি শুক্লা

১৮) ভারতীয় জাতীয় কংগ্রেস রাওলাট আইনের বিরোধিতা করেছিল কারণ এর প্রধান কারন কি ছিল?

- ব্যক্তিগত স্বাধীনতা খর্ব  করেছিল

১৯) রাওলাট আইনের সময় নরমপন্থী একজন নেতা প্রতিবাদ জানিয়েছিল তার নাম কি?

- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 

২০) রাওলাট আইনের সময়সীমা ছিল কত বছর?

- 3 বছর

২১) The Anarchical and Revolutionary Crimes Act 1919 সাধারণত কি নামে পরিচিত?

- রাওলাট অ্যাক্ট 

((স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে রাষ্ট্রদ্রোহ কমিটির সুপারিশের ভিত্তিতে রাওলাট আইন আইন প্রণীত হয়েছিল। রাউলাট আইনের আনুষ্ঠানিক নাম ছিল The Anarchical and Revolutionary Crimes Act 1919। রাওলাট আইনকে ‘কালা আইন’ও বলা হয়। রাউলাট অ্যাক্ট, 1919-এর মাধ্যমে ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী কর্মকাণ্ড দমনের নামে ভারতীয়দের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা।)

২২) রাওলাট আইন প্রবর্তনের  কারণ কি ছিল?

- ক) ভারতে জাতীয়তাবাদী ও বিপ্লবী কর্মকান্ডে  নিষেধাজ্ঞা 

খ) প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে তা সামাল দেওয়া

গ) প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভারতরক্ষা আইনের মেয়াদ শেষ হলে পুনরায় এই ধরনের আইন প্রবর্তন করা

২৩) রাওলাট আইনের শর্তগুলি উল্লেখ করো?  

- ক) সন্দেহ ভজন ব্যক্তিকে বিনা সর্তকতা বিনা বিচারে আটকে রাখা যাবে

খ)  সন্দেহ ভজন ব্যক্তি কে গ্রেফতারি পরোয়ানায় তল্লাশি করা যাবে

গ) কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া বিচারকরা বিচার কাজ করতে পারবেন

ঘ) আদলতে আপিল বা আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ থাকবে না।

ঙ) সংবাদপত্রের কণ্ঠরোধ করা যাবে।

২৪) 1919 সালে প্রস্তাবিত রাওলাট আইনের সুপারিশ অনুযায়ী রাজনৈতিক বন্দীদের বিনা বিচারে  কতদিন আটক রাখা যেত? 

- 2 বছর

২৫) রাওলাট বিল 1919 খ্রিস্টাব্দের কবে আইনে পরিণত হয়েছিল ?

- 18 মার্চ 

২৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঠিক আগে উপত্যকায় কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল?

- রাওলাট আইন প্রণয়ন

২৭) রাওলাট আইন কবে কার্যকর করা হয়?

- 18 মার্চ,1919 খ্রি 

(রাওলাট আইন - 18 মার্চ

রাওলাট সত্যাগ্রহ - 6 এপ্রিল

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড - 13 এপ্রিল

অমৃতসর কংগ্রেসের অধিবেশন -  26-30 ডিসেম্বর)  

২৮) রাওলাট আইন  এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

- লর্ড চেমসফোর্ড

২৯) রাওলাট আইন প্রবর্তনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন?

- নেভিল চেম্বারলেন

৩০) রাওলাট আইনের দ্বারা কোন দুই দেশপ্রেমিক কে গ্রেফতার করা হয় ?

- ডক্টর সত্য পাল চৌধুরী, সৈফুদ্দিন কিচলু

৩১) রাওলাট আইনের বিরোধিতা করায় ব্রিটিশ সরকার কাকে অমৃতসর থেকে গ্রেপ্তার করে?

- সৈফুউদ্দিন কিচলু

৩২) ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় রাওলাট অ্যাক্ট জনসাধারণের ক্ষোভের সৃষ্টি করেছিল কী কারণে?

- এই আইন অনুযায়ী বিনা বিচারে যেকোন ব্যক্তিকে  কারাগারে বন্দী করা যেত

(এই আইনে একটি বিধান ছিল যে ম্যাজিস্ট্রেট সন্দেহের ভিত্তিতে যেকোন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য গ্রেপ্তার করতে এবং কারাগারে রাখতে পারেন। এটিকে 'উকিল ছাড়া, দলিল ছাড়া এবং আপিল ছাড়া' আইন বলা হয়, ইহা কালা আইন নামেও পরিচিত)

৩৩) রাওলাট আইনের প্রতিবাদে কর না দেওয়ার আন্দোলন শুরু করার পরামর্শ কে দিয়েছিলেন?

- স্বামী শ্রদ্ধানন্দ

৩৪) কোন আন্দোলনের সময় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ সভা গঠন করেন?

- রাওলাট সত্যাগ্রহ

 (চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সত্যাগ্রহ, কিন্তু সত্যাগ্রহ শব্দটি প্রথম রাওলাট আইনের বিরোধিতায় ব্যবহৃত হয়েছিল) 

৩৫) চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সত্যাগ্রহ, কিন্তু সত্যাগ্রহ শব্দটি প্রথম কবে ব্যবহৃত হয়েছিল?

- রাওলাট আইনের প্রতিবাদে 

৩৬) সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজীর প্রথম যোগদান কোনটি? 

- রাওলাট সত্যাগ্রহ

৩৭) গান্ধীজি সর্বভারতীয় নেতা হিসাবে কবে স্বীকৃতি পান?

- রাওলাট সত্যাগ্রহে

৩৮) কোন আন্দোলনের সময় থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী জাতীয়তাবাদি আন্দোলনের রাশ নিজের হাতে নিয়ে নেন?

- রাওলাট সত্যাগ্রহ 

৩৯) রাউলাট সত্যাগ্রহকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার জন্য 1919 সালের 24শে ফেব্রুয়ারি গান্ধীজি 'সত্যাগ্রহ সভা' কোথায় গঠন করেছিলেন?

- বোম্বে 

৪০) ভারতবর্ষে গান্ধীজীর প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটি ছিল?

বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কোনটি?

- রাওলাট সত্যাগ্রহ 

 


রাওলাট আইন প্রথম পর্ব>>>>

রাওলাট আইন তৃতীয় পর্ব>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

রাওলাট আইনরাউলাট আইনকালা আইন। সিডিশন কমিটি রাওলাট কমিটির বাঙালি সদস্যরাওলাট আইন প্রণয়নরাওলাট সত্যাগ্রহপ্রথম সর্বভারতীয় ধর্মঘটরাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার। রাওলাট আইন রদ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad