Type Here to Get Search Results !

মন্টেগু-চেমসফোর্ড আইন প্রথম পর্ব [Montagu Chelmsford Reforms]

 মন্টেগু-চেমসফোর্ড আইন, 1919

Set by - Manas Adhikary




মন্টেগু-চেমসফোর্ড আইন প্রথম পর্ব।  Montagu Chelmsford Reforms Part-I

মন্টেগু-চেমসফোর্ড আইন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ভারত সরকার আইন 1919।  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলন। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা। পাবলিক সার্ভিস কমিশন গঠন। 


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মন্টেগু-চেমসফোর্ড আইন। এই পর্বে থাকছে  মন্টেগু-চেমসফোর্ড আইন  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ভারত সরকার আইন 1919 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Ensuing Government of India Act MCQ.

১) ঔপনিবেশিক ভারতে কোন সাংবিধানিক আইনটি 'মন্টেগু ঘোষণা'র চূড়ান্ত পরিণতি ছিল?
- ভারত সরকার আইন, 1919
২) মন্টেগু-চেমসফোর্ড আইনকে কী বলা হয়?  
- 1919 আইনের  আইন

৩) মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার কবে ঘোষিত হয়েছিল?
- 1918 জুলাই
৪) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
- 1919
৫) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে কার্যকর হয়?
- 1921
৬) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার 1919 পাসের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
-লয়েড জর্জ 
৭) ভারত সরকার আইন 1919 কার্যকর হওয়ার সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন?
- লর্ড মন্টেগু
৮) ভারত সরকার আইন 1919 কার্যকর হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
-লর্ড চেমসফোর্ড
৯) মন্টেগু, চেমসফোর্ড শাসন সংস্কারের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- সৈয়দ হাসান ইমাম
১০) ভারত সরকার আইন 1919  কোনটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল?
- মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট
১১) কোন আইনটিকে ‘মন্টেগু-চেমসফোর্ড সংস্কার’ বলা হয়?
- ভারত সরকার আইন 1919
১২) কোন আইনে দায়িত্বশীল শাসন শব্দটি স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছিল?
- 1919 আইন
১৩) কোন আইনে ভারতে প্রথমবারের মতো স্বশাসন প্রতিষ্ঠাকে ব্রিটিশ সরকারের লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছে?
- 1919 আইন
১৪) কোন আইনে ভারতে প্রথমবারের মতো স্বশাসন প্রতিষ্ঠাকে ব্রিটিশ সরকারের লক্ষ্য ঘোষণা করা হয়েছিল?
- 1919 আইন
১৫) 1919 সালের ভারত সরকারের আইনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
- ক) প্রদেশগুলির কার্যনির্বাহী সরকারে শাসন ব্যবস্থা
খ) কেন্দ্র কর্তৃক প্রদেশগুলিতে আইন প্রণয়ন ক্ষমতা হস্তান্তর।
১৬) কোন আইন দ্বারা কেন্দ্রে দ্বিকক্ষ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল?
অথবা, কোন আইনের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় আইনসভায় দুটি কক্ষ তৈরি করা হয়েছিল?

- 1919
(১ম রাজ্যপরিষদ  (উচ্চ কক্ষ), ২য় বিধানমণ্ডল বা আইনসভা (নিম্ন কক্ষ) i)
১৭) কোন আইনের অধীনে প্রদেশগুলিতে  দ্বৈতশাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
- ভারতীয় কাউন্সিল আইন 1919
(এই আইন দ্বারা, প্রথমবারের মতো, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রাজ্য পরিষদ (উচ্চ কক্ষ) এবং আইনসভা (নিম্ন কক্ষ) প্রতিষ্ঠিত হয়।)
১৮) কোন আইন দ্বারা প্রদেশগুলিতে ডায়ার্কি ব্যবস্থা প্রবর্তিত হয়?
-মন্টেগু চেমসফোর্ড
১৯) 1919 সালের আইনে দ্বৈত শাসনের জনক কে ছিলেন?
- লিওনিস কার্টিস
২০) 1919 সালের আইনে দ্বৈত শাসন (ডায়ার্কি)  ধারণার প্রবর্তনকারী ব্যক্তি কে ছিলেন?
- চেমসফোর্ড
২১) কোন আইনের অধীনে প্রদেশগুলিতে শাসন ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল?
- ভারত সরকার আইন 1919
২২) কোন আইনের মাধ্যমে 8 টি প্রদেশে আইন পরিষদ গঠনের ব্যবস্থা করা হয়?
- 1919 সালের আইন  
২৩) 1919 সালের ভারত সরকারের আইনটি কতগুলি ব্রিটিশ ভারতীয় প্রদেশে ‘স্বতন্ত্র’ নতুন ব্যবস্থা প্রবর্তন করে, যা গভর্নরের প্রদেশ নামেও পরিচিত হয়?  
- 8
২৪) 1919 সালের ভারত সরকার আইন দ্বারা প্রদেশগুলিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর প্রাদেশিক ও কেন্দ্রীয় বিষয় আলাদা করা হয়।  কোন বিষয় প্রাদেশিক কর্মকর্তাদের উপর ন্যাস্ত ছিল না?
- স্থানীয় স্ব-সরকার
(স্থানীয় স্বায়ত্তশাসন, শিক্ষা, স্বাস্থ্য কেন্দ্রের উপর ন্যাস্ত করা হয়।)  
২৫) 1919 সালের ভারত সরকার আইনের 18 ধারা অনুযায়ী, রাজ্য পরিষদের কতজন সদস্যের মধ্যে সর্বোচ্চ 20 জন সদস্য সরকারী কর্মকর্তা হতে পারেন?
- 60
(এই আইনে উচ্চকক্ষকে বলা হয় রাজ্য পরিষদ।)
২৬) ভারত সরকার আইন 1919 এর বিধান অনুসারে রাজ্য কাউন্সিলে মুসলিম সদস্যের সংখ্যা কত ছিল?
- 11
২৭) ভারত সরকার আইন 1919 এর অধীনে, প্রথম সভা থেকে কেন্দ্রীয় পরিষদের মেয়াদ কত ছিল?
- 3 বছর
(নিম্নকক্ষকে বলা হত কেন্দ্রীয় পরিষদ)
২৮) ভারত সরকার আইন 1919 এর ধারা 19 এর অধীনে  সদস্যসংখ্যা কত করার বিধান করা হয়েছিল?
- 140
২৯) কোন আইন দ্বারা শ্রমিক শ্রেণীকে প্রথমবারের মতো আইনসভায় প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল?
- 1919 সালের আইন
৩০) ব্রিটিশ ভারতে প্রথম কোন আইনে  ‘প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা’ গ্রহণের কথা উল্লেখ আছে?
- 1919 সালের ভারত সরকার আইন
(মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919)
৩১) কোন আইনের মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি নির্বাচন ব্যবস্থা গৃহীত হয়েছিল এবং মহিলাদেরও ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল?
- ভারত সরকার আইন 1919
৩২) কোন আইন দ্বারা শিখ, খ্রিস্টান, অ্যাংলো-ইন্ডিয়ান এবং ইউরোপীয়দের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা চালু করা হয়েছিল?
- ভারত সরকার আইন 1919
৩৩) ভারত সরকার আইন 1919 অনুযায়ী ভারতে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
- 1920
৩৪) 1919 সালের আইনে প্রথমবারের মতো সরাসরি নির্বাচনের জন্য কোনটিকে ভিত্তি করা হয়েছিল?
- সম্পত্তি এবং কর
৩৫) ভারত সরকার আইন 1919 এর অধীনে কোন বছরে ভারতীয় আইনসভার শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
- 1945
৩৬) 1919 সালের ভারত সরকার আইনের অধীনে অ-ব্রাহ্মণদের জন্য কোথায় আসন সংরক্ষিত ছিল?
-  মাদ্রাজ
৩৭) কোন ভারত সরকার আইনের অধীনে পৌরসভার ধারণাটি উত্থাপিত হয়েছিল?
- 1919 সালের ভারত সরকার আইন
৩৮) কোন আইনে চেম্বার অফ প্রিন্সেস গঠনের বিধান করা হয়েছিল?
- 1919 সালের আইন দ্বারা
৩৯) 1919সালের আইন দ্বারা  কত জন সদস্য নিয়ে চেম্বার অফ প্রিন্সেস গঠনের বিধান করা হয়েছে?
-  120 জন
৪০) 1921 সালের ফেব্রুয়ারিতে গঠিত 'নরেশ মন্ডল' এর প্রথম সভাপতি কে ছিলেন?
- লর্ড চেমসফোর্ড
৪১) 1919 সালের আইনের অধীনে গঠিত ‘নরেশ মন্ডল’ –এ কোন রাজ্যগুলি অন্তর্ভুক্ত ছিল না?
- হায়দ্রাবাদ এবং মহীশূর
৪২) কোন আইনের অধীনে সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়?
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919
(পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা ভারত সরকার আইন 1919-এ প্রদান করা হয়েছিল। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন 1926 সালে লি কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল।)
৪৩) কোন আইন অনুসারে ভারতে একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয় এবং ভারতের মহা-হিসাব নিরীক্ষক নিয়োগের জন্য ভারতের সচিবকে ক্ষমতা দেওয়া হয়?
- ভারত সরকার আইন 1919
৪৪) 1919 সালের আইনের কোন ধারায় পাবলিক সার্ভিস কমিশন গঠনের বিধান ছিল?
- 96C
(লি কমিশন 1926 সালের 1 অক্টোবর পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করে)
৪৫) কোন আইনের অধীনে ICS-এর জন্য প্রথম পরীক্ষা এলাহাবাদে পরিচালিত হয়েছিল?
- 1919 সালের ভারত সরকার আইন
৪৬) কোনটির মাধ্যমে ব্রিটেন ও ভারতে একযোগে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়?
- মন্টেগু চেমসফোর্ড কমিশন
৪৭) কোন আইন দ্বারা ভারতের হাইকমিশনারের পদ সৃষ্টি করা হয়?
- 1919 সালের আইন  
৪৮) ভারতীয় সচিবকে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রতিনিধি  হিসাবে কাজ করতে হয়েছিল, এই কাজ থেকে তাকে মুক্ত করার জন্য 1919 সালের ভারত সরকার আইনে কোন পদ সৃষ্টি করা হয়েছিল?
- হাইকমিশনার
৪৯) 1919  সালের ভারত সরকার আইনের অধীনে লন্ডনে প্রথম হাইকমিশনার নিযুক্ত হন কে?
- উইলিয়াম স্টিভেনসন
৫০) ভারতে কবে থেকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (C.A.G.) পদটি চালু হয়?
- মন্টেগু চেমসফোর্ড আইন 1919 


মন্টেগু-চেমসফোর্ড আইন দ্বিতীয় পর্ব>>>>


 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 মন্টেগু-চেমসফোর্ড আইন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ভারত সরকার আইন 1919।  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলন। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা। পাবলিক সার্ভিস কমিশন গঠন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad