Type Here to Get Search Results !

ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 [Indian Councils Act 1892]

 

ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892

Set by- Manas Adhikary



ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট  1892 Indian Councils Act 1892.

ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 পরোক্ষ নির্বাচন ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন সম্মতির বয়স আইন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 এই পর্বে থাকছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Indian Councils Act 1892 MCQ. 

 

১) কার আমলে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 পাশ হয়?

- ডাফরিন 

২) কোন আইনটি ভারতে সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের জন্য পরিচিত?

অথবা, কোন আইনে ভারতে সংসদীয় ব্যবস্থা আংশিকভাবে চালু করা হয়েছিল?

- ভারতীয় কাউন্সিল আইন 1892  

৩) কোন আইন দ্বারা ভারতীয় আইন পরিষদকে বাজেট নিয়ে বিতর্কের ক্ষমতা দেওয়া হয়েছিল?

- ভারতীয় কাউন্সিল আইন 1892

৪) কোন আইনের অধীনে, কেন্দ্রীয় আইন পরিষদের ভারতীয় সদস্যদের বার্ষিক বাজেট নিয়ে বিতর্ক করার এবং 6 দিনের পূর্ব বিজ্ঞপ্তি দিয়ে সরকারকে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল?

- ভারতীয় কাউন্সিল আইন 1892

৫) কোন সালের  আইনে কেন্দ্রীয় আইনসভার অতিরিক্ত (মনোনীত) সদস্যের সংখ্যা কমপক্ষে 10 এবং সর্বোচ্চ 16 জন নির্ধারণ করা হয়েছিল?

-  1892 সালের আইন

৬) 1892 সালের আইনে কেন্দ্রীয় আইনসভার অতিরিক্ত (মনোনীত) সদস্যের মধ্যে কতজন সদস্যের বেসরকারী হতে হবে বলে নিধান দেওয়া হয়েছিল?

-  10 জন 

৭) কোন আইনে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা শুরু হয়েছিল? 

- ভারতীয় কাউন্সিল আইন 1892 

৮) নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন কোন আইনের প্রধান বৈশিষ্ট্য?

- 1892 

(এই আইনের মাধ্যমে পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু হয়। এতে, প্রাদেশিক পরিষদের বেসরকারী সদস্যরা পরোক্ষভাবে পৌরসভা, জেলা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং চেম্বার অফ কমার্স দ্বারা নির্বাচিত হয়। এদের বলা হতো মনোনীত সদস্য।)

৯) ভারতীয় কাউন্সিল আইন 1892 এর প্রধান বৈশিষ্ট্য কি ছিল?

- অতিরিক্ত সদস্যদেরকে জনস্বার্থের বিষয়ে প্রশ্ন করার অধিকার দেওয়া হয় 

১০) কোন আইনে প্রদেশগুলিতেও আইনসভার বেসরকারী এবং মোট সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল?

- 1892 সালের আইন

১১) কোন আইনে বোম্বে ও মাদ্রাজে সদস্যের সংখ্যা সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 20, বাংলায় সর্বোচ্চ 20 এবং উত্তর-পশ্চিম প্রদেশে এই সংখ্যা সর্বোচ্চ 15 নির্ধারণ করা হয়েছিল?

- 1892 সালের আইন

১২) কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদে অতিরিক্ত সদস্য সংখ্যা 6-12 থেকে 10-16 করা হয়েছিল?

- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 

১৩) ভারতের শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক এবং জনপ্রিয় উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য প্রথমবার কোন আইনে একটি প্রচেষ্টা করা হয়েছিল?

- 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 

১৪) 1892 সালের ভারতীয় কাউন্সিলের সংশোধনী কি নামে পরিচিত ছিল?

- লর্ড ক্রসের আইন

১৫) উদারপন্থীদের প্রচেষ্টার ফলস্বরূপ, ব্রিটিশ পার্লামেন্টে কোন আইনটি পাস হয়েছিল যা উদারপন্থীদের জন্য একটি অভূতপূর্ব সাফল্য বলে বিবেচিত হয়?

- 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 

১৬) কোন আইনটিকে জাতীয়তাবাদীরা প্রতারণা (ধোঁকা) বলে আখ্যায়িত করেছিল এবং প্রতিনিধিত্ব ছাড়া কর না দেওয়ার স্লোগান দিয়েছিল?

- 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 

১৭) ফিরোজশাহ মেহতা কোন আইনটিকে একটি স্টিম ইঞ্জিনের মতো বলে বর্ণনা করেছেন যেখান থেকে বাষ্প তৈরির জন্য সমস্ত সরিয়ে নিয়ে  বাষ্পের মতো কিছু রঙিন গ্যাস দ্বারা ভর্তি করা হয়েছে?

- 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট

১৮) সম্মতির বয়স  আইনটি কবে কাউন্সিল দ্বারা পাস হয়েছিল?

- 19 মার্চ 1891 সালে

১৯) সম্মতির বয়স আইন 1892 কার প্রচেষ্টায় পাশ হয়? 

- বোম্বের একজন পার্সিব্যক্তি  ‘বাহরাম জি মালাবাড়ি’ এর

২০) সম্মতির বয়স  আইনে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স কত নির্ধারণ করা হয়েছিল?

-  12 বছর

২১) সম্মতির বয়স আইনের বিরোধিতা করেছিলেন কোন জাতীয়তাবাদী নেতৃত্ব?

-  বাল গঙ্গাধর তিলক

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1892 পরোক্ষ নির্বাচন ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন সম্মতির বয়স আইন

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad