Type Here to Get Search Results !

মন্টেগু-চেমসফোর্ড আইন দ্বিতীয় পর্ব [Ensuing Government of India Act]

মন্টেগু-চেমসফোর্ড আইন, 1919

Set by - Manas Adhikary




মন্টেগু-চেমসফোর্ড আইন দ্বিতীয় পর্ব।  Montagu Chelmsford Reforms Part-II

মন্টেগু-চেমসফোর্ড আইন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ভারত সরকার আইন 1919।  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলন। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা। পাবলিক সার্ভিস কমিশন গঠন। 


নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মন্টেগু-চেমসফোর্ড আইন। এই পর্বে থাকছে  মন্টেগু-চেমসফোর্ড আইন  সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।

ভারত সরকার আইন 1919 অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Ensuing Government of India Act MCQ.

 

 

৫১) ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল’  পদটি  কোন আইন দ্বারা তৈরি করা হয়েছিল?
- ভারত সরকার আইন 1919 দ্বারা
৫২) ভারতের সেক্রেটারি অফ স্টেট (সচিব), যার বেতন ভারতীয় রাজস্ব থেকে প্রদান করা হত কোন আইনের মাধ্যমে  ব্রিটিশ রাজকোষ থেকে প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল?
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1919   
৫৩) 1919 সালের ভারত সরকার আইনের অধীনে, কোন কাউন্সিলে শুধুমাত্র পুরুষরা সদস্য হতে পারেন?
- রাজ্য পরিষদ
৫৪) কোন আইন অনুসারে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের 6 জন সদস্যের মধ্যে 3 জন (কমান্দার-ইন-চিফ ব্যতীত) ভারতীয় হওয়ার বিধান দেওয়া হয়?
- 1919 সালের ভারত সরকারের আইন
৫৫) কোন আইনের অধীনে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে 50% ভারতীয় থাকা বাধ্যতামূলক করা হয়েছিল?
- 1919
৫৬) মন্টেগু চেমসফোর্ড কতজন সদস্য নিয়ে বড়লোটের শাসন পরিষদ গঠিত হয়?
- 7 জন
৫৭) মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা তার কার্যাবলীর জন্য কারো কাছে দায়ী থাকতেন?
- ব্রিটিশ পার্লামেন্ট
৫৮) কোন কমিশনটি ভারত সরকার আইন, 1919-এর শাসন ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ করেছিল?
অথবা, ভারত সরকার  আইন 1919 পর্যালোচনা করার জন্য একটি ভারতীয় সাংবিধানিক কমিশন নিয়োগ করেছিল। সেই কমিশনের নাম কি?

- সাইমন কমিশন  
৫৯) ভারত সরকার আইন 1919-এর কোন ধারায় 10 বছর পর একটি সংবিধিবদ্ধ কমিশন নিয়োগের বিধান করা হয়েছিল, যার নাম সাইমন কমিশন রাখা হয়েছিল?
- 5
৬০) কত বছর পর ভারত সরকার আইন 1919 পর্যালোচনা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল?
- 10
৬১) কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত সরকারের আইন 1919-এর বিধান অনুসারে সাইমন কমিশন গঠন করেছিলেন?
- স্ট্যানলি বাল্ডউইন
৬২) 1919 সালের আইনের কোন ধারা অনুসারে স্যার জন সাইমনের সভাপতিত্বে একটি কমিশন গঠিত হয়েছিল, যার একজন সদস্যও ভারতীয় ছিলেন না, তাই ভারতীয়রা এর বিরোধিতা করেছিল?
- 84
৬৩) কোন দলের দাবির ফলে ভারত সরকার আইন 1919 পর্যালোচনা করার জন্য 1924 সালে  ‘মুন্ডিম্যান কমিটি’ নিয়োগ করা হয়েছিল?
- স্বরাজ পার্টি
৬৪) মেসোপটেমিয়ান কমিশনের রিপোর্টে ভারত সরকারকে অদক্ষতার জন্য অভিযুক্ত করা হয়েছিল। মেসোপটেমিয়ান কমিশন কোন আইনের তাৎক্ষনিক কারন ছিল?
- 1919
৬৫) 1919 সালের ভারত সরকার আইন দ্বারা প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থা কতদিন ধরে চলে?
- 1 এপ্রিল 1921 থেকে 1 এপ্রিল 1937 পর্যন্ত
৬৬) কোন সংগঠনটি মন্টেগু-চেমসফোর্ড আইনের বিধান বাস্তবায়নে ব্রিটিশদের সমর্থন করেছিলেন এবং তাদের প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন?
- অ-ব্রাহ্মণ সংঘ
(এটি 1930 এর দশকের শেষের দিকে কংগ্রেসের সাথে একীভূত হয়, যার ফলে জাতীয় আন্দোলনের ভিত্তি প্রসারিত হয়।)
৬৭) কারা 1919 সালের আইনকে মেনে নেওয়ার পক্ষে ছিলেন?
- উদারপন্থী নেতা
৬৮) কার নেতৃত্বে 1919 সালের আইনের পক্ষে মুম্বাইতে একটি পৃথক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
- এস এন ব্যানার্জি
৬৯) 'জনগণকে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীতে বিভক্ত করার যে নীতি মলে-মিন্টো সংস্কারের দ্বারা গ্রহণ করা হয়েছিল, তা মন্টেগু- চেমসফোর্ড সংস্কারে আরও প্রসারিত হয়েছিল' - এটি কার মন্তব্য?
- রাজেন্দ্রপ্রসাদ
৭০) মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে কে 'হতাশাজনক' বলেছেন?
- চিত্তরঞ্জন দাস ( মতান্তরে বাল গঙ্গাধর তিলক)
৭১) কোন আইন ভারতীয়দের কাছে তুচ্ছ বিরক্তিকর ও নৈরাস্যজনক ছিল?
- মন্টেগু-চেমসফোর্ড শাসন আইন
৭২) কারা ভারত সরকার আইন 1919 কে ‘ম্যাগনা কার্টা’ বলে অভিহিত করেছেন?
- উদারপন্থীরা
৭৩) 1919 সালের আইনটি ভারতীয়দের ফাঁদে ফেলার জন্য একটি নতুন ফাঁদ ছিল – উক্তিটি কার?
- সুভাষ চন্দ্র বসু  
৭৪) কোন আইনটিকে কংগ্রেস ‘অসন্তোষজনক, অপর্যাপ্ত এবং হতাশাজনক’ বলে অভিহিত করেছিল?
- 1919 সালের আইন
৭৫) 1919 সালের আইনটিকে  ‘সূর্যহীন ভোর’ বলে কে অভিহিত করেছেন?
- বাল গঙ্গাধর তিলক
৭৬) মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার আইনকে দাসত্বের পরিকল্পনা বলে কে অভিহিত করেন ?
- অ্যানি বেসান্ত


মন্টেগু-চেমসফোর্ড আইন প্রথম পর্ব>>>>



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


মন্টেগু-চেমসফোর্ড আইন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ভারত সরকার আইন 1919।  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলন। প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা। পাবলিক সার্ভিস কমিশন গঠন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad