Type Here to Get Search Results !

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তৃতীয় পর্ব[Jallianwalabagh Massacre]

 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 

Set by- Manas Adhikary



জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড  তৃতীয় পর্বJallianwala Bagh Massacre– III

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডসত্যপাল চৌধুরী। সৈফুদ্দিন কিচলু মাইকেলও ডায়ারসন্ধ্যা আইনহান্টার কমিটিহান্টার কমিশনহান্টার কমিটির রিপোর্টইনডেমনিটি বিলনেহেরু কমিশন

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই পর্বে থাকছে  জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরJallianwalabagh Massacre  MCQ.

 

৩৫) নেহেরু কমিশন করে তার রিপোর্ট পেশ করেন?

-1920 সালের 25 মার্চ

৩৬) নেহেরু কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের জন্য কাকে দায়ী করে তার শাস্তি চান?

- মাইকেল ও ডায়ার

৩৭) 1919 সালে কংগ্রেস তার কোথাকার  বার্ষিক অধিবেশনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নিন্দা করেছিল এবং খিলাফত আন্দোলনের ঘোষণা  করেছিল?

- অমৃতসর

(সভাপতিত্ব করেন মতিলাল নেহরু)

৩৮) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর কার নেতৃত্বে পাঞ্জাবে ‘ডান্ডা ফৌজ গঠিত হয়েছিল?

- চমনদীপ

৩৯) 1919 সালে কোন ঘটনার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ফিরিয়ে দেন?

- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

৪০) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কবে তাঁর নাইট উপাধি ত্যাগ করেন ?

- 30 মে, 1919 খ্রীঃ 

৪১) রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে  ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন।  এখন প্রশ্ন হল কত সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিল? 

- 1913

৪২) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে রায় বাহাদুর উপাধি ফিরিয়ে দেন?

- জামনালাল বাজাজ 

(রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি এবং গান্ধীজি কাইজার-ই-হিন্দ উপাধি ফিরিয়ে দেন।) 

৪৩) কোন ঘটনাটি গান্ধীজিকে ভারতের নেতাদের মধ্যে একজন হিসাবে পরিচিত দেয়? 

- জালিয়ানওয়ালা গণহত্যা

৪৪) সবচেয়ে বড় ঘটনা কী ছিল যা গান্ধীজিকে ব্রিটিশ শাসনের মিত্র থেকে প্রতিপক্ষে পরিণত করেছিল?

- রাউলাট আইন 

৪৫) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন?

- স্যার শঙ্করন নায়ার

৪৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী জেনারেল ও'ডায়ার কে গুলি করে হত্যা করেছিল?

- উধম সিং

৪৭) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে জড়িত স্যার মাইকেল ও'ডায়ারকে হত্যার জন্য 1940 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কোন শিখ দেশপ্রেমিককে ফাঁসিতে ঝুলিয়েছিল?

- সর্দার উধম সিং  

( উধম সিং জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীও ছিলেন। জালিয়ানওয়ালাবাগ  হত্যাকাণ্ডের 21 বছর পর, উধম সিং লন্ডনে ডায়ারকে 13 মার্চ 1940-এ গুলি করে হত্যা করেন এবং 31 জুলাই 1940-এ পেন্টনভিল জেলে তাঁকে ফাঁসি দেওয়া হয়।) 

৪৮) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কে কসাইখানার  ইচ্ছাকৃত গণহত্যার হত্যা বলে অভিহিত করেন?

- সি এফ অ্যান্দ্রুজ 

৪৯) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে কে বলেছেন যে ‘ডায়ার পাঞ্জাবকে বাঁচিয়েছিলেন এবং ভারতকে হারিয়েছিলেন?

- গিলবার্ট স্লেটার 

(গান্ধীজি বলেছিলেন যে পলাশী ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু অমৃতসর তা কাঁপিয়ে দিয়েছিল। দীনবন্ধু সি.এফ. অ্যান্ড্রুস এটিকে একটি ইচ্ছাকৃত নৃশংস হত্যা বলে অভিহিত করেছেন এবং ভারত সচিব মন্টেগু এটিকে একটি নিবারণমূলক হত্যাকান্ড (Preventive Murder)   বলেছেন।) 

৫০) কোনটিকে ভারত সচিব মন্টেগু নিবারণমূলক হত্যাকান্ড (Preventive Murder)  বলে আখ্যায়িত  করেছেন? 

- জালিয়ানওয়ালা গণহত্যা

৫১) কে  জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ‘শয়তানের কাজ বলে অভিহিত করেছিলেন?

- উইনস্টন চার্চিল

৫২) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে কে বলেছেন – ‘The Amritsar disaster was an epoch-making event in India-britain relationship like the Revolt of 1857’

- থমসন এবং গ্যারেট 

৫৪) জালিয়ানওয়ালা বাগের হত্যাকান্ডের ঘটনা ভারতে যে মহাযুদ্ধের আগুন জ্বালিয়েছেল, তা উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সবার হৃদয়কে আন্দোলিত করে- উক্তিটি কার?

 - সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৫৫) এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব একে শেষ করতেই হবে' (This satanic government cannot be mended. It must be ended) - কোন পত্রিকায় কে লেখেন এটি?

- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড সম্পর্কে মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লেখেন

৫৬)  ‘জালিয়ানওয়ালাবাগে বসন্ত কবিতাটি কে রচনা করেন?

- সুভদ্রা কুমারী চৌহান

৫৭) কোন ঘটনাটিকে ভারতের প্রথম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলা হয়?

- মানগড় গণহত্যা 

(17 নভেম্বর 1913)

৫৮) মানগড় গণহত্যা কবে সংঘটিত হয়?

- 17 নভেম্বর, 1913 

৫৯) রাজস্থানের জালিয়ানওয়ালাবাগ নামে বিখ্যাত স্থান মানগড় ধাম কোন জেলায় অবস্থিত?

- বাঁশওয়াড়া

(এই ঘটনায় জাট এবং রাজপুত রেজিমেন্ট, ওয়েলেসলি রাইফেলসের 4 ইউনিট সমবেত ভীলদের উপর গুলি চালায়, যাতে 1500 ভিল নিহত হয়। গোবিন্দ গুরুকে গ্রেফতার করে আহমেদাবাদ জেলে রাখা হয়।)

৬০) কোন ঘটনাটিকে 'ভারতের দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড' বলা হয়?

- নিমুচনা গণহত্যা

(নিমুচনা হত্যাকাণ্ডকে 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ' বলে বর্ণনা করা হয়েছিল।)

৬১) কোন জায়গায়র কৃষকদের নৃশংস গণহত্যাকে মহাত্মা গান্ধী  জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছিলেন?

- নিমুচনা

৬২) কোন সংবাদপত্রে আলোয়ার হত্যাকাণ্ডকে (নিমুচনা গণহত্যা ) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করা হয়েছে?

- রিয়াসত  

৬৩) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছর পূর্ণ হয়েছিল কোন সালে?

- 2019

৬৪) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জালিয়ানওয়ালাবাগ শতবর্ষ মেমোরিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?

- পাঞ্জাব   (অমৃতসর)

 

 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দ্বিতীয় পর্ব>>>>   

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডসত্যপাল চৌধুরী। সৈফুদ্দিন কিচলুমাইকেলও ডায়ারসন্ধ্যা আইনহান্টার কমিটিহান্টার কমিশনহান্টার কমিটির রিপোর্টইনডেমনিটি বিলনেহেরু কমিশন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad