রেগুলেটিং অ্যাক্ট 1773
Set by- Manas Adhikary
রেগুলেটিং অ্যাক্ট 1773। Regulating Act of 1773.
রেগুলেটিং অ্যাক্ট। নিয়ন্ত্রণ আইন। নিয়ামক আইন। কলকাতায় টাকশাল প্রতিষ্ঠা। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। এই পর্বে থাকছে রেগুলেটিং অ্যাক্ট 1773 সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
রেগুলেটিং অ্যাক্ট 1773 অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Regulating Act of 1773 MCQ.
১) রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়?
- 1773 খ্রিস্টাব্দে
২) কোন দিনে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে রেগুলেটিং অ্যাক্ট 1773 পেশ করা হয়েছিল?
- 18 মে 1773
৩) কোন দিনে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে রেগুলেটিং অ্যাক্ট 1773 পাস হয়?
- 10 জুন 1773
৪) কোন দিনে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে রেগুলেটিং অ্যাক্ট 1773 পাশ হয়?
- 19 জুন 1773
৫) রেগুলেটিং অ্যাক্ট কবে কার্যকর হয়?
- 1774 সালের 26 অক্টোবর
৬) কোন কমিটির সুপারিশে 1773 সালে পাস করা আইনটিকে রেগুলেটিং আইন বলা হয়?
- গুপ্ত কমিটি বা সিক্রেট কমিটি
৭) রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে পাশ হওয়ার আগে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকাণ্ড তদন্তের জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ কোন কমিটি গঠন করেছিলেন?
- গুপ্ত কমিটি (সিক্রেট কমিটি)
৮) রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ লাগু হওয়ার সময় ব্রিটিশ রাজা কে ছিলেন?
- জর্জ তৃতীয়
৯) 1773 রেগুলেটিং পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ফ্রেডরিক নর্থ
১০) রেগুলেটিং অ্যাক্ট অন্য কি নামে পরিচিত?
- নিয়ন্ত্রণ আইন, নিয়ামক আইন
১১) কোম্পানির ভারত শাসন সম্পর্কিত প্রথম আইন কোনটি?
- রেগুলেটিং অ্যাক্ট
১২) কোন আইনটিকে ভারতে কোম্পানির শাসনের সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ বলে গণ্য করা হয় ?
অথবা, কোন আইনটিকে ভারতীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ব্রিটিশদের তৈরি প্রথম আইন বলে মনে করা হয়?
- 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট
১৩) কোন আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় বিষয়ে প্রথম আইনী হস্তক্ষেপ করেছিল?
- রেগুলেটিং আইন 1773
১৪) 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের বিধানগুলি লেখ ?
- ক) এই আইনের অধীনে, পরিচালনা পর্ষদের মেয়াদ 1 বছরের পরিবর্তে 4 বছর করা হয়েছিল।
খ) কোর্ট অফ ডিরেক্টরস এর মোট সদস্য সংখ্যার (24) 1/4 সদস্য প্রতি বছর অবসর নেওয়ার বিধান দেওয়া হয়েছিল।
গ) কোম্পানির পরিচালক নির্বাচন করার অধিকার কমপক্ষে 1 বছর আগে কোম্পানিতে £1000 মূল্যের শেয়ারের একজন শেয়ারহোল্ডারকে দেওয়া হত
ঘ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।
১৪) 1773 রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেলের সুপ্রিম কাউন্সিলের সদস্যদের মেয়াদ কত বছর নির্ধারণ করা হয়েছিল?
- 5 বছর
১৫) রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করার জন্য কবে অ্যাক্ট অফ সেটেলমেন্ট করা হয়েছিল?
- 1781
১৬) কোন আইন বলে কলিকাতার ফোর্ট উইলিয়ামের গভর্নরকে গভর্নর - জেনারেল পদে পরিবর্তিত করা হয়?
- 1773 সালের রেগুলেটিং আইন
১৭) কোন সংসদীয় আইন বাংলার গভর্নর-জেনারেলকে মাদ্রাজ এবং বোম্বেতে তত্ত্বাবধায়ক কর্তৃত্ব দিয়েছে?
- রেগুলেটিং অ্যাক্ট, 1773 খ্রি
১৮) 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের অধীনে নিযুক্ত প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
- লর্ড ওয়ারেন হেস্টিংস
(এই আইনের অধীনে মুম্বাই ও মাদ্রাজের গভর্নরদের বাংলার অধীনস্থ করা হয়।)
১৯) রেগুলেটিং অ্যাক্টে প্রদত্ত গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য কে ছিলেন ?
- স্যার জন ক্লেভারিং, কর্নেল ম্যানসন, রিচার্ড বারওয়েল, ফিলিপ ফ্রান্সিস
২০) রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেলের চার সদস্যের নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে কে ওয়ারেন হেস্টিংসের কট্টর সমর্থক ছিলেন?
- রিচার্ড বারওয়েল
২১) 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে, ওয়ারেন হেস্টিংসকে সহায়তা করার জন্য গঠিত তার কাউন্সিলে চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নিম্নলিখিত কাউন্সিল সদস্যদের মধ্যে কোনটি ওয়ারেন হেস্টিংসের কট্টর প্রতিদ্বন্দ্বী ছিলেন?
- ফ্রান্সিস
২২) 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের সদস্য জর্জ মনসন-এর 1776 সালে মৃত্যুর পর তার জায়গায় কাকে পাঠানো হয়েছিল?
- এডওয়ার্ড হুইলার
২৩) কোন রাজকীয় সনদের দ্বারা ইংল্যান্ড ভিত্তিক কোম্পানির পরিচালনা পর্ষদের আইন প্রণয়ন কর্তৃপক্ষের পদ, গভর্নর এবং তার কাউন্সিলের সদস্যদের জন্য নির্ধারিত ছিল?
- 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট
২৪) কোন আইনের অধীনে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছিল?
- রেগুলেটিং অ্যাক্ট 1773
২৫) রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দের আগে কোম্পানির কতজন শেয়ারহোল্ডার দ্বারা কোম্পানির পরিচালনা পর্ষদ নির্বাচিত হতো?
- 500
২৬) কোন আইনে বলা হয় পরিচালক সভার সদস্য হতে গেলে প্রার্থীদের অবশ্যই প্রাচ্য দেশে দুই বছর বসবাস করতে হবে?
- রেগুলেটিং অ্যাক্ট
২৭) প্রথম রেগুলেটিং আইন অনুসারে ডিরেক্টর সভার সদস্য সংখ্যা কত করা হয়
- 24
২৮) রেগুলেটিং অ্যাক্ট 1773-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালনা পর্ষদে মোট কতজন সদস্যের বিধান করা হয়েছিল?
- 24
২৯) 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোম্পানির পরিচালক সভার সদস্যদের কত বছর ইংল্যান্ডে বসবাস করা বাধ্যতামূলক ছিল?
- দু'বছর
৩০) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের কটা দিক ছিল?
- দুটি
৩১) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অন্তর্নিহিত গুরুতর ব্যবহারিক ত্রুটিগুলি দূর করার জন্য, ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটির চেয়ারম্যান এডমন্ড স্নোর পরামর্শের ভিত্তিতে কোন আইনের বিধান করা হয়েছিল?
- অ্যাক্ট ওফ সেটলমেণ্ট, 1781
৩২) বিহারের জন্য রেগুলেটিং অ্যাক্টের বিধানের অধীনে কোন সালে একটি প্রাদেশিক পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল?
- 1774 খ্রিস্টাব্দে
৩৩) কলকাতায় টাকশাল প্রতিষ্ঠিত হয় কোন আইনে?
- 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট
৩৪) কোন বছরে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অধীনে, কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?
- 1774
৩৫) রেগুলেটিং অ্যাক্ট 1773 এর অধীনে সুপ্রিম কোর্ট কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল?
- কলকাতা
৩৬) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর বিধান অনুসারে বাংলায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এই আদালতে কতজন বিচারপতি ছিল?
- 04
(স্যার এলিজা ইম্পি ছিলেন চিফ জাস্টিস এবং
চেম্বারস, লিমেস্টার, হাইড ছিলেন অতিরিক্ত তিন বিচারপতি)
৩৭) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর বিধান অনুসারে, বাংলায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টে কতজন অতিরিক্ত বিচারপতি নিয়োগের বিধান করা হয়েছিল?
- 03
৩৮) রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩-এর বিধান অনুসারে বাংলায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টে নিযুক্ত অতিরিক্ত বিচারকদের কারা ছিলেন ?
- চেম্বার, লিমিস্টার, হাইড
৩৯) রেগুলেটিং অ্যাক্ট 1773 এর অধীনে বাংলায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন?
- ব্রিটিশ রাজা
৪০) বাংলার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কোথায় করতে হত?
- প্রিভি কাউন্সিল
৪১) রেগুলেটিং আইন কত বছর কার্যকর ছিল?
- 11
( এরপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 চালু করা হয়)
৪২) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অধীনে কোম্পানির কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, যা সম্ভবত সমগ্র বিশ্বের সমসাময়িক সর্বোচ্চ বেতন ছিল। গভর্নর জেনারেলের বেতন কত ছিল?
- 25,000 পাউন্ড
৪৩) রেগুলেটিং অ্যাক্ট 1773 এর অধীনে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের সদস্যদের বার্ষিক বেতন কত ছিল?
- 10,000 পাউন্ড
৪৪) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর বিধান অনুসারে বাংলায় স্থাপিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বার্ষিক বেতন কত ছিল?
- 8,000 পাউন্ড
৪৫) বাংলার সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকদের বার্ষিক বেতন কত ছিল?
- 6,000 পাউন্ড
৪৬) রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে কোন ঐতিহাসিক মন্তব্য করেন যে – ‘এই আইনের উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু এর সৃষ্ট ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ’?
- বাউটেন রাউস
৪৭) মানচিত্ৰবিহীন সমুদ্রযাত্রার মত রেগুলেটিং অ্যাক্ট দ্বারা ব্রিটিশ সরকার সর্বপ্রথম ভারত নামক অজ্ঞাত দেশ সম্পর্কে প্রথম আইন রচনা করেন- উক্তিটি কার?
- এ বি কীথ
৪৮) রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে কে লিখেছেন যে 'রেগুলেটিং অ্যাক্টটি জাতীয় অধিকার, জাতীয় আনুগত্য এবং জাতীয় ন্যায়বিচারের লঙ্ঘন ছিল।'
- বার্ক
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
রেগুলেটিং অ্যাক্ট। নিয়ন্ত্রণ আইন। নিয়ামক
আইন। কলকাতায় টাকশাল প্রতিষ্ঠা। কলকাতা
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা।