Set by- Manas Adhikary
সাইমন কমিশন তৃতীয় পর্ব। Simon Commission– III
সাইমন কমিশন। সাইমন কমিশন গঠনকালে ভারতসচিব। জন সাইমন। ভারতীয় স্ট্যাটুটরি কমিশন। সাদা কমিশন। শ্বেত আয়োগ। White Commission। সাইমন কমিশনের সদস্য সংখ্যা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো সাইমন কমিশন । এই পর্বে থাকছে সাইমন কমিশন সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
সাইমন কমিশন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Simon Commission MCQ.
৪৬) সাইমন কমিশনের বিরুদ্ধে নেহেরু রিপোর্ট ( 1928 সাল) কার নেতৃত্বে গঠিত হয়?
- মতিলাল নেহেরু
৪৭) সর্বপ্রথম সাইমন কমিশন বয়কটের কথা কে বলেছিলেন?
- লালা লাজপৎ রায়
৪৮) সাইমন কমিশন বিরোধী আন্দোলনে সর্বপ্রথম 'বস্ত্রকে' বয়কটের কথা কে বলেন?
- লালা লাজপত রায়
৪৯) কৰে লালা লাজপৎ রায় কেন্দ্রিয় আইন সভায় সাইমন কমিশন বয়কটের প্রস্তাব উত্থাপন করেন?
- 16 ফেব্ৰুয়ারি, 1927
৫০) লাহোরে সাইমন বিরোধী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
- লালা লাজপত রায়
৫১) লালা লাজপত রায় কি কারনে আহত হন?
- সাইমন কমিশনের প্রতিবাদে লাঠিচার্জে
৫২) সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায় মারাত্মক জখম হন। এই ঘটনাটি কোথায় ঘটেছিল?
- লাহোরে
৫৩) কার লাঠির আঘাতে লালা লাজপত রায় মারা যান?
- আই পি সান্ডার্স (1928 সালের 30 অক্টোবর)
৫৪) কবে লালা লাজপত রায় মারা যান?
- 1928 সালে 17 নভেম্বর
৫৫) সাইমন কমিশনের প্রতিবাদে লালাজির উপর লাঠিচার্জের কথা ভগৎ সিংকে কে বলেছিল?
- জয় গোপাল (বলেছিলেন যে- স্যান্ডার্সই লাঠিচার্জ করেছিল)
৫৬) আই পি সান্ডার্স কে কারা হত্যা করেন?
- শুকদের রাজগুরু, ভগত সিংহ ও কীর্তি আজাদ (1928 সালের 17 ডিসেম্বর)
৫৭) আই পি সান্ডার্স হত্যাকে কেন্দ্র কোন মামলা হয়?
- লাহোর ষড়যন্ত্র মামলা (1929)
৫৮) সাইমন গো ব্যাক স্লোগান কে দিয়েছিলেন?
- ইউসুফ মেহের আলী
৫৯) লখনউতে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের নেতা কে ছিলেন?
- গোবিন্দ বল্লভ পন্ত ও জওহর লাল নেহেরু
৬০) সাইমন কমিশনের বিরোধিতায় লখনৌ শহরে পুলিশের গুলিতে আহত হয়েছিলো
- জওহরলাল নেহরু, গোবিন্দ বল্লভ পন্থ
৬১) সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কে বেলুনে 'সাইমন কমিশন গো ব্যাক' লিখে বাতাসে উড়িয়ে দেন এবং সেই বেলুনটি সাইমনের কাছে গিয়ে পড়েছিল?
- খালিক উজ্জামান
৬২) সাইমন কমিশনের প্রতিবাদে খলিকুজ্জামান 'সাইমন গো ব্যাক' লেখা ঘুড়ি ও বেলুন কোথায় উড়িয়েছিলেন?
- লখনউ
৬৩) মুসলিম লীগের কোন বিশিষ্ট ব্যক্তি সাইমন কমিশনের বিরোধিতা করেছিল?
- মহম্মদ আলী জিন্নাহ
৬৪) কার নেতৃত্বে মুসলিম লীগের একটি শাখা সাইমন কমিশনকে সমর্থন করেছিল?
- মহম্মদ শফি
৬৫) সাইমন কমিশনকে সমর্থন করার জন্য কে একটি কমিটি গঠন করেন?
- ড. ভীমরাও আম্বেদকর
৬৬) সাইমন কমিশনকে কারা সমর্থন করেন?
- জাস্টিস পার্টি অফ মাদ্রাজ, ইউনিয়নিস্ট পার্টি অফ পাঞ্জাব, . তেজ বাহাদুর সাপ্রুর লিবারেল পার্টি, হিন্দু মহাসভা, সর্বভারতীয় অস্পৃশ্য ফেডারেশন, মুসলিম লীগের একঅংশ
৬৭) কোন কোন দল সাইমন কমিশনের বিরোধিতা করে?
-মুসলিম লীগ, হিন্দু মহাসভা, লিবারেল ফেডারেশন, কমিউনিস্ট পার্টি, কিষাণ মজদুর পার্টি, জাতীয় কংগ্রেস
৬৮) সাইমন কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হয়?
- 27 মে 1930
৬৯) সাইমন কমিশন কবে সরকারের কাছে রিপোর্ট পেশ করে?
- 30 জুন 1930
৭০) সাইমন কমিশনের রিপোর্ট 27 মে 1930 সালে প্রকাশিত হয়। এর সুপারিশগুলি লিখুন।
ক) দ্বৈতশাসনের অবসান এবং প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন হস্তান্তরের সুপারিশ।
খ) অন্তত 10 থেকে 15% ভারতীয়দের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনী ব্যবস্থা অব্যাহত রাখার সুপারিশ করা হয়
গ) আইনসভার সম্প্রসারণ এবং মুসলমানদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব।
ঘ) বিধানসভার পুনর্গঠন এবং ভারতের কাউন্সিলের ক্ষমতা হ্রাস করার এবং কেন্দ্রে ভারতীয়দের কোনো দায়িত্ব না দেওয়ার সুপারিশ করা হয়েছিল।
ঙ) ফেডারেল সরকার যার সদস্যরা পরোক্ষভাবে প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হবে
৭১) কোন কমিশনটি ভারত সরকার আইন, 1919-এর দ্বৈতশাসন ব্যবস্থার পরিবর্তনের সুপারিশ করে?
- সাইমন কমিশন
৭২) সাইমন কমিশন ভারতীয়দের মধ্যে ভোটাধিকার সম্প্রসারণের কথা বলেছে এবং অন্তত কত শতাংশ ভারতীয়দের ভোটাধিকার দেওয়া উচিত বলে সুপারিশ করেছে?
- 10-15 শতাংশ
৭৩) সাইমন কমিশন ডোমিনিয়ন স্টেটস এর মর্যাদার দাবি প্রত্যাখ্যান করার পর জাতীয় কংগ্রেস কি করেছিল?
- কংগ্রেস পূর্ণ স্বাধীনতা পাবার প্রস্তাব পাস করে।
৭৪) 1930 সালে ব্রিটিশ সরকার লন্ডনে প্রথম গোলটেবিল সম্মেলন কোন উদ্দেশ্যে আয়োজন করেছিল?
- সাইমন কমিশন রিপোর্ট বিবেচনার জন্য
৭৫) সাইমন কমিশন কতবার ভারত সফর করেছিল?
- 2
৭৬) ভারত সরকার আইন 1935 কোনটির প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল?
- সাইমন কমিশন
৭৭) সাইমন কমিশন সম্পর্কে কে বলেছেন, - এটা আমাদের চোখে ধুলো দেওয়ার একটি কৌশলমাত্র?
- মতিলাল নেহেরু
৭৮) কোন রাজনীতিবিদ সাইমন কমিশনকে একটি বড় প্রতারণা ও জালিয়াতি বলে অভিহিত করেন?
- পন্ডিত মতি লাল নেহেরু
৭৯) জালিয়ানওয়ালাবাগ যদি আমার শারীরিক হত্যা হয় তাহলে এই সাইমন কমিশন হল আমার আধ্যাত্মিক হত্যা - উক্তিটি কার?
- জিন্নাহ
৮০) ভারতীয় রাজনৈতিক গোষ্ঠীগুলোর ব্যাপক অংশের সমর্থন পাবে এমন সাংবিধানিক সংস্কারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা রচনার ক্ষমতা ভারতীয়দের নেই - সাইমন কমিশন নিয়োগের সময় কে এই উক্তি করেন?
- লর্ড বার্কেনহেড
৮১) সাইমন কমিশনের রিপোর্টকে আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা উচিত - উক্তিটি কার?
- শিবস্বামী আইয়ার
৮২) সাইমন কমিশনের রিপোর্টকে কে 'ক্ষতে নুন ছিটানো' বলে অভিহিত করেন?
- অ্যানি বেসান্ট
৮৩) সাইমন কমিশন কে All White Commission নামে অভিহিত করেন?
- পেনড্রেল মুন
৮৪) লালা লাজপত রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে, কে বলেছিলেন যে একজন সক্রিয় সমাজকর্মী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মারা গেলেন?
- জন সাইমন
৮৫) সাইমন কমিশনকে ব্যঙ্গ করে কে কবিতা লেখেন?
- নজরুল ইসলাম
৮৬) ব্রিটিশের বিভিন্ন নীতির সমর্থক কোন ফেডারেশন সাইমন কমিশনের সমোলচনা করে বলে এই আইন ভারতীয় জনগনের প্রতি ইচ্ছাকৃত অপমান'?
- ন্যাশনাল লিবারেশন ফেডারেশন।
৮৭) কে সাইমন কমিশন রিপোর্ট কে ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় দলিল বলে অভিহিত করেন?
- পি ই রবার্টস
সাইমন কমিশন দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
সাইমন কমিশন। সাইমন কমিশন গঠনকালে ভারতসচিব। জন সাইমন। ভারতীয় স্ট্যাটুটরি কমিশন। সাদা কমিশন। শ্বেত আয়োগ। White Commission। সাইমন কমিশনের সদস্য সংখ্যা।