ইলবার্ট বিল আন্দোলন
Set by- Manas Adhikary
ইলবার্ট বিল আন্দোলন /The Ilbert Bill Controversy
ইলবার্ট বিল। ইলবার্ট বিল আন্দোলন। ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব । শ্বেতাঙ্গ আন্দোলন।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ইলবার্ট বিল আন্দোলন। এই পর্বে থাকছে ইলবার্ট বিল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
ইলবার্ট বিল আন্দোলন সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। About Ilbert Bill Controversy And MCQ.
1873 খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুসারে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় বিচারকের ছিল না। এইসময় একমাত্র ইউরোপীয় বিচারকগণই ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতেন। ইতিমধ্যে অনেক ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট দায়রা বিচারকের পদে উন্নীত হয়েছিলেন। ব্রিটিশ ভারতের বিচারব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করার জন্য বড়লাট (ভাইসরয়) লর্ড রিপনের পরামর্শ অনুসারে ভাইসরয়ের কাউন্সিলের আইন সদস্য ইলবার্ট একটি আইনের খসড়া তৈরি করেন, এই খসড়া আইনটিই ইলবার্ট বিল নামে পরিচিতি লাভ করে। ইলবার্টের নাম অনুসারে এই বিলটির নাম হয় ইলবার্ট বিল । এই খসড়া আইনে ভারতীয় বিচারকদেরকে ইউরোপীয় বিচারকদের সমতুল্য মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয় এবং বলা হয় যে, ভারতীয় বিচারকরাও শ্বেতাঙ্গদের বিচার করতে পারবেন।
ইলবার্টের খসড়া আইনটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করে, কারণ এই খসড়া আইনটি ব্রিটিশ পার্লামেন্টে পাস হলে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারতেন এবং সেক্ষেত্রে তাদের মর্যাদা ইউরোপীয় বিচারকদের সমতুল্য হত । ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়দের এই আন্দোলন 'শ্বেতাঙ্গ বিদ্রোহ' (White mutiny) নামে পরিচিত। এই বিলটি প্রত্যাহারের জন্য ইংরেজ আইনজীবী কেসুয়িক, মিলার ব্রানসন-এর নেতৃত্বে 'ডিফেন্স অ্যাসোসিয়েশন' নামে এক সংস্থা গঠন করে আন্দোলন চালায়। ভারতের বিভিন্ন স্থানে তারা শাখা স্থাপন করে এবং ভারতীয়দের বিরুদ্ধে বিষোদগার করতে থাকে। তারা এই অভিমত প্রকাশ করেন যে, ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা ও উপযুক্ত ক্ষমতা ভারতীয়দের নেই। সমকালীন 'স্পেকটেটর' ও 'টাইমস' পত্রিকাও এই বিলের সমালোচনা করে।
প্রতি-আন্দোলন : 1883-84 খ্রিস্টাব্দে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়দের আন্দোলন ও বিক্ষোভের প্রত্যুত্তরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা প্রতি-আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট বিলের সমর্থনে ভারতসভা দেশের নানা স্থানে জনসভা করে এবং সংবাদপত্রে মতামত জানাতে থাকে। কিন্তু সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়। প্রস্তাবিত আইনের খসড়াটি বাতিল করা হল না বটে, কিন্তু তার কয়েকটি উদারনৈতিক ধারা এমন ভাবে সংশোধন করা হয় যাতে ইলবার্ট বিলের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। সংশোধনীতে বলা হয়, ভারতীয় বিচারক ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তাঁকে ইউরোপীয়দের মনোনীত জুরির সাহায্য নিতে হবে ইত্যাদি ইত্যাদি।।
ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব
ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব অপরিসীম।
(ক) এই আন্দোলন ভারতীয়দের কাছে ছিল শাপে বর। তখনও পর্যন্ত বেশ কিছু সংখ্যক ভারতীয়দের ইংরেজদের অভিপ্রায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছিল না। ইলবার্ট বিল আন্দোলনে ইউরোপীয়দের বর্ণবিদ্বেষ ও ভারতীয়দের প্রতি ঘৃণা তাঁদের চোখ খুলে দেয় । তাঁরা উপলবদ্ধি করেন ভারতবাসী মাত্রেই ইংরেজদের চোখে ঘৃণার পাত্র ও নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন ।
(খ) ইলবার্ট বিল আন্দোলন ভারতীয়দের নিজেদের দেশে নিজেদের অসম্মানজনক অবস্থান সম্পর্কে সচেতন করে তোলে এবং পরবর্তীকালে চরমপন্থী আন্দোলনের পথ প্রশস্ত করে।
(গ) এতকাল ভারতীয় সংবাদপত্রগুলি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে যে সংঘবদ্ধ আন্দোলনের কথা বলে আসছিল ইলবার্ট বিল আন্দোলন সেদিকে ভারতীয়দের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়।
(ঘ) ইলবার্ট বিল বিতর্ক ভারতীয়দের আত্মাভিমানে প্রচন্ড আঘাত হানে যার পরিণতিতে তাঁরা দ্রুত রাজনৈতিকভাবে সংগঠিত হতে প্রয়াসী হন।
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) ইম্পিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে?
- 1883
২) কার উদ্যোগে ইলবার্ট বিল প্রস্তুত করা হয়?
- লর্ড রিপন
৩) কিসের জন্য লর্ড রিপন পাশ করার প্রস্তাব করেন?
- ভারতে সামাজিক বৈষম্যের ক্রমবর্ধমান ঘটনা বন্ধ করার জন্য
৪) সি পি ইলবার্ট, যিনি ইলবার্ট বিলের খসড়া প্রস্তুত করেছিলেন, 1885-87 সালে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছিলেন?
- কলকাতা বিশ্ববিদ্যালয়
৫) ইলবার্ট বিলের বিরুদ্ধে ভারতে ইউরোপীয়রা যে আন্দোলন গড়ে তুলেছিল তা কিনামে পরিচিত?
- শ্বেতাঙ্গ আন্দোলন
৬) ইলবার্ট বিল বিরোধে আন্দোলন পরিচালনার জন্য ভারতে ইউরোপীয়রা কোন সংগঠন গড়ে তুলেছিল?
- ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন
৭) কোন সালে ইলবার্ট বিলের বিরোধীদের দ্বারা ‘ইউরোপিয়ান অ্যান্ড অ্যাংলো ইন্ডিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন’ নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল?
- 1883
৮) ইলবার্ট বিলের প্রধান প্রতিপক্ষ কারা ছিলেন?
- বাংলার চা ও নীল বাগানের ব্রিটিশ মালিকরা
৯) ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে কোন সংবাদপত্র?
- ইংলিশম্যান, স্পেকটেটর, টাইমস
১০) 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিলের বিরোধিতা করে কোন সংস্থাটি ভারতীয়দের চোখে চিরতরে নিজেকে ধ্বংস করেছিল?
- ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন
১১) ইলবার্ট বিল বিতর্কের সময় ইউরোপীয়দের আন্দোলন ও বিক্ষোভের প্রত্যুত্তরে কোন ভারতীয় নেতা ভারত সভার মাধ্যমে ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন শুরু করে?
- সুরেন্দ্রনাথ ব্যানার্জী
১২) কোন ইংরেজ ইলবার্ট বিলের বিরুদ্ধে ছিলেন অর্থাৎ ভারতীয়দের পক্ষে ছিলেন?
- A E হিউম
১৩) কোন সংগঠন ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট সার্ভিস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট বিরুদ্ধে এবং ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন করেছিল?
- ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন
১৪) ইলবার্ট বিলের সমর্থনে 1883 সালে ‘ইউনাইটেড ইন্ডিয়ান কমিটি’ প্রতিষ্ঠিত হয়, এর সভাপতি কে ছিলেন?
- দারভাঙ্গা মহারাজা
১৪) 1883 সালের মে মাসে সুরেন্দ্রনাথ ব্যানার্জী কোন পত্রিকায় হাইকোর্টের বিচারক সমালোচনা করার জন্য 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল?
- ‘বেঙ্গলি’ নামক পত্রিকায়
১৫) 1883 সালের মে মাসে সুরেন্দ্রনাথ ব্যানার্জী ‘বেঙ্গলি’ নামক পত্রিকায় হাইকোর্টের কোন বিচারকের সমালোচনা করার জন্য 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল?
- হাইকোর্টের বিচারক জে. এফ. মরিস
১৬) কোন মহিলা ইলবার্ট বিল আন্দোলন এর সাথে জড়িত ছিলেন?
- কামিনী রায়
১৭) 1833 সালের ইলবার্ট বিল বিতর্কের সময়, কোথাকার মহিলারা ভাইসরয়কে সমর্থন করার জন্য একটি চিঠি লিখেছিলেন?
- বাংলা
১৮) ইলবার্ট বিল বিতর্কের কারণে লর্ড রিপন কবে পদত্যাগ করেন?
- 1883 সালে
১৯) ব্রিটিশ পার্লামেন্ট ইলবার্ট বিল পাস না করার কারণ কি ছিল?
- পার্লামেন্ট তার আইনি আধিপত্য ছাড়তে চায়নি
২০) ইলবার্ট বিল কবে প্রত্যাহার করা হয়?
- 1884
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ইলবার্ট বিল। ইলবার্ট বিল আন্দোলন। ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব । শ্বেতাঙ্গ আন্দোলন।