Type Here to Get Search Results !

ভার্নাকুলার প্রেস অ্যাক্ট [Vernacular Press Act, 1878]

 

ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 

Set by- Manas Adhikary



ভার্নাকুলার প্রেস অ্যাক্ট Vernacular Press Act, 1878.

ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ‘আর্মস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অফিসিয়াল নাম মুখবন্ধ করে দেওয়া আইন আকাশ থেকে বজ্রপাত

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এই পর্বে থাকছে  ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

ভার্নাকুলার প্রেস অ্যাক্টঅতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Vernacular Press Act, 1878



১) বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়?

- 1856 খ্রিস্টাব্দে  

২) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে প্রেসিডেন্সি এবং প্রদেশের সীমানা ঘোষণা ও পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছিল?

- 1865 সালের আইন

৩) ‘ভূমি রাজস্ব বন্দোবস্ত আইন’ কবে পাশ হয়?

- 1867

(এর প্রতিবাদে বিচারপতি রানাডের নেতৃত্বে পুনা সার্বজনিক সভা পুনে এবং বোম্বেতে ব্যাপক আন্দোলন শুরু করে।)

৪) ভারতীয় সাক্ষ্য আইন(ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট)  পাশ হয় কোন সালে?

- 1872 

৫) রাজকীয় উপাধি (রয়্যাল টাইটেল) আইন পাশ হয় কোন সালে?

- 1876

(রয়্যাল টাইটেল আইনটি 1876 সালে পাশ করা হয়েছিল, এই আইন অনুসারে 1 জানুয়ারী 1877 তারিখে  দিল্লি  দরবার অনুষ্ঠিত হওয়ার সময় রাণী ভিক্টোরিয়াকে কাইজার-ই-হিন্দ উপাধি প্রদান করা হয়।)  

৬) 1876 সালের রয়্যাল টাইটেল অ্যাক্ট কোন তারিখে জারি করা হয়েছিল?

- 28 এপ্রিল

৭) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?

- 1876

৮) কোন সালে ‘ভারতীয় বন আইন’ ভারতীয় বনকে সম্পূর্ণ সরকারি সম্পত্তিতে পরিণত করেছিল?

- 1878 

৯) ব্রিটিশ আমলে প্রথম কারখানা আইন (ফ্যাক্টরি অ্যাক্ট) কবে প্রণীত হয়?

- 1881

১০) লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট কবে বলবত করা হয়?

- 1823

১১) দ্য লিবারেশন অফ দ্য ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট কবে বলবত করা হয়?

- 1835

১২) রেজিস্ট্রেশন অ্যাক্ট - রেজিস্ট্রেশন অফ দ্য প্রেস অ্যাক্ট-XI- কবে পাস হয়েছিল?

- 1867

১৩) Arms Act কবে পাশ করা হয়?

- 1878 

১৪) কোন আইন দ্বারা ভারতীয়দের বার্ষিক বাজেট নিয়ে বিতর্ক করার এবং সরকারকে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছিল?

- 1892 সালের আইন 

১৫) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট  কবে আনা হয়েছিল?

- 1878

১৬) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে হয়?

অথবা, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেন?

অথবা, ‘আর্মস অ্যাক্ট’ এবং ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ কোন গভর্নর-জেনারেলের আমলে বাস্তবায়িত হয়েছিল?

- লর্ড লিটন

১৭) অ্যান অ্যাক্ট ফর দ্যা বেটার কন্ট্রোল অফ পাবলিকেশন ইন ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ – আইনটি কবে পাশ করা হয়?

- 1878 

১৮) ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অফিসিয়াল নাম কি?

- অ্যান অ্যাক্ট ফর দ্যা বেটার কন্ট্রোল অফ পাবলিকেশন ইন ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ

১৯) কোন আইনটিকে মুখবন্ধ করে দেওয়া আইন বলা হয়?

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 

২০) কোন আইনটি গ্যাংগিং অ্যাক্ট নামে পরিচিত?

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

২১) কোন আইনকে আদর্শ করে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878এর  আইনগুলি তৈরি করা হয়েছিল?

- আইরিশ প্রেস আইন 

(আইরিশ প্রেস অ্যাক্টের উপর ভিত্তি করে, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878 নির্মিত হয়েছিল)

২২) কোন সংবাদপত্রের কারণে লর্ড লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার্যকর হয়েছিল?

- সোম প্রকাশ এবং ভারতমিহির 

২৩) 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে কোন কোন সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল?

-  সোমপ্রকাশ, ভারতমিহির, ঢাকাপ্রকাশ, সহচর

২৪) লর্ড লিটনের ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কারণে নিষিদ্ধ হওয়া স্বতন্ত্রতা নামক সংবাদপত্রটি কার সমর্থনে নির্দোষ প্রমাণিত হয়েছিল?

- ফিরোজশাহ মেহতা 

২৫) কোন সংবাদপত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে সমর্থন করেছিল?

- পাইনিয়র

২৬) কোন  সংবাদপত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এড়াতে তার ভাষা রাতারাতি বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করেছিল?

- অমৃত বাজার পত্রিকা

(এটি মূলত বাংলা ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, যেটি 1868 সালে শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ শুরু করেছিলেন।)

২৭) কোন সংগঠন ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট সার্ভিস, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর্মস অ্যাক্ট এবং ইলবার্ট বিলের বিরুদ্ধে ক্ষোভকে আন্দোলনের রূপ দিয়েছিল?

- ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন

২৮) কোন আইনের অধীনে কোনো স্থানীয় সংবাদপত্রের মুদ্রক এবং প্রকাশককে সরকারের বিরুদ্ধে লেখা প্রকাশ না করার প্রতিশ্রুতি দিয়ে বন্ড পেপারে সাক্ষর করতে হয়েছিল?

 - ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 

২৯) কোন আইনের অধীনে হিংসাকে সমর্থন করার জন্য সংবাদপত্র, প্রেস এবং তাদের যাবতিয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হত? 

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878

৩০) কোন আইনের অধীনে কোনো স্থানীয় সংবাদপত্রের মুদ্রক এবং প্রকাশককে সরকারের বিরুদ্ধে অসন্তোষের অনুভূতি ছড়ানো লেখা প্রকাশ না করার প্রতিশ্রুতি দিতে হয়েছিল?

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 

৩১) ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কোন আইন দ্বারা, ভারতীয় ভাষার সংবাদপত্রগুলিকে একটি অঙ্গীকারে স্বাক্ষর করতে হয়েছিল যে তারা সরকার বিরোধী লেখা প্রকাশ করবে না?

- 9 ম আইন

৩২) কোন বিষয় নিয়ে প্রথম  একটি বড় জনবিক্ষোভ অনুষ্ঠিত হয়?

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 

(কলকাতা টাউন হলে)

৩৩) কোন প্রদেশে 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করা হয়নি?

- মাদ্রাজ 

৩৪) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন??

- লর্ড রিপন

(1882 সালে)

৩৫) কার পরামর্শে লর্ড রিপন ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’ বাতিল করেন?

- গ্ল্যাডস্টোন

(1882 সালে, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন। গ্ল্যাডস্টোন ছিলেন লিবারেল পার্টির প্রথম  ব্রিটিশ প্রধানমন্ত্রী।)

৩৬) কোন প্রেস অ্যাক্টের মাধ্যমে সম্পাদক, মুদ্রক ও লেখকের নাম বাধ্যতামূলক করা হয়?

- প্রেস কন্ট্রোল অ্যাক্ট 1799  

(1799 সালের আইনে, সম্পাদক, মুদ্রক এবং মালিকের নাম বাধ্যতামূলক করা হয়েছিল। অপরপক্ষে  1867 সালের আইনের অধীনে, মুদ্রক, প্রকাশক এবং প্রকাশনার স্থানের নাম বাধ্যতামূলক করা  হয়েছিল।)

৩৭) কোন আইনের প্রভাবে রাজা রামমোহন রায়কে মিরাতুল পত্রিকা বন্ধ করতে হয়?

- লাইসেন্স আইন

(1823 সালে জন অ্যাডামস তৈরি করেছিলেন)

৩৮) কোন সংবাদপত্র 1908 সালের প্রেস অ্যাক্টের শিকার হয়েছিল?

- যুগান্তর, বন্দে মাতরম, সন্ধ্যা (1908 সালের প্রেস অ্যাক্ট দ্বিতীয় লর্ড মিন্টো কর্তৃক পাশ হয়।)

৩৯) কোন সংবাদপত্র আইনের অধীনে, বন্দে মাতরম, সন্ধ্যা, যুগান্তর প্রভৃতি 9টি সংবাদপত্র বন্ধ করে বিচার করা হয়েছিল এবং 7টি মুদ্রানালয় বাজেয়াপ্ত করা হয়েছিল?

- দ্য নিউজপেপার অ্যাক্ট 1908 

৪০) কোন আইনটি ভার্নাকুলার অ্যাক্টের অনুরূপ একটি সংশোধনী আইন ছিল?

- ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট, 1910 

(ভারতীয় সংবাদপত্র ও ম্যাগাজিন নিয়ন্ত্রণ করার জন্য, ব্রিটিশ সরকার আবার ইন্ডিয়ান নিউজপেপার অ্যাক্ট, 1910 নিয়ে আসে, যাতে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কিত সমস্ত জঘন্য বিধানকে পুনরুজ্জীবিত করা হয়।)

৪১) সুরেন্দ্র নাথ ব্যানার্জী কাকে ‘আকাশ থেকে বজ্রপাত’ বলেছেন?

- ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

৪২) ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে ভারতের ভবিষ্যতের জন্য প্রতিকূল, অসংলগ্ন এবং মারাত্মক বলে বর্ণনা করেছেন কে ?

- আরস্কাইন



ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here


ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ‘আর্মস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অফিসিয়াল নাম মুখবন্ধ করে দেওয়া আইন আকাশ থেকে বজ্রপাত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad