Type Here to Get Search Results !

স্বদেশী ও বয়কট আন্দোলন পঞ্চম পর্ব [ Boykat Andolan]

 

স্বদেশী ও বয়কট আন্দোলন

Set by- Manas Adhikary

স্বদেশী ও বয়কট  আন্দোলন  পঞ্চম পর্ব।  Boykat Andolan – V  

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। ‘স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো স্বদেশী ও বয়কট  আন্দোলন। এই পর্বে থাকছে  স্বদেশী ও বয়কট  আন্দোলন  সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বদেশী ও বয়কট  আন্দোলন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরSwadeshi Andolan MCQ.

১২১) ‘স্বদেশী বস্ত্র প্রচারনী সভা কোথায় প্রতিষ্ঠিত হয়?

- বোম্বে

১২২) স্বদেশি আন্দোলনের সময় হিন্দুমেলা নামক প্রতিষ্ঠান কে স্থাপন করেন?

 অথবা হিন্দু মেলার মাধ্যমে কে বাংলায় স্বদেশীর আদর্শ প্রচার করেন?

- নবগোপাল মিত্র

১২৩) ফেডারেশান হল বা মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা কে?

- আনন্দমোহন বসু

১২৪) স্বদেশী আন্দোলনের সময় ‘বিদেশি বস্ত্ৰ বহ্নি (বিদেশি বস্ত্ৰ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া)  উৎসব কে পালন করেন? 

- গঙ্গাধর তিলক

১২৫) স্বদেশী আন্দোলনের সময় কে বাঙালিকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করেন ?

- জগদীশ চন্দ্র বসু ও আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়

১২৬) স্বদেশি আন্দোলনের সময়  মুসলিমদের মধ্যে ইউনাইটেড বেঙ্গল স্টোর্স খুলে বিখ্যাত হয়েছিলেন কে?

- আব্দুল হালিম গজনভি

১২৭) স্বদেশী আন্দোলন কালে স্বদেশী বস্ত্র প্রচারিনী সভা কোথায় স্থাপিত হয়? 

- বোম্বে

১২৮) স্বদেশী আন্দোলনের সময় যেসব দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলি উল্লেখ করো।

ক) বঙ্গলক্ষ্মী কটন মিলস - আগষ্ট, ১৯০৬ সালে

খ) বেঙ্গল ন্যাশনাল ব্যাঙ্ক

গ) ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি - ১৯০৬ সালে

ঘ) বেঙ্গল কেমিক্যাল - ১৯০১ সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়

ঙ) ন্যাশনাল মেডিক্যাল কলেজ - দেশীয় হাসপাতালডঃ সুবোধ কুমার মল্লিক ১৯০৭ সালে

চ) সাবান কারখানা  - ১৯০৫ সালে ডঃ নীলরতন সরকার

ছ) লক্ষ্মী ভান্ডার -  সরলাদেবী চৌধুরানী

জ) জাতীয় ধনভান্ডার - ৭০০০০ টাকা সংগৃহীত হয়। ইহা বাগবাজারে পশুপতি বসু

গঠন করেন।

১২৮) মুন্সী প্রেমচাঁদ রচিত সোজ-ই-বতন সাহিত্যটি কোন আন্দোলনের সাথে সম্পর্কিত?

-  বঙ্গ-ভঙ্গ  আন্দোলন

১২৯) স্বদেশী ও স্বরাজ - গ্রন্থটির রচয়িতা কে ?

- বিপিনচন্দ্র পাল

১৩০) স্বদেশী সমাজ- প্রবন্ধটি করে রচিত হয়?

- ১৯০৪ সালে।

১৩১) স্বদেশী সমাজ প্রবন্ধটি কে রচনা করেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর

১৩২) স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল – গ্রন্থিটি কার লেখা ?

- সুমিত সরকার 

১৩৩) স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত বিপ্লবী কয়েকটি পুস্তিকার নাম লেখ?

- মুক্তি কোন পথে, ভবানী মন্দির, বর্তমান রাজনীতি

১৩৪) রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের কথা লিখেছেন?

- গোরা, ঘরে বাইরে

১৩৫) ব্রিটিশ সাংবাদিক H.W. নেভিনসন কোন আন্দোলনের সাথে জড়িত ছিল?

- স্বদেশী আন্দোলন 

১৩৬) স্বদেশী আন্দোলনের সময় এইচ ডব্লিউ নেভিনসন কে ছিলেন?

- লন্ডন থেকে আসা একজন সাংবাদিক

১৩৭) কে তার ‘দ্য নিউ স্পিরিট ইন ইন্ডিয়া বইতে স্বদেশী আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো উল্লেখ করেছেন?

- H W নেভিনসন 

১৩৮) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের স্বতঃস্ফূর্ত মুহূর্তকে নিউ স্পিরিটআখ্যা দিয়েছে কোন পত্রিকা? 

- ম্যানচেস্টার টাইমস

১৩৯) স্বদেশী আন্দোলনের সময় উপস্থিত ব্রিটিশ সাংবাদিক এইচ ডব্লিউ নেভিনসন কোন পত্রিকার সংবাদদাতা ছিলেন?

- ম্যানচেস্টার গার্ডিয়ান 

১৪০) ১৯০৫ সালের ৬ জুলাই বঙ্গভঙ্গের বিরোধি লেখা "বঙ্গের সর্বনাশা' শিরোনামে সম্পাদকীয় কলম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

- সঞ্জীবনি পত্রিকায়

১৪১) ভারতমাতা চিত্র কোন পটভুমিতে আঁকা হয়?

- বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের পটভূমিতে

১৪২) স্বদেশী আন্দোলনের সময় সুপ্রভাত নামক পত্রিকা কে প্রকাশ করেন?

- কুমুদিনী মিত্র

১৪৩) স্বদেশী আন্দোলনের সময় 'দি মুসলমান' পত্রিকা সর্বদা হিন্দু-মুসলিম ঐক্যের বানী প্রচার করত। এই পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- হোসেন মুজিবর রহমান।

১৪৪) স্বদেশী আন্দোলনের সম-কালীন পত্রিকাগুলি উল্লেখ কর।

ক)  ইন্ডিয়ান ন্যাশান - নগেন্দ্রনাথ ঘোষ

খ) সাহিত্য - সুরেশচন্দ্র সমাজপতি

গ) ভারতী - সরলাদেবী চৌধুরানি

ঘ) হিতবাদী - কালীপ্রসন্ন

ঙ) ভান্ডার - রবীন্দ্রনাথ ঠাকুর

চ) নবশক্তি - মনোরঞ্জন গুহঠাকুরতা

ছ) স্বরাজ - ব্রহ্মবান্ধব উপাধ্যায়

জ) নব্যভারত - দেবীপ্রসন্ন রায়চৌধুরী

ঝ) সুপ্রভাত - কুমুদিনী মিত্র

ঞ) প্রবাসী - রামানন্দ চট্টোপাধ্যায়

ট) বরিশাল হিতৈষী - বরিশাল থেকে প্রকাশিত হত।

ঠ) চারু মিহির - ময়মনসিংহ থেকে প্রকাশিত হত।

ড) যুগান্তর পত্রিকা - ভুপেন্দ্রনাথ দত্ত (স্বামিজীর ভাই)

ণ) সন্ধ্যা পত্রিকা - - ব্রহ্মবান্ধব উপাধ্যায়

ত) বন্দেমাতরম (ইংরেজী দৈনিক) - প্রতিষ্ঠাতা সুবোধচন্দ্র মল্লিক এবং সম্পাদক অরবিন্দ

ঘোষ

(প্রসঙ্গত উল্লেখ্য যে 1908 সালের জুন মাসে বন্দেমাতরম, সন্ধ্যা এবং যুগান্তর পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়)

১৪৫) স্বদেশী আন্দোলনের সময় কোন নেতা হিন্দু ধর্মকে রক্ষার আহ্বান জানিয়ে সর্বপ্রথম কিছু পারিবারিক উৎসবকে একটি সার্বজনীন ও রাজনৈতিক উৎসবের রূপান্তরিত করেছিলেন?

- তিলক

১৪৬) স্বদেশী ও বয়কট হলো একই জিনিসের দুটি প্রয়োজনীয় দিক - উক্তিটি কার?

- ভগিনী নিবেদিতা 

১৪৭) স্বদেশী যুগে কার প্রেরণায় শিল্পচেতনা ও শিল্পকার্যে স্বদেশী ভাবধারা লক্ষ্য করা গেছিল?  

- ভগিনী নিবেদিতা

১৪৮) স্বদেশী আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অসিত হালদার বিভিন্ন শিল্পীর শিল্পচেতনা ও শিল্পকার্যের প্রেরনা দাতা কে ছিলেন?

- ভগিনীনিবেদিতা

১৪৯) স্বদেশী আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগানে ডাকাতি করার বিরোধী  ছিলেন কোন নেতা?

- প্রমথনাথ মিত্র

১৫০) 1905 সালের 7 আগস্ট টাউন হলের ঐতিহাসিক সভাকে 'ভারতে স্বাধীনতা সংগ্রামের সূচনা বলে কে অভিহিত করেছেন?

- হরিদাস মুখোপাধ্যায় ও উমা মুখোপাধ্যায়

১৫১) ‘স্বদেশ পরের হাতে দিয়ে স্বদেশী চাও কোন আশায়, ঘরের ভিতর চোর ডুকিয়ে পাহারা দাও চৌমাথায় - উক্তিটি কার?

- ক্ষুদিরাম বসু

১৫২) স্বদেশী আন্দোলনকে আমি আমার দেশের মুক্তির পথ মনে করি'- উক্তিটি কার?

- লালা লাজপত রায়

১৫৩) রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনাকে নিছক শূন্যতার নৈরাজ্য বলে চিহ্নিত করেছেন?

- শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রকে বয়কট

১৫৪) ‘স্বদেশী আন্দোলন শুরু হল আর আমিও রাজনীতির জগতে প্রবেশ করলাম – উক্তিটি কার?

- অরবিন্দ ঘোষ

১৫৫) নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার সমর্থক কে ছিলেন?

- অরবিন্দ ঘোষ

১৫৬) বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে ভারতের প্রকৃত জাগরণ শুরু হয়।

-  উক্তিটি কার?

- সুভাষ চন্দ্র বসু

১৫৭) কে স্বদেশী আন্দোলনের সমালোচক এবং পাশ্চাত্য ও মধ্যের মধ্যে ভালো সম্পর্কের সমর্থক ছিলেন?

- রবীন্দ্র নাথ ঠাকুর

১৫৮) কে বাংলার স্বদেশী আন্দোলনকে রোমের তুনুশ দেবীর সম্মান বলে বর্ণনা করেন?

- হীরেন্দ্র নাথ দত্ত 

১৫৯) স্বদেশী আন্দোলন ছিল স্বরাজের আত্ম- উক্তিটি কার?

- স্বদেশী আন্দোলনের পরবর্তী সময়ে স্বদেশী রণকৌশলটি গ্রহন করে গান্ধিজী এই উক্তিটি করেছিলেন।

১৬০) স্বদেশী আন্দোলনের সময় কোন সংগীতটি ছিল বিপ্লবীদের জাগরন মন্ত্র?

- বন্দেমাতরম

১৬১) বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলন ও স্বদেশী  আন্দোলনের সময় কোন বাঙালি কবি-  বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন?

- মুকুন্দ দাস 

১৬২) আমার সোনার বাংলা গানটি কোন আন্দোলনে রচিত হয়?

- স্বদেশী আন্দোলন 

১৬৩) স্বদেশী আন্দোলনের সময় আমার সোনার বাংলা গানটি কে রচনা করেছিলেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর

১৬৪) মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই.- গানটি কোন আন্দোলনের সময় কে গেয়েছিলেন?

- রজনীকান্ত সেন বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের সময়

১৬৫) ‘সুরেন দাদা বলে গেছে মতি দাদার বাড়ি, মেয়েরা সব শাঁখা পরো কাঁচের চুড়ি ছাড়ি - এটা কোন সময়ের  জনপ্রিয় মেয়েদের ছড়া ছিল?

- স্বদেশী আন্দোলনের

১৬৬) স্বদেশী আন্দোলনের স্মরণে 7ই আগস্টকে ঐতিহাসিক করতে কোন দিবসটি পালন করার ঘোষণা করা হয়েছে?

- রাষ্ট্রীয় তাঁত দিবস

(2015 সাল থেকে)

 

স্বদেশী ও বয়কট  আন্দোলন চতুর্থ পর্ব>>>> 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

ভারতের প্রথম গণআন্দোলন। স্বদেশী আন্দোলন বয়কট আন্দোলন স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি। সঞ্জীবনী পত্রিকা। স্বদেশী আন্দোলনের সূচনা। বয়কট এর প্রস্তাব। বন্দেমাতরম আন্দোলনস্বদেশী আন্দোলনে মহিলাদের ভুমিকাভারতমাতা চিত্র। ‘স্বনিয়োজিত প্রচারকবরিশালের মুকুটহীন রাজাকার্লাইল সার্কুলারপেডলার সার্কুলার। লায়ন সারকুলার। এন্টি সার্কুলার সোসাইটি। ডন সোসাইটি। জাতীয় শিক্ষা পরিষদ।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad