Type Here to Get Search Results !

বঙ্গভঙ্গ চতুর্থ পর্ব [Bango Vonga]

 

বঙ্গভঙ্গ 

Set by- Manas Adhikary

বঙ্গভঙ্গ প্রথম চতুর্থ পর্বPartition of Bengal– IV.

বঙ্গভঙ্গবঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতিবঙ্গভঙ্গ প্রস্তাবরিজলী প্রস্তাববাংলায় শোক দিবসরাখীবন্ধন দিবসস্বদেশী ভান্ডারভারতমাতা চিত্র। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার প্রথম গভর্নর। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ এর সময় ভারতের ভাইসরয়।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো বঙ্গভঙ্গ। এই পর্বে থাকছে  বঙ্গভঙ্গ সম্পর্কে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বঙ্গভঙ্গ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Partition of Bengal  MCQ.

 

১০১) অরুন্ডেল কমিটি বিভক্ত বাংলাকে পুনরায় একত্রিত করার উপর জোর দেয়। এই কমিটি কার দ্বারা  গঠিত হয়েছিল?

- লর্ড মিন্টো দ্বিতীয়

১০২) অবশেষে লর্ড কার্জন কর্তৃক প্রণীত বঙ্গভঙ্গ কোন সালে বাতিল করা হয়?

- 12 ডিসেম্বর 1911

১০৩) বঙ্গভঙ্গ রদ এর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

- লর্ড হার্ডিঞ্জ II

১০৪) কে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?

অথবা কে 1911 সালে 12 ডিসেম্বর এক ঘোষণা পত্রদ্বারা বঙ্গভঙ্গ রদ করেন?

- রাজা পঞ্চম জর্জ 

(রাজা পঞ্চম জর্জ 12 ডিসেম্বর 1911 তারিখে দিল্লি দরবার থেকে ঘোষণা করেন যে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হবে।)

১০৫) বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

- H H Asquith

১০৬) বঙ্গভঙ্গ রদের সময় ইংল্যান্ডের রাজা ও রানী কে ছিলেন?

- রাজা পঞ্চম জর্জ ও রানী মেরী আটোয়ানেট

১০৭) বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- গোপলাকৃষ্ণ গোখলে

১০৮) কোন আইন দ্বারা বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল?

- 1911 খ্রিস্টাব্দের দিল্লি দরবারের ঘোষণা

১০৯) কোন সালে ব্রিটিশ সরকার পুরপুরিভাবে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে?

- 1919 

১১০) বঙ্গভঙ্গ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

- কৃষ্ণকুমার মিত্র তাঁর সঞ্জিবনী পত্রিকায়

১১১) কোন সংবাদপত্র সর্বপ্রথম বঙ্গভঙ্গ প্রস্তাবের খবরটি প্রকাশ করে?

- সঞ্জীবনি পত্রিকা

১১২) বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ‘বঙ্গের সর্বনাশ’ নামক নিবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

- সঞ্জীবনী

১১৩) 1905 খ্রিস্টাব্দের 6 জুলাই কোন পত্রিকায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে ‘বঙ্গের সর্বনাশ’ নামক এক সম্পাদকীয় নিবন্ধটি   প্রকাশিত হয়?

- সঞ্জীবনী পত্রিকায়

১১৪) বঙ্গভঙ্গ বিরোধী প্রচারে অংশগ্রহণকারী ভারতী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- সরলা দেবী চৌধুরানী

১১৫) সঞ্জীবনী পত্রিকায় কবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গের সর্বনাশা শিরোনামায় এক সম্পাদকীয় প্রকাশিত হয়

-  1905  খ্রিস্টাব্দে 6 জুলাই

১১৬)  লন্ডনের কোন বিখ্যাত পত্রিকা অবিলম্বে বঙ্গভঙ্গ বন্ধ করার জন্য ভারতের সচিবকে অনুরোধ করেছিল?

- ডেইলি নিউজ 

১১৭) মুন্সী প্রেমচাঁদের কোন উপন্যাসে বঙ্গভঙ্গ এর বর্ণনা পাওয়া যায়?

- সওজ ই বতন  

১১৮) বঙ্গভঙ্গের সময় কেশরী নামক পত্রিকার হিন্দি সংস্করণ কোন স্থান থেকে প্রকাশিত হয়েছিল?

- নাগপুর

১১৯) কোন পত্রিকায় বঙ্গভঙ্গ কে ভয়ংকর জাতীয় দুদৈব বলে অভিহিত করা হয়?

- বেঙ্গলি 

১২০) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কে প্রথম বিদেশী দ্রব্য বর্জনের ডাক দেন?

- কৃষ্ণকুমার মিত্র তাঁর সঞ্জীবনি পত্রিকায়।

১২১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে 'সখী সমিতি' কে প্রতিষ্ঠা করেন?

- স্বর্ণকুমারী দেবী

১২২) বঙ্গভঙ্গ বিরোধী প্রচারে অংশগ্রহনকারী 'ভারতী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- সরলাদেবী চৌধুরানী

১২৩) বঙ্গভঙ্গ বিরোধী প্রচারে অংশগ্রহনকারী 'ভারত মহিলা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

-  সরযুবালা

১২৪) বঙ্গভঙ্গ বিরোধী প্রচারে 'স্বদেশানুরাগ' নামক কবিতাটি কে লেখেন?

- খয়রুন্নেসা

১২৫) 'স্বদেশানুরাগ' কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়?

- নবনূর

১২৬) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

- দি বেঙ্গলী

১২৭) 'বঙ্গভঙ্গ ভারতের জাতীয় দূর্যোগ- ইহা কোন পত্রিকা উল্লেখ করে?

- দি বেঙ্গলি

১২৮) 'বাঙালি জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যেই বঙ্গভঙ্গের পরিকল্পনা নেওয়া হয়েছে' ইহা কোন পত্রিকায় উল্লেখিত হয়?

- সন্ধ্যা পত্রিকা

১২৯) 'বাঙালি জাতি গত 150 বছরে এইরকম দুর্দিনের সম্মুখিন হয় নি'- ইহা কোন পত্রিকায় উল্লেখিত হয়?

- হিতবাদী পত্রিকা

১৩০) বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে অদূরদর্শী রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক বলে উল্লেখ করা হয়েছে কোন পত্রিকায়?

- লন্ডনের ডেইলি নিউজ

১৩১) যুক্ত বাংলা হল একটিশক্তি। বাংলা ভাগের ফলে আমরা অনেক সুবিধা পাব। প্রথমত, বাঙালি বাবুদের অহংকার চুরমার হয়ে যাবে এবং দ্বিতীয়ত, আমাদের শাসনের বিরোধিতাকারী একটি প্রধান সংস্থা দুর্বল হয়ে পড়বে। -

কে তার চিঠিটা ভারতের সচিবকে এইকথাগুলি  লিখেছিলেন?

- ব্রাড রিজলে

১৩২) বঙ্গভঙ্গের সময় কে বলেছিলেন - অখণ্ড বঙ্গ নিজেই একত্রিত হতে পারে, বাংলা ভাগ হলে সব অংশ ভিন্ন ভিন্ন দিকে হবে।

- রিজলে 

১৩৩) ঢাকায় বক্তৃতা দিতে গিয়ে কে বঙ্গভঙ্গের কারণ হিসেবে বলেছিলেন - ‘পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে এমন ঐক্য গড়ে তুলতে হবে যা প্রাচীন মুসলিম সুবেদার ও সম্রাটদের সময় থেকে দেখা যায়নি’।

- লর্ড কার্জন 

১৩৪) ‘বঙ্গভঙ্গ বাঙালি মুসলমানদের যে ঐক্যের সুযোগ করে দিয়েছে তা তারা মুসলিম সম্রাটদের সময়েও পায়নি।‘  বঙ্গভঙ্গ সম্পর্কে এ বক্তব্য কার?

- লর্ড কার্জন

১৩৫) বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় বলে কে অভিহিত করেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

১৩৬) বঙ্গভঙ্গ আন্দোলনই ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য বিনাশের পথপ্রদর্শক'- উক্তিটি কার?

- গান্ধিজী

১৩৭) 'বঙ্গভঙ্গ একটি স্থিরীকৃত ঘটনা' (Partition of Bengal is a Settled fact and what is settled cannot be unsettled) - উক্তিটি কার?

- লর্ড কার্জন

১৩৮) এই স্থিরীকৃত ঘটনা আমি অস্থায়ী করে দেব' (I will unsettle the settled fact) উক্তিটি কার?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

১৩৯) ‘এই বঙ্গভঙ্গ বিধান বাঙালি রদ করবেই' উক্তিটি কার? 

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

১৪০) হে মুসলমান, তোমরা বঙ্গভঙ্গ সমর্থন কর নইলে কেয়ামতের দিনে আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করবেন না – উক্তিটি কার?

- হাকিম আজমল খান 

১৪১) বঙ্গভঙ্গের সময় কে  বলেছিলেন যে, - আমার দুই স্ত্রী আছে, একজন হিন্দু এবং একজন মুসলমান, তাদের মধ্যে আমি মুসলমানকে খুব ভালোবাসি।

- জোসেফ ফুলার

১৪২) বঙ্গভঙ্গকে একটি নিষ্ঠুর ভুল বলে কে অভিহিত করেন?

- গোপাল কৃষ্ণ গোখলে

১৪৩) বঙ্গভঙ্গ আমাদের ক্ষতে লবণ ছিটানোর মতো  – উক্তিটি কার?

- গোপাল কৃষ্ণ গোখলে

১৪৪) 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধের পর, 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের দ্বিতীয় ভুল। - উক্তিটি কার?

- ম্যাকডোনাল্ডস

১৪৫) ভারতের প্রকৃত জাতীয়তাবাদের জাগরণ শুরু হয়েছিল বঙ্গভঙ্গের পর।– উক্তিটি কার?

- মহাত্মা গান্ধী

১৪৬) গত 50 বছরে আমরা যা অর্জন করতে পারিনি তা 6 মাসে অর্জন করেছি এবং বঙ্গভঙ্গ আমাদের এখানে নিয়ে এসেছে। - উক্তিটি কার? 

- আব্দুর রসুল  

১৪৭) এর আগেও একবার, ভাগ্যলক্ষ্মী হিন্দু মুসলমান ভাইদের পারস্পরিক বিরোধের কারণে বাংলা ত্যাগ করতে যাচ্ছিলেন, কিন্তু তখন হোসেন শাহ এবং আকবর তাদের সহনশীল নীতির শক্তি দিয়ে তাকে থামিয়ে দিয়েছিলেন, এখন তিনি আবার বিভ্রান্ত হয়েছেন, কারণ ব্রিটিশ বঙ্গভঙ্গের করছে-  বঙ্গভঙ্গ  বিষয়ক তার গ্রন্থে এই উক্তিটি কে লিখেছেন?

- রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(গ্রন্থটির নাম - বঙ্গ লক্ষ্মী ব্রত কথা)

১৪৮) নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার সম্পাদিত কোন পত্রিকায় লেখেন,-  আমরা প্রস্তাবিত বঙ্গভঙ্গ পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা নিশ্চিত যে, সমগ্র জাতি একসঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।‘

- বেঙ্গলি পত্রিকা 

১৪৯) ‘শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মতে বঙ্গভঙ্গ একান্ত প্রয়োজনীয়’  --উক্তিটি কার?

- লর্ড মিন্টো

১৫০) মোগল বা পাঠান আমলেও বাংলায় এত বড় সর্বনাশ কখনো হয়নি যা এই ইংরেজ আমলে ঘটলো – উক্তিটি কার?

- ভূপেন্দ্রনাথ বসু

১৫১) 1905 সালের 7 আগস্ট বাঙালি জীবনে এক নতুন চেতনার জন্ম হয় বাঙালির যেন দেড়শ শত বছরের ঘুমঘোর থেকে জেগে ওঠে – উক্তিটি কার?

- অরবিন্দ ঘোষ

১৫২)  প্রশাসনিক সুবিধা নয় বাঙালির জাতীয়তাবাদীচেতনাকে দুর্বল করার উদ্দেশ্যেই কার্জন বঙ্গভঙ্গ পরিকল্পনা গ্রহণ করেন  - উক্তিটি কার?

- স্যার হেনরি কটন 

(স্যার হেনরি কটন তদকালিন জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন)

 

 

 

বঙ্গভঙ্গ তৃতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বঙ্গভঙ্গবঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতিবঙ্গভঙ্গ প্রস্তাব রিজলী প্রস্তাববাংলায় শোক দিবসরাখীবন্ধন দিবসস্বদেশী ভান্ডারভারতমাতা চিত্র। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার প্রথম গভর্নর। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ এর সময় ভারতের ভাইসরয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad