Type Here to Get Search Results !

বঙ্গভঙ্গ দ্বিতীয় পর্ব [Bengal Partition]

 

বঙ্গভঙ্গ

Set by- Manas Adhikary

বঙ্গভঙ্গ দ্বিতীয় পর্বPartition of Bengal– II.

বঙ্গভঙ্গবঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতিবঙ্গভঙ্গ প্রস্তাবরিজলী প্রস্তাববাংলায় শোক দিবসরাখীবন্ধন দিবসস্বদেশী ভান্ডারভারতমাতা চিত্র। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার প্রথম গভর্নর। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ এর সময় ভারতের ভাইসরয়।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো বঙ্গভঙ্গ। এই পর্বে থাকছে  বঙ্গভঙ্গ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বঙ্গভঙ্গ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBengal Partition MCQ.

 

 

১) বঙ্গভঙ্গ ধারনার উদ্ভাবক কে?

- উইলিয়াম ওয়ার্ড

২) বঙ্গভঙ্গের সময় ভারতের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন?

- লর্ড হার্ভার্ট রিজলে  

৩) বঙ্গভঙ্গের সময় ব্রিটেনে ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন?

- জন ব্রডউইক (Broderick)

৪)  বঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?

- স্যার হেনরি কটন 

(1905 সালের 1 ডিসেম্বর গোপাল কৃষ্ণ গোখলে কংগ্রেসের সভাপতি হন। অপশানে যদি স্যার হেনরি কটন ও গোপাল কৃষ্ণ গোখলে উভয়ই থাকে তাহলে  স্যার হেনরি কটন হবে সঠিক উত্তর। অন্যথায় গোপাল কৃষ্ণ গোখলে হবে সঠিক উত্তর )  

৯) বঙ্গভঙ্গের সময় বাংলার মুখ্য সচিব কে ছিলেন?

- সি এল কার্লাইল

১০) বঙ্গভঙ্গ প্রস্তাব প্রথম কবে উপস্থাপিত হয়?

- 1903 সালে

১১) বঙ্গভঙ্গ পরিকল্পনার রূপকার কে ছিলেন?

- অ্যান্ডুর ফ্রেজার, হার্বাট রিজলে, লর্ড কার্জন

১২) ব্রিটিশ সরকার কবে প্রকাশ্যে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল?

- 1903

১৩) রিজলে পরিকল্পনা ঘোষণা কবে ঘোষিত হয়?  

- 1903 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর 

১৪) বঙ্গভঙ্গের পরিকল্পনার প্রস্তাব কে দিয়েছিলেন?

- এন্ডুর ফ্রেজার 

১৫) এন্ডু ফ্রেজার কবে বঙ্গভঙ্গের প্রস্তাব কে দেন?

- 1903 খ্রিস্টাব্দে 28 শে মার্চ

১৬) অ্যান্ড্রুস ফ্রেজার  কে ছিলেন?

- বঙ্গভঙ্গের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর

১৭) ইতিহাসবিদ সুমিত সরকার কাকে বঙ্গভঙ্গের জন্য ‘প্রধান অপরাধী’ হিসেবে বিবেচনা করেছেন?

- অ্যান্ড্রু ফ্রেজার

১৮) 1903 সালের ডিসেম্বরে জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে কে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান?

- লালমোহন ঘোষ 

১৯) বঙ্গভঙ্গ প্রস্তাব প্রথম কে উত্থাপন করেন?

- রিজলী

২০) কার চিঠিতে বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয়?

- হাবার্ট রিজলী

২১) বঙ্গভঙ্গের জন্য কোন পরিকল্পনা প্রকাশিত হয়েছিল?

- রিজলী প্রস্তাব

২২) হাবার্ট রিজলী কে ছিলেন?

- তৎকালীন (বঙ্গভঙ্গের সময়) ভারতসরকারের স্বরাষ্ট্র সচিব

২৩) রিজলী প্রস্তাব কী ছিল?

- চট্টগ্রাম বিভাগ, ঢাকা ও ময়মনসিংহ জেলাকে আসামের সাথে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়

২৪) রিজলীর প্রস্তাব 1904 সালের কোন কোন তারিখের সাথে যুক্ত?

-7 ফেব্রুয়ারি ও 6 ডিসেম্বর

২৫) 1904 সালের মার্চ এবং 1905 সালে জানুয়ারি মাসে কোথায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে দুটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়?

- কলকাতা টাউন হল

২৬) 1905 সালের 9 জুন  মাসে কোন ভারতীয় সেক্রেটারি বঙ্গভঙ্গের অনুমোদন দিয়েছিলেন?

- ব্রডরিক

২৭) সরকারিভাবে বঙ্গভঙ্গ করার কথা কবে ঘোষনা করা হয়?

- 1905 সালের 19 জুলাই

২৮) বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু করার ঘোষণা করা হয় কবে?

- আগস্ট, 1905

(1905 সালের 7 আগস্ট, বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে একটি বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়েছিল, যেখান থেকে স্বদেশী আন্দোলন ঘোষণা করা হয়েছিল।)

২৯) 1905 সালে 7 আগষ্ট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সম্বন্ধে একটি আলোচনা সভা ডাকা হয় কলকাতার টাউন হলে। উক্ত সভায় মুর্শিদাবাদের কোন রাজা উপস্থিত ছিলেন?

- মনীন্দ্র চন্দ্র নন্দী (ইনি দানবীর নামে পরিচিত ছিলেন)

৩০) বঙ্গভঙ্গ কে ঘোষনা করেন?

- লর্ড কার্জন

৩১) লর্ড কার্জন কোথা থেকে বঙ্গভঙ্গ ঘোষনা করেন?

- সিমলা (তখনকার সময়ে সিমলা ছিল ভারতের গ্রীষ্মকালীন রাজধানী)

৩২) বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা কোথায় থেকে দেওয়া হয়?

- সিমলা

৩৩) লর্ড কার্জনের শাসনামলের সবচেয়ে বোকামি কি ছিল যা চরম জাতীয়তাবাদের জন্ম দিয়েছিল?

- 1905 সালের বঙ্গভঙ্গ 

৩৪) কোন তারিখে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর হয়?

- 16 অক্টোবর 1905

(1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় এবং এই দিনে শোক দিবস পালিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে  'রাখি দিবস' হিসেবে পালনের আহ্বান জানান।)

৩৫) 1905 সালে বঙ্গভঙ্গের মূল কারণ হিসাবে কি দেখানো হয়েছিল? 

- প্রশাসনিক অসুবিধা  

৩৬) লর্ড কার্জন তথা ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ  করার মূল উদ্দেশ্য কি ছিল?

- ক) রাজনৈতিক জ্ঞান সম্পূর্ণ বাঙালি হিন্দুদের সংখ্যালঘুতে পরিণত করা

খ) ব্রিটিশ বিরোধী ঐক্যকে ভেঙে দুর্বল করে দেয়া

গ) হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা

ঘ) ভারতীয় জাতীয়তাবাদকে দুর্বল করা

৩৭) কোন সংগঠনটি বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশ সরকার পক্ষের সমর্থক ছিল?

- মুসলিম লীগ

৩৮) বঙ্গভঙ্গ কার্যকার হবার দিন অপরাহ্নে আপার সার্কুলার রোডে 50 হাজার লোকের উপস্থিতিতে, কার সভাপতিত্বে উভয় বাংলার ঐক্যের প্রতীক ‘মিলনমন্দির বা ফেডারেশন হল’ এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়?

- আনন্দমোহন বসু

৩৯) বঙ্গভঙ্গের সময় কোন তারিখকে বাংলায় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল?

- 16 অক্টোবর 1905  

৪০) 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। এই দিনে সারা বাংলায় ‘শোক দিবস’ পালিত হয়। স্বদেশী আন্দোলনে ইত্যাদি স্লোগান  উচ্চারিত হয়। তেমন কতগুলি  স্লোগান উল্লেখ করুন?

- বন্দে মাতরম, বিভাজন চাই না, বাংলা এক

৪১) বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন কে?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

৪২)  রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ দিবসকে কি দিবস হিসাবে পালন করার পরামর্শ দিয়েছিলেন?

- রাখীবন্ধন দিবস হিসাবে 

৪৩) বঙ্গভঙ্গের ইতিহাসে কোন দিনটিকে 'কালা দিবস' হিসেবে পালন করা হয়?

- 16 অক্টোবর 1905

(16 অক্টোবর 1905 বঙ্গভঙ্গ কার্যকর হয় এবং এই দিনটিকে ভারতীয়রা  কালা দিবস হিসাবে পালন করেছিল।) 

৪৪) বঙ্গভঙ্গের সময় বাংলার মোট জনসংখ্যা আনুমানিক কত ছিল?

- 8 কোটি 

(7 কোটি 85 লাখ ) 

৪৫) বঙ্গভঙ্গ এর ফলে বাংলায় কোনটি মাথাচাড়া দিয়ে উঠেছিল?

- সাম্প্রদায়িক অনৈক্যের

৪৬) 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন দিবসটি পালিত হয়েছিল?

- জাতীয় শোক দিবস ও রাখি বন্ধন দিবস

৪৭) কোনটির প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল?

- বঙ্গভঙ্গ

৪৮) কোন আন্দোলনের পটভুমিতে কংগ্রেসের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা হয়?

- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিতে

৪৯) কোন ব্যক্তি বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে ‘কালা দিবস’ হিসেবে পালনের ডাক দিয়েছিলেন?

- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 

৫০) কার আহ্বানে বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা বাংলায় অরন্ধন ব্রত পালিত হয়েছিল?

- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 

 

বঙ্গভঙ্গ প্রথম পর্ব>>>> 

বঙ্গভঙ্গ তৃতীয় পর্ব>>>>  

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

বঙ্গভঙ্গবঙ্গভঙ্গের সময় কংগ্রেসের সভাপতিবঙ্গভঙ্গ প্রস্তাব রিজলী প্রস্তাববাংলায় শোক দিবসরাখীবন্ধন দিবসস্বদেশী ভান্ডারভারতমাতা চিত্র। বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার প্রথম গভর্নর। বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ এর সময় ভারতের ভাইসরয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad