পিটস ইন্ডিয়া অ্যাক্ট
Set by- Manas Adhikary
পিটস ইন্ডিয়া অ্যাক্ট । Pitt's India Act.
পিটস ইন্ডিয়া অ্যাক্ট। Pitts India Act, 1784। উইলিয়াম পিট। ফক্স ইন্ডিয়া বিল। সেটেলমেন্ট আইন। 1786 খ্রিস্টাব্দের আইন । বেঙ্গল ম্যাজিস্ট্রেট অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই পর্বে থাকছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
পিটস ইন্ডিয়া অ্যাক্ট অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর। Pitt's India Act MCQ.
১) কোন আইনের অধীনে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা করা নিষিদ্ধ করা হয়েছিল?
- রেগুলেটিং আইন 1773
২) কোন আইনটি বেঙ্গল ম্যাজিস্ট্রেট অ্যাক্ট নামে পরিচিত?
- সেটেলমেণ্ট অ্যাক্ট 1781
৩) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল ইন কাউন্সিলকে সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে মুক্ত করা হয়েছিল?
- 1781 সালের সেটেলমেন্ট অ্যাক্ট
৪) কোন সনদ আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে আদেশ ও আইন জারি করার সময় ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যের কথা মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল?
- সেটেলমেন্ট অ্যাক্ট, 1781
৫) রেগুলেটিং অ্যাক্ট 1773-এর অন্তর্নিহিত গুরুতর ব্যবহারিক ত্রুটিগুলি দূর করার জন্য, ব্রিটিশ পার্লামেন্টের সিলেক্ট কমিটির চেয়ারম্যান এডমন্ড বার্কের পরামর্শের ভিত্তিতে নিম্নলিখিত কোন আইনের বিধান করা হয়েছিল?
- সেটেলমেন্ট অ্যাক্ট, 1781
৬) ব্রিটিশ আমলের কোন আইনের ভিত্তিতে কলকাতা সরকারকে বাংলা, বিহার ও উড়িষ্যার জন্য আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছিল?
- সেটেলমেন্ট আইন 1781
৭) কোন বিল হাউস অফ লর্ডসে পাশ না হওয়ার কারণে লর্ড নর্থের সরকারকে পদত্যাগ করতে হয়েছিল?
- ফক্স ইন্ডিয়া বিল, 1783
৮) পিটস ইন্ডিয়া আইন ভারতে আসে কোন সালে?
- 1782
৯) বাংলার কোন গভর্নর জেনারেলের আমলে পিটস ইন্ডিয়া অ্যাক্ট (1784) পাশ হয়?
- ওয়ারেন হেস্টিংস
১০) পিটের ভারত শাসন আইন কার উদ্যোগে প্রবর্তিত হয় ?
- উইলিয়াম পিট
১১) পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়েছিল?
- 1784 সালের আগস্টে
১২) 1784 সালে পিটের ভারত শাসন আইন পাশ হয়, এই উইলিয়াম পিট এর পদমর্যাদা কি ছিল?
- প্রধানমন্ত্রী
১৩) রেগুলেটিং আইন দীর্ঘ কত বছর ধরে কার্যকর হওয়ার পরে পিটের ভারত শাসন আইন কার্যকর হয়?
-11
১৪) পিটের ভারত শাসন আইন করে কার্যকরী হয়?
- 1785
১৫) পিটের ভারত শাসন আইনে প্রকৃত কি নাম ছিল
- ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট
১৬) কোন আইনের অধীনে দ্বৈত শাসন চালু হয়?
অথবা, কোন আইন ভারতে দ্বৈত সরকার ব্যবস্থা চালু করেছিল?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
১৭) পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784 দ্বারা, কোম্পানির প্রশাসনে বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস-এর একটি দ্বৈত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যা কতসাল পর্যন্ত অব্যাহত ছিল?
- 1858
১৮) কোন আইনের মাধ্যমে শুরু হওয়া দ্বৈত শাসন ব্যবস্থা 1858 সালের আইন দ্বারা বিলুপ্ত করা হয়?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
১৯) ভারতের ব্রিটিশ প্রশাসনের প্রেক্ষাপটে, কোন আইনের অধীনে বোর্ড অফ কন্ট্রোলের চেয়ারম্যান ছিলেন ভারতীয় বিষয়ক মন্ত্রী?
- 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট
২০) কোন আইনের মাধ্যমে কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যাবলী একে অপরের থেকে পৃথক করা হয়েছিল?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
২১) কোন আইনে রাজনৈতিক বিষয় তত্ত্বাবধানের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক একটি বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছিল?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট
২২) কোন আইনে ব্যবসায়িক বিষয়গুলি কোম্পানির প্রতিনিধি কোর্ট অফ ডিরেক্টরস দ্বারা পরিচালনা করা হত?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট
২৩) কোন আইনে, পরিচালনা পর্ষদকে কোম্পানির ব্যবসায়িক বিষয়গুলি তত্ত্বাবধান করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক বিষয়গুলি পরিচালনা করার জন্য একটি বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়েছিল?
- 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট
২৪) কোন আইনে বোর্ড অফ কন্ট্রোলের আদেশ মান্য করা কোর্ট অফ ডিরেক্টরদের জন্য বাধ্যতামূলক ছিল না?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট
২৫) কোন আইন সর্বপ্রথম ভারতের এলাকাগুলোকে ব্রিটিশ অধিক্ষেত্র হিসেবে অভিহিত করে?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
২৬) কোন আইনে ঘোষণা করা হয়েছিল যে ‘ভারতে রাষ্ট্র সম্প্রসারণ ও বিজয়ের নীতি অনুসরণ করা এই জাতির (ইংল্যান্ড) নীতি, প্রতিপত্তি এবং ইচ্ছার বিরুদ্ধে’ ?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
২৭) কোম্পানির কার্যাবলী পরিচালনার জন্য কোন আইনের মাধ্যমে বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784
(বোর্ড অব কন্ট্রোলের অনুমতি ছাড়া গভর্নর জেনারেলের কোনো দেশীয় রাজার সাথে যুদ্ধ বা চুক্তি করার অধিকার ছিল না।)
২৮) কোন আইনটি গভর্নর জেনারেল দ্বারা ভারতের অর্থের উপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত সরকারের একক রূপকে শক্তিশালী করে?
- পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784
২৯) কোন আইনের অধীনে ভারতে নিযুক্ত ব্রিটিশ অফিসারদের বেআইনি কর্মকাণ্ডের বিচারের জন্য ইংল্যান্ডে আদালত স্থাপন করার বিধান দেওয়া হয়েছিল?
- 1784 পিটস ইন্ডিয়া
৩০) কোন আইনে ভারতে, গভর্নর জেনারেল কাউন্সিলের সদস্য সংখ্যা চার থেকে কমিয়ে তিন করা হয়েছিল?
- Pitts India Act, 1784
৩১) কোন আইনে দেশীয় রাজাদের সাথে যুদ্ধ এবং চুক্তির আগে, গভর্নর জেনারেলকে কোম্পানির পরিচালকদের কাছ থেকে অনুমোদন নিতে হত?
- Pitts India Act, 1784
৩২) কোন আইনে মাদ্রাজ এবং বোম্বাইয়ের গভর্নরদের সহায়তার জন্য তিনজন সদস্যের কাউন্সিল গঠিত হয়েছিল?
- Pitts India Act, 1784
৩৩) কোনটি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1784-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল?
- ব্রিটিশ ক্রাউনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ককে পুনরায় সংযুক্ত করন
৩৪) পিটের ভারত শাসন আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?
- কাউন্সিলের সদস্য সংখ্যা চার থেকে তিন করা হয়।
৩৫) বৃটিশ সরকার কোন আইনে প্রথম কোম্পানির বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে?
- 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট
৩৬) কোন আইন ভুমিরাজস্বের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেছিল?
- পিটের ভারত শাসন আইন
৩৭) কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে কমান্ডার ইন চিফের ক্ষমতাও দেওয়া হয়েছিল?
- 1786 সালের আইন
৩৮) কোন আইন দ্বারা গভর্নর জেনারেলকে বিশেষ পরিস্থিতিতে তার কাউন্সিলের সিদ্ধান্তকে বাতিল করে তার সিদ্ধান্ত বাস্তবায়নের অধিকার দেওয়া হয়েছিল?
- 1786 সালের আইন
(এছাড়া প্রাদেশিক পরিষদ বরখাস্ত করার অধিকারও দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলকে)
৩৯) কোন আইনটি গভর্নর জেনারেলকে তার কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে বা তার সম্মতি ছাড়াই কাজ করার অধিকার দেয়?
- 1786 খ্রিস্টাব্দের আইন
৪০) কোন আইন দ্বারা ভারতের গভর্নর জেনারেল তার কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার অধিকার পান?
- 1786 খ্রিস্টাব্দের আইন
৪১) কোন আইনের দ্বারা 500 পাউন্ডের বার্ষিক আয় সহ সমস্ত পদ কোম্পানির অনুগত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য সংরক্ষিত ছিল?
- 1793 সালের সনদ আইন
(কারণ ব্রিটিশরা বিশ্বাস করত ব্রিটিশ স্বার্থ পূরণ করতে হলে ব্রিটিশদেরই প্রশাসনের দায়িত্ব নিতে হবে। ভারতীয়রা অযোগ্য, অবিশ্বস্ত এবং ব্রিটিশ স্বার্থের প্রতি সংবেদনশীল ছিলনা।)
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
পিটস ইন্ডিয়া অ্যাক্ট। Pitts India Act, 1784। উইলিয়াম পিট। ফক্স ইন্ডিয়া বিল। সেটেলমেন্ট আইন। 1786 খ্রিস্টাব্দের আইন । বেঙ্গল ম্যাজিস্ট্রেট অ্যাক্ট। ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট।