Type Here to Get Search Results !

স্বরাজ্য দল দ্বিতীয় পর্ব [Swaraj]

 

স্বরাজ্য দল  

Set by- Manas Adhikary

স্বরাজ্য দল দ্বিতীয় পর্বSwaraj Party – II

স্বরাজ্য দলের সভাপতিস্বরাজ্য দলের সম্পাদক। Pro-Changer। No - Changerস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ পার্টির ঘোষণাপত্র। বেঙ্গল প্যাক্টে। বাংলা চুক্তি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনপর্বে গঠিত স্বরাজ্য দল। এই পর্বে থাকছে  স্বরাজ্য দল সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বরাজ্য দল অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Swaraj Party MCQ.     

 

১) কোন আন্দোলনের ব্যর্থতার পর স্বরাজ্য দল গঠিত হয়?

- অসহযোগ আন্দোলন

২) স্বরাজ্য দলের প্রথম নাম কী ছিল?

- কংগ্রেস খিলাফৎ স্বরাজ্য দল

৩) স্বরাজ্য দল করে প্রতিষ্ঠিত হয়?

- 1 January, 1923

৪) স্বরাজ্য দল কোথায় প্রতিষ্ঠিত হয়?

- গোয়া

৫) স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে?

- চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু

৬) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে দেশবন্ধু স্বরাজ্য দল গঠনের সিদ্ধান্ত নেন?

 - গয়া অধিবেশনে 1922 সালে

৭) কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনের পরপরই স্বরাজ পার্টি গঠিত হয়?

- গয়া

৮) স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৯) স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?

- মতিলাল নেহেরু

১০) স্বরাজ্য দলের সচিব কে ছিলেন?

- সুভাষচন্দ্র বসু

১১) স্বরাজ্য দল গঠনকালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন

- লর্ড রিডিং

১২) স্বরাজ্য দল গঠনকালে ভারতসচিব কে ছিলেন?

- লর্ড বাকেনহেড 

১৩) স্বরাজ পার্টি গঠনের জন্য কে কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন?

- C.R. দাস এবং মতিলাল নেহেরু

১৪) কেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কংগ্রেসে স্বরাজ পার্টি নামে একটি পৃথক দল গঠন করেছিলেন কেন?

ক) স্বরাজ অর্জনের লক্ষে কংগ্রেসের  গতিতে তারা সন্তুষ্ট ছিল না।

খ)  গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার

গ)  আইন পরিষদে  প্রবেশ করে এবং ব্রিটিশদেরকে কাজ করার অনুমতি না দিয়ে 1919 সালের ভারত সরকার আইন ভেঙে ফেলা।  

১৫) স্বরাজ্য দলের প্রথম অধিবেশন করে হয়?

- 1923 সালের মার্চ মাসে

১৬) স্বরাজ্য দলের প্রথম অধিবেশন কোথায় বসে?

- এলাহবাদে মতিলাল নেহেরুর বাসভবনে

১৭) 1923 সালে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি কোথায় প্রতিষ্ঠা করেছিলেন?

- এলাহাবাদ

১৮) Pro-Changer কাদের বলা হয়?

- জাতীয় কংগ্রেসের যেসব সদস্য স্বরাজ্য দলের প্রতিষ্ঠার পক্ষে ছিলেন তাদেরকে

Pro-Changer বলা হয়। যেমন- চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বিটল ভাই প্যাটেল, মদন মোহন মালব্য, শ্রীনিবাস আয়াঙ্গার, হাকিম আজমল হাকিম, জয়াবর, সত্যমূর্তি প্রমুখ

১৯) No - Changer কাদের বলা হয়?

- জাতীয় কংগ্রেসের যেসব সদস্য স্বরাজ্যদলের বিপক্ষে ছিলেন তাদেরকে বলা No Changer যেমন গান্ধিজী, রাজেন্দ্রপ্রসাদ, বল্লভভাই প্যাটেল, রাজাগোপালাচারী, ডঃ আনসারি, কে আর আয়াঙ্গার প্রমুখ

২০) কেন্দ্রীয় আইনসভায় অংশগ্রহনের পক্ষে কারা মত পোষন করেন?

- Pro-Changer

২১) কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ পার্টির কর্মসূচি স্বীকৃত হয় বা অনুমোদন পায়??

- দিল্লি অধিবেশন

(1923 দিল্লি অধিবেশন)

২২) স্বরাজ্য দল গঠনের উদ্দেশ্য কী?

ক) নানাবিধ বিল ও প্রস্তাব উত্থাপন করে জাতীয়তসবাদের অগ্রগতিতে সহায়তা করা

খ) সরকারি বাজেট প্রতাখ্যান করা

গ) সুনির্দিষ্ট  অথনৈতিক নীতি গ্রহন করে বিদেশীশোষন বন্ধ করা 

ঘ) কেন্দ্রীয় আইনসভা অংশগ্রহণ করে সরকারকে ভিতর থেকে আঘাত করা

ঙ) ভারতের স্বার্থ বিরোধী বিলের বিরোধিতা করা

চ) ঔপনিবেশিক স্বাধীনতার স্থাপন করা

২৩) লালা লাজপত রায় স্বরাজ পার্টির মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদে প্রবেশ করেন, কিন্তু কার সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি স্বরাজ পার্টি ছেড়ে জাতীয়তাবাদী নামে একটি নতুন দল প্রতিষ্ঠা করেন?

- মতি লাল নেহেরু

২৪) স্বরাজ পার্টি কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করেছিল?

- 1923, 1926

 ২৫) 1923 সালের নির্বাচনে কারা জয়ী হন?

- স্বারজ্য দলের নেতৃবর্গ

২৬) স্বরাজ্য দল কেন্দ্রীয় আইনসভার 101টি আসনের মধ্যে কটি আসনে জয়লাভ করে?

- 42 

২৭) স্বরাজ্য দলের হয়ে 1923 সালের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে কে নির্বাচিত হন?

- বিধান চন্দ্র রায়

২৮) স্বরাজ্য দলের কোন প্রার্থীর কাছে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় পরাজিত হন?

- বিধানচন্দ্র রায়

২৯)তিনটি কাউন্সিলে স্বরাজ পার্টি সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়। ঐ তিনটির পরিষদ কি কি ছিল? 

 - কেন্দ্রীয় আইনসভা, বোম্বাই পরিষদ, বাংলা পরিষদ

৩০) কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি এবং সি আর দাসের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের কর্মসূচির একটি  অংশ হিসাবে স্বরাজবাদকে বিবেচনা করতে সম্মত হয়?

- বেলগাঁও

৩১) কে তৎকালীন স্বরাজ পার্টিকে ভারতের সবচেয়ে সংগঠিত দল বলে মন্তব্য করেছিলেন?

- বার্কেনহেড

৩২) কেন্দ্রীয় বিধানসভায় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর স্বরাজ পার্টি থেকে কে বিরোধী দলের নেতা হন?

- মতিলাল নেহেরু

৩৩) স্বরাজ পার্টির ঘোষণাপত্রে কী ছিল?

ক)  ভারতীয়দের ভারত শাসন করার অধিকার থাকবে

খ)  ব্রিটিশ সরকারকে সমস্ত শর্ত পূরণ করতে হবে অন্যথায় শাসন কাজ করবে না.

৩৪) কোন নির্বাচন এ স্বরাজ্য দল খুব খারাপ ফল করেছিল?

- 1926

৩৫) কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি এবং সি আর দাসের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের কর্মসূচির একটি  অংশ হিসাবে স্বরাজবাদকে বিবেচনা করতে সম্মত হয়?

- বেলগাঁও

৩৬) বাংলা চুক্তি কাদের মধ্যে হয়?

- স্বরাজ্য দল ও মুসলিম লীগ ( 1924 সালে)

৩৭) স্বরাজ্য দলের বিরোধিতার ফলে সরকার কেন্দ্রিয় আইনসভার বাজেটও অর্থবিল পাশ করতে ব্যর্থ  হয়েছিল?   

- 1924-1925 

৩৮) কে স্বরাজ্য দলের কর্মসূচীকে ‘এক অগ্রবর্তী ও প্রগতিশীল পদক্ষেপ' বলে আখ্যায়িত করেছিন?

- রজনীপাম দত্ত

৩৯) স্বরাজ্য দলকে কে পুঁজিপতি ও জমিদারদের রক্ষাকর্তা বলে অভিহিত করেন?

- এম এন রায়

৪০) গোলটেবিল টেবিল বৈঠক আহ্বান করার পরামর্শ কে দিয়েছিল?

- স্বরাজ পার্টি

৪১) কে ভারতের জন্য সংবিধানের খসড়া তৈরির জন্য একটি গণপরিষদের ধারণা প্রথম উপস্থাপন করে?

- 1934 সালে স্বরাজ পার্টি

(গণপরিষদে নির্বাচনের ধারণাটি দেন এম.এন.  রায়) 

৪২) 1924 সালে কোন দল প্রথম গণপরিষদের ধারণা দেয়?

- স্বরাজ পার্টি 

৪৩) 1934 সালে স্বরাজ পার্টি ভারতীয়দের পক্ষ থেকে গণপরিষদ গঠনের প্রথম দাবি কোথায় করেছিল?

- রাঁচিতে 

৪৪) স্বরাজ্য দলের প্রথম মুখপত্রের নাম কী ছিল?

- ফরওয়ার্ড

৪৫) স্বরাজ্য দলের কর্মসূচি প্রচারের উদ্দেশ্যে ‘বাংলার কথা পত্রিকাটি কার সম্পাদনায় প্রকাশিত  হয়েছিল?

- নেতাজী সুভাষচন্দ্র বসু

৪৬) স্বরাজ্য দলের প্রথম বাংলা দৈনিক পত্রিকার নাম কী?

- আত্মশক্তি

৪৭) কোন কোন পত্রিকা  স্বরাজ্য দলের মতামত ও কর্মসূচি প্রচার করত?

- কালের কথা, স্বদেশ মিত্রম

৪৮) চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর স্বরাজ্যদল  কয় ভাগে বিভক্ত হয়ে পরে?

- তিন ভাগে

৪৯) স্বরাজ্য দল করে কংগ্রেসের সাথে মিশে গিয়েছিল?

- 1925 সালে (চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর

৫০) 1933 সালে 'মাদ্রাজ স্বরাজ পার্টি' কে গঠন করেছিলেন?

- এস. সত্যমূর্তি 

 

 

স্বরাজ্য দল প্রথম পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

স্বরাজ্য দলের সভাপতিস্বরাজ্য দলের সম্পাদক। Pro-Changer। No - Changerস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ পার্টির ঘোষণাপত্র। বেঙ্গল প্যাক্টে। বাংলা চুক্তি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad