Type Here to Get Search Results !

স্বরাজ্য দল প্রথম পর্ব [Swaraj Party]

 

স্বরাজ্য দল

Set by- Manas Adhikary

স্বরাজ্য দল প্রথম পর্বSwaraj Party – I

স্বরাজ্য দলের সভাপতিস্বরাজ্য দলের সম্পাদক। Pro-Changer। No - Changerস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ পার্টির ঘোষণাপত্র। বেঙ্গল প্যাক্টে। বাংলা চুক্তি

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনপর্বে গঠিত স্বরাজ্য দল। এই পর্বে থাকছে  স্বরাজ্য দল সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী পর্বে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

স্বরাজ্য দল সংক্ষিপ্তরূপ। About Swaraj Party.

 

 

গান্ধিজীর অহিংস অসহযোগ আন্দোলন চলাকালীন 1922 খ্রীষ্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরায় একদল হিংসাত্মক জনতা একটি ঘরে আগুন লাগিয়ে 22 জন পুলিশ কর্মচারীকে পুড়িয়ে মারে। গান্ধিজীর কানে এইসংবাদ পৌঁছুলে তিনি তদক্ষনাৎ অসহযোগ আন্দোলন বন্ধ করার আদেশ দেন। সারাদেশ তাঁর এই আদেশে স্থম্ভিত হয়ে পড়ে। মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু গান্ধিজীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন। কেউ একে 'জাতীয় বিপর্যয় কেউ ‘পর্বত প্রমান ভুল' বলে মন্তব্য করেন। তথাপি কংগ্রেস কাজ নির্বাহক সমিতি গান্ধিজীর এই সিদ্ধান্ত অনুমোদন করেন। চৌরিচৌরা ঘটনায় অসহযোগ আন্দোলনের কর্মসূচী প্রত্যাহৃত হলে সারা দেশে গভীর নৈরাশ্যের সৃষ্টি হয়। জাতির সামনে নতুন কোনো কর্মসূচী না থাকায় তারা দিশোহারা হয়ে পড়েন। এদিকে খিলাফৎ আন্দোলন বন্ধ হয়ে যাওয়ায় হিন্দু-মুসলিম ঐক্যও ক্রমে বিলীন হয়ে যায়। মুসলমানগন অহিংস নীতির তাৎপর্য অনুধাবন করতে না পেরে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হয়ে পড়ে। গান্ধীজিসহ দেশের শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ হন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভাটা পড়ে। নেতা থেকে কর্মী সকলেই হতাশ হয়ে পড়েন। এরকম এক সংকটজনক পরিস্থিতিতে নতুন করে একটি দল গঠনের মাধ্যমে জাতীয় রাজনীতিকে সচল রাখার প্রয়োজনীতা দেখা দেয়। এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম নেয় স্বরাজ্য দল।

স্বরাজ্য দল প্রতিষ্ঠার পটভূমি বা কারন বিশ্লেষনে দেখা যায় যে, বেশ কিছু ভুল সিদ্ধান্ত, জাতীয় রাজনীতিতে নেতৃত্বের অভাব, নীতিগত গোষ্ঠীদ্বন্ধ এক নতুন দল গঠনের পটভূমি রচনা করেছিল।

জাতীয় রাজনীতিতে নেতৃত্বের অভাব

অসহযোগ আন্দোলন প্রত্যাহৃত হওয়ার পর দেশবন্ধু চিত্তরঞ্জন ও মতিলাল নেহেরু কারামুক্ত হলেও গান্ধীজিকে গ্রেপ্তার করে (1922 খ্রীষ্টাব্দে, মার্চ) ছয় বছরের জন্য কারাদন্ড দেওয়া হয়। ফলে জাতীয় রাজনীতির শীর্ষ নেতার অবর্তমানে নেতৃত্বের সংকট দেখা দেয়। স্বাধীনতা আন্দোলন থমকে যায়, ফলে নতুনভাবে আন্দোলন পরিচালনার ভাবনা চিন্তা দানা বাঁধে। কংগ্রেসের অভ্যন্তরে নীতিগত দ্বন্দ্ব

জাতীয় কংগ্রেসের মধ্যে কর্মসূচী বা নীতি নিয়ে দ্বন্দ্ব ছিল। চিত্তরঞ্জন-মতিলাল নেহেরুসহ পরিবর্তনকামী গোষ্ঠী (Pro- Changer) চেয়েছিলেন আইন সভায় প্রবেশ করে ব্রিটিশের সকল কাজে বিরোধিতা করতে, কিন্তু রাজেন্দ্রপ্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, বল্লভভাই প্যাটেল প্রমুখ পরিবর্তন বিরোধী (No Changer) গোষ্ঠী এর বিরোধিতা করেন। এই নীতিগত দ্বন্দ্ব নতুন দল গঠনের মানসিকতার জন্ম দেয়। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

জাতীয় কংগ্রেসে প্রথম দিকে গান্ধীপন্থীরূপে পরিচিত ছিলেন বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্রপ্রসাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, আনসারি প্রমুখ। তাঁরা গান্ধীজির সব কাজকেই সমর্থন করতেন। অপরদিকে মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশ, বিঠলভাই প্যাটেল, সত্যমূর্তি, আজমল খান প্রমুখের গান্ধীজির নেতৃত্বের প্রতি আস্থা থাকলেও তাঁর সকল নীতিকে মেনে নিতে পারতেন। না। ফলে স্বাভাবিকভাবে ভিতরে ভিতরে কংগ্রেস দুটি দলে ভাগ হয়েছিল। বাকি ছিল প্রকাশ্য বিভাজন।

গয়া অধিবেশন

বিহারের গয়াতে অনুষ্ঠিত (1922 সালের ডিসেম্বর) জাতীয় কংগ্রেসের অধিবেশনে পরিবর্তনকামী ও পরিবর্তন বিরোধী এই দুই গোষ্ঠীর মধ্যে বিভাজন শুরু হয়। ব্রিটিশের বিরোধিতার জন্য কাউন্সিলে প্রবেশ করা উচিত কি না এ নিয়ে ভোটাভুটি হয়। এতে কাউন্সিলে প্রবেশের সমর্থনে ভোট পড়ে 890টি, কিন্তু তার বিরুদ্ধে ভোট পড়ে 1740টি। ফলে কাউন্সিলে প্রবেশের

বিপক্ষে ঐ অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাজ্য দল গঠন

গয়া অধিবেশনের সিদ্ধান্ত চিত্তরঞ্জনকে হতাশ করে, তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন। অবশেষে মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু প্রমুখের সাহায্যে চিত্তরঞ্জন কংগ্রেসের মধ্যেই 'কংগ্রেস খিলাফৎ স্বরাজ দল প্রতিষ্ঠা ( 1923 সালের জানুয়ারি) করেন, পরে যার নাম হয় স্বরাজ্য দল। এর সভাপতি হন চিত্তরঞ্জন নিজেই, আর সম্পাদক হন মতিলাল নেহেরু।

 

স্বরাজ্য দল  দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

স্বরাজ্য দলের সভাপতিস্বরাজ্য দলের সম্পাদক। Pro-Changer। No - Changerস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ পার্টির ঘোষণাপত্র। বেঙ্গল প্যাক্টে। বাংলা চুক্তি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad