Type Here to Get Search Results !

চিত্তরঞ্জন দাস তৃতীয় পর্ব [Deshbandhu]

 

চিত্তরঞ্জন দাস 

Set by- Manas Adhikary 



চিত্তরঞ্জন দাস তৃতীয় পর্বChittaranjan Das – III

দেশবন্ধু  চিত্তরঞ্জন দাসবাসন্তী দেবী। কর্পোরেশানের প্রথম মেয়র। অসহযোগ আন্দোলনে প্রথম গ্রেপ্তারস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ্য পার্টির সভাপতি। বেঙ্গল প্যাক্টে। গান্ধি-দাস চুক্তি।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব চিত্তরঞ্জন দাস। এই পর্বে থাকছে  চিত্তরঞ্জন দাস সম্পর্কিত  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

চিত্তরঞ্জন দাস অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Chittaranjan Das MCQ.     

 

 

৪১) মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস মিলে কোন পার্টি গঠন করেন?

- স্বরাজ্য পার্টি

৪২) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৪৩) কার সাথে মতবিরোধ হওয়ার দরুন চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করেন?

- গান্ধিজী

৪৪) স্বরাজ্য দলের মুখপত্র কী ছিল?

- বা ফরওয়ার্ড (সাপ্তাহিক)

৪৫) কোলকাতা কর্পোরেশানের মুখপত্র হিসাবে চিত্তরঞ্জন দাস কোন পত্রিকা প্রকাশ করেন?

- মিউনিসিপ্যাল গেজেট এই ত্রিমুকুট যে নেতার মাথায়

৪৬) স্বরাজ্য দলের নেতৃত্ব, কলকাতা করপোরেশানের মেয়র ও প্রাদেশিক কংগ্রেসের সভাপতি-

ছিল তাঁর নাম কী?

- চিত্তরঞ্জন দাস

৪৭) চিত্তরঞ্জন দাস হিন্দু মুসলিম ঐক্যস্থাপনের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত করেন?

- বেঙ্গল প্যাক্ট

৪৮) কোন সভায় বেঙ্গল প্যাক্টের শর্তগুলি গৃহীত হয়?

- 1923 সালের 16 ডিসেম্বর স্বরাজ্য পরিষদ দলের এক সভায় ( প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলায় কংগ্রেসের অনেক নেতা চুক্তিটির বিরোধিতা করেন। যেমন এস এন ব্যানার্জী, বি সি পাল প্রমূখ।)  ৪৯) ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে বেঙ্গল প্যাক্ট চুক্তিকে বাতিল বলে ঘোষনা করেন?

- 1923 সালের ডিসেম্বর মাসের কোকনদ অধিবেশনে ( এই প্রসঙ্গে চিত্তরঞ্জন দাস বলেন যে- 'তোমরা সভার সিদ্ধান্তসমূহ থেকে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলতে পারো, কিন্তু ভারতী জাতীয় কংগ্রেস থেকে বাংলাকে বাদ দিতে পারবে না। এরকম শিষ্টাচারহীন রীতিতে বাংলাকে মুছে ফেলা যাবে না। যারা চিৎকার করে বলে যে বেঙ্গল প্যাক্টকে মুছে ফেলে ..... তাদেরক যুক্তি আমি বুঝতে পারিনা। -- বাংলা কি অস্পৃশ্য? এ রকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ন প্রশ্ন করার বাংলার অধিকারকে কি তোমরা অস্বীকার করবে? যদি তোমরা তাই করো, বাংলা তার নিজের ব্যবস্থা নিজেই গ্রহন করতে পারবে। তোমরা অভিমত ব্যক্ত করার ব্যাপারে, বাংলার অধিকারকে প্রত্যাখ্যান করতে পারো না)

৫০) 1924 সালে কোন দলের দাবির ফলস্বরূপ, ভারত সরকার আইন 1919 পর্যালোচনা করার জন্য ‘মুন্ডিম্যান কমিটি’ নিযুক্ত করা হয়েছিল?

- স্বরাজ পার্টি

৫১) কবে গান্ধীজি সি আর দাস এবং মতিলাল নেহেরু একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন যা ‘গান্ধী দাস চুক্তি’ নামে পরিচিত? 

- 6 নভেম্বর 1924 

(1924 সালের 5 ফেব্রুয়ারি, অসুস্থতার কারণে গান্ধীজি জেল থেকে মুক্তি পান।)

৫২) গান্ধি-দাস চুক্তি কবে অনুমোদিত হয়?

- 1924 সালে বেলগাঁওয়ে কংগ্রেস অধিবেশনে চুক্তি অনুমোদন করা হয়েছিল।

৫৩) 1924 সালের 6 নভেম্বর গান্ধীজি, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু একটি যৌথ বিবৃতি দেন যাকে বলা হয় গান্ধী-দাস চুক্তি, এই চুক্তিতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?

- ক) স্বরাজ পার্টি কংগ্রেসের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিধানসভার অভ্যন্তরে কাজ করবে।

খ) গান্ধীজি অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন সংগঠিত করবেন  এবং সারা দেশে চরকা ও খাদিবস্ত্রের ব্যবহার প্রচার করা হবে।

৫৪) চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর বাংলায় কংগ্রেস নেতৃত্ব দুই শিবিরে বিভক্ত হয়ে যায়, এই দুই শিবিরের নেতারা কে কে ছিলেন?

-  যতীন্দ্র মোহন সেনগুপ্ত এবং  সুভাষ চন্দ্র বসু

৫৫) সুরেন্দ্র নাথ ব্যানার্জীর জন্য কে বলেন যে সুরেন্দ্র বাবুর,  কংগ্রেসকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচনা করা উচিত নয়?

- চিত্তরঞ্জন দাস

 (সুরেন্দ্রনাথ ব্যানার্জির সমালোচকদের মধ্যে চিত্তরঞ্জন দাসও ছিলেন)

৫৬) ‘নারায়ন' নামক মাসিক বাংলা পত্রিকার সাথে কে যুক্ত ছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৫৭) চিত্তরঞ্জন দাস রাজনীতিতে প্রবেশ করার আগে কোন ক্লাবের সদস্য ছিলেন?

- জোড়াসাঁকের ঠাকুরবাড়ির খামখেয়ালি ক্লাবের ( এই ক্লাবের মাধ্যমে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, প্রমথ চৌধুরী  প্রমুখ ব্যক্তির সাথে পরিচিতি লাভ করেন)

৫৮) চিত্তরঞ্জন দাসের প্রথম কবিতার নাম কী?

- বন্দী

৫৯) চিত্তরঞ্জন দাসের লেখা প্রথম কবিতা বন্দী কোন পত্রিকায় প্রকাশিত হয়?

- নব্যভারত পত্রিকায় (ফাল্গুন 1295 সংখ্যায়)

৬০) চিত্তরঞ্জন দাসের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

- মালঞ্চ (প্রকাশক ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি)

৬১) চিত্তরঞ্জন দাসের কোন পত্রিকা রবীন্দ্রনাথ বিদ্বেষী ছিল?

- নারয়ন পত্রিকা

৬২) রবীন্দ্রসাহিত্যে বাস্তবতার অভাব আছে বলে কে অভিযোগ করেছিলেন?

- বিপিন চন্দ্র পাল

৬৩) Freedom through disobedience - গ্রন্থের রচয়িতা কে?

- চিত্তরঞ্জন দাস 

৬৪) ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বিখ্যাত বই ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স এর লেখক কে ছিলেন?

- চিত্তরঞ্জন দাস 

৬৫) ‘ইন্ডিয়া ফর ফ্রিডম’ বইটি কে লিখেছেন??

- চিত্তরঞ্জন দাস 

৬৬) ‘বাঙলার মাটিতে, বাঙলার ভাষায় যে শিক্ষা সহজেই দেওয়া যায় এবং যে শিক্ষা বাঙালী তার স্বভাবগুনে সহজেই আয়ত্ব করে সেই শিক্ষাই আমাদের পক্ষে যথেষ্ঠ - উক্তিটি কার?

- চিত্তরঞ্জন দাস

৬৭) কে নিজ ব্রাহ্ম হওয়া সত্বেও নিজের মেয়ের বিবাহে হিন্দুরীতি নীতি মেনে করেছিলেন বলে সবাই মিলে একঘরে করে দেওয়ার সিদ্ধান্ত নেয়?

- চিত্তরঞ্জন দাস

৬৮) ‘আমি রবীবিদ্বেষী একেবারেই নই, অলৌকিক প্রতিভা আমি কখনও অস্বীকার করি না, তবে তাঁর সব লেখাই যে ভালো লাগে তা বলতে পারি না'- বক্তা কে?

- চিত্তরঞ্জন দাস

৬৯) কে অরবিন্দ ঘোষকে ‘জাতীয়তাবাদের দার্শনিক ও স্বদেশীকতার কবি’  বলে আখ্যায়িত করেছেন?

- চিত্তরঞ্জন দাস

৭০) 1920 সালে কলকাতায়  দুইবছরের মধ্যে গান্ধীজীর স্বরাজ অর্জনের কথাতে সবচেয়ে বেশি কে বিরোধিতা করেছিলেন? 

- চিত্তরঞ্জন দাস

৭১) কে তাঁর বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণিদের জন্য নয়?

- চিত্তরঞ্জন দাশ

৭২) কংগ্রেসের উচিত আঞ্চলিক পরিষদ গুলিকে ভেতর থেকে ভেঙে দেওয়া ১৯২২ সালে কে এই পরামর্শ দিয়েছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৭৩) অসহযোগ আন্দোলনে সরকারের দমননীতি সম্পর্কে কে বলেছিলেন" সারা ভারতেই আজ বিশাল কারাগার সুতরাং কি এসে যায় যদি জেলের ভেতরে থাকি বা বাড়িতে থাকি"

- চিত্তরঞ্জন দাস 

৭৪) শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়- উক্তিটি কার?

- চিত্তরঞ্জন দাস

৭৫) অসহযোগ আন্দোলন ব্যর্থতা সম্পর্কে কার উক্তি- সারাজীবনের মতো সুযোগ হাতছাড়া হলো?

- চিত্তরঞ্জন দাস

৭৬) চিত্তরঞ্জন দাস কত বছর বয়সে মারা যান?

- মাত্র 55 বছর

৭৭) চিত্তরঞ্জন দাস কোন রোগে মারা যায়?

- কলেরা

৭৮) চিত্তরঞ্জন দাস কোন হোটেলে মারা যান?

- দার্জিলিং এর ঘুম হোটেলে

৭৯) — এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রান, মরণে তাহাই তুমি করে গেলে দানা রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন?

- চিত্তরঞ্জন দাস

৮০) দেশবন্ধু অকালে না মারা গেলে দেশে নতুন অবস্থার সৃস্টি হত'- উক্তিটি কার?

- আবুল কালাম আজাদ

৮১) ‘চিত্তরঞ্জন দাসের জীবন একখানি মহাকাব্য- উক্তিটি কার?

- সুভাষ চন্দ্র বসু

৮২) কোলকাতায় চিত্তরঞ্জন সেবা সদন কে গঠন করেন?

- গান্ধিজী । ১৯২৫ সালের ১৬ জুন চিত্তরঞ্জন দাসের দেহত্যাগের ৩ মাস পর বাংলায় থেকে তিনি এর উদ্যোগ নেন।

 

 

 

চিত্তরঞ্জন দাস দ্বিতীয় পর্ব>>>>

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

দেশবন্ধু  চিত্তরঞ্জন দাসবাসন্তী দেবী। কর্পোরেশানের প্রথম মেয়র। অসহযোগ আন্দোলনে প্রথম গ্রেপ্তারস্বরাজ্য পার্টিস্বরাজ দলস্বরাজ্য দলের মুখপত্রস্বরাজ্য পার্টির সভাপতি। বেঙ্গল প্যাক্টে। গান্ধি-দাস চুক্তি। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad