Type Here to Get Search Results !

মুসলীম লীগ চতুর্থ পর্ব [Muslim Lig]

 

মুসলীম লীগ

Set by- Manas Adhikary

মুসলীম লীগ  চতুর্থ পর্বMuhammad Ali Jinnah – IV

মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্না। মুসলীম লীগের প্রতিষ্ঠা। মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। প্রত্যক্ষ সংগ্রাম দিবস অন্তর্বর্তী মন্ত্রিসভা দিল্লির প্রস্তাব

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মুসলীম লীগ  । এই পর্বে থাকছে  মুসলীম লীগ  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মুসলীম লীগ  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরMuslim League MCQ.     

 

১০২) সিমলা সম্মেলন ব্যর্থ হওয়ার কারণ কী ছিল?

-  মুসলিম লীগের অনড় মনোভাব

১০৩) 1945 সালের নির্বাচনে মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কতগুলি প্রদেশে সরকার গঠন করেছিল? 1945 সালের নির্বাচনে মুসলিম লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কতটি প্রদেশে সরকার গঠন করে?

- 2 

১০৪) 1945 সালের নির্বাচনে কোন দুটি প্রদেশে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে?

- সিন্ধু ও বাংলা

১০৫) উত্তর-পশ্চিম মুসলিম অধ্যুষিত সীমান্ত প্রদেশে 1945 সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনে কংগ্রেস ও লীগ যথাক্রমে কতগুলি আসন পায়?

- 30,17 

(মোট 50টি আসনের মধ্যে কংগ্রেস 30টি, লীগ 17টি, অন্যান্য 2টি,নির্দল 1টি)

১০৬) মুসলিম লীগ কবে ক্যাবিনেট মিশন প্ল্যানের দীর্ঘমেয়াদী প্রস্তাব গ্রহণ করে?

- 6 জুন, 1946

১০৭) পাকিস্তানের দাবিতে মুসলিম লীগ কোন তারিখে DAD  (প্রত্যক্ষ সংগ্রাম দিবস) পালন  করে?

 - 16 আগস্ট 1946

১০৮) জিন্না যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় তখন ভারতের বড়লাট কে ছিলেন?

- লর্ড ওয়েভেল

১০৯) মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন?

- হোসেন সুরাবর্দী

১১০) মুসলিম লীগের সরাসরি সংগ্রাম দিবস ঘোষণার কারণে বিহারে সম্পূর্ণ ধর্মঘট হয় কবে?

- 16 আগস্ট 1946

১১১) মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রামের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য হিন্দু মহাসভা কোন সংগঠনটি গঠন করেছিল?

- নিগ্রহ মোর্চা

১১২) কোনটির উদ্দেশ্য ছিল মুসলিম লীগের বিরোধিতা করা?

- ভারত ধর্ম মহামণ্ডল

(এটি ছিল গোঁড়া শিক্ষিত হিন্দুদের সংগঠন।)

১১৩) মুসলিম লীগ কবে সরকারে যোগ দেয়?

- 26 অক্টোবর 1946

১১৪) লর্ড ওয়াভেলের প্রচেষ্টায় মুসলিম লীগও 1946 সালের 26 অক্টোবর সরকারে যোগ দেয়। এইসময় তিনজন সদস্যকে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয় এবং মুসলিম লীগের 5 জন প্রতিনিধিকে এই পরিষদে অন্তর্ভুক্ত করা হয়। ওই অপসারিত সদস্যদের মধ্যে নীচের কে অন্তর্ভুক্ত ছিল না?

- যোগেন্দ্র নাথ মন্ডল 

(তিনি মুসলিম লীগের পক্ষ থেকে সরকারে যোগদান করেছিলেন এবং তিনি আইন বিভাগ পেয়েছিলেন)

১১৫) অন্তর্বর্তী মন্ত্রিসভায় কতজন মুসলিম লীগের সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল?

- 5 

(আসাফ আলী, লিয়াকত আলী, আব্দুল রব নিস্তার ও গজনফর আলী খান। 2 সেপ্টেম্বর 1946-এ পন্ডিত নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।প্রথম দিকে মুসলিম লীগ এতে অন্তর্ভুক্ত ছিল না। 26 অক্টোবর 1946-এ তিনজন মূল সদস্যের পরিবর্তে 5 জন মুসলিম লীগের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে যোগ দেন। মুসলিম লীগের সদস্যদের অন্তর্ভুক্তির পর মন্ত্রিসভার সংখ্যা বেড়ে হয় ১৫।) 

১১৬) মুসলিম লীগের চার সদস্য, লিয়াকত আলী, আই.আই. চুন্দ্রিগর, আব্দুল রব নিশতার, যোগেন্দ্র নাথ মন্ডল অন্তর্বর্তী সরকারে কবে যোগ দেন?

-  25 অক্টোবর 1946

(লিয়াকত আলী অন্তর্বর্তী সরকারের অর্থ বিভাগের মন্ত্রী ছিলেন।)

১১৭) 1946 সালে ভারতীয় মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হলে লিয়াকত আলী খানকে কোন বিভাগ দেওয়া হয়েছিল?

- অর্থ বিভাগ

১১৮) অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের পক্ষে কে আইনমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন?

- যোগেন্দ্র নাথ মন্ডল

১১৯) কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা গঠিত অন্তর্বর্তী সরকার সম্পর্কে কে বলেছিলেন যে ‘এটি একটি দেশের সরকার যা দুটি জাতি দ্বারা পরিচালিত

- ড. ভীমরাও আম্বেদকর

১২০) কংগ্রেস থেকে জওহরলাল নেহেরু এবং মুসলিম লীগের জিন্নাহ অংশগ্রহণ করেছিলেন কিন্তু অচলাবস্থা ভাঙতে সফল হননি। ?

-  ডিসেম্বর 1946

(3-6, ডিসেম্বর 1946)

১২১) 1946 সালের নির্বাচনে কোথায় মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়?

-  বাংলা ও সিন্ধুতে

১২২) 1946 সালের নির্বাচনের পর মুসলিম লীগ কোন রাজ্যে প্রথম সরকার গঠন করে?

- বাংলা 

১২৩) 1946 সালের নির্বাচনের পর মুসলিম লীগ বাংলায় সরকার গঠন করে।এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?

- H.S. সোহরাওয়ার্দী 

১২৪) 1946 সালের নির্বাচনে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পায়?

- কংগ্রেস

১২৫) 1946 সালের নির্বাচনে  কংগ্রেস কেন্দ্রীয় আইনসভায় 102টি আসনের মধ্যে কতগুলিতে সংখ্যাগরিষ্ঠতা পায়?

- 57টিতে

১২৬) কেন্দ্রীয় পরিষদে মুসলিম লীগ কতগুলি সংরক্ষিত আসনে জয়লাভ করেছিল?

- 30

১২৭) 1946 সালের প্রাদেশিক বিধানসভা নির্বাচনে, মুসলিম লীগ পাঞ্জাব প্রদেশের মোট 175টি আসনের মধ্যে কতটি আসন পেয়েছিল?

- 73

১২৮) 1946 সালের নির্বাচনের পর মুসলিম লীগ কোন প্রদেশে সরকার গঠন করে?

- বাংলা

১২৯) প্রকৃতপক্ষে, মুসলিম লীগের 19টি দাবি মেনে নেওয়ার অর্থ হল ভারত ভাগকে মেনে নেওয়া যা 1916 সালে সিদ্ধান্ত হয়েছিল এবং 1947 সালে কার্যকর করা হয়েছিল।-  উপরে উল্লিখিত বক্তব্যটি কার?

- রজনীপমদত্ত

১৩০) কোন অধিবেশনে মুসলিম লীগ মুসলমানদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলীর দাবি জানায়?

- অমৃতসর

১৩১) গণপরিষদে মুসলিম লীগের কতজন সদস্য নির্বাচিত হন?

- 73

১৩২) মুসলিম লীগ কেন গণপরিষদ(সংবিধান সভা) বয়কট করেছিল?

- মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি পৃথক গণপরিষদ চেয়েছিল 

১৩৩) আগা খানের নেতৃত্বে ভাইসরয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যাওয়া মুসলমানদের প্রতিনিধি দলে কতজন লোক অন্তর্ভুক্ত ছিল?

 - 36 

১৩৪) একমাত্র কোন ব্যক্তি মুসলিম লীগ এবং কংগ্রেসের সর্বভারতীয় খিলাফত কমিটির সভাপতি হয়েছেন?

- আজমল খান

১৩৫) দিল্লির প্রস্তাব কার সাথে সম্পর্কিত ছিল?

- মুসলিম লীগ 

১৩৬) মুসলিম লীগের দিল্লি প্রস্তাব কি কি প্রস্তাব রাখা হয়েছিল?

1. মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সহ পৃথক নির্বাচকমণ্ডলীর জায়গায় যৌথ নির্বাচকমণ্ডলী

2. তিনটি নতুন মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ গঠন

3. কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব।

১৩৭) মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রতিক্রিয়ায় হিন্দুরা কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিল?

- হিন্দু মহাসভা

১৩৮) কোন দল ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি?

- ভারতের কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ,  হিন্দু মহাসভা, আকালি দল

১৩৯) জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, নিখিল ভারত খিলাফত কমিটির প্রধান একমাত্র নেতার নাম কী?

- হাকিম আজমল খান

১৪০) মুসলিম লীগ ভারত বিভাগের জন্য কটি পরিকল্পনা নিয়েছিল?

- 6 টি

১৪১) মুসলিম লীগ কি স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিল?

- না। মুসলিম স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিল।

১৪২) মুসলিম লীগ কি বাংলা বিভাগের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল?

- না। মুসলিম লীগ বাংলা বিভাগকে সমর্থন করেছিল।

১৪৩) মুসলিম লীগ ভারতের সংবিধান সভা বয়কট করেছিল কেন?

- একটি পৃথক সংবিধান সভার গঠন চেয়েছিল যেখানে পাকিস্তানের সংবিধান রচিত হবে।

 ১৪৪) কোন কোন দল ভারত ছাড়ো আন্দোলনের বিপক্ষে ছিল?

- কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভা, মুসলিম লীগ এবং লিবারেন ফেডারেশন (কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক ভারত ছাড়ো আন্দোলনের পক্ষে ছিল)

 ১৪৫) মুসলিম লীগ, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা গ্রহন করেছিল কেন?

- পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। বলে।

১৪৬) মুসলিম ইন্ডিয়া - রাইজ অ্যান্ড গ্রোথ অফ দি অল ইন্ডিয়া মুসলিম লীগ কার লেখা?

- মহম্মদ নোমানের

১৪৭)  1928 সালের সংবিধান সভার সদস্যদের মধ্যে 1জন মুসলিম লীগ, 1 জন হিন্দু মহাসভা, 1 জন শিখ সদস্যের নাম। বলো?

- মুসলীম লীগ- আলি ইমাম, হিন্দুমহাসভা - এম. আর জয়াকার, শিখ - সর্দার মঙ্গল সিং

১৪৮) ‘Divide & Quit’-  কার রচনা?

- পেন্ডেরেল মুন

 ১৪৯) প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে মুসলিম লীগ কর্তৃক তুরস্কে প্রেরিত চিকিৎসক দলটির নেতৃত্বে কে ছিলেন?

- এম. এ. আনসারী

১৫০) বসু লীগ চুক্তি কাদের মধ্যে সংঘটিত হয়

- সুভাষচন্দ্র বসু ও মুসলিম লীগের

১৫১) ক্যালকাটার হলওয়েল মনুমেন্ট  ধ্বংস করার জন্য সুভাষচন্দ্ৰ বসু কার সাথে জোট করেছিলেন?

- মুসলিম লীগ

১৫২) পৃথক নির্বাচনের দাবি ছেড়ে পৃথক রাষ্ট্রের দাবি কবে থেকে করতে থাকে মুসলিম লীগ?

- 1940 খ্রিস্টাব্দে থেকে

১৫৩) ‘ জন্ম লগ্ন থেকে ব্রিটিশ আনুগত্যের পতাকা উড়িয়ে লিগ হয়ে উঠেছিল মুসলিম জমিদার শ্রেণীর স্বার্থের রক্ষক হিন্দু দ্বেষী একটি প্রতিষ্ঠান - উক্তিটি কার?

- ডাঃ অমলেশ ত্রিপাঠী

১৫৪) ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পন'- উক্তিটি কার?

- সৈফুদ্দিন কিচলু

১৫৫) কে মুসলিম লীগকে সালিমুল্লাহ লীগ বলেছেন?

- বেঙ্গলি পত্রিকায় সুরেন্দ্রনাথ ব্যানার্জী বলেছিলেন।

১৫৬) মুসলিম লীগ সর্বস্তরের মুসলিমদের প্রতিষ্ঠান ছিল না এমন অভিমত

কে ব্যক্ত করেন?

- জুডিস ব্রাউন

১৫৭) নৌবিদ্রোহে মুসলিম লীগ এর কোন ব্যক্তিত্ব  যুক্ত  ছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ

১৫৮) কোন মুসলিম নেতা অ্যানি বেসান্ট কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগে যোগদান করেছিলেন?

 - মোহাম্মদ আলী জিন্নাহ

 

 

মুসলীম লীগ  তৃতীয় পর্ব>>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্না। মুসলীম লীগের প্রতিষ্ঠা। মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। প্রত্যক্ষ সংগ্রাম দিবস অন্তর্বর্তী মন্ত্রিসভা দিল্লির প্রস্তাব

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad