Type Here to Get Search Results !

মহম্মদ আলি জিন্নাহ প্রথম পর্ব [Md Ali Jinnah]

 

মহম্মদ আলি জিন্নাহ 

Set by- Manas Adhikary

মহম্মদ জিন্নাহ প্রথম পর্বMuhammad Ali Jinnah – I

মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম।  হিন্দু মুসলিম ঐক্যের দুত।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মহম্মদ জিন্নাহ। এই পর্বে থাকছে  মহম্মদ জিন্নাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মহম্মদ জিন্নাহ  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরMuhammad Ali Jinnah MCQ.     

 

 

১) জিন্নাহ কেমন ধরনের মুসলিম ছিলেন? 

- সুন্নি

২) মহম্মদ আলী জিন্নাহর পূর্বপুরুষরা কোথাকার বাসিন্দা ছিলেন? 

- গুজরাট 

৩) জিন্না প্রথম কোথায় আইন ব্যবসা করতেন?

- মুম্বাই

৪) গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজি ছাড়া আর কার রাজনৈতিক গুরু ছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ 

৫) গোখলেজি তাঁর ব্যক্তিত্বের উপর এতটাই প্রভাব ফেলেছিলেন যে তিনি বলেছিলেন ‘আমি মুসলমানদের গোখলে হতে চাই’। - উপরিলিখিত ব্যক্তিটি কে? 

- জিন্নাহ 

৬) ‘আমি আমার রাজনীতির প্রথম পাঠ শিখেছি সুরেন্দ্রনাথ ব্যানার্জীর কাছ থেকে’-  এই উক্তিটি কার?

- মহম্মদ আলী জিন্নাহ 

৭) আমি গোখলের থেকে রাজনীতির শিক্ষা পেয়েছি – উক্তিটি কার?

-  জিন্নাহ 

৮) জি কে গোখলে 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে কার দ্বারা প্রস্তুত করা  দাদাভাই নওরোজির ভাষণটি পড়েছিলেন?

- জিন্নাহ

৯) মহম্মদ আলী জিন্নাহ কোন সালে কংগ্রেস অধিবেশনে অংশগ্রহণ করেন?

- 1904

১০)  জিন্নাহ যখন সাইমন কমিশনের বিরোধী ছিলেন, তখন কার নেতৃত্বে লীগের একটি অংশ সাইমন কমিশনকে সমর্থন করার পক্ষে ছিল?

- মহম্মদ শফি

১১) জিন্না কত সালে মুসলিম লীগে যোগদান করেন?

- 1913 সালে

১২) মহম্মদ আলী জিন্নাহ কবে মুসলিম লীগ পুনর্গঠন করেন?

- 1913

১৩) লখনউতে ‘সারা ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে সভাপতিরূপে জিন্না 'জাতীয় কংগ্রেসকে কী বলে উল্লেখ করেন?

- হিন্দুদের সভা

১৪) কাদের প্রচেষ্টায়   লখনউ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ (1916) একত্রিত হয়েছিল?

- বাল গঙ্গাধর তিলক এবং মহম্মদ আলী জিন্নাহ

১৫) লখনউ চুক্তির খসড়া কে  প্রস্তুত করেন?

- জিন্নাহ এবং বি জি তিলক 

১৬) কোন মুসলিম নেতা অ্যানি বেসান্ট কর্তৃক প্রতিষ্ঠিত হোম রুল লীগে যোগ দিয়েছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ

১৭) কারা হোম রুল আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন?

-  অ্যানি বেসান্ট, লোকমান্য তিলক, জওহরলাল নেহেরু, মহম্মদ আলী জিন্নাহ, খালিকুজ্জামান,মোহাম্মদ আলী জিন্নাহ,হাসান ইমাম, মাজহার উল হক

১৮) কে 1919 সালের মার্চ মাসে গঠিত কেন্দ্রীয় খিলাফত কমিটির সদস্য ছিলেন কে কে, যার সভাপতি ছিলেন হাসরাত মোহানি এবং সম্পাদক ছিলেন শওকত আলী? 

- হাকিম আজমল খান, মুখতার আহমেদ আনসারী, , মৌলানা আবুল কালাম আজাদ

 (আবদুল বারী, মাওলানা হাসান, মাওলানা মুহাম্মদ আলী প্রমুখ এই কমিটিতে যুক্ত ছিলেন। মহম্মদ আলী জিন্নাহ এই কমিটিতে যুক্ত ছিলেন না) 

১৯) কোন ব্যক্তি খিলাফত আন্দোলন এর সমর্থক ছিলেন না?

- মহম্মদ আলী জিন্নাহ

২০) কে খিলাফত আন্দোলনকে দেশের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত করার বিরোধী ছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ

২১) কে খিলাফত আন্দোলনে গান্ধীজির অংশগ্রহণের নিন্দা করেছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ

২২) খিলাফত আন্দোলনের সময়  কে হাজিক উল মুলক উপাধি ত্যাগ করেছিলেন?

- হাকিম আজমল খা

(এইসময় জামনালাল বাজাজ তার রায় বাহাদুর উপাধি ফিরিয়ে দেন।)

২৩) স্বাধীনতার পূর্বে ভারতে কেন্দ্রীয় পরিষদে কে স্বরাজ দলকে সমর্থন করেছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ 

২৪) 1919 সালের 18 মার্চ রাউলাট আইন পাসের প্রতিবাদে কোন ভারতীয় নেতারা কেন্দ্রীয় আইনসভা থেকে পদত্যাগ করেছিলেন?

- মোহাম্মদ আলী জিন্নাহ, মাজহার উল হক, মদন মোহন মালব্য

২৫) 1920 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে, কে গান্ধীর অসহযোগ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন এবং উদ্বেগের সাথে বলেছিলেন – ‘আমি এই সভায় বলতে বাধ্য হচ্ছি  যে রক্তপাত ছাড়া স্বাধীনতা কখনই অর্জিত হবে না।‘

- মহম্মদ আলী জিন্নাহ

২৬) অসহযোগ আন্দোলনের প্রস্তাবে অসন্তোষের কারণে কংগ্রেস থেকে কারা পদত্যাগ করেছিলেন।

-  অ্যানিবিস্যান্ট, মোহাম্মদ আলী জিন্নাহ, বিপিন চন্দ্র পাল , জি এস খাপর্দে

২৭) জিন্নাহ কবে চিরতরে জাতীয় কংগ্রেস ত্যাগ করেন?

- 1920 সালের নাগপুর অধিবেশন 

২৮) 1925 সালে যখন একজন মুসলিম যুবক বলেছিল যে - আমি প্রথমে মুসলিম, তারপর কি?    তখন কে তাকে বুঝিয়ে বললেন, না ছেলে, তুমি প্রথমে ভারতীয় এবংতারপর তুমি একজন মুসলমান? ,

- মহম্মদ আলী জিন্নাহ

(আগে আমরা ভারতীয়, তারপর আমরা হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, -  উক্তিটি

জর্জ ইউল এর) 

২৯) নেহেরু রিপোর্ট কে প্রত্যাখ্যান করেন?

- মহম্মদ আলী জিন্নাহ

(মহম্মদ আলী জিন্নাহ নেহেরু রিপোর্ট প্রত্যাখ্যান করেন এবং আগা খান ও মহম্মদ শফির সাথে পুনরায় মিলিত হন।)

৩০) জিন্নাহ কবে মুসলিম লীগের প্রতিনিধি হয়ে চৌদ্দদফা দাবি পেশ করেন?

- 1929 সালে  28 মার্চ মুসলিম লীগের দিল্লী অধিবেশনে 

৩১) মহম্মদ আলী জিন্নাহ কোনটির প্রতিক্রিয়া স্বরূপ 14 দফা দাবি ঘোষণা করেছিলেন?

- নেহেরু রিপোর্ট

৩২) 14 দফার অধীনে জিন্নাহর পৃথক নির্বাচনী এলাকা ইত্যাদির দাবির পেছনে কারণ কী ছিল?

- নেহরু রিপোর্টের প্রস্তাবের সাথে একমত না হওয়া 

৩৩) মহম্মদ আলী জিন্নাহ নেহেরু রিপোর্টে উল্লেখিত কোন শর্তের বিরোধিতা করেছিলেন?

- সাম্প্রদায়িক ভোটাধিকার বিলুপ্ত করন এবং আসন সংরক্ষণের সাথে যৌথ প্রতিনিধিত্ব গ্রহণ।

৩৪) মহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবিতে কোন দাবিতে কি কি প্রধান শর্ত ছিল? 

- ক) কেন্দ্রীয় আইনসভায় মুসলিম প্রতিনিধিদের সংখ্যা 1/3 এর কম হবে না।

খ) সমস্ত সম্প্রদায়ের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে

গ) সিন্ধুকে বোম্বাই প্রদেশ থেকে আলাদা করে দিতে হবে

৩৫) কে জিন্নাহর 14-দফা দাবি সম্পর্কে এই বিবৃতিটি বলেছেন যে এই শর্তগুলি গুরুত্বপূর্ণ কারণ রামসে ম্যাকডোনাল্ড এর ভিত্তিতে ভারতের জন্য সাম্প্রদায়িক সিদ্ধান্তের নীতি তৈরি করেছিলেন?

-  রাজেন্দ্র প্রসাদ

৩৬) জিন্নাহ কোনটিকে সম্পূর্ণ পচা এবং মৌলিকভাবে খারাপ বলেছেন?

- 1935 আইন 

৩৭) জিন্না 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দুর প্রস্তাব করলে কে প্রথম তার প্রতিবাদ করেন?

- এ কে ফজলুল হক

৩৮) 1939 সালের ফেব্রুয়ারিতে লর্ড লিনলিথগোকে কে ইতস্তত করে বলেছিলেন যে হিন্দু ও মুসলমানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ব্রিটিশদের ভারতে থাকতে হবে?

- জিন্নাহ

৩৯) কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগে খুশি হয়ে কোন দিনে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ ভারতীয় মুসলমানদেরকে 'মুক্তি দিবস' উদযাপনের জন্য আহ্বান জানায়?

-22 ডিসেম্বর 1939 

৪০) মুসলিম লীগের লাহোর অধিবেশনে (1940) কে সভাপতিত্ব করেন?

- মহম্মদ আলী জিন্নাহ

৪১) 1940 সালের কোন সময়কালের  লাহোরের  অধিবেশনের   সভাপতিত্ব করেছিলেন মহম্মদ আলী জিন্নাহ?

- 22 থেকে 24 মার্চ

৪২) মুসলিম লীগের কোথাকার বার্ষিক অধিবেশনে জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব স্বীকৃত হয়েছিল?

-লাহোর

৪৩) দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?

- জিন্না (প্রথমে স্যার সৈয়দ আহমেদ পরে জিন্না )

৪৪) জিন্নার দ্বি-জাতি তত্ত্বের খসড়া কে প্রস্তুত করেন?

- হায়াত আলি

৪৫) আলাদা মুসলিম প্রদেশের ধারনা প্রথম কে ভাবেন?

- মহম্মদ ইকবাল

৪৬) মুসলিম লীগের লাহোর অনিবেশনে কে লাহোর প্রস্তাব (পরে এটি পাকিস্থান প্রস্তাবরূপে গন্য হয়) উত্থাপন করেন?

- ফজলুল হক

৪৭) কে সর্বপ্রথম লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' বলে উল্লেখ করেন?

- জিন্না

৪৮) ‘পাকিস্থান প্রস্তাব' কথাটি জিন্না সর্বপ্রথম করে ব্যবহার করেন?

- 1940 সালে 25 ডিসেম্বর মুসলিম লীগের লাহোর অধিবেশনে।

৪৯) কত সালে ‘জিন্ন-সিকান্দার প্যাক্ট স্বাক্ষরিত হয়?

 - 1940 সালে

৫০) 1940 থেকে 1946 সালের মধ্যে, পাকিস্তানের দাবি জিন্নাহ বা মুসলিম লীগ কখনোই স্পষ্ট করেনি, এর মূল লক্ষ্য ছিল শ্রেণী ও অঞ্চলের সীমানা ভেঙ্গে একটি মুসলিম জাতীয় পরিচয় প্রতিষ্ঠা করা- উক্তিটি কার?

- আয়েশা জালাল 

 

মহম্মদ জিন্নাহ দ্বিতীয় পর্ব>>>>

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম।  হিন্দু মুসলিম ঐক্যের দুত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad