Type Here to Get Search Results !

মুসলীম লীগ তৃতীয় পর্ব [Mushlim League]

মুসলীম লীগ

Set by- Manas Adhikary

মুসলীম লীগ  তৃতীয় পর্বMuslim League  – III

মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। দ্বিজাতি তত্ত্ব1937 সালের নির্বাচনমুক্তি দিবসনিষ্কৃতি দিবস

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মুসলীম লীগ। এই পর্বে থাকছে  মুসলীম লীগ কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে  কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মুসলীম লীগ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  Muslim League MCQ.

 

৫৬) কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ উলেমাদের আমন্ত্রণ জানান?

- 1918

৫৭) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস সভাপতি মতিলাল নেহেরু এবং মুসলিম লীগের সভাপতি হাকিম আজমল খান যৌথভাবে মিছিলের নেতৃত্ব দেন?

- অমৃতসর অধিবেশন, 1919

৫৮) ভারতীয় মুসলিম লীগের কততম অধিবেশনে বকরি ঈদ উপলক্ষ্যে গরু জবাই নিষিদ্ধ করার প্রস্তাব পাস হয়?

- 12 তম

(মুসলিম লীগের 12তম অধিবেশন অমৃতসরে হয়েছিল) 

৫৯) কোন সালে মুসলিম লীগ তার অমৃতসর অধিবেশনে বকরি ঈদে  ‘গরু জবাই  নিষিদ্ধ করেছিল?

- 1919

৬০) কংগ্রেসের কোন অধিবেশনে মুসলিম লীগ কংগ্রেস থেকে পৃথক হয়?

- 1924 বেলগাঁও অধিবেশনে

৬১) জাতীয়তাবাদী মুসলিম লীগ করে প্রতিষ্ঠিত হয়?

- 1928 সালে ( ইহা কংগ্রেস মুসলিম নামেও পরিচিত)

৬২) জাতীয়তাবাদী মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন?

- এম. সি. চাপলা এবং ড. আনসারি

৬৩) জাতীয়তাবাদী মুসলিম লীগ কিসের জন্য প্রতিষ্ঠিত হয়?

- ভারতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন, মুসলিম লীগের বিরোধিতা এবং দেশভাগের বিরোধিতা করার উদ্দেশ্যে জাতীয়তাবাদী মুসলিম লীগ গঠিত হয়। এই সংগঠনটি ঐক্যবদ্ধ ভারত এবং ধর্মনিরপেক্ষতার আদর্শকে সমর্থন করত।

৬৪) মুসলিম লীগের নিচের কোন অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি  পেশ করেছিলেন?

- 1929

৬৫) মুসলিম লীগের কোন অধিবেশনে, ‘সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা এর লেখক মোহাম্মদ ইকবাল উত্তর-পশ্চিমে একটি আলাদা ভারতীয় মুসলিম রাষ্ট্র গঠনের উপর জোর দিয়েছিলেন?

- 1930

 (1930 সালের এলাহাবাদ অধিবেশনে)

৬৬) মুসলমানদের জন্য একটি পৃথক দেশের প্রথম সুনির্দিষ্ট অভিব্যক্তি কোথায় ছিল?

- 1930 সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে ইকবালের সভাপতির ভাষণে

৬৭) মোহাম্মদ ইকবাল 1930 সালের মুসলিম লীগের  কোন অধিবেশনে ‘দ্বি জাতি তত্ত্ব প্রথম উত্থাপন করেন?

- এলাহাবাদ 

৬৮) মুসলিম লীগের কোন বার্ষিক অধিবেশনে জিন্নাহর দ্বিজাতি তত্ত্বকে স্বীকৃতি দেওয়া হয়?

- লাহোর

৬৯) 1937 সালের প্রাদেশিক বিধানসভা নির্বাচনে মুসলিম লীগ সংরক্ষিত 492 আসনের মধ্যে কতগুলি আসনে জয়লাভ করেছিল? 

- 109

৭০) 1937 সালের নির্বাচনে, জওহরলাল নেহেরু যুক্ত প্রদেশে মন্ত্রিসভা গঠন করেন।এখানে, মুসলিম লীগের কোন নেতা  কংগ্রেসের সাথে সরকারে যোগদানের প্রস্তাব দেন, যদিও কংগ্রেস ছিল সংখ্যাগরিষ্ঠ।

- খালিক উজ্জামান

৭১) 1937 সালের নির্বাচনে মুসলিম লীগ ও ইউনিয়নিস্ট পার্টি কোন প্রদেশে তাদের সরকার গঠন করে?

- পাঞ্জাব

(সিকান্দার হায়াত খানের নেতৃত্বে)

৭২) বাংলায় জোট সরকারে কারা জড়িত ছিল?

- কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগ

৭৩) 1937 সালে কোন জায়গায় মুসলিম লীগ কংগ্রেসের সাথে সরকার গঠন করতে চেয়েছিল কিন্তু কংগ্রেস এই প্রস্তাব গ্রহণ করেনি যার কারণে কংগ্রেস এবং লীগের মধ্যে ব্যবধান আরও বেড়ে যায়?

- সংযুক্ত প্রদেশ

৭৪) 1937 সালের নির্বাচনে মুসলিম লীগ কোন প্রদেশে সর্বাধিক আসন পায়?

- বাংলা

(39 টি)

৭৫) 1936-1937 সালের প্রদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতগুলি প্রদেশে জয়লাভ করেছিল?

- একটি ও না

৭৬) কোন সালে মুসলিম লীগ পীরপুর রিপোর্ট পেশ করে?

- 1938

৭৭) 1938 সালে হিন্দু মহাসভার অধিবেশনে কে বলেছিলেন যে কংগ্রেস একটি হিন্দু বিরোধী সংগঠন এবং কংগ্রেসীরা অকারণে মুসলিম লীগের চারপাশে ঘোরাফেরা করে এবং তিনি হিন্দুদের কংগ্রেসকে বয়কট করার আবেদন করেছিলেন?

-  ভি ডি সাভারকর

৭৮) 1939 সালে, জাফরুল হাসান এবং হাসান কাদরির সমন্বয়ে গঠিত একটি কমিটি মুসলিম লীগের পৃথক রাষ্ট্র প্রস্তাব পরীক্ষা করার জন্য আলীগড় পরিকল্পনা তৈরি করেছিল, যা 4টি পৃথক রাজ্য প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছিল। সেই পৃথক রাজ্যগুলির নাম লেখ?

- পাকিস্তান,  বাংলা, হায়দ্রাবাদ,হিন্দুস্থান

৭৯) মুসলিম লীগ কি কারনে মুক্তি  দিবস উদযাপন করে? 

- কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগের পর

৮০) কংগ্রেস মন্ত্রিসভার পদত্যাগে খুশি হয়ে কোন দিনে জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের 'মুক্তি দিবস' উদযাপনের আহ্বান জানায়?

- 22 ডিসেম্বর 1939

৮১) 1935 সালের নির্বাচনে সরকার গঠনের পর 1939 সালের অক্টোবরে কংগ্রেস, মন্ত্রিসভা থেকে পদত্যাগ কলে মুসলিম লীগ জিন্নার নেতৃত্বে 22 ডিসেম্বর 1939 মুক্তি দিবস হিসাবে উদযাপন করে। এটিকে সমর্থনকারী নেতা কে ছিলেন?

- ভীমরাও আম্বেদকর

৮২) 1939 সালে কংগ্রেস মন্ত্রিসভায় পদত্যাগের পর 22 ডিসেম্বর 1939 সালে কে মুক্তি দিবস উদযাপন করেন?

- মুসলিম লীগ 

৮৩) মুসলিম লীগ (জিন্নাহ) করে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস বা পরিত্রান দিবস পালন করেন?

- 1939 সালে 22  ডিসেম্বর

৮৪) মুসলিম লীগ তাদের কোন অধিবেশনে ভারত ভাগের দাবিতে প্রস্তাব করেছিল?

- লাহোরে  

৮৫) 1940 সালে মুসলিম লীগের অধিবেশনে কে পাকিস্তান সৃষ্টির প্রস্তাব করেছিলেন?

- খালিকুজ্জামান  

(এই প্রস্তাবটি ফজলুল হক পেশ করেন এবং খালীকুজ্জামান অনুমোদন করেন।) 

৮৬) কোন বছরে মুসলিম লীগ একটি পৃথক রাষ্ট্রের প্রস্তাব (পাকিস্তান প্রস্তাব) গ্রহণ করে?

- 1940

৮৭) কে কে  23 মার্চ, 1940 সালে মুসলিম লীগ কর্তৃক গৃহীত লাহোর প্রস্তাবের সাথে যুক্ত ছিল?

- সিকান্দার হায়াত খান, ফজলুল হক, খালিকুজ্জামান 

৮৮) মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল?

- 1940 সাল

৮৯) লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান দাবি কবে করা হয়?

- 23 মার্চ 1940 সালে লাহোর অধিবেশনে

৯০) 23 মার্চ 1940 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান দাবি করা হয়। এই অধিবেশনের সভাপতি কে ছিলেন?

- মোহাম্মদ আলী জিন্নাহ

৯১) 1940 সালের মুসলিম লীগের লাহোর প্রস্তাবের খসড়াটি কে রচনা করেন?

- সিকান্দার হায়াত খান

৯২) নিখিল ভারত মুসলিম লীগের 1940 সালের অধিবেশনে কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?

- আবুল কাশেম ফজলুল

৯৩) পাকিস্তান প্রস্তাবকে সমর্থন করেছিলেন কে?

 - খালি কুজ্জামান 

৯৪) কত সালে মুসলিম লীগ একটি পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রস্তাব পাস করে?

- 23 মার্চ 1940

(সম্মেলনে সভাপতিত্ব করার সময় জিন্নাহ তার বক্তৃতায় বলেছিলেন যে তিনি একটি পৃথক মুসলিম রাষ্ট্রছাড়া কিছুই গ্রহণ করবেন না।)

৯৫) মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তান সৃষ্টিকে তার প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করে?

- 1941 মাদ্রাজ অধিবেশন 

৯৬) ভাগকরো  ও ছেড়ে দাও- এই স্লোগান কে দিয়েছিলেন?

- মুসলিম লীগ

৯৭) মুসলিম লীগের কোন অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ ‘ভাগ করো এবং ছেড়ে দাও স্লোগান  দেয়?

- করাচি অধিবেশন, 1943 

৯৮) কোন তারিখে মুসলিম লীগ 'পাকিস্তান দিবস' উদযাপন করে?

- 23 মার্চ 1943

৯৯) ভারত ছাড়ো আন্দোলনের পরে, মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে অচলাবস্থা নিরসনের জন্য 1944 সালে কার দ্বারা 'ওয়ে আউট' নামে একটি প্রচারপত্র জারি করা হয়েছিল?

- সি রাজাগোপালাচারী

 ১০০) মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য ‘C.R. ফর্মুলা কে তৈরি করেছিলেন?

- রাজাগোপালাচারী 

১০১) কোন নেতা মহাত্মা গান্ধীকে চিঠি লিখে পরামর্শ দিয়েছিলেন যে কংগ্রেসের উচিত পাকিস্তানের জন্য মুসলিম লীগের দাবিকে একটি প্রয়োজনীয় মন্দ হিসেবে মেনে নেওয়া?

- রাজাগোপালাচারী 

 

 

মুসলীম লীগ  দ্বিতীয় পর্ব>>>>  

মুসলীম লীগ  চতুর্থ পর্ব>>>>   

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। দ্বিজাতি তত্ত্ব1937 সালের নির্বাচনমুক্তি দিবসনিষ্কৃতি দিবস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad