মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ
Set by- Manas Adhikary
মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ দ্বিতীয় পর্ব। Muslim League & Muhammad Ali Jinnah – II
মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্না। মুসলীম লীগের প্রতিষ্ঠা। মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। লখনউ চুক্তি।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ। এই পর্বে থাকছে মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Muslim League & Muhammad Ali Jinnah MCQ.
১) কার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
- আগাখান ও নবাব সালিমুল্লাহ
২) শের-ই-বাংলা কোন মুসলিম লীগ নেতাকে বলা হয়
- নবাব সলিমুল্লাহ
৩) সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় 1906 সালে?
- ঢাকা
৪) মুসলিম লীগ গঠনের পরিকল্পনা কোথায় করা হয়েছিল?
- লন্ডন
৫) ঢাকার নবাব 'সলিমুল্লাহ খান' কবে ঢাকায় 'মোহামেডান এডুকেশন কনফারেন্স'-এর সভায় 'সর্ব ভারতীয় মুসলিম লীগ' প্রতিষ্ঠার ঘোষণা করেন?
- 30 ডিসেম্বর 1906
৬) মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
- 30 ডিসেম্বর 1906
৭) যে রাজনৈতিক সভায় মুসলিম গঠিত হয় সেই রাজনৈতিক সভার প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?
- সলিমুল্লাহ খান
৮) যে রাজনৈতিক সভায় মুসলিম গঠিত হয় সেই রাজনৈতিক সভার প্রথম সচিব কে ছিলেন?
- যুগ্ম সম্পাদক ছিলেন মহসিন উল মুলক ও নিজাম উল মুলক
৯) মুসলিম লীগ স্থাপিত হয়েছিল কোন বড়লাটের সময়কালে?
- লর্ড মিন্টো-II
১০) সিমলা ডেপুটেশন ও মুসলিম লীগ সৃষ্টির পেছনে কোন ইংরেজ কর্মচারীর উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ
- ডানলপ স্মিথ
১১) অখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
- ক) ব্রিটিশ সরকারের সামনে ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থের পক্ষে ওকালতি করা।
খ) ভারতীয় মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের অনুভূতি উত্সাহিত করা।
গ) অন্যান্য সম্প্রদায়ের প্রতি ভারতীয় মুসলমানদের মধ্যে কোনও শত্রুতা বোধ না করা।
১২) মুসলিম লীগের প্রাথমিক সদর দপ্তর কোথায় ছিল?
- আলীগড়
১৩) 1906 সালে মুসলিম লীগ গঠনের সময়, এর সদর দপ্তর ছিল আলীগড়ে, এই সদর দপ্তর 1913 সালে কোথায় স্থানান্তরিত হয়?
- লখনউ
১৪) 1906 সালের নভেম্বরে কোন সংগঠনের বিরুদ্ধে আদিবাসী মুসলমানদের দ্বারা ‘বেঙ্গল মহামেডান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়েছিল?
- মুসলিম লীগ
১৫) মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন কবে হয়েছিল?
- 1907 সালের ডিসেম্বর মাসে
১৬) মুসলিম লীগের প্রথম বার্ষিক অধিবেশন 1907 সালের ডিসেম্বর মাসে কোথায় হয়েছিল?
- করাচি
১৭) মুসলিম লীগের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
- নবাব ওয়াকার উল মুলক মুস্তাক হোসেন (মতান্তরে স্যার আদমজী পীরভাই)
১৮) মুসলিম লীগের প্রথম অধিবেশনে কি হয়েছিল?
- 1907 খ্রিস্টাব্দে করাচিতে মুসলিম লীগের প্রথম অধিবেশনে মুসলিম লীগের সংবিধান প্রণীত হয়।
১৯) মুসলিম লীগের সংবিধান খসড়া কবে গৃহীত হয়?
- 29 ডিসেম্বর 1907 তারিখে করাচিতে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে
২০) মুসলিম লীগের সংবিধানের খসড়া কে তৈরি করেন?
- মাওলানা মোহাম্মদ আলী জোহর (মাওলানা মোহাম্মদ আলী জওহর ছিলেন একজন ভারতীয় মুসলিম নেতা, কর্মী, পণ্ডিত, সাংবাদিক এবং কবি এবং খিলাফত আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন।)
২১) মুসলিম লীগের সংবিধানের খসড়া জাফর আলী প্রণয়ন করেন।মুসলিম লীগের সংবিধানকে কী বলা হয়?
- গ্রিন বুক
২২) মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
- আগা খান
২৩) আগা খান কবে মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে ঘোষিত হন?
- 1908 সালে
২৪) 1908 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- অমৃতসরে
(1907 সালে করাচিতে)
২৫) 1908 সালে কোন অধিবেশনে মুসলিম লীগ ‘পৃথক নির্বাচকমণ্ডলী’ দাবি করেছিল?
- অমৃতসর
২৬) 1908 সালে, কার সভাপতিত্বে লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগের একটি শাখা প্রতিষ্ঠিত হয়?
- সৈয়দ আমীর আলী ইমাম
২৭) মুসলিম লীগের প্রথম সাম্মানিক প্রেসিডেন্ট কে ছিলেন?
- সুলতান মহম্মদ শাহ
২৮) পাঞ্জাব মুসলিম লীগ কে গঠন করেন?
- মহম্মদ সফি
২৯) কার নেতৃত্বে মুসলিম লীগের একটি দল সাইমন কমিশনকে সমর্থন করেছিল?
- মোহাম্মদ শফি
(জিন্নাহ তখন সাইমন কমিশনের বিরুদ্ধে ছিলেন)
৩০) কংগ্রেস শাসিত প্রদেশে মুসলিমদের উপর অত্যাচারের তদন্তের জন্য মুসলিম লীগ নিম্নলিখিত কোন কমিটি গঠন করেছিল?
- পীরপুর কমিটি
৩১) ভারতীয় মুসলিম লীগ সম্পাদিত সংবাদপত্রের নাম কী?
- স্টার অফ ইন্ডিয়া
৩২) মুসলিম লীগের সাথে দূরত্ব কমানোর লক্ষ্যে কংগ্রেস আগা খানের সভাপতিত্বে বাঁকিপুর অধিবেশন করার চেষ্টা করে কিন্তু সফলতা পায়নি। 1912 খ্রিস্টাব্দের এই অধিবেশনে নিম্নলিখিতদের মধ্যে কে সভাপতিত্ব করেছিলেন?
- রঙ্গনাথ নরসিংহ মুধোলকর
৩৩) মুসলিম লীগ কোন অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভারতে স্বশাসন প্রতিষ্ঠায় অন্য কোন দলের সাথে এই শর্তে সহযোগিতা করতে পারে যে দলটি মুসলমানদের স্বার্থের ক্ষতি করবে না?
- 1912 কলকাতা অধিবেশন
(1913 সালের লখনউ অধিবেশনে মুসলিম লীগ স্বশাসনকে জাতীয় লক্ষ্য হিসাবে গ্রহণ করে।)
৩৪) লখনউ চুক্তির আগে (1916 খ্রি.), মুসলিম লীগ কোন অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভারতের অনুকূল স্ব-শাসন প্রতিষ্ঠায় অন্য দলকে সহযোগিতা করবে?
- 1912 খ্রিস্টাব্দ, কলকাতা অধিবেশন
৩৫) মোহাম্মদ আলী জিন্নাহ কবে মুসলিম লীগের সদস্যপদ গ্রহণ করেন?
- 1913
৩৬) মোহাম্মদ আলী জিন্নাহ কবে মুসলিম লীগ পুনর্গঠন করেন?
- 1913
৩৭) 1916 সালে কংগ্রেসের লখনউ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের জোট হয়েছিল। কংগ্রেসের কোন অধিবেশনে এই জোটের এই পরিকল্পনা করা হয়েছিল?
- করাচি অধিবেশন (1913)
৩৮) মুসলিম লীগের কোন অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমবারের মতো সভাপতি হন?
- 1916, লখনউ অধিবেশন
৩৯) 1916 সালের ডিসেম্বরে, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় মুসলিম লীগ একই সময়ে কোথায় তাদের অধিবেশন করেছিল?
- লখনউ
৪০) কংগ্রেসের লখনউ অধিবেশনে কবে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তি হয়?
- 1916
৪১) কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের আমলে মুসলিম লীগের সাথে কংগ্রেসের একীকরণ চুক্তি হয়েছিল?
- লর্ড চেমসফোর্ড
(1916 সালে লখনউ অধিবেশন)
৪২) কংগ্রেসের কোন সম্মলনে মুসলিম লীগ এবং কংগ্রেস একটি যৌথ কমিটি গঠন করেছিল?
- লখনউ কনভেনশন (1916 সাল)
৪৩) কবে কংগ্রেস ও মুসলিম লীগ প্রথমবারের মতো একটি সাধারণ সাংবিধানিক কর্মসূচি প্রণয়ন করে?
- 1916
৪৪) লখনউ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
- মুসলিম লীগ এবং কংগ্রেস
৪৫) মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?
- 16 আগস্ট 1916
৪৬) লখনউ চুক্তি স্বাক্ষরের সময় কোন মুসলিম নেতারা উপস্থিত ছিলেন?
- বাংলার ফজলুল হক, পাঞ্জাবের ফজলী হুসেন এবং যুক্তপ্রদেশের জিন্নাহ
৪৭) 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তির বিরোধিতা করেন কে?
- মদন মোহন মালব্য
৪৮) কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ঐকমত্যের সময়কাল দেখায়?
- 1916-1922
৪৯) 1916 সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে চুক্তি স্বাক্ষরে কে প্রধান ভুমিকা গ্রহন করেন?
- তিলক
৫০) কাদের প্রচেষ্টায় লখনউ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ এর মধ্যে সমঝোতা(1916) হয়েছিল?
- বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ
৫১) কংগ্রেসের 1916 সালের লখনউ অধিবেশনে সুদূরপ্রসারী ফলাফল হিসাবে কোন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল?
- মুসলিম লীগের পৃথক নির্বাচনী এলাকার দাবি মান্যতা দেওয়া
৫২) কোন অধিবেশনে, 1916 সালে কংগ্রেস মুসলিম লীগকে একটি পৃথক নির্বাচনী এলাকা গ্রহণে ছাড় দেয়?
- লখনউ
৫৩) লখনউ চুক্তি অনুসারে বিহারে মুসলিম লীগের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত ছিল?
- 25%
৫৪) কোন ঘটনার জন্য কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি ভেঙ্গে যায়?
- অসহযোগ আন্দোলন স্থগিত করা
৫৫) 1916 সালে, কংগ্রেস এবং মুসলিম লীগ একত্রিত হয় এবং তারপর আবার কবে পৃথক হয়ে যায়?
- 1924
মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ প্রথম
পর্ব>>>>
মুসলীম লীগ ও মহম্মদ জিন্নাহ তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্না। মুসলীম লীগের প্রতিষ্ঠা। মুসলীম লীগের উদ্দেশ্য। চৌদ্দ দফা দাবি। পাকিস্তান প্রস্তাব। লখনউ চুক্তি।