মহম্মদ আলি জিন্নাহ
Set by- Manas Adhikary
মহম্মদ জিন্নাহ দ্বিতীয় পর্ব। Muhammad Ali Jinnah – II
মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম। হিন্দু মুসলিম ঐক্যের দুত।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মহম্মদ জিন্নাহ। এই পর্বে থাকছে মহম্মদ জিন্নাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহম্মদ জিন্নাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Muhammad Ali Jinnah MCQ.
৫১) আবদুল গাফ্ফার খানকে নপুংসক বলে অভিহিত করেছেন কে?
- জিন্নাহ
৫২) কোন অধিবেশনে বলেছিলেন - দেশভাগ করো ও ভারত ছাড়ো?
- করাচী, 1943 সালে
৫৩) 1943 সালের এপ্রিল মাসে, জিন্নাহ কাকে জঙ্গি পাঠানদের হিন্দুধর্মে বদলীকরণ এবং তাদের নপুংসক করার জন্য দায়ী ব্যক্তি বলে অভিহিত করেছিলেন?
- খান আব্দুল গাফফার খান
৫৪) কোনটির ব্যর্থতার পর 1945 সালের 14 জুলাই জিন্নাহ সিমলা সম্মেলনের ব্যর্থতা ঘোষণা করেন?
- সিমলা অধিবেশন
৫৫) 1946 সালে, কে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত ছিলেন অর্থ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি হয়েছিলেন?
- লিয়াকত আলী খান
৫৬) 1946 সালে জিন্নাহ কর্তৃক ডাকা 'ডাইরেক্ট অ্যাকশন ডে'-এর প্রধান উদ্দেশ্য কি ছিল?
- ক্যাবিনেট মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের জন্য লীগের দাবিতে চাপ দেওয়া।
৫৭) জিন্নাহ কবে পৃথক রাষ্ট্র পাকিস্তান অর্জনের জন্য ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ পালনের ঘোষণা করেন?
- 16 আগস্ট 1946
৫৮) 23 ফেব্রুয়ারি 1946 সালে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে কে প্ররোচিত করেছিলেন?
- বল্লভভাই প্যাটেল এবং মোহাম্মদ আলী জিন্নাহ
৫৯) কোন উপলক্ষে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন যে –‘আমরা সাংবিধানিক পদ্ধতির প্রতি শ্রদ্ধা জানাই। আজ আমরা একটি পিস্তলও তৈরি করেছি এবং এটি ব্যবহার করতেও আমরা জানি’?
- 1946 সালে যখন লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়
৬০) কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অচলাবস্থার অবসান ঘটাতে কবে লন্ডনে একটি সম্মেলন আহ্বান করা হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী অ্যাটলি, ভাইসরয় ওয়াভেল, কংগ্রেস থেকে জওহরলাল নেহেরু এবং মুসলিম লীগের জিন্নাহ অংশগ্রহণ করেছিলেন কিন্তু অচলাবস্থা ভাঙতে সফল হননি?
- ডিসেম্বর 1946
(3-6, ডিসেম্বর 1946)
৬১) 1906 সালে মুসলিম লীগে প্রতিষ্ঠা হলে এই মুসলিম লীগের প্রতি জিন্নার মনোভাব কেমন ছিল?
- বিরোধিতা করেছিলেন।
৬২) জিন্না কে ‘কায়দ-ই-আজম' উপাধি কে দিয়েছিলেন?
- মৌলানা মজহার উদ্দীন শাহীদ (1938 সালে)
(12 আগস্ট 1947 তারিখে, পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্নাহকে কেন্দ্রীয় পরিষদ 'কায়েদ-ই-আজম' উপাধি প্রদান করে।)
৬৩) কমিশনের 8 জন সদস্য ছাড়াও জওহরলাল নেহরু, মহম্মদ আলী জিন্নাহ এবং মাউন্টব্যাটেনের সাথে আলোচনার পর কবে র্যাডক্লিফ মানচিত্রে ভারত-পাকিস্তান সীমান্ত নির্ধারণ করেন, যাকে ‘র্যাডক্লিফ লাইন’ বলা হয়?
- 17 আগস্ট 1947
৬৪) কবে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত থেকে করাচি চলে যান?
- 7 আগস্ট 1947 ক (মতান্তরে 11 আগষ্ট)
৬৫) পাকিস্তানের দাবিতে পৃথক রাষ্ট্রের আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- মহম্মদ আলী জিন্নাহ
৬৬) পাকিস্তান নামটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
- চৌধুরী রহমত আলী (1933 সালে তিনি তখন কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন, সেইসময় নাও এন্ড নেভার পত্রিকায় 'পাকিস্তান' শব্দটি উল্লেখ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে অনেকেই মনে করেন এটির উত্তর মহম্মদ ইকবাল। কিন্তু 1930 সালে মহম্মদ ইকবাল এলাহবাদ অধিবেশনে আলাদা মুসলিম প্রদেশের কথা বলেছিলেন। পাকিস্থান কথাটি তখন তিনি বলেন নি)
৬৭) পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
- লিয়াকত আলী
৬৮) পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন?
- জিন্না
৬৯) ভারতে জিন্না হাউস কোথায় অবস্থিত?
- মালাবার হিল
৭০) প্রথম কোন কংগ্রেস নেতা পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিলেন?
- রাজাগোপালাচারি
৭১) কে বলেছে- ‘হে মুসলমান, তোমরা বঙ্গভঙ্গ সমর্থন কর নইলে কেয়ামতের দিনে আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করবেন না।‘
- হাকিম আজমল খান
৭২) ভারত ভাগের বিকল্প হিসেবে, গান্ধীজি মাউন্টব্যাটেনকে কোন পরামর্শ দিয়েছিলেন?
- জিন্নাহকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো
৭৩) লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান বিভক্তির জন্য কাকে দায়ী করেন?
- জিন্নাহ
৭৪) পাকিস্তানের জনক ইকবাল ও জিন্নাহ নয়, লর্ড মিন্টো ছিলেন – উক্তিটি কার?
-রাজেন্দ্র প্রসাদ
৭৫) পাকিস্তান বিভাজনের রায় দেওয়ার সময় কোন ধর্মের বিপুল সংখ্যক জনগন লাল কেল্লার বাইরে দাঁড়িয়ে মামলার শুনানির অপেক্ষা করছিল, এবং জিন্নাহর সমালোচনা করছিল?
- মুসলিম
৭৬) 1947 সালে পাকিস্থানের করাচীতে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন?
- জিন্না
৭৭) পাকিস্থানের স্থপতি কে?
- জিন্না
৭৮) ভারতের কমান্ডার-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল স্যার অ্যান্ড্রু স্ক্রীনের নেতৃত্বে স্ক্রিন কমিটির ভারতীয় সদস্য কে ছিলেন?
- মতিলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ, এম রামচন্দ্র রাও
(এ আর আয়েঙ্গার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলেন। স্ক্রিন কমিটিকে ইন্ডিয়ান স্যান্ডহার্স্ট কমিটিও বলা হয়।)
৭৯) কারা মুন্দিমান কমিটির ভারতীয় সদস্য ছিলেন?
- স্যার শিবস্বামী আইয়ার, স্যার তেজবাহাদুর সাপ্রু, ড. আর পি পরাঞ্জপে, মোহাম্মদ আলী জিন্নাহ
৮০) মহম্মদ আলী জিন্নাহকে 'হিন্দু মুসলিম ঐক্যের দুত’ (Ambassador of Hindu Mislim Unity) বলে কে আখ্যায়িত করেন?
-সরোজিনী নাইডু
৮১) জিন্নাহকে সাম্প্রদায়িক কুসংস্কারমুক্ত হিন্দু-মুসলিম ঐক্যের মহান নেতা বলে কে অভিহিত করেন?
- গোখলে
(হিন্দু-মুসলিম ঐক্যের দুত বলে অভিহিত করেন সরোজিনী নাইডু)
৮২) 'নেহেরু একজন দেশপ্রেমিক, আর জিন্নাহ একজন রাজনীতিবিদ' - এই উক্তিটি কার?
- মহম্মদ ইকবাল
৮৩) মহম্মদ আলী জিন্নাহ কোন গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেন?
- প্রথম ও দ্বিতীয়
৮৪) কংগ্রেস হল সোনার হিন্দুদের ফ্যাসিবাদী কংগ্রেস- উক্তিটি কার?
- জিন্নাহ
৮৫) ‘জিন্নাহ হিজ সাকসেস ফেইলিউর অ্যান্ড রোল ইন হিস্ট্রি’- বইটির লেখক কে?
- ইশতিয়াক আহমেদ
(ইশতিয়াক আহমেদ মোহাম্মদ আলী জিন্নাহর জীবনের উপর ভিত্তি করে একটি নতুন বই ‘জিন্নাহ হিজ সাকসেস ফেইলিউর অ্যান্ড রোল ইন হিস্ট্রি’গ্রন্থটি রচনা করেন)
৮৬) কার বই ‘দ্য ম্যান হু ডিভাইডেড ইন ইন্ডিয়া: অ্যান ইনসাইট ইন জিন্নাহস লিডারশিপ অ্যান্ড ইটস আফটারমাথস’
- রফিক জাকারিয়া
৮৭) আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় কে বলেছিলেন যে পাকিস্তান কেবলমাত্র একটি লক্ষ্য অর্জন নয়, এটিই একমাত্র লক্ষ্য যার দ্বারা এদেশে ইসলামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়?
- মহম্মদ আলী জিন্নাহ
৮৮) হিন্দু ও মুসলমান দুটি ধর্ম নয়, দুটি জাতি – উক্তিটি কার?
- মহম্মদ আলী জিন্নাহ
৮৯) কোন ব্যক্তি ব্রিটিশ নীতি ‘ভাগ করো এবং শাসন করো’কে উল্টো করে ডাক দিয়েছিলেন যা ‘ভাগ করো এবং ভারত ছাড়ো’?
- মহম্মদ আলী জিন্নাহ
৯০) ভারত ছাড়ো আন্দোলনকে গান্ধীজির হিমালয়ের মতো ভুল বলে কে বর্ণনা করেছেন?
- মহম্মদ জিন্নাহ
৯১) মহাত্মা গান্ধীকে ‘মিষ্টার গান্ধী বলে কে সম্বোধন করতেন?
- জিন্না
৯২) ‘পাকিস্তানের সূচনা হয় তখন থেকে যখন মহম্মদ বিন কাশিম বিজয়ীর বেশে সিন্ধুতে পদার্পন করেন'- উক্তিটি কার?
- জিন্না
৯৩) ‘ No there is a third party, the Musalmans’ - এই উক্তিটি কার?
- জিন্না
৯৪) কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর - উক্তিটি কার?
- জিন্না
৯৫) ‘আমি রাজনীতিতে এই ছদ্ম-ধর্মীয় নীতির সাথে মোটেও একমত নই। কংগ্রেস, গান্ধী এবং আমার আলাদা পথ আছে। আমি সাধারণ মানুষকে উস্কে দিতে বিশ্বাস করি না। রাজনীতি হল অভিজাতদের খেলা।‘ - অসহযোগ আন্দোলনের প্রতি বিরোধী অবস্থান গ্রহণের সিদ্ধান্তের পিছনে কে এই যুক্তি দিয়েছিলেন?
- মহম্মদ আলী জিন্নাহ
৯৬) জিন্না কার সম্পর্কে বলেছিলেন যে আমি কেবল একজন নেতাকে মানি আর তিনি হলেন -------?
- সুভাষ চন্দ্র বসু
৯৭) জালিয়ানওয়ালাবাগ আমার শারীরিক হত্যা এবং সাইমন কমিশনের আধ্যাত্মিক হত্যা?
- জিন্নাহ
৯৮) ‘আমি ফার্স্ট ক্লাসে যাতায়াত করতে যে পরিমান অর্থ খরচ করি তাঁর থেকে বহুগুণ বেশি টাকা দিয়ে গান্ধীজী ট্রেনে থার্ড ক্লাসে যাতায়াত করেন’- উক্তিটি কার?
- মহম্মদ আলী জিন্নাহ
৯৯) কে গান্ধীজিকে হুমকির স্বরে সতর্ক করে বলেছিলেন - আপনি এমন কিছু করবেন না যাতে মুসলিম ধর্মীয় নেতা এবং তাদের অনুসারীরা ধর্মান্ধ হয়ে যায়?
- মহম্মদ আলী জিন্নাহ
১০০) যে মুসলমানরা হেফাজতের দাবি করে তারা মূর্খ এবং যে হিন্দুরা তা প্রত্যাখ্যান করে তারা তাদের চেয়ে বেশি বোকা – উক্তিটি কার?
- মহম্মদ আলী জিন্নাহ
১০১) কে মাউনটব্যাটেন ঘোষিত পাকিস্তানকে ‘বিকলাঙ্গ ও কীটদগ্ধ’ বলেন?
- মহম্মদ আলি জিন্না
১০২) লর্ড মাউন্টব্যাটেন কোন ব্যক্তি সম্পর্কে বলেছিলেন যে - তিনি একজন মানুষ নয় বরং বলা ভালো তিনি একজন বরফের বস্তা, সবসময় তাকে গলাতে হয়।
- জিন্নাহ
১০৩) জিন্নাহ দেশভাগ চান বা না চান, এখন আমরা নিজেরাই দেশভাগ চাই – উক্তিটি কার?
- সর্দার বল্লভভাই প্যাটেল
১০৪) কে বলেছিলেন যে পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করেছিল যার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান?
- আগা খান
১০৫) সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কে বেলুনে 'সাইমন কমিশন গো ব্যাক' লিখে বাতাসে উড়িয়ে দিয়েছিলেন এবং বেলুনটি সাইমনের কাছে গিয়ে পড়েছিল?
- খালিক উজ্জমান
১০৬) কোন দল বা সংগঠন মহম্মদ আলী জিন্নাহকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিল?
- কংগ্রেস সমাজবাদী পার্টি
১০৭) কাকে পাকিস্তানে বাবায়ে-কওম বলা হয়?
- মহম্মদ আলী জিন্নাহ
১০৮) ভারতকে বিশ্বাস ও ধর্মের দেশ বলে কে অভিহিত করেন?
- জিন্নাহ
১০৯) কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- জিন্না
১১০) হামদর্দ পত্রিকার প্রকাশক কে ছিলেন?
- জিন্না
মহম্মদ জিন্নাহ তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান
প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম। হিন্দু
মুসলিম ঐক্যের দুত।