মদন মোহন
মালব্য
Set by- Manas Adhikary
মদন মোহন মালব্য দ্বিতীয় পর্ব। Pandit Madan Mohan Malaviya– II
মদন মোহন মালব্য। হিন্দুমহাসভার প্রতিষ্ঠাতা। পুনা চুক্তি। কংগ্রেস ন্যাশানালিস্ট দল। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।উত্তরপ্রদেশ কিষাণ সভা। ভিখারিদের রাজা।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো মদন মোহন মালব্য। এই পর্বে থাকছে মদন মোহন মালব্য কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মদন মোহন মালব্য সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Pandit Madan Mohan Malaviya MCQ.
৪১) কে দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করে?
- মদন মোহন মালব্য, পেয়ারেলাল নায়ার, মহাদেব দেশাই, সরোজিনী নাইডু
৪২) কংগ্রেস ন্যাশানালিস্ট দল কার দ্বারা গঠিত হয়?
- মদন মোহন মালব্য
(মদন মোহন মালভিয়া এবং এমএস অ্যান কংগ্রেসের মধ্যে একটি শক্তিশালী প্রভাবশালী ওয়ার্কিং গ্রুপ হিসাবে কাজ করার জন্য কংগ্রেস ন্যাশানালিস্ট দল গঠন করেন।)
৪৩) কে কংগ্রেস থেকে আলাদা হয়ে আলাদা কংগ্রেস রাষ্ট্রবাদী দল গঠন করেন?
- মদন মোহন মালব্য
৪৪) মতিলাল নেহেরু এবং মদন মোহন মালব্য কখন স্বতন্ত্র দল গঠন করেন?
- 1922
৪৫) কোন সংস্থাটি মদন মোহন মালব্য প্রতিষ্ঠা করেছিলেন?
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, হিন্দু মহাসভা
৪৬) ‘উত্তরপ্রদেশ কিষাণ সভা’ কে প্রতিষ্ঠা করেন?
- ফেব্রুয়ারি 1918
৪৭) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (B.H.U.) প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- মদন মোহন মালব্য
৪৮) পন্ডিত মদনমোহন মালব্য কোন সালে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (B.H.U.) প্রতিষ্ঠা করেন?
- 1916
৪৯) 'সেন্ট্রাল হিন্দু স্কুলকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন কে?
- পন্ডিত মদন মোহন মালব্য
(অ্যানি বেসান্ট 1898 সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা 1916 সালে পন্ডিত মদন মোহন মালব্য দ্বারা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হিসাবে পরিপূর্ণতা লাভ করে।)
৫০) কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন?
- লর্ড হার্ডিঞ্জ
৫১) বেনারস বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য মদনমোহন মালব্যকে টাকা কে দিয়েছিলেন?
- নিজাম
৫২) 1916 সালে প্রতিষ্ঠিত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জন্য কে জমি অনুদান দিয়েছিলেন?
- প্রভু নারায়ণ
৫৩) কোন শাসক 1916 সালে, মদন মোহন মালভিয়াকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (B.H.U.) প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আর্থিক সহায়তা দিয়েছিলেন?
- বিকানোর
(বিকানোরের শাসক গঙ্গা সিং)
৫৪) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ‘ভারতের জন্য গণপরিষদ’ বিষয়ে বক্তৃতা দেওয়ার সময় কে ভারতের ভবিষ্যতের সংবিধান গঠনের তীব্র বিরোধিতা করেন?
- মরিস গুয়ার
৫৫) দেশের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ‘বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়’ এর প্রথম উপাচার্য কে ছিলেন?
- রায় বাহাদুর সুন্দর লাল
৫৬) কে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষার পক্ষে জোরালোভাবে সমর্থন করেছিলেন?
- মদন মোহন মালব্য
৫৭) মদন মোহন মালব্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- গোরখপুর
৫৮) ইউনাইটেড প্রদেশে কিষাণ সভা গঠনকারী ইন্দ্র নারায়ণ দ্বিবেদী, মূলত কার অনুসারী ছিলেন?
- মদন মোহন মালব্য
৫৯) কোন পত্রিকাটি মদন মোহন মালব্য সম্পাদনা করেন?
- অভ্যুদয়, হিন্দুস্থান, লিডার, ভারত
৬০) ভারতেন্দু হরিশচন্দ্রের পত্রিকা হরিশ্চন্দ্রচন্দ্রিকা-এ কে মকরন্দ নামে লিখতেন?
- মদন মোহন মালব্য
৬১) ইংরেজি সাপ্তাহিক 'নিউ ইন্ডিয়া' কে শুরু করেন?
- মদন মোহন মালব্য
৬২) সত্যমেব জয়তে স্লোগানটি কার সাথে সম্পর্কিত?
- মদন মোহন মালব্য
৬৩) ‘হিন্দি হিন্দু হিন্দুস্তান’ স্লোগান কে দিয়েছিলেন?
- ভারতেন্দু হরিশ্চন্দ্র
৬৪) ব্রিটিশ অর্থনৈতিক নীতি কে 'ঔপনিবেশিক অর্থনীতি' বলে অভিহিত করেন?
- মদন মোহন মালব্য
৬৫) 1935 সালের আইনের প্রেক্ষিতে কে বলেছেন - বাইরে থেকে কিছু গণতান্ত্রিক কিন্তু ভিতরে সম্পূর্ণ ফাঁপা..?
- মদন মোহন মালব্য
৬৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের 1909 সালের অধিবেশনে কে বলেছিলেন যে ভারতীয় ভাইসরয়দের মধ্যে রিপন সবচেয়ে জনপ্রিয়?
- মদন মোহন মালব্য
৬৮) মদন মোহন মালব্যকে বড় মনের মানুষ বলে কে আখ্যায়িত করেন?
- মহাত্মা গান্ধী
৬৯) গান্ধীজি কাকে ‘ভিখারিদের রাজা’ বলে অভিহিত করেন?
- মদন মোহন মালব্য
৭০) 2014 সালে কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল?
- অটল বিহারী বাজপেয়ী এবং পণ্ডিত মদন মোহন মালব্য
৭১) অরুণা আসফ আলী যখন একজন মুসলমানকে বিয়ে করেন, তখন তার বিয়ে কে মেনে নেয়নি?
- মদন মোহন মালব্য
মদন মোহন মালব্য প্রথম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মদন মোহন মালব্য। হিন্দুমহাসভার প্রতিষ্ঠাতা। পুনা চুক্তি। কংগ্রেস ন্যাশানালিস্ট দল। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।উত্তরপ্রদেশ কিষাণ সভা। ভিখারিদের রাজা।