Type Here to Get Search Results !

মদন মোহন মালব্য প্রথম পর্ব [Madan Mohan Malaviya]

 

মদন মোহন মালব্য

Set by- Manas Adhikary

 


মদন মোহন মালব্য প্রথম পর্বPandit Madan Mohan Malaviya– I

মদন মোহন মালব্য। হিন্দুমহাসভার প্রতিষ্ঠাতা। পুনা চুক্তি কংগ্রেস ন্যাশানালিস্ট দলবেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়উত্তরপ্রদেশ কিষাণ সভাভিখারিদের রাজা

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মদন মোহন মালব্য। এই পর্বে থাকছে  মদন মোহন মালব্য কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মদন মোহন মালব্য অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরPandit Madan Mohan Malaviya MCQ.     

 

 

১) মদনমোহন মালব্য কোন বর্ণের ছিলেন?

- ব্রাহ্মণ

২) পন্ডিত মদনমোহন মালব্য কোথায় পড়াশোনা শেষ করেন?

- এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রয়াগরাজ

৩) মদন মোহন মালব্যের উপাধি কি?

- মহামান্য  

৪) কে দুবার কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন

 - ডব্লিউ সি ব্যানার্জি,  সুরেন্দ্র নাথ ব্যানার্জি, মতিলাল নেহেরু,  মদন মোহন মালভিয়া,  উইলিয়াম ওয়েডারবার্ন

৫) কংগ্রেসের রজত জয়ন্তী উদযাপনের অধ্যক্ষ কে ছিলেন??

- মদন মোহন মালব্য

৬) সুরাটের অধিবেশনের অভ্যর্থনা কমিটির সভাপতি কে ছিলেন?

- মদন মোহন মালব্য 

৭) 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে কে ‘বয়কট’ প্রস্তাব পেশ করেন?

- মদন মোহন মালব্য

৮) 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তির বিরোধিতা করেন কে?

- মদন মোহন মালব্য

৯) পন্ডিত মদন মোহন মালব্যের নেতৃত্বে দিল্লিতে কংগ্রেস অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

- 1918  দিল্লি অধিবেশন

(এই অধিবেশনে বাল গঙ্গাধর তিলক নির্বাচিত হয়েছিলেন কিন্তু চিরোল মামলায় তাঁকে ইংল্যান্ডে যেতে হয়েছিল, তাই পণ্ডিত মালব্য রাষ্ট্রপতি হন এবং এই অধিবেশনে আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি পেশ করা হয়।)

১০) 1919 সালের 18 মার্চ রাউলাট আইন পাসের প্রতিবাদে কোন কোন ভারতীয় নেতারা কেন্দ্রীয় আইনসভা থেকে পদত্যাগ করেছিলেন?

- মহম্মদ আলী জিন্নাহ, মাজহার উল হক, মদন মোহন মালব্য

১১) কে 1929 সালের অস্পৃশ্যতা বিষয়ক কংগ্রেস উপ-কমিটির চেয়ারম্যান ছিলেন?

- পন্ডিত মদন মোহন মালব্য

১২) কংগ্রেসের কোন অধিবেশনে মদন মোহন মালব্য নাসিকের কালেক্টর জ্যাকসনের হত্যার জন্য শোক প্রকাশ করেন?

- লাহোর 1909

(মদন মোহন মালব্য এই অধিবেশনের সভাপতিও ছিলেন।)

১৩) ক্ষমতা ভাগাভাগি ও সাম্প্রদায়িকতার ইস্যুতে কে স্বরাজ্য পার্টি ত্যাগ করেন?

- মদন মোহন মালব্য

(এর সাথে লালা লাজপত রায়ও স্বরাজ্য পার্টি ত্যাগ করেন।)

১৪) অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশরা কাকে ব্রিটিশ ও গান্ধীজী -এর মধ্যে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করেছিল?

- মদন মোহন মালব্য

১৫) খিলাফত আন্দোলনে কংগ্রেসের অংশগ্রহণের বিরোধিতা করেন কে?

- মদন মোহন মালব্য

১৬) ভারতীয়দের উদ্বেগ বিবেচনা না করেই রাওলাট আইন পাস হলে কে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন?

- মদন মোহন মালব্য 

(জিন্নাহও পদত্যাগ করেছিলেন)

১৭) পুনা চুক্তি কবে হয়?

- 1932 সালে

১৮) পুনা চুক্তি কাদের মধ্যে হয়?

- বি আর আম্বেদকর অ মহাত্মা গান্ধী

১৯) 1932 সালের পুনা চুক্তিতে কে স্বাক্ষর করেন?

- মদন মোহন মালব্য, সি. রাজাগোপালাচারী, বি. আর. আম্বেদকর, ঘনশ্যাম দাস বিড়লা, ডাঃ রাজেন্দ্র প্রসাদ, তেজবাহাদুর সাপ্রু, এম এম জয়কার

(এছাড়াও দেবদাস গান্ধী, বিশ্বাস, রাজ ভোজ, পি. বালু, গাভাই, ঠক্কর, এম.সি. রাজা, সি. ভি. মেহতা প্রমুখ স্বাক্ষরকারী ছিলেন।)

২০) 1932 সালের 24 শে সেপ্টেম্বর ভীমরাও আম্বেদকর এবং গান্ধীজির পুনা চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় গান্ধিজির অনুপস্থিতিতে কে গান্ধিজির পক্ষে কে সাক্ষর করেন?

- মদন মোহন মালব্য 

২১) পুনা চুক্তির খসড়া কে তৈরি করেন?

- ঠক্কর বাপ্পে 

২২) কোন চুক্তিতে দলিতদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী বিলুপ্ত করা হয়েছিল?

- পুনা চুক্তি

২৩) পুনা চুক্তির সাফল্যের জন্য অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলে কে?

- মদন মোহন মালভিয়া এবং এম সি রাজা

২৪) কোন চুক্তিতে কেন্দ্রীয় ও রাজ্য বিধানসভায় সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি করা হয়?

- পুনা চুক্তি

২৫) 1932 সালে পুনা চুক্তির পরে  প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি কে ছিলেন?

- ঘনশ্যাম দাস বিড়লা

২৬) 24 সেপ্টেম্বর 1932 সালের ভীমরাও আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি পুনার কোথায় হয়েছিল?

- একটি জেলে

২৭) পুনা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

- জারবেদা জেল 

২৮) পুনা চুক্তিতে দলিত শ্রেণীর জন্য কতগুলি আসন দেওয়া হয়েছিল?

- 147

২৯) পুনা চুক্তি দ্বারা কেন্দ্রীয় আইনসভায় অনুন্নত শ্রেণীর জন্য কতগুলি আসন সংরক্ষিত রাখার কথা স্থির হয়?

- 17% আসন 

৩০) কোন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর গান্ধীজি অনশন ভঙ্গ করেন?

- পুনা চুক্তি 

৩১)  গান্ধিজি এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হওয়ার আগেও আর একটি পুনা চুক্তি হয়েছিল। সেই চুক্তিটি কাদের মধ্যে হয়েছিল?

- মারাটা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির

৩২) মারাটা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পুনা চুক্তি কত সালে হয়েছিল?

- 1817

৩৩) কোন চুক্তি অনুসারে পেশোয়া দ্বিতীয় বাজিরাও মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব ত্যাগ করেন?

- পুনা চুক্তি

৩৪) চৌরি চৌরা মামলায় আসামীদের পক্ষে কে ওকালতি করেন?

- মদন মোহন মালব্য 

৩৫) চৌরি চৌরা মামলায় 170 জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কে 151 জনকে তার বুদ্ধিমান ওকালতি দ্বারা ফাঁসি থেকে বাঁচিয়েছিলেন, যা সেই সময়ে তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল?

- মদন মোহন মালব্য 

৩৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কংগ্রেস একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির  চেয়ারম্যান ছিলেন?

- মদন মোহন মালব্য

৩৭) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কংগ্রেসের তদন্ত কমিটিতে নিচের কাদের অন্তর্ভুক্ত করা হয়?

- মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, মদন মোহন মালব্য

৩৮) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য মদন মোহন মালভিয়ার নেতৃত্বে একটি কমিশন নিযুক্ত করা হয়েছিল, এই কমিতির সদস্য হিসাবে কারা ছিলেন?

- মতিলাল নেহেরু, গান্ধীজি, আব্বাস তৌয়েব, সি.আর. দাস, পুপুল জয়কার

৩৯) কোন সালে গৌরী শঙ্কর মিশ্র এবং ইন্দ্র নারায়ণ দ্বিবেদী মদন মোহন মালব্যের সমর্থনে

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত কমিটির নাম কি ছিল?

- তহকিকাত কমিটি

৪০) কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিঠলভাই প্যাটেল কেন্দ্রীয় আইন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন এবং মদন মোহন মালব্য কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন?

- পেশোয়ার কাণ্ড   

(পেশোয়ারের ঘটনা তদন্তে সুলেমান কমিশন ও বিঠলভাই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল)

 

মদন মোহন মালব্য দ্বিতীয় পর্ব>>>>   

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মদন মোহন মালব্য। হিন্দুমহাসভার প্রতিষ্ঠাতা। পুনা চুক্তি কংগ্রেস ন্যাশানালিস্ট দলবেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়উত্তরপ্রদেশ কিষাণ সভাভিখারিদের রাজা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad