Type Here to Get Search Results !

মহম্মদ আলি জিন্নাহ তৃতীয় পর্ব [Md Jinnah]

 

মহম্মদ আলি জিন্নাহ 

Set by- Manas Adhikary

মহম্মদ জিন্নাহ তৃতীয় পর্বMuhammad Ali Jinnah – III

মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম।  হিন্দু মুসলিম ঐক্যের দুত।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো মহম্মদ জিন্নাহ। এই পর্বে থাকছে  মহম্মদ জিন্নাহ সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

মহম্মদ জিন্নাহ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরMuhammad Ali Jinnah MCQ.

 

১০১) কে মাউনটব্যাটেন ঘোষিত পাকিস্তানকে ‘বিকলাঙ্গ ও কীটদগ্ধ’ বলেন?

- মহম্মদ আলি জিন্না

১০২) লর্ড মাউন্টব্যাটেন কোন ব্যক্তি সম্পর্কে বলেছিলেন যে - তিনি একজন মানুষ নয় বরং বলা ভালো তিনি একজন  বরফের বস্তা, সবসময় তাকে গলাতে হয়।

- জিন্নাহ 

১০৩) জিন্নাহ দেশভাগ চান বা না চান, এখন আমরা নিজেরাই দেশভাগ চাই – উক্তিটি কার?

- সর্দার বল্লভভাই প্যাটেল

১০৪) কে বলেছিলেন যে পাকিস্তান একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করেছিল যার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান?

- আগা খান

১০৫) সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কে বেলুনে 'সাইমন কমিশন গো ব্যাক' লিখে বাতাসে উড়িয়ে দিয়েছিলেন এবং বেলুনটি সাইমনের কাছে গিয়ে পড়েছিল? 

- খালিক উজ্জমান

১০৬) কোন দল বা সংগঠন মহম্মদ আলী জিন্নাহকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিল?

- কংগ্রেস সমাজবাদী পার্টি

১০৭) কাকে পাকিস্তানে বাবায়ে-কওম বলা হয়?

- মহম্মদ আলী জিন্নাহ

১০৮) ভারতকে বিশ্বাস ও ধর্মের দেশ বলে কে অভিহিত করেন?

-  জিন্নাহ

১০৯) কমরেড পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- জিন্না

১১০) হামদর্দ পত্রিকার প্রকাশক কে ছিলেন?

- জিন্না

১১১) ‘জিন্না ভারত দেশভাগ স্বাধীনতা'- গ্রন্থটি কার লেখা?

- যশবন্ত সিংহ

১১২) মহম্মদ আলী জিন্নাহ কবে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন?

- 1906

১১৩) লখনৌ চুক্তি স্বাক্ষরে মুসলিম লীগের পক্ষে প্রদতিনিধিত্ব করেন মোঃ আলী জিন্না। প্রশ্ন হল এই সময় জাতীয় কংগ্রেসের  পক্ষে কে প্রতিনিধিত্ব করেছিলেন?

- বালগঙ্গাধর তিলক

১১৪) 1919 খ্রিস্টাব্দে জিন্না কোন অধিবেশনে চৌদ্দ দফা দাবি পেশ করেন? 

- দিল্লি 

১১৫) মহম্মদ আলী জিন্নাহ কোন সালে লন্ডনে গোলটেবিল সম্মেলনে অংশগ্রহণ করেন?

- 1930

( এটি ছিল প্রথম গোল টেবিল বৈঠক, 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকেও জিন্না অংশগ্রহন করেন, কিন্তু 1932 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকেও জিন্না অংশগ্রহন করেন নি)

১১৬) 1937 সালের নির্বাচনে কংগ্রেস 716টি আসন পায়। মুসলিমলীগ কতগুলি আসন পেয়েছিল?

- 109

১১৭) 1940 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কর্তৃক গৃহীত প্রস্তাবের নাম কি ছিল, যা ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছিল?

- লাহোর প্রস্তাব

১১৮) কোন বছর মহম্মদ আলী জিন্না মুসলিম লীগের অভিসংবাদী নেতা হিসেবে পরিগনিত হন?

- 1934 খ্রিস্টাব্দ

১১৯) মুসলিম লীগের কোন অধিবেশনে জিন্নার কায়েদ ই আজম উপাধি স্বীকৃতি দেওয়া হয়?

- 1937 এর লক্ষ্মৌ 

১২০) 1942 খ্রিস্টাব্দের কোন অধিবেশনে মুসলিম লীগ ভারত ছাড়ো আন্দোলনের নিন্দা করে প্রস্তাব গ্রহণ করে এবং মুসলিম লীগ নেতা জিন্না মুসলিমদের এই আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দেন?

- বোম্বাই 

১২১) অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে আত্মসমর্পণের নামান্তর বলে কে আখ্যায়িত করেছেন?

- মহম্মদ আলী জিন্না

১২২) ‘ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন’  - উক্তিটি কার?

- মহম্মদ আলী জিন্না

১২৩) দ্বিজাতি তত্ত্ব স্পষ্ট ভাবে ব্যক্ত করে পৃথক দেশ হিসাবে পাকিস্তানের দাবি কে করেছিলেন?

- মহম্মদ আলী জিন্না

১২৪) কে পৃথক পাকিস্তানি দাবীতে অনড়  থাকার জন্য রাজাজি সূত্র ব্যর্থ হয়?

- মহম্মদ আলী জিন্না

১২৫) 1944 সালের এপ্রিলে গান্ধীজি কোন পরিকল্পনার ভিত্তিতে জিন্নার সাথে আলোচনার প্রস্তাব করেছিলেন যা জিন্না স্বীকার করেননি?

- রাজাজি সূত্র

১২৬) 1945 সালে নির্বাচনে জিন্না কোথা থেকে জয় লাভ করে?

- মুম্বাই

১২৭) 1945 সালে নির্বাচনের সাফল্যে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ করে বিজয় দিবস পালন করা হয়?

- 1946 সালের জানুয়ারি মাসে

১২৮) মহম্মদ আলী জিন্নাহ কবে পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে শপথ নেন?

- 14 আগস্ট 1947

১২৯) জিন্না যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় তখন ভারতের বড়লাট কে ছিলেন?

- লর্ড ওয়াভেল

১৩০)  ‘No there is aTthird Party the Musalmans’....উক্তিটি কার?

- মহম্মদ আলী জিন্না

১৩১) ‘নৌ বিদ্রোহ একটি অসময়োচিত ও দায়িত্বজ্ঞানহিন কান্ড’ – উক্তিটি কার?

- মহম্মদ আলী জিন্না

১৩২) মন্ত্রী মিশন এর সাথে মুসলিম লীগের তরফে কোন নেতা আলোচনা অংশগ্রহন করেছিলেন?

- মহম্মদ আলী জিন্না

১৩৩) সিমলা বৈঠকে মুসলিম লীগের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করেন?

- জিন্না

১৩৪) আইন অমান্য আন্দোলনে মুসলিম লিগের হয়ে কে যোগ দিয়েছিলেন?

- মহম্মদ আলী জিন্না

১৩৫) জিন্না কোথায় জন্মগ্রহণ করেন?

- করাচি 

১৩৬) মহম্মদ আলী জিন্নাহ কবে জন্মগ্রহণ করেন?

-  25 ডিসেম্বর 1876

১৩৭) মহম্মদ আলী জিন্নাহর পিতার নাম কি ছিল?

-  জিন্নাহভাই পুঞ্জ

১৩৮) জিন্নার মায়ের নাম কী ছিল?

- মিথিবাঈ জিন্না

১৩৯) মহম্মদ আলী জিন্নাহর পিতার পেশা কি ছিল?

 - ব্যবসায়ী

১৪০) মহম্মদ আলী জিন্নাহর মাতৃভাষা কি ছিল?

- গুজরাটি

১৪১) মহম্মদ আলী জিন্নাহর মাসির নাম কি ছিল যিনি তাকে শৈশবে প্রথম বোম্বে নিয়ে গিয়েছিলেন?

 - মানবাই

১৪২) মহম্মদ আলী জিন্নাহর স্ত্রীর নাম কি ছিল?

- রতনবাই পেটিট

১৪৩) মহম্মদ আলী জিন্নাহর দ্বিতীয় স্ত্রীর ধর্ম কি ছিল?

- জরথুস্ট্রিয়ান

১৪৪) মহম্মদ আলী জিন্নাহর বোনের নাম কি ছিল, যিনি পাকিস্তান আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্বও ছিলেন?

- ফাতিমা জিন্নাহ

১৪৫) জিন্না কোথা থেকে ব্যারিস্টার হন?

- লন্ডন

১৪৬) কোন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কায়েদে আজম সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যারিস্টার হয়েছিলেন?

- লিঙ্কনস ইন 

১৪৭) মহম্মদ আলী জিন্নাহ কোথায় আইন চর্চা করতেন?

- বোম্বে

 ১৪৮) জিন্না করে মারা যান?

- 1948 সালের 11 সেপ্টেম্বর

১৪৯) জিন্না কোন রোগে মারা যান?

- টিউবারকুলোসিস

১৫০)  জিন্নাহকে করাচির কোথায় সৎকার করা হয়েছিল?

- উজির ম্যানশন 

১৫১) কত বছর বয়সে জিন্নাহ মারা যান?

- 71

কোন ভারতীয় নেতা বেনারসের রাজা শিপ্রসাদ কে সঙ্গে নিয়ে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন

- সৈয়দ আহমেদ খান 

 

 

মহম্মদ জিন্নাহ দ্বিতীয় পর্ব>>>>    

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

মহম্মদ জিন্নাহ। মুসলীম লীগ। মহম্মদ আলি জিন্নার রাজনৈতিক গুরু। পাকিস্তান প্রস্তাব। চৌদ্দ দফা দাবি।দ্বি-জাতি তত্ত্ব। মুক্তি দিবস। প্রত্যক্ষ সংগ্রাম। ডাইরেক্ট অ্যাকশন ডে। কায়দ-ই-আজম।  হিন্দু মুসলিম ঐক্যের দুত। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad