Type Here to Get Search Results !

বিপিনচন্দ্র পাল দ্বিতীয় পর্ব [B C Pal]

 

বিপিনচন্দ্র পাল

Set by- Manas Adhikary 


 

বিপিনচন্দ্র পাল   দ্বিতীয়  পর্ব Bipin Chandra Pal– II

বিপিনচন্দ্র পাল  বাংলার বার্কবার্ক অব বেঙ্গলনিউ ইন্ডিয়াSoul of Indiaবাংলার ওয়াটার অব স্কটনিষ্ক্রীয় তত্ত্বের প্রথম প্রচারক স্বাধীনতার সিংহ

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব বিপিনচন্দ্র পাল । এই পর্বে  বিপিনচন্দ্র পাল  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বিপিনচন্দ্র পাল  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBipin Chandra Pal MCQ.      

 

 

) বিপিন চন্দ্র পাল কোথায় জন্মগ্রহন করেন?

- পূর্ববঙ্গের পৌহল (শিলেট)

) বিপিন চন্দ্র পাল করে জন্মগ্রহন করেন?

- ১৮৫৮ সালে

৩) বাংলার বার্ক (বার্ক অব বেঙ্গল) কাকে বলা হয়?

- বিপিন চন্দ্র পাল

৪) কার সাথে তুলনা করে বিপিন চন্দ্র পালকে বাংলার বার্ক বলা হয়?

- ইংরেজ দার্শনিক এডমন্ড বার্ক

৫) বিপিন চন্দ্র পাল কোথায় পড়াশুনা করতেন?

- কলকাতার প্রেসিডেন্সী কলেজে

৬) বিপিন চন্দ্র পাল কতসালে কংগ্রেসে যোগ দেন?

- 1886 সালে

৭) চিত্তরঞ্জন দাশের বেঙ্গল প্যাক্টের বিরোধীতা করেছিলেন কে?

- বিপিন চন্দ্র পাল।

৮) 1919 সালে বিপিন চন্দ্র পাল কোন দলের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ড সফর করেন?

- তিলকের নেতৃত্বে হোমরুল লীগের প্রতিনিধি হিসাবে।

৯) কোন বিপ্লবীকে বাঁচাতে গিয়ে বিপিন চন্দ্র পাল সাক্ষ্য দিতে রাজি হননি?

- শ্রী অরবিন্দকে (আলিপুর বোমা মামলা)

১০) অলিপুর বোমা মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্য তাঁর কি শাস্তি হয়েছিল?

- আদালত অবমাননার জন্য ছয় মাসের সাধারন কারাদন্ড

১১) " The Prophet of a great political creed" বা "শক্তিশালী জাতীয়তাবাদী প্রচারক' অভিধায় কাকে সম্মানিত করা হয়েছে?

- বিপিন চন্দ্র পালকে  

১২) কে বিপিন চন্দ্র পালকে "The Prophet of agreat political creed" অভিধায় সম্মানিত করেছেন?

- অরবিন্দ

১৩) ইংরেজী পত্রিকা 'নিউ ইন্ডিয়া' কে শুরু করেছিলেন?

- বিপিন চন্দ্র পাল

১৪) ভারতের আত্মা ( Soul of India) কার রচনা?

- বিপিন চন্দ্র পাল

১৫) মেমারিজ অব মাই লাইফ এন্ড টাইম - গ্রন্থটি কে রচনা করেন?

- বিপিন চন্দ্র পাল।

১৬) বিপিন চন্দ্র পাল কাকে বাংলার ওয়াটার অব স্কট বলে অভিহিত করেছেন?

- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

১৭) বিপিন চন্দ্র পালের আত্মজীবনী কোন পত্রিকায় প্রকাশিত হয়?

- প্রবাসী

১৮) নিষ্ক্রীয় তত্ত্বের প্রথম প্রচারক কে ছিলেন?

- বিপিন চন্দ্র পাল

১৯) বিপিন চন্দ্র পাল কোন ইংরেজি সাপ্তাহিক চালু করেন?

- নিউ ইন্ডিয়া 

(দ্য পিপুল  শুরু করেছিলেন লালা লাজপত রায়, লিডার  শুরু করেছিলেন মদন মোহন মালব্য এবং ন্যাশনাল হেরাল্ড শুরু করেছিলেন জওহরলাল নেহরু।) 

২০) বিপিন চন্দ্র পাল কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

- নিউ ইন্ডিয়া ও বন্দেমাতরম, পরিদর্শক

২১) বিপিন চন্দ্র পাল কতবছর বয়সে পরিদর্শক পত্রিকার সম্পাদক হন?

- 22 বছর

২২) কোন পত্রিকায় বিপিন চন্দ্র পালকে নিস্ক্রিয় প্রতিরোধ অদর্শের উদ্ভাবক বলা হয়?

- কর্মযোগীন

২৩) ‘সত্তর বৎসর'- কার অসমাপ্ত জীবনি?

- বিপিন চন্দ্র পাল

২৪) নারীসমাজের মধ্যে জাগরন সৃস্টির উদ্দেশ্যে বিপিন চন্দ্র পাল লিখিত একটি উপন্যাসের নাম লেখ?

- শোভনা

২৫) বিপিন চন্দ্র পালের প্রথম উপন্যাস কোনটি?

- শোভনা

২৬) বয়কট অন্দোলনের পরিকল্পনা কে করেন?

- বিপিন চন্দ্র পাল

২৭) বিপিন চন্দ্র পালকে দেশপ্রেমে কে অনুপ্রানিত করেন?

- শিবনাথ শাস্ত্রী

২৮) বিপিন চন্দু পাল কোন খ্যাতনামা ব্যক্তির জামাতা ছিলেন?

- শিবনাথ শাস্ত্রী

২৯) বিপিন চন্দ্র পালকে কে স্বাধীনতার সিংহ বলেছেন?

- চিদাম্বরম পিল্লাই

৩০) কাকে ‘চরমপন্থী জাতীয়তাবাদের পয়গম্বর বলা হয়?  

- বাল গঙ্গাধর তিলক

৩১) ভারতে বিপ্লবী চিন্তার জনক হিসেবে কে বিখ্যাত ছিলেন?

- বিপিন চন্দ্র পাল 

৩২) কার বক্তৃতা শুনে বিপিন চন্দ্র পাল সনাতন ধর্ম ছেড়ে ব্রাহ্মসমাজে দীক্ষা নেন?

- কেশবচন্দ্র সেন

৩৩) বিপিন চন্দ্র পাল কোন ধরনের নেতৃত্ব ছিলেন?

- চরমপন্থী  

৩৪) চরমপন্থী জাতীয়তাবাদের মূল্যবোধ প্রচার করতে গিয়ে ‘আধ্যাত্মিক জাতীয়তাবাদ এর ধারণার জন্ম দেন কে?

- বিপিন চন্দ্র পাল

৩৫) লাল, বাল, পালের মধ্যে কারা কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেননি?

- বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল

৩৬) কে বলেছে যে 'কংগ্রেস একটি বিপ্লবী সংস্থা’?

- বিপিন চন্দ্র পাল

৩৭) অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকার করায় কার ছয় মাসের কারাদণ্ড হয়েছিল?

- বিপিন চন্দ্র পাল

৩৮) শ্রীরামকৃষ্ণকে কে প্রকৃত "Universalist" বলে অভিহিত করেছেন?

- বিপিন চন্দ্র পাল

৩৯) কে কাকে "Father of Political regeneration in India" বলে অভিহিত করেছেন?

- বিপিন চন্দ্র পাল বলেছিলেন রাজা রামমোহন রায়কে

৪০) সুভাষের গুরু চিত্তরঞ্জন দাশ। এটি আমরা সবাই জানি। কিন্তু প্রশ্ন হল চিত্তরঞ্জন দাশের গুরু কে?

- বিপিন চন্দ্ৰ পাল  

৪১) বিপিন চন্দ্র পাল কোন আন্দোলনকে সমর্থন করেছিলেন?

- 1916 সালের হোমরুল আন্দোলনকে

৪২) হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন?

- বাল গঙ্গাধর তিলক

৪৩) বাল গঙ্গাধর তিলক এর বাংলার সেনাপতি হিসাবে কাকে বিবেচনা করা হয়?

- বিপিন চন্দ্র পাল  

৪৪) আসামের চা বাগানের শ্রমিকদের অধিকারের জন্য কে লড়াই করেন?

- বিপিন চন্দ্র পাল

৪৫) বিপিন চন্দ্র পাল করে মারা যান?

- 1932 সালে

৪৬) কে গান্ধীর পরিকল্পনার সমালোচনা করে  বলেছিলেন, ‘আপনার পরিকল্পনাগুলি যৌক্তিক নয়। কারন আপনি মন্ত্র দ্বারা পরিচালিত জাদু চান। আমি এমন মন্ত্র জানি না, কারণ আমি ঋষি নই।

- বিপিন চন্দ্র পাল 

৪৭) কোন চরমপন্থী নেতা এই বিবৃতি দিয়েছেন যে কেউ যদি আমাকে স্বরাজ দেন, আমি তাকে ধন্যবাদ জানাব এবং প্রত্যাখ্যান করার সময় আমি তাকে বলব যে আমি এমন কিছু গ্রহণ করতে পারি না যা অর্জন করার ক্ষমতা আমার নেই।

- বিপিন চন্দ্র পাল

৪৮) আমাদের দৃষ্টিতে রাজার (রাজা রামমোহন রায়) কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্য ভারতের মধ্যযুগীয় শক্তির বিরুদ্ধে তাঁর সংগ্রামে নিহিত ছিল এবং সেই কারণেই আমরা তাঁকে বর্তমান ভারতের নবজাগরণের জনক বলে দাবি করি।- উক্তিটি  কার?

-  বিপিন চন্দ্র পাল

 ৪৯) জাতীয় শিক্ষা হল সেই শিক্ষা যা জাতীয় পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়, যা জাতির প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং যা এমনভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যাতে এর উদ্দেশ্য হয়ে ওঠে জাতীয় ভাগ্য অর্জন। - বিবৃতিটি কার? 

- বিপিন চন্দ্র পাল 

 

 

বিপিনচন্দ্র পাল  প্রথম পর্ব>>>>    

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

বিপিনচন্দ্র পাল  বাংলার বার্কবার্ক অব বেঙ্গলনিউ ইন্ডিয়াSoul of Indiaবাংলার ওয়াটার অব স্কটনিষ্ক্রীয় তত্ত্বের প্রথম প্রচারক স্বাধীনতার সিংহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad