বাল গঙ্গাধর তিলক
Set by- Manas Adhikary
বাল গঙ্গাধর তিলক তৃতীয় পর্ব। Balgangadhar Tilak – III
বাল গঙ্গাধর তিলক। হোম রুল লীগ আন্দোলন। স্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরী। মারহাট্টা। আধুনিক ভারতের স্রষ্টা। লোকমান্য। ভারতের মুকুটহীন রাজা। শিবাজী উৎসব।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব বাল গঙ্গাধর তিলক। এই পর্বে থাকছে বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাল গঙ্গাধর তিলক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Tilak MCQ.
৫১) গীতা রহস্য নামক গ্রন্থটি কে রচনা করেন?
- বাল গঙ্গাধর তিলক
৫২) বাল গঙ্গাধর তিলক কোন জেলে থাকাকালীন গীতা রহস্য নামক গ্রন্থটি রচনা করেন?
-বার্মার মন্দালয়
৫৩) তিলকের কোন রচনা দ্বারা প্রভাবিত হয়ে ম্যাক্সমুলার তিলকের শাস্তি ক্ষমা করার জন্য ব্রিটিশ সরকারকে সুপারিশ করেছিলেন?
- গীতা রহস্য
৫৪) গীতা রহস্য কোন ভাষায় লেখা?
- মারাঠি ভাষায় লেখা।
৫৫) দ্য আর্কটিক হোম অফ দ্য আর্যস নামক গ্রন্থটি কে রচনা করেন?
- বাল গঙ্গাধর তিলক
৫৬) ‘আর্যরা উত্তর মেরু থেকে এসেছিলেন’ – বক্তা কে?
- বাল গঙ্গাধর তিলক
৫৭) বাল গঙ্গাধর তিলক কোথায় উত্তর মেরুকে আর্যদের আদি বাসস্থান বলে বিবেচনা করেছেন?
- দ্য আর্কটিক হোম অফ দ্য আর্যস
৫৮) কিসের উপর ভিত্তি করে তিলক উত্তর মেরুকে আর্যদের আদি বাসস্থান বলে বিবেচনা করেছেন?
- ঋগ্বেদে ছয় মাসের দিন ও ছয় মাসের রাত্রির উল্লেখ আছে এবং দীর্ঘ ভোরের স্তুতি আছে।
৫৯) জ্যোতিষশাস্ত্রীয় গণনার ভিত্তিতে, বাল গঙ্গাধর তিলক ঋগ্বেদের প্রাচীনতম অংশটি কোন সময়ে লেখা হয়েছিল বলে উল্লেখ করেন?
- 6000 বিসি
৬০) বাল গঙ্গাধর তিলক যথাক্রমে মেয়ে ও ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করেন?
- 15 ও 20
৬১) অমৃত বাজার পত্রিকায় কাকে ভারতের পরাক্রমশালী পুত্র বলা হয়েছে?
- বাল গঙ্গাধর তিলক
৬২) ভারতে প্রথম হোম রুল লীগ আন্দোলন কে শুরু করেন?
- বাল গঙ্গাধর তিলক
৬৩) বাল গঙ্গাধর তিলক কবে তার ইন্ডিয়ান হোম রুিগ প্রতিষ্ঠা করেন?
- এপ্রিল 28, 1916 (অ্যানি বেসান্ট হোমরুল লীগ 1 সেপ্টেম্বর 1916 প্রতিষ্ঠা করেন)
৬৪) বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠিত হোম রুল লীগের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়?
- বেলগাও
৬৫) তিলকের ইন্ডিয়ান হোম রুল লীগের সদর দপ্তর কোথায় ছিল?
- পুনা
৬৬) তিলকের হোম রুল লীগের সেক্রেটারি কে ছিলেন?
- N C কেলকার
৬৭) 1916 সালের এপ্রিলে প্রতিষ্ঠিত তিলকের ইন্ডিয়ান হোম রুল লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
- জোসেফ ব্যাপটিস্তা
৬৮) বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট হোম রুল লীগের জন্য তাদের কাজের এলাকা ভাগ করে নেন। কোন কোন কর্মক্ষেত্র তিলকের অধীনে ছিলন?
- কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বেরার
৬৯) কে তার হোম রুল আন্দোলনে স্বরাজ বিষয়টিকে ভাষাগত রাজ্য গঠন এবং স্থানীয় ভাষায় শিক্ষার বিষয়টির সাথে যুক্ত করেছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
৭০) কোন ঘটনার সময় বাল গঙ্গাধর তিলককে ‘লোকমান্য’ উপাধি দেওয়া হয়েছিল?
- হোম রুল আন্দোলন
৭১) কোন আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলক বিখ্যাত স্লোগান দিয়েছিলেন - ‘স্বরাজ্য আমার জন্মগত অধিকার, তা আমি অর্জন করবই?
- হোম রুল লীগ আন্দোলন
(1916/17)
৭২) কে তিলকের হোম রুল লীগের কয়েকজন সদস্যের নাম করুন।
- বি এস মুঞ্জে, জি এস খাপর্দে, এন সি কেলকার
৭৩) বেসান্ত ও তিলকের হোমরুল আন্দোলন একসঙ্গে মিশে যেতে চাইত না। এর কারন কি?
- তিলকের অনুগামীরা বেসান্তকে আর শ্রীমতী বেসান্তের অনুগামীরা তিলককে পচ্ছন্দ করত না।
৭৪) তিলক ও বেসান্তের হোমরুল লীগ অবশেষে কবে একসঙ্গে মিলিত হয়ে যায়?
- 1918 খ্রিস্টাব্দে
৭৫) ‘ আমি এটা (হোম রুল/ স্বায়ত্ব শাসন) দেখার জন্য হয়তো বেঁচে থাকব না কিন্তু যদি আমরা কঠোর পরিশ্রম করি এবং আমাদের মনকে এই নতুন কাজে মনোনিবেশ করি তবে নতুন প্রজন্ম অবশ্যই এটি অর্জন করতে সক্ষম হবে।‘ - উক্তিটি কার?
- বাল গঙ্গাধর তিলক
৭৬) কার সময় থেকে কংগ্রেসে ‘আবেদন-নিবেদন নীতির অবসান ঘটে?
- বাল গঙ্গাধর তিলক
৭৭) বাল গঙ্গাধর তিলক যখন কংগ্রেসে যোগদান করতে চান তখন তার স্বপক্ষে এবং বিপক্ষে কারা কারা ছিলেন?
- স্বপক্ষে ছিলেন - অ্যানি বেসান্ত ও সুব্বারাও তিলক এবং
বিপক্ষে ছিলেন - গোপালকৃষ্ণ গোখলে ও ফিরোজ শাহ মেহেতা
৭৮) কংগ্রেস এর কততম অধিবেশনে বাল গঙ্গাধর তিলক প্রথমবার অংশগ্রহণ করেছিলেন?
- পঞ্চম
৭৯) গোপাল কৃষ্ণ গোখলে এবং বাল গঙ্গাধর তিলক প্রথমবারের মতো কংগ্রেসের কোন অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন?
- বোম্বে সম্মেলন – 1889
৮০) বাল গঙ্গাধর তিলকের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনের সদস্যপদ গ্রহণের পর?
- নাগপুর অধিবেশন 1891
(এই অধিবেশনে তিনি আর্মি অ্যাক্ট রেজুলেশন পরিবর্তনের ওপর জোর দিয়েছিলেন।)
৮১) বাহরাম মালাবাড়ির প্রচেষ্টায় 1891 সালে পাশ হওয়া এজ অফ কনসেন্ট (Age of Consent Act) আইনের বিরোধিতা করেন কে?
- বাল গঙ্গাধর তিলক
৮২) কংগ্রেসের কোন অধিবেশনে তিলক কংগ্রেস থেকে এম জি রানাডে দ্বারা শুরু করা সামাজিক সম্মেলন বন্ধ করে দিয়েছিলেন?
- 1895
৮৩) 1897 সালে কার গ্রেপ্তারের পর, জাতীয় কংগ্রেসে একটি নতুন মোড় আসে?
- বাল গঙ্গাধর তিলক
৮৪) লখনউ অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগ (1916) মধ্যে চুক্তি হয়েছিল কাদের প্রচেষ্টায়?
- বাল গঙ্গাধর তিলক
৮৫) 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে চুক্তির বিরোধিতা করেন কে?
- মদন মোহন মালব্য
৮৬) লখনউ অধিবেশনে (1916) কাদের প্রচেষ্টায় ছিল মধ্যম ও চরম পন্থীদের সমন্বয় ঘটেছিলো?
- বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট
৮৭) কংগ্রেসের 1916 সালের লখনউ অধিবেশনে, কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন যে কংগ্রেসের দ্বারা একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা উচিত যা কংগ্রেসের দৈনন্দিন কাজকর্ম দেখাশোনা করবে?
- বাল গঙ্গাধর তিলক
৮৮) কার পরামর্শে অ্যানি বেসান্টকে 1917 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি করা হয়েছিল?
- বাল গঙ্গাধর তিলক
৮৯) পন্ডিত মদন মোহন মালব্যের নেতৃত্বে দিল্লিতে কংগ্রেসের কোন অধিবেশনের আগে বাল গঙ্গাধর তিলক সভাপতিরূপে নির্বাচিত হয়েছিলেন কিন্তু চিরোল মামলায় তাঁকে ইংল্যান্ডে যেতে হয়েছিল, তাই পণ্ডিত মালব্য সভাপতি হন এবং এই অধিবেশনে আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি পেশ করা হয়?
- 1918
৯০) কার নেতৃত্বে কংগ্রেসের প্রার্থনা ও আনুনয় বিনয়ের নীতির অবসান ঘটে?
- বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে
৯১) প্রথম কোন কংগ্রেসি নেতা সমাজের মধ্যবিত্ত মানুষকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
৯২) তিলক কোন অধিবেশনে কংগ্রেস ত্যাগ করেন?
- সুরাট
৯৩) বাল গঙ্গাধর তিলক কবে দ্বিতীয়বার কংগ্রেসে যোগ দেন?
- 1915
৯৪) ভারতে সংবিধান সভা গঠনের সিদ্ধান্ত প্রথম দেখা যায় 1915 খ্রিস্টাব্দের স্বরাজ্য বিলে, কার নির্দেশে এই বিলটি প্রণীত হয়েছিল?
- বাল গঙ্গাধর তিলক
৯৫) কোন জাতীয়তাবাদী নেতাকে রাজনীতিতে চরমপন্থী এবং সামাজিক ক্ষেত্রে রক্ষণশীল বলে আখ্যায়িত করা হয়েছে?
- বাল গঙ্গাধর তিলক
৯৬) প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে সাহায্য করার জন্য অর্থ ও সেনা সংগ্রহের জন্য গান্ধীজির সাথে সাথে কে গ্রামে গ্রামে গিয়েছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
৯৭) বাল গঙ্গাধর তিলকের শেষ কোন কংগ্রেস অধিবেশনে অংশ গ্রহন করেছিলেন?
- অমৃতসর অধিবেশন 1919
৯৮) ‘মারাঠা জাতির ইতিহাস' কে রচনা করেন?
- গ্রান্ট ডাফ
৯৯) মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনের জনক কাকে বলা হয়?
- গোপালহরি দেশমুখ
১০০) তিলক কার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন?
- বিবেকানন্দ
বাল গঙ্গাধর তিলক দ্বিতীয় পর্ব>>>>
বাল গঙ্গাধর
তিলক চতুর্থ পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাল গঙ্গাধর
তিলক। হোম রুল
লীগ আন্দোলন। স্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরী। মারহাট্টা। আধুনিক
ভারতের স্রষ্টা। লোকমান্য। ভারতের মুকুটহীন রাজা। শিবাজী উৎসব।