বাল গঙ্গাধর তিলক
Set by- Manas Adhikary
বাল গঙ্গাধর তিলক দ্বিতীয় পর্ব। Balgangadhar Tilak – II
বাল গঙ্গাধর তিলক। হোম রুল লীগ আন্দোলন। স্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরী। মারহাট্টা। আধুনিক ভারতের স্রষ্টা। লোকমান্য। ভারতের মুকুটহীন রাজা। শিবাজী উৎসব।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব বাল গঙ্গাধর তিলক। এই পর্বে থাকছে বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
বাল গঙ্গাধর তিলক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Balgangadhar Tilak MCQ.
১) বাল গঙ্গাধর তিলক কোথায় এবং কবে জন্মগ্রহণ করেন ?
- 1856 সালের 23 জুলাই মহারাষ্ট্রের রত্নাগিরিতে
২) বাল গঙ্গাধর তিলক কোন বংশে জন্মগ্রহন করেন?
- চিৎপাবন ব্রাহ্মন পরিবারে
৩) বাল গঙ্গাধর তিলকের পিতার নাম কী?
- গঙ্গাধর রামচন্দ্র তিলক
৪) লোকমান্য বাল গঙ্গাধর তিলক একটি চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাঁর পরিবার মহারাষ্ট্রে কোথায় বসবাস করতেন?
- চিকল গ্রাম
৫) ভারতের মুকুটহীন রাজা কাকে বলা হয়?
- বাল গঙ্গাধর তিলক
৬) বোম্বাইয়ের মুকুটহীন রাজা কাকে বলা হয়?
- ফিরোজশাহ মেহতা
৭) বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
- সুরেন্দ্র নাথ ব্যানার্জী
৮) কার ছোটবেলায় নাম ছিল কেশব?
- বাল গঙ্গাধর তিলক
৯) বাল গঙ্গাধর তিলকের গুরু কে ছিলেন?
- এম জি রানাডে, দাদাভাই নৌরজী, শিশির কুমার ঘোষ।
১০) কোন রাজনীতিবিদ মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠিত ডেকান এডুকেশনাল সোসাইটিতে গণিত ও দর্শন পড়াতেন?
- বাল গঙ্গাধর তিলক
১১) ডেকান এডুকেশনাল সোসাইটি বা দক্ষিন শিক্ষা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- মহাদেব গোবিন্দ রানাডে ও বাল গঙ্গাধর তিলক
(1884 সালে)
১২) পুনা নিউ ইংলিশ স্কুল কে প্রতিষ্ঠা করেন?
- তিলক 1884
১৩) মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা কে বলেছেন?
- তিলক
১৪) বালসমাজ কে প্রতিষ্ঠা করেন?
- তিলক
১৫) বালসমাজ কী?
- একটি বিদ্যালয় স্তরের সংগঠন।
১৬) কে ‘ব্ল্যাকজ্যাক ক্লাব’ প্রতিষ্ঠা করেন?
- বাল গঙ্গাধর তিলক
১৭) গণতান্ত্রিক স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন?
- বাল গঙ্গাধর তিলক
(রেফারেন্স A History of modern India by Ishita banerjee dube পেজ নং- 273,274)
১৮) গো-হত্যা বিরোধী সভা কে প্রতিষ্ঠা করেন?
- বাল গঙ্গাধর তিলক
১৯) জাতীয় আন্দোলনের বিকাশে উৎসব ও ধর্মীয় উৎসবের ব্যবহার কে শুরু করেন?
- বাল গঙ্গাধর তিলক
২০) মহারাষ্ট্রে কে গণপতি উৎসবের শুভসুচনা করেন?
- বাল গঙ্গাধর তিলক
২১) বাল গঙ্গাধর তিলক কবে গণপতি উৎসব শুরু করেন?
- 1893 সালে
২২) কোন জাতীয়তাবাদী নেতা গণপতি মহোৎসব ও শিবাজী মহোৎসব শুরু করেছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
২৩) বাল গঙ্গাধর তিলক কোথায় গণপতি উৎসব ও শিবাজী উৎসব প্রবর্তন করেন?
- মহারাষ্ট্রে
২৪) তিলক করে শিবাজী উৎসবের সূচনা করেন?
- 1895 খ্রিস্টাব্দের 15 ই মার্চ
২৫) কলকাতায় প্রথম শিবাজি উৎসবের আয়োজন করেন কে?
- সখারাম গণেশ দেউস্কার
২৬) বর্তমানে মাহরাষ্ট্রের জাতীয় উৎসব কোনটি?
- শিবাজী উৎসব
২৭) শিবাজী কবিতাটি কে রচনা করেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৮) স্বদেশী আন্দোলনের সময় কোন নেতা হিন্দু ধর্মকে রক্ষার আহ্বান জানিয়ে সর্বপ্রথম কিছু পারিবারিক উৎসবকে একটি সার্বজনীন ও রাজনৈতিক উৎসবের শুরু করেছিলেন?
- তিলক
২৯) সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের সময় কারাগারে যাওয়া প্রথম ভারতীয় কে?
- তিলক এবং আগরকর
৩১) Tenets of the New Party নামক বিখ্যাত ব্যাখ্যা কে দিয়েছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
৩২) ‘আর্কটিক হোম অফ দ্য আরিয়ান’ বইটি কে রচনা করেন?
- বাল গঙ্গাধর তিলক
৩৩) বাল গঙ্গাধর তিলকের মারাঠি ভাষায় লেখা ‘গীতা রহস্য’ কে হিন্দি ভাষায় অনুবাদ করেন?
- মাধবরাও
৩৪) বাল গঙ্গাধর তিলক কোন কারাগারে গীতা রহস্য গ্রন্থ রচনা করেন?
- মন্দালয় জেল
৩৫) বাল গঙ্গাধর তিলক কোন ইংরেজি পত্রিকা সম্পাদনা করেন?
- মারহাট্টা বা মারাঠা
৩৬) হোম রুল লীগ সম্পর্কিত তিলকের মারাঠা সংবাদপত্র কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?
- ইংরেজি
৩৭) স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় স্বাধীনতা সংগ্রামে জনসাধারনকে উদ্বুদ্ধ করার জন্য লোকমান্য বাল গঙ্গাধর তিলক কোন সংবাদপত্রটি প্রকাশ করা শুরু করেছিলেন?
- কেশরী
৩৮) কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- বাল গঙ্গাধর তিলক নিজেই
৩৯) বাল গঙ্গাধর তিলক কোন ভাষায় কেশরী পত্রিকা প্রকাশ করেন?
-মারাঠি ভাষার
৪০) লোকমান্য বাল গঙ্গাধর তিলক কোথায় ‘কেশরী’ নামক পত্রিকা প্রকাশ করেন?
- বোম্বেতে
৪১) লোকমান্য বাল গঙ্গাধর তিলক কবে ‘কেশরী’ নামক পত্রিকা প্রকাশ করেন?
- 1881
৪২) বাল গঙ্গাধর তিলকের পত্রিকা কেশরী কেমন ধরনের পত্রিকা ছিল?
- দৈনিক সংবাদপত্র
৪৩) কেশরী পত্রিকা প্রকাশে বাল গঙ্গাধর তিলকের সহযোগী কে ছিলেন?
- কেলকার।
৪৪) মারাঠা পত্রিকা প্রকাশে বাল গঙ্গাধর তিলকের সহযোগী কে ছিলেন?
- জি জি আগরকার
৪৫) বাল গঙ্গাধর তিলক সহ কেশরী ও মারাঠা পত্রিকার অন্য সম্পাদক কে ছিলেন?
- জি জি আগরকার
৪৬) তিনি মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি বাল গঙ্গাধর তিলকের ঘনিষ্ঠ সহযোগী এবং কেশরী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তিনি অতীতের ঐতিহ্য ও গৌরবের উপর অন্ধ নির্ভরতার সমালোচনা করেন। এখানে ‘তিনি’ কে?
- গোপাল গণেশ আগরকর
৪৭) কেশরী পত্রিকায় বাল গঙ্গাধর তিলক একটি প্রবন্ধ লিখেছিলেন, যার ফলস্বরূপ তাঁকে বার্মার মান্দা্লয় জেলে 6 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল?
- দেশের দুর্ভাগ্য
৪৮) ‘দেশ কা দুর্ভাগ্য’ নামক নিবন্ধ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
- কেশরী
৪৯) 1908 সালে ‘কেশরী’ পত্রিকায় ব্রিটিশ সরকারের সমালোচনা করার জন্য বাল গঙ্গাধর তিলক কত সময়ের জন্য কারাগারে দণ্ডিত হন?
- 6 বছর
৫০) তিলক কোন পত্রিকায় রাওলাট আইন কে অত্যাচার উত্পিরণের দানবীয় যন্ত্র বলে অভিহিত করেন।
- কেশরী
বাল গঙ্গাধর তিলক প্রথম পর্ব>>>>
বাল গঙ্গাধর তিলক তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
বাল গঙ্গাধর
তিলক। হোম রুল
লীগ আন্দোলন। স্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরী। মারহাট্টা। আধুনিক
ভারতের স্রষ্টা। লোকমান্য। ভারতের মুকুটহীন রাজা। শিবাজী উৎসব।