Type Here to Get Search Results !

বাল গঙ্গাধর তিলক চতুর্থ পর্ব [Lokmanya Tilak]

 

বাল গঙ্গাধর তিলক

Set by- Manas Adhikary 


 

বাল গঙ্গাধর তিলক চতুর্থ  পর্ব Balgangadhar Tilak – IV  

বাল গঙ্গাধর তিলক  হোম রুল লীগ আন্দোলনস্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরীমারহাট্টাআধুনিক ভারতের স্রষ্টালোকমান্যভারতের মুকুটহীন রাজাশিবাজী উৎসব   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব বাল গঙ্গাধর তিলক। এই পর্বে থাকছে  বাল গঙ্গাধর তিলক সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

বাল গঙ্গাধর তিলক অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরBalgangadhar Tilak  MCQ.

 

 

১০১) জাতীয়তাবাদ তহবিলের জন্য তিলক কত টাকা সংগ্রহ করেছিলেন?

 - 1 কোটি

১০২) ‘স্বরাজ’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

- দয়ানন্দ সরস্বতী

১০৩)  কে বলেছেন, ‘স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই’?

- বাল গঙ্গাধর তিলক 

(প্রকৃতপক্ষে উক্তিটির স্রষ্টা কাকা ব্যাপ্টিষ্টা। এবং পরে তিলক তাহা জনপ্রিয় করে তোলেন। কিন্তু বেশীরভাগ সময়েই প্রশ্নের ওপশানে ব্যাপিষ্টা থাকে না। সেক্ষেত্রে তিলকই হবে সঠিক উত্তর। কিন্তু ওপশানে যদি ব্যাপিষ্টা থাকে তাহলে ব্যাপিষ্টা হবে সঠিক উত্তর। সেক্ষেত্রেতিলক ভুল উত্তর হবে। )

১০৪) বাল গঙ্গাধর তিলক কবে ঘোষণা করেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার?

- 1908

১০৫) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই’ মারাঠি ভাষায় বাল গঙ্গাধর তিলক সর্বপ্রথম কোথায় তার এই বিখ্যাত উক্তিটি করেছিলেন?  

- আদালতে (বিতর্কিত)

১০৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের  কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন যে, - ‘স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই’?

- লখনউ অধিবেশন, 1916

১০৭) বাল গঙ্গাধর তিলক কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন?

-  কখনই নির্বাচিত হননি

১০৮) ভারতীয় বিপ্লবের জনক বলা হয় কাকে?

- বাল গঙ্গাধর তিলক 

১০৯) জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলা হয়?

- বাল গঙ্গাধর তিলক

১১০) বাল গঙ্গাধর তিলক কবে সমগ্র মহারাষ্ট্রে নো-ট্যাক্স (কর দেব না' )আন্দোলন শুরু করেন?

- 1896-97 সময়কালে  

১১১) বালগঙ্গাধর তিলক কত সালে দাক্ষিণাত্যে দুর্ভিক্ষ হওয়ার জন্য কৃষকদের খাজনা না দেওয়ার আবেদন জানায়?

- 1896 সালে

১১২) বাল গঙ্গাধর তিলকের সাথে কে মহারাষ্ট্রে স্বদেশী আন্দোলনের প্রচার করেছিলেন?

 - কেতকর

(তিলকের কন্যা)

১১৩) ভ্যালেন্টাইন চিরোল কাকে ‘ভারতীয় অস্থিরতার জনক’ বলেছেন?

- বাল গঙ্গাধর তিলক

১১৪) রামচন্দ্র গুহের মতে, ভ্যালেন্টাইন চিরোল কাকে ‘ভারতীয় অশান্তির জনক’ বলেছেন?

- বাল গঙ্গাধর তিলককে ও মহাত্মা গান্ধীকে 

১১৫) বাল গঙ্গাধর তিলক কবে ভ্যালেন্টাইন চিরোলের বিরুদ্ধে মানহানির মামলা করেন?

- 1910

১১৬) তিলককে ভারতীয় অশান্তির জনক বলার জন্য ভ্যালেন্টাইন চিরলের বিরুদ্ধে লন্ডনে তিলক  কোন মামলা করেন?

- লাইভেল মামলা

১১৭) তিলক কতবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হন?

- 3

১১৮) রেনড ও আয়ার্স কে হত্যাকাণ্ডে প্ররোচনা দেবার অভিযোগে বালগঙ্গাধর তিলক এর কত দিনের জেল হয়

- 18 মাস

১১৯) 1897 সালে, পুনাতে চাপেকর ভাইদের দ্বারা প্লেগ কমিশনারদের হত্যা করা হয়েছিল। কোন জাতীয়তাবাদী এই হত্যা করার চাপেকর ভাইদের প্ররোচিত করেছিলেন যার ফলস্বরূপ তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল?

- বাল গঙ্গাধর তিলক

১২০) বাল গঙ্গাধর তিলক প্রথমবার 18 মাসের জন্য কারাদন্ড হয়েছিল কেন?

- চাপেড়েকর ভ্রাতৃদ্বয়, প্লেণ কমিশনার মিঃ র্যা ন্ড ও তাঁর সহকারী লে আয়াস্টকে  হত্যা করে। ইংরেজ সরকার এই হত্যার পিছনে তিলকের বক্তৃতা ও উত্তেজনামূলক রচনাকে দায়ী করে তাকে 18 মাসের জন্য কারাদন্ড দেয়।

১২১) এই কারাদন্ড থেকে তিনি মুক্তি পান কীভাবে?

- তিলকের লন্ডনস্থিত বন্ধু পন্ডিতপ্রবর ম্যাক্সমুলার ও হান্টার সাহেব মহারানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করলে তিলকের মুক্তির আদেশ দেওয়া হয়।

১২২) 1908 সালের বিপজ্জনক বিপ্লবী কাকে বলা হয়?

- তিলক

১২৩) বাল গঙ্গাধর তিলককে মন্দালয়ে নির্বাসিত করা হয়েছিল কেন?

- 1908 সালে প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসুর বোমা নিক্ষেপের উপর কেশরী ও মারাঠা পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলে ইংরেজ সরকার তিলককে গ্রেপ্তার করে ছয়বছরের জন্য মন্দালয়ে নির্বাসিত করে।

১২৪) বাল গঙ্গাধর তিলককে রাষ্ট্রদ্রোহের শাস্তি হিসেবে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রদ্রোহের একই ধারায় মহাত্মা গান্ধী এবং তারপর স্বাধীন ভারতে মানুষদেরও শাস্তি দেওয়া হয়েছিল। সেই রাষ্ট্রদ্রোহের ধারাটি উল্লেখ করুন?

- 124 (A)

১২৫) 1908 সালে বাল গঙ্গাধর তিলকের কতবছর  জেল হয়েছিল?

- 6 বছর 

১২৬) সুরাট অধিবেশনের পর চরমপন্থী আন্দোলন দুর্বল হয়ে গিয়েছিল কেন?

- ক) বাল গঙ্গাধর তিলককে ৬ বছরের জন্য মান্দালয়ে (বার্মা) জেলে পাঠানো হয়েছিল

খ) বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষ সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন

গ) লালা লাজপত রায় বিদেশে গিয়েছিলেন

১২৭) 1922 সালে কোন ধারা অনুযায়ী গান্ধীজিকে জেলে পাঠানোর সময়  গান্ধীজি বলেছিলেন যে-  আমি খুব ভাগ্যবান যে আমাকে বাল গঙ্গাধর তিলকের মতই একই ধারায় জেলে পাঠানো হচ্ছে? 

- 124-A 

১২৮) 1906 সালে  কোন বোমা মামলার কারনে প্ররোচনা দেওয়ার অভিযোগে  বাল গঙ্গাধর তিলককে 6 বছরের জন্য মান্দালয় জেলে নির্বাসিত করা হয়?

- মুজাফফরপুর বোমা মামলা

 (বাল গঙ্গাধর তিলক কেশরী নামক পত্রিকায় বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে ‘দেশ কা দুর্ভাগ্য’ নামক  নিবন্ধ লিখেছিলেন, তাই 1908 সালে তাকে 6 বছরের কারাদণ্ডের জন্য বার্মার মান্দালে জেলে পাঠানো হয়েছিল।)

১২৯) 1908 সালে বাল গঙ্গাধর তিলক কোন অভিযোগে গ্রেফতার হন?

- রাজদ্রোহ

১৩০) কোন কোন মুক্তিযোদ্ধা মান্দালয় জেলে বন্দী জীবন কাটিয়েছেন?

- বাল গঙ্গাধর তিলক, সুভাষ চন্দ্র বসু , লালা লাজপত রায়

১৩১) 1908 সালে বোম্বেতে কটন টেক্সটাইল মিলের শ্রমিকদের ধর্মঘটের মূল কারণ  কি ছিল?

- বাল গঙ্গাধর তিলকের গ্রেফতার

১৩২) মন্দালয় থেকে বাল গঙ্গাধর তিলক কবে মুক্তি পান?

- 1914 সালের 16 জুন

১৩৩) তিলক ও অ্যানি বেসান্তের গ্রেপ্তারের প্রতিবাদে কে নাইট উপাধি পরিত্যাগ করেন?

- এস সুবাহ্মা (ইনি রাবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে নাইট উপাধি পরিত্যাগ করেন)

১৩৪) ‘জেল আমার স্কুল, বই আমার শিক্ষক, জেলর আমার বন্ধু এবং  আমার সঙ্গী’ – বক্তা কে?

- বাল গঙ্গাধর তিলক 

১৩৫) কার সুপারিশে বীর সাভারকর লন্ডনে ছত্রপতি শিবাজি বৃত্তি পেয়েছিলেন?

- বাল গঙ্গাধর তিলক

(এই বৃত্তিটি শ্যামজি কৃষ্ণ ভার্মা শুরু করেছিলেন এবং সাভারকর তিলকের সুপারিশ এবং নির্বাচনের ভিত্তিতে তাঁর কাছ থেকে এই বৃত্তি পেয়েছিলেন।)

১৩৬) তিনি ছিলেন ভারতে চরম জাতীয়তাবাদের প্রবর্তক এবং প্রথম ভারতীয় যিনি নির্ভয়ে রাষ্ট্রের প্রতি  সমবেদনা প্রকাশ করেছিলেন।  এখানে তিনি কে?

- বাল গঙ্গাধর তিলক 

১৩৭) বাল গঙ্গাধর তিলকের সহযোগী কারা ছিলেন?

-  বিষ্ণু কৃষ্ণ চিপলুঙ্কর, গোপাল গণেশ আগরকার, মাধবরাও নামজোশী

১৩৮) স্বাধীনতা আন্দোলনে প্রথমবার কারাগারে যাওয়া মুক্তিযোদ্ধা কে ছিলেন? 

- বাল গঙ্গাধর তিলক

১৩৯) সম্মতি বয়স আইন (1892)  কে প্রস্তুত করেন ?

- বোম্বের বাহরাম জি মালাবাড়ি

১৪০) সম্মতি বয়স আইন (1892)  কবে কাউন্সিল দ্বারা পাস হয়েছিল?

- 1891 সালের 19 মার্চ

১৪১) সম্মতি বয়স আইন (1892)  এ মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত নির্ধারণ করা হয়েছিল?

-  12 বছর।

১৪২) কোন জাতীয়তাবাদী নেতা  সম্মতি বয়স আইনের বিরোধিতা করেছিলেন?

-  বাল গঙ্গাধর তিলক

১৪৩) তিলককে গ্রেপ্তার করা হয় কবে?

- 1917, 23জুলাই 

১৪৪) সুবক্তা, সুলেখক, ভারতীয় দর্শনে সুপন্ডিত, পুনার চিৎপাবন ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন- উপরোক্ত তথ্যগুলি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে?

- বালগঙ্গাধর তিলক

১৪৫) কোন সংবাদপত্র বাল গঙ্গাধর তিলককে সুরাট (1907) বিভক্তির জন্য দায়ী করে?

-  মুসলমান

 ১৪৬) কাকে তার বন্ধুরা 'মিস্টার ব্লান্ট' বলে ডাকতেন?

- বাল গঙ্গাধর তিলক

১৪৭) বাংলায় বাল গঙ্গাধর তিলকের সেনাপতি  হিসাবে কাকে বিবেচনা করা হয়?

- বিপিন চন্দ্র পাল

১৪৮) দিল্লি ও পাঞ্জাবে কাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ?

- তিলক ও বিপিনচন্দ্র পাল

 

১৪৯) গোখলের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?

- তিলক

১৫০) কে গোঁখলে কে লিখেছিলেন ‘আপনি আর তিলক কলহ মিটিয়ে ফেললে ভারত সম্বন্ধে আবার আশা ফিরবে।‘

- মতিলাল ঘোষ 

 

বাল গঙ্গাধর তিলক তৃতীয়  পর্ব>>>>  

বাল গঙ্গাধর তিলক পঞ্চম পর্ব>>>>  


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

বাল গঙ্গাধর তিলক  হোম রুল লীগ আন্দোলনস্বরাজ আমার জন্মগত অধিকার। গীতা রহস্য। কেশরীমারহাট্টাআধুনিক ভারতের স্রষ্টালোকমান্যভারতের মুকুটহীন রাজাশিবাজী উৎসব 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad