Type Here to Get Search Results !

সরোজিনী নাইডু [Sarojini Naidu]

 

সরোজিনী নাইডু

Set by- Manas Adhikary 


 

সরোজিনী নাইডু  Sarojini Naidu

সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতিপ্রথম মহিলা রাজ্যপাল। ধরসানার লবণ সত্যাগ্রহভারতের নাইটিঙ্গেলজাতীয় নারী সমিতিBroken Wings

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম নরমপন্থী ব্যক্তিত্ব সরোজিনী নাইডু। এই পর্বে থাকছে  সরোজিনী নাইডু সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

সরোজিনী নাইডু সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । About Sarojini Naidu  & MCQ.     

 

সরোজিনী নাইডু ভারতের হায়দ্রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত এবং মাতা ছিলেন একজন  কবি এবং বাংলায় কবিতা লিখতেন। শৈশব থেকেই বুদ্ধিমতি হওয়ায়, সরোজিনী 12 বছর বয়সে ভাল নম্বর নিয়ে 12 তম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 13 বছর বয়সে লেডি অফ দ্য লেক নামে একটি কবিতা রচনা করেন। অস্ত্রোপচারে ক্লোরোফর্মের কার্যকারিতা প্রমাণ করার জন্য সরোজিনী নাইডুকে ইংল্যান্ডে পাঠানো হয়। এই ইংল্যান্ডে পাঠানোর খরচ হায়দ্রাবাদের নিজাম বহন করেছিল।  সরোজিনী নাইডু প্রথমে লন্ডনের কিংস কলেজে এবং পরে কেমব্রিজের গিরটন কলেজে পড়ার সুযোগ পান।

তিনি বহু জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং জেলও গেছেন। কোনো সংকটে ভীত না হয়ে তিনি একজন সাহসী যোদ্ধার মতো গ্রাম থেকে গ্রামে ঘুরে  বেড়াতে থাকতেন, দেশপ্রেমের শিখা জ্বালিয়ে দেশবাসীকে তাদের কর্তব্য স্মরণ  করিয়ে দেন। তার বক্তব্য জনগণের হৃদয়কে নাড়া দিত এবং দেশের জন্য সর্বস্ব  উৎসর্গ করতে অনুপ্রাণিত করত।  তিনি ইংরেজি, হিন্দি, বাংলা বা গুজরাটি ভাষায় বক্তৃতা দিতেন। লন্ডনের সভায় ইংরেজিতে বক্তৃতা দিয়ে তিনি সেখানে উপস্থিত  সকল শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন। তার জনপ্রিয়তা এবং প্রতিভার কারণে, তিনি 1925 সালে কানপুরে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনের সভাপতি হন এবং 1932 সালে ভারতের প্রতিনিধি হিসেবে দক্ষিণ আফ্রিকায় যান। ভারতের স্বাধীনতার পর, তিনি উত্তর প্রদেশের প্রথম রাজ্যপাল হন। সম্প্রসারণ ও জনসংখ্যার দিক থেকে এটি ছিল দেশের বৃহত্তম প্রদেশ। রাজ্যপাল পদ গ্রহণ করে তিনি বলেন, ' খাঁচায় বন্দী জঙ্গলের পাখির মতো লাগছে।' কিন্তু তিনি প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর ইচ্ছাকে উপেক্ষা করতে পারেননি।  মিসেস অ্যানি বেসান্টের এই প্রিয় বন্ধু এবং গান্ধীজির প্রিয় শিষ্য তার সমগ্র জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি 2 মার্চ 1949 সালে মারা যান। 13 ফেব্রুয়ারী 1964-এ, ভারত সরকার তার জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্মানে 14 পয়সার একটি ডাকটিকিটও জারি করে।

 

প্রশ্নোত্তর পর্ব   

১) স্বাধীনতার আগে কংগ্রেসের প্রথম ও শেষ  ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?

- সরোজিনী নাইডু

 (ভারতের প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী)

২) সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি, তিনি কোন অধিবেশনের সভাপতিত্ব করেন?

-  1925 সালে কানপুর অধিবেশন 

৩) কংগ্রেসের কোন অধিবেশনে  হিন্দি জাতীয় ভাষা হিসাবে ব্যবহৃত হয়েছিল।?

- 1925 সালের অধিবেশনে  

৪) সরোজিনী নাইডুর সভাপতিত্বে কোন কংগ্রেস অধিবেশনে গানটি গাওয়া হয়েছিল?

- বিজয় বিশ্ব তিরঙ্গা পেয়ারা

৫) পরাধীন ভারতের শেষ কংগ্রেস মহিলা সভাপতি কে ছিলেন?

- নলিনী সেন গুপ্ত 

 (নেল্লি সেনগুপ্তা)

৬) ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রথম ভারতীয় মহিলা যোদ্ধা কে ছিলেন?

- ভেলু নাছিয়ার

৭) স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

- সরোজিনী নাইডু

৮) সরোজিনী নাইডু কোন রাজ্যের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন?

- উত্তরপ্রদেশ

 (15 আগস্ট 1947 থেকে 2 মার্চ 1949 পর্যন্ত উত্তরপ্রদেশ  রাজ্যের গভর্নর ছিলেন) 

৯) রাজ্যপালকে ‘স্বর্ণপিঞ্জরে আবদ্ধ পক্ষী’ বলে কে অভিহিত করেছেন?

- সরোজিনী নাইডু

১০) সরোজিনী নাইডু কোন সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি পান? 

- 1908

১১) লবণ সত্যাগ্রহের সময় গান্ধীজি যখন গ্রেফতার হন তখন কে ধরসানার নেতৃত্ব দেন?

- সরোজিনী নাইডু 

১২) আইন অমান্য আন্দোলনের সময় সরোজিনী নাইডু লবণের ডিপো আক্রমণ করার জন্য সত্যাগ্রহীদের কোথায় নেতৃত্ব দিয়েছিলেন?

- ধরসানা

১৩) ধরসনা লবণগোলা আন্দোলন এর কে নেতৃত্ব দেন?

- সরোজিনী নাইডু

১৪) 1930 সালের 31 মে সংঘটিত ধরসানার ঘটনা লবণ কারখানায় হামলায় কারা সক্রিয়ভাবে যুক্ত ছিল?

- সরোজিনী নাইডু, ইমাম সাহেব রহ, মণিলাল, আব্বাস তৈয়বজি প্রমুখ

(মণিলাল ছিলেন গান্ধীজীর পুত্র। গান্ধীজির গ্রেফতারের পর আব্বাস তৈয়বজি এই  আন্দোলনের নেতৃত্ব দেন।) 

১৫) ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 সালের 9 আগস্ট গান্ধীজির সাথে কাকে গ্রেফতার করে আগা খান প্রাসাদে রাখা হয়েছিল?

- সরোজিনী নাইডু

 (ভারত ছাড়ো আন্দোলনের সময় রাজেন্দ্র প্রসাদকে পাটনায় গ্রেফতার করে বাঁকিপুর জেলে রাখা হয়।)

১৬) কোন মহিলা প্রথম গোলটেবিল সম্মেলনে (1930-1931) অংশগ্রহণ করেছিলেন?

- বেগম শাহ নওয়াজ

১৭) দ্বিতীয় গোল টেবিল বৈঠকে এ ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন ?

- সরোজিনী নাইডু

১৮) শ্রীমতি সরোজিনী নাইডু দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কার  মনোনীত সদস্য হিসেবে অংশগ্রহণ করেছিলেন?

- ভারত সরকার

১৯) সরোজিনী নাইডু ছাড়াও দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন কে?

- মদন মোহন মালব্য

২০) দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধিজীর সঙ্গী কে ছিলেন ?

- সরোজিনী নাইডু

২১) কোন গোলটেবিল বৈঠকে  অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বেগম শাহওয়াজ,  সুব্বারায়ণ প্রমুখ মহিলারা অংশগ্রহণ করেছিলেন?

- দ্বিতীয় গোলটেবিল সম্মেলন সেপ্টেম্বর 1931 থেকে ডিসেম্বর 1931

২২) গান্ধীজি যখন মিঠুভানকে রাষ্ট্রীয় মহিলা সভার খাদি বিভাগের মন্ত্রী হিসাবে নিযুক্ত করেছিলেন সেই সময়ে রাষ্ট্রীয় মহিলা সভার সভাপতি কে ছিলেন?

- সরোজিনী নাইডু

২৩) 1917 সালে, মহিলাদের ভোটাধিকারের দাবিতে লন্ডনে ভারতের সেক্রেটারি অফ স্টেটের সাথে দেখা করতে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কে?

- সরোজিনী নাইডু 

২৪) মহিলাদের ভোটাধিকারের দাবিতে সরোজিনী নাইডুর নেতৃত্বে 4 জন মহিলার একটি প্রতিনিধি দল লন্ডনে পাঠানো হয়েছিল।সরোজিনী ছাড়া আর কোন কোন মহিলা এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন?

- অ্যানি বেসান্ট, হীরাবাই টাটা, মিথুন টাটা

২৫) লন্ডনের জয়েন্ট সিলেক্ট কমিটিতে সার্বজনীন ভোটাধিকারের পক্ষে অ্যানি বেসান্টকে কে সমর্থন করেছিলেন?

- সরোজিনী নাইডু

২৬) গণপরিষদে মোট 15 মহিলা সদস্য ছিলেন। এদের মধ্যে কয়েকজনের নাম লেখ। 

-  সুচেতা কৃপালানি, বিজয়লক্ষ্মী পণ্ডিত, রাজকুমারী অমৃতা কৌর, সরোজিনী নাইডু, হংস মেহতা প্রমুখ

২৭) 1947 সালে এশিয়ান রিলেশন কনফারেন্সের সভাপতিত্ব করেন কে?

-  সরোজিনী নাইডু

২৮) 1921 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে চিত্তরঞ্জন দাসের ভাষণ কে পাঠ করেছিলেন?

- সরোজিনী নাইডু 

২৯) 1921 সালে রাষ্ট্রীয় নারী সংঘ (জাতীয় নারী সমিতি) কে প্রতিষ্ঠা করেন??

- সরোজিনী নাইডু

৩০) ‘Golden Threshold’ গ্রন্থটির কে রচনা করেন?

- সরোজিনী নাইডু

(ইংরেজি ভাষায় রচিত) 

৩১) The songs of India’ গ্রন্থটি কার লেখা ?

- সরোজিনী নাইডু

৩২) ‘Broken Wings’ বইটির লেখক কে  ?

- সরোজিনী নাইডু

৩৩) কে সুভাষ চন্দ্র বসুকে ‘ভারতীয় দেশপ্রেমের জ্বলন্ত তলোয়ার’ বলেছেন?

- সরোজিনী নাইডু 

৩৪) সরোজিনী নাইডু  মিকি মাউস বলে কাকে অভিহিত করেন? 

- গান্ধীজিকে

৩৫) কে গোপাল কৃষ্ণ গোখলেকে ‘একজন বাস্তব পরিশ্রমী এবং স্বপ্নের এক রহস্যময় স্বপ্নদ্রষ্টার  গুণাবলীর এক অনন্য সমন্বয়’ বলেছেন?

- সরোজিনী নাইডু

৩৬) সরোজিনী নাইডু উল্লেখিত দুইজন মহাত্মার মধ্যে একজন গান্ধীজি আর অন্যজন  কে?

-  লর্ড আরউইন

৩৭) কাকে সরোজিনী নাইডু ‘হিন্দু-মুসলিম ঐক্যের দূত’  হিসেবে উল্লেখ করেছেন?

- মহম্মদ আলী জিন্নাহ

৩৮) তৎকালীন কোন বিশেষ সময়ে সরোজিনী নাইডু জিন্নাহ কে হিন্দু মুসলিম দের মধ্যে সমন্বয়কারী বা হিন্দু-মুসলিম ঐক্যের দূত (Ambassador of Hindu Muslim Unity) আখ্যা দিয়েছিলেন ?

- লখনউ চুক্তির সময়

৩৯) ভারতের নাইটিঙ্গেল কাকে বলে?

- সরোজিনী নাইডু

৪০) সরোজিনী নাইডুকে ‘ভারতের নাইটিঙ্গেল’ উপাধি কে দিয়েছিলেন?

- মহাত্মা গান্ধী 

৪১) জাতীয় নারীদিবস কোনদিন উদযাপন করা হয়?

- সরোজিনী নাইডুর জন্মদিন

 (সরোজিনী নাইডু 13 ফেব্রুয়ারি 1869 সালে জন্মগ্রহণ করেন)

 

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতিপ্রথম মহিলা রাজ্যপাল। ধরসানার লবণ সত্যাগ্রহভারতের নাইটিঙ্গেলজাতীয় নারী সমিতিBroken Wings। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad