উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত
Set by- Manas Adhikary
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত । Womesh Chandra Bonnerjee.
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়। রমেশচন্দ্র দত্ত । রমেশচন্দ্র দত্ত ঐতিহাসিক উপন্যাস। Hindusthan Tribune। লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। Father of Economic Nationalism। Economic History of India।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম নরমপন্থী ব্যক্তিত্ব উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত । এই পর্বে থাকছে উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও রমেশচন্দ্র দত্ত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Ramesh Chandra Dutta MCQ.
১) কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
২) কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন?
- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
৩) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় সভাপতিত্ব করেন?
- প্রথম অধিবেশন ( 1185 সালের 28 ডিসেম্বর, বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ)
৪) কে উমেশ চন্দ্র ব্যানার্জীকে কংগ্রেসের প্রথম সভাপতি করার জন্য হিউম এর কাছে প্রস্তাব দিয়েছিলেন?
- সুব্রামানিয়াম আইয়ার
(কেটি তাইলাং সুব্রামানিয়ামের এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন)
৫) জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কার পরিবর্তে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়?
- লর্ড রে (মতান্তরে সুরেন্দ্রনাথ ব্যানার্জী)
৬) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?
- এলাহবাদ (1892)
৭) ‘Introduction to the Indian Politics’- গ্রন্থটির রচয়িতা কে?
- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
৮) জাতীয় কংগ্রেস দ্বারা প্রকাশিত পত্রিকাটির নাম কী?
- ইন্ডিয়া (ইংরেজী ভাষায়; উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় এবং দাদাভাই নৌরজী দুজনে মিলে এই পত্রিকা প্রকাশ করেন)
৯) লন্ডনে ‘লন্ডন ইন্ডিয়ান সোসাইটি’ প্রতিষ্ঠা করেন কে,?
- উমেশ চন্দ্র ব্যানার্জি
(উমেশ চন্দ্র ব্যানার্জি 1865 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি সহযোগিতায় লন্ডন ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। লন্ডনে পড়াশুনা করার সময় এই কাজটি করেছিলেন)
১০) লন্ডন ইন্ডিয়ান সোসাইটি পরিবর্তিকালে কী নামে পরিচিত হয়?
- ইস্ট ইন্ডিয়া অ্যসোসিয়েশান
১১) প্রথম ভারতীয়র নাম করো যিনি ব্রিটেনে হাউস অফ কমেন্সের হয়ে নির্বাচনে প্রতিযোগীতা করেছিলেন?
- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
(.কিন্তু তিনি নির্বাচনে জিততে পারেননি। ইনি লন্ডনে 'লন্ডন ইন্ডিয়ান সোসাইটি' প্রতিষ্ঠা করেন যা পরে 'ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন' নামে পরিচিত হয়। ইনি 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি হন। ব্রিটেনে হাউস অফ কমেন্সের নির্বাচনে জয়ী প্রথম ভারতীয় ছিলেন দাদাভাই নরোজি।)
১২) উমেশ চন্দ্র বন্দোপাধ্যায় একটি পত্রিকা প্রকাশ করেছিলেন তা নাম কী?
- Hindusthan Tribune
১৩) Shells from the sand of Bombay বই কে রচনা করেন?
- উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
১৪) দুর্গাপূজা নামক উৎসব কে শুরু করেন??
- W C বন্দ্যোপাধ্যায়
রমেশ চন্দ্র দত্ত
১৫) রমেশ চন্দ্র দত্ত একজন _________ ছিলেন?
- অর্থনীতিবিদ
১৬) রমেশ চন্দ্র দত্ত কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন?
- 1899
১৭) রমেশ চন্দ্র দত্ত পেশায় কী ছিলেন?
- সহকারী ম্যাজিষ্ট্রেট
১৮) কত সালে রমেশ চন্দ্র দত্ত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন?
- 1869 সালে
১৯) 1869 সালে ভারতীয় সিভিল সার্ভিসে কোন কোন ভারতীয় নির্বাচিত হয়েছিল?
- শ্রী পাদ বাবা জি ঠাকুর, রমেশ চন্দ্র দত্ত, বিহারী লাল গুপ্ত, সুরেন্দ্র নাথ ব্যানার্জী, সতীশ চন্দ্
২০) বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতি কে ?
- রমেশ চন্দ্র দত্ত
২১) কাকে Father of Economic Nationalism বা অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক বলা হয় ?
- রমেশ চন্দ্র দত্ত
২২) অর্থনৈতিক ইতিহাসবিদদের মধ্যে কে সর্বপ্রথম ভারতে ব্রিটিশ রাজের শোষণমূলক নীতিকে বিভিন্ন বিশেষজ্ঞের তথ্য ও মতামত দিয়ে কার্যকরভাবে প্রকাশ করেছিলেন?
- রমেশ চন্দ্র দত্ত
২৩) সম্পদের নির্গমনকে কে ‘প্রবাহিত গভীর ক্ষত’ বলে বর্ণনা করেছেন?
- রমেশ চন্দ্র দত্ত
২৪) ভারতের অনেকের মধ্যে তিনজন ভারতীয় 1870 থেকে 1955 সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনের স্পষ্ট অর্থনৈতিক বিশ্লেষণ তৈরি করেছিলেন। তারা কারা?
- নৌরোজি, রানাডে, আর সি দত্ত
২৫) পরাধীন ভারতের অর্থনৈতিক সমালোচক ছিলেন কে ?
- দাদাভাই নওরোজি, জি. সুব্রামন্য আইয়ার, আর. সি. দত্ত
২৬) ভারতের অর্থনৈতিক ইতিহাসের উপর প্রথম পুস্তক রচনা করেন কে?
- আর সি দত্ত
(আর সি দত্ত এর Economic History of India বইটিকে ভারতের অর্থনৈতিক ইতিহাসের উপর লেখা প্রথম বই বলে মনে করা হয়।)
২৭) Economic History of India পুস্তকটি কে রচনা করেন?
- রমেশ চন্দ্র দত্ত
(এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয় 1902 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1904 সালে)
২৮) ভারত থেকে সম্পদের নির্গমনের কুফল, নাদির শাহের মতো বিদেশী হানাদারদের লুটপাটের চেয়ে বেশি বিপজ্জনক বলে কে বর্ণনা করেছেন?
- আর সি দত্ত
২৯) কে চিরস্থায়ী বন্দোবস্তকে বিজ্ঞ পদক্ষেপ বলে মনে করতেন?
- আর সি দত্ত
৩০) রমেশ চন্দ্র দত্ত এবং রাজা রাম মোহন রায়ের মতো পণ্ডিতরা জমিদারি প্রথার সমর্থনে ছিলেন। পরবর্তী সময়ে জমিদারি প্রথা তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল যে কমিশন এই জমিদারি ব্যবস্থার সমালোচনা করে?
- ফ্লাইড কমিশন
৩১) কোন ঐতিহাসিক স্থায়ী বন্দোবস্তের উচ্চ প্রশংসা করে বলেন যে- এই ভূমি বন্দোবস্তটি ব্রিটিশদের দ্বারা করা সবচেয়ে বুদ্ধিমান এবং সফল কাজ?
- রমেশ চন্দ্র দত্ত
(জোনাথন ডানকান এবং রাজারাম মোহনও স্থায়ী বন্দোবস্তের সমর্থক ছিলেন।)
৩২) উইলিয়াম বেন্টিঙ্ক সরকারী ঋণ কমিয়েছেন, বার্ষিক ব্যয় কমিয়েছেন এবং সঞ্চয় দেখিয়েছেন। তিনি উত্তর ভারতে রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন, যা জমিদার ও কৃষক উভয়েই অনেকটাই পরিত্রান পেয়েছিল। - উক্তিটি কার?
- রমেশ চন্দ্র দত্ত
৩৩) যদি উৎপাদক পঙ্গু হয়, কৃষকদের উপর করের বোঝা চাপানো হয় এবং রাজস্বের এক-তৃতীয়াংশ দেশের বাইরে পাঠানো হয়, তাহলে বিশ্বের যেকোনো দেশ স্থায়ীভাবে দরিদ্র হয়ে পড়বে এবং সেখানে বারবার দুর্ভিক্ষের দেখা দেবে।- বিবৃতিটি কার?
- রমেশ চন্দ্র দত্ত
৩৪) তিনি জনগণের মনকে বয়কট আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন এবং তিনি শুধু ইতিহাস রচনা করেননি, ইতিহাসও রচনা করেছেন। - অরবিন্দ ঘোষ কাকে উদ্দেশ্য করে এই বক্তব্যটি করেন?
- আর সি দত্ত
৩৫) রমেশ চন্দ্র দত্ত লর্ড কার্জনকে কতগুলি খোলা চিঠি লিখেছিলেন?
- 5
(Famines in India শীর্ষক বইটিতে এই চিঠিগুলির বিশদ বিবরণ দেওয়া হয়েছে।)
৩৬) কোন ঐতিহাসিকের মতে 5ম শতাব্দী থেকে 10শ শতকের সময়কালে ভারতের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল?
- আর. সি দত্ত
৩৭) রমেশ চন্দ্র দত্ত কোন কোন পুস্তক রচনা করেন?
- দ্য মহাভারত এবং দ্য রামায়ণ, লেক অফ পামস, ইন্ডিয়ান ইন দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশান ইন অ্যানসিয়েণ্ট ইন্ডিয়া, Economic History of India, মহারাষ্ট্রের জীবন প্রভাত ; রাজপুত জীবন সন্ধ্যা
৩৮) The Lake of Palms উপন্যাসটি কে রচনা করেন?
- রমেশ চন্দ্র দত্ত
৩৯) রমেশ চন্দ্র দত্তের কোন গ্রন্থে আওরঙ্গজেবের সাথে তার ভাইদের উত্তরাধিকার বিবাদ এবং শেষ পর্যন্ত আওরঙ্গজেবের বিজয়ের কাহিনী বর্ণিত আছে?
- মাধবী কঙ্কন
৪০) রমেশ চন্দ্র দত্ত রচিত গ্রন্থে কাকে বাংলা বিজেতার প্রধান নায়ক হিসাবে বর্ণিত করা আছে?
- টোডরমল
৪১) 1893 সালে ‘সমাজ’ উপন্যাসটি কে রচনা করেন?
- রমেশ চন্দ্র দত্ত
৪২) রমেশ চন্দ্র দত্ত একটি পত্রিকা প্রকাশ করেছিলেন সেই পত্রিকাটির নাম কি?
- ফোকাস
৪৩) রমেশচন্দ্র দত্ত দুটি ধর্মগ্রন্থ বাংলায় অনুবাদ করেন। সেই দুটি ধর্মগ্রন্থের নাম কী?
- রামায়ন ও মহাভারত
৪৪) কার সভাপতিত্বে 1905 সালে বেনারসে প্রথম শিল্প সম্মেলন অনুষ্ঠিত হয়?
- রমেশ চন্দ্র দত্ত
৪৫) প্রথম কোন ভারতীয়প্রধান বিচারপতি হন?
- রমেশ চন্দ্র মিত্র ( রমেশ চন্দ্র দত্ত নহে। লর্ড রিপন 1882 সালে কলকাতা কোর্টে নিযুক্ত করেন।)
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
উমেশ চন্দ্র বন্দোপাধ্যায়। রমেশচন্দ্র দত্ত । রমেশচন্দ্র দত্ত ঐতিহাসিক উপন্যাস। Hindusthan Tribune। লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। Father of Economic Nationalism। Economic History of India।