মহাদেব গোবিন্দ রানাডে
Set by- Manas Adhikary
মহাদেব গোবিন্দ রানাডে দ্বিতীয় পর্ব। Mahadev Govind Ranade Part – II
মহাদেব গোবিন্দ রানাডে । পুনা সর্বজনিক সভা। বিধবা বিবাহ সমিতি । মহারাষ্ট্রের সক্রেটিস। আধুনিক ঋষি । ডেকান এডুকেশান সোসাইটি । জাতীয় সমাজ সংস্কার কমিটি। India Political Economy । Rise of Maratha Power । রমাবাই রানাডে। পুনা সেবা সদন। শারদা সদন। আর্য মহিলা সমাজ।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম নরমপন্থী ব্যক্তিত্ব মহাদেব গোবিন্দ রানাডে । এই পর্বে থাকছে মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহাদেব গোবিন্দ রানাডে সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । Mahadev Govind Ranade MCQ.
১১) 1887 সালে ‘জাতীয় সমাজ সংস্কার কমিটি’ কে প্রতিষ্ঠা করেন?
- মহাগোবিন্দ রানাডে
(রাষ্ট্রীয় সমাজ সুধার সমিতি)
১২) কার সভাপতিত্বে 1871 সালে ‘টাউন অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
- মহাগোবিন্দ রানাডে
১৩) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাথমিক পর্বে জাতীয় কংগ্রেসের প্রধান পরামর্শদাতা কে ছিলেন?
- এম জি রানাডে
১৪) "Essays on Indian Economic"- কে লিখেছেন?
- এম জি রানাডে
১৫) "India Political Economy"- কার লেখা?
- এম জি রানাডে (1892 সালে)
১৬) "Rise of Maratha Power"- কার লেখা?
- এম জি রানাডে
১৭) কোন সমাজ সংস্কারক Philosophy of Indian Theism নামক একটি পুস্তক রচনা করেন?
- বিচারপতি রানাডে
১৮) A Believer's Faith in Religion (এক আস্তিক কি ধর্ম মে আস্থা) বইটি কে লিখেছেন?
- গোবিন্দ রানাডে
১৯) ‘A Theist's Confession of Faith’ বইটি কে লিখেছেন?
- মহাগোবিন্দ রানাডে
২০) কে প্রচলিত আধা-সামন্ততান্ত্রিক ভূমি মালিকানার বিরোধিতা করেছিলেন এবং পুঁজিবাদী ভিত্তিতে তাদের পুনর্গঠনের জন্য মতামত দিয়েছিলেন?
- মহাদে গোবিন্দ রানাডে
২১) 1892 সালে কে তাঁর 'ইন্ডিয়ান পলিটিক্যাল ইকোনমি' প্রবন্ধে রাজনৈতিক সমস্যার পরিবর্তে অর্থনৈতিক সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উপর জোর দিয়েছিলেন?
- মহাদেব গোবিন্দ রানাডে
২২) ভারতের শিল্পায়নের প্রথম ঘোষক কে ছিলেন?
- মহাদেব গোবিন্দ রানাডে
২৩) ব্রিটিশ আমলে ভারতে শিল্প স্থাপনের জন্য কে শিল্পপতিদেরকে আহ্বান করেন?
- মহাদেব গোবিন্দ রানাডে
২৪) কোন ভারতীয় ব্রিটিশ শাসনের অধীনে আধুনিক শিল্প বিকাশের বিভিন্ন দিকগুলি নিয়ে বিশ্লেষণ করেন?
- মহাদেব গোবিন্দ রানাডে
২৫) কোন বছর বিচারপতি মহাদেব গোবিন্দ রানাদে পুনেতে ভারতীয় বাণিজ্য ও শিল্পের উপর বক্তৃতা দেন?
- 1872
(এইবক্তৃতায় তিনি ভারত থেকে পুঁজি ও সম্পদ বহিষ্কারের সমালোচনা করেন)
২৬) ‘জাতীয় পুঁজির ১/৩ অংশ কোনো না কোনোভাবে ভারতের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।‘- সম্পদ নির্গমন সম্পর্কে কে এই কথা বলেছিলেন?
- মহাদেব গোবিন্দ রানাডে (1872 সালে পুনার বক্তৃতায় )
২৭) ভারতে ধন নির্গমন তত্ত্ব প্রচারকারী প্রথম ব্যক্তি কে?
- এম জি রানাডে
২৮) ভারতে অনেকের মধ্যে তিনজন ভারতীয় 1870 থেকে 1955 সাল পর্যন্ত ভারতে ব্রিটিশ শাসনের স্পষ্ট অর্থনৈতিক বিশ্লেষণ তৈরি করেছিলেন। তারা কারা ছিলেন?
- নৌরোজি, রানাডে, আরসি দত্ত
২৯) মহাগোবিন্দ রানাডে কার সমর্থক ছিলেন?
- বিধবা বিবাহ
৩০) জনকল্যাণমূলক কাজের জন্য ব্রিটিশ সরকার কাকে রাও বাহাদুর উপাধি দিয়েছিল?
- মহাদেব রানাডে
৩১) বাসুদেব বলবন্ত ফাড়কে মূলত কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন?
- এমজি রানাডে
(ফাডকে মূলত গোবিন্দ রানাডের ধন নির্গমন তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।)
৩২) মহারাষ্ট্রে রামোসি কৃষক জাঠ কে প্রতিষ্ঠা করেন?
- বাসুদেব বলবন্ত ফাড়কে
৩৩) মহাদেব গোবিন্দ রানাডে কার বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন?
- গোপাল কৃষ্ণ গোখলে
৩৪) ) ১৮৮৭ সালে ‘ভারতীয় সামাজিক কংগ্রেস' এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- এম জি রানাডে (মতান্তরে গোখলে)
৩৫) শিবাজীর চৌথ এর সাথে লর্ড ওয়েলেসলির অধীনতামুলক মিত্রতা নীতির তুলনা করেন কে?
- এম জি রানাডে
৩৬) কে শিবাজী মহারাজকে নেপোলিয়নের মতো মহান সংগঠক বলে অভিহিত করেন?
- মহাগোবিন্দ রানাডে
৩৭) কার সাথে রানাডের মতের মিল হত না অর্থাৎ রানাডে কার প্রতিপক্ষ ছিলেন?
- বাল গঙ্গাধর তিলক
৩৮) রানাডে ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। এর আগে কংগ্রেসের সাথে এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1895 সালের পর এর সম্মেলনগুলি কংগ্রেস থেকে আলাদাভাবে অনুষ্ঠিত হতে শুরু করে। কী কারণে এর সম্মেলনগুলি কংগ্রেস থেকে আলাদা করা হয়েছিল??
- চাপেকর ভাই রানাডেকে হুমকি দেয়
(চাপেকর ভাইরা বললেন, এখন যদি কংগ্রেস অধিবেশনের সঙ্গে রানাডে তার সামাজিক সম্মেলন আয়োজন করেন, তাহলে সামাজিক সম্মেলনের প্যান্ডেল পুড়িয়ে দেবেন। এমনকি এই ঘটনায় তারা সামান্য হত্যাও করতে পারে)
৩৯) গোপালকৃষ্ণ গোখলের গুরুর নাম কী?
- এম জি রানাডে
৪০) বীরসালিঙ্গম কে দক্ষিন ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করেছেন কে?
- এম জি রানাডে
৪১) কোন ঐতিহাসিক বিশ্বাস করেন যে মারাঠাদের উত্থান আওরঙ্গজেবের হিন্দু বিরোধী নীতির ফল ছিল?
- যদুনাথ সরকার, জি এস দেশাই, রানাডে
৪২) ‘আওরঙ্গজেব দক্ষিণে আক্রমণ না করলে মারাঠা জাতি প্রতিষ্ঠিত হতো না।‘-কার বক্তব্য এটি?
- মহাদেব গোবিন্দ রানাডে
(তিনি শিবাজীকে নেপোলিয়নের মতো মহান সংগঠন হিসেবে বিবেচনা করেছেন।)
৪৩) কার মতে – ‘মারাঠা আন্দোলন একটি দুর্ঘটনাজনিত ঘটনার চেয়ে অনেক বেশি ছিল। এটি ছিল বিদেশী শাসন থেকে মুক্তির জন্য একটি জাতীয় আন্দোলন।‘
-মহাদেব গোবিন্দ রানাডে
৪৪) 'ভারত ও ইংল্যান্ডের অর্থনৈতিক স্বার্থ প্রতিটি ক্ষেত্রেই সংঘর্ষে লিপ্ত’ – উক্তিটি কার?
- এম জি রানাডে
৪৫) মহাত্মা গান্ধী 1 দিনে যত মহিলা উন্নতিকল্পে কাজ করেন আমরা আমাদের সারা জীবনে নারীদের জন্য এতটা কাজ করতে পারি না।- এটা কার বক্তব্য?
- মহাদেব গোবিন্দ রানাডে
৪৬) ভারতীয়দের আর ভিক্ষুক হয়ে সন্তুষ্ট হওয়া উচিত নয়, ব্রিটিশদের অনুগ্রহের জন্য ভিক্ষা করা উচিত নয় – উক্তিটি কার?'
- দাদা ভাই নওরোজি
৪৭) অর্থনৈতিক উন্নয়ন এবং ন্যায্য সামাজিকতা শুধু যৌক্তিক যুক্তির বিষয় নয়, ঐতিহাসিক অভিজ্ঞতার বিষয়ও বটে। - উক্তিটি কার?
- মহাদেব গোবিন্দ রানাডে
৪৮) কে ব্রিটিশ রাজত্ব সম্পর্কে বলেন যে – এটি একটি চিনির তৈরি ছুরি, মসৃণ এবং মিষ্টি কিন্তু সেটা ছুরি?
- মহাগোবিন্দ রানাডে
৪৯) মহাগোবিন্দ রানাডে কবে মারা যান?
- 1901
৫০) মহাগোবিন্দ রানাডের স্ত্রীর নাম কি ছিল?
- সখুবাই
(তার প্রথম স্ত্রী ছিলেন সখুবাই, তার মৃত্যুর পর তিনি রমা বাইকে বিয়ে করেন।)
৫১) ভারতীয় ইতিহাসে নারী সংস্কার আন্দোলনের পথপ্রদর্শক কাকে বিবেচনা করা হয়?
- রমাবাই রানাডে
৫২) পুনা সেবা সদন প্রতিষ্ঠা করেন কে/কারা?
- রমাবাই রানাডে এবং জি কে দেওধর
(1909 সালে)
৫২) শারদা সদন কে প্রতিষ্ঠা করেন?
- রমাবাই রানাডে
(1889 সালে)
৫৩) 1884 সালে পুনেতে মহিলাদের উচ্চ শিক্ষার জন্য কে ‘হুজুর পাগা’ স্কুল প্রতিষ্ঠা করেন?
- রমাবাই রানাডে
৫৪) পণ্ডিতা রমাবাইয়ের শারদা সদন কবে প্রতিষ্ঠিত হয়?
- 1889,
৫৫) মহাকালী পাঠশালা কবে প্রতিষ্ঠিত হয়?
- 1893 ,
৫৬) কেশব কার্ভের অনাথ বালিকা আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়?
– 1896
৫৭) রমাবাই রানাডের পুনা সেবা সদনকবে প্রতিষ্ঠিত হয়?
- 1909
৫৮) কোন বছরে, পণ্ডিতা রমাবাই সরস্বতী পুনেতে বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডের সহায়তায় আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন?
- 1882
মহাদেব গোবিন্দ রানাডে প্রথম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মহাদেব গোবিন্দ রানাডে । পুনা সর্বজনিক সভা। বিধবা বিবাহ সমিতি । মহারাষ্ট্রের সক্রেটিস। আধুনিক ঋষি । ডেকান এডুকেশান সোসাইটি । জাতীয় সমাজ সংস্কার কমিটি। India Political Economy । Rise of Maratha Power । রমাবাই রানাডে। পুনা সেবা সদন। শারদা সদন। আর্য মহিলা সমাজ।