Type Here to Get Search Results !

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় [S N Banerjee]

 

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় 

Set by- Manas Adhikary

সুরেন্দ্রনাথ ব্যানার্জী  দ্বিতীয় পর্ব Surendranath Banerjee Part – II

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ভারতের মাৎসিনী ভারতের জাতীয়তাবাদের জনক বাংলার মুকুটহীন রাজাসামুদ্রিক ঝড়ের পাখিরাষ্ট্রগুরুভারতের মুকুটহীন রাজাA Nation is Making।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সুরেন্দ্রনাথ ব্যানার্জী । এই পর্বে থাকছে  সুরেন্দ্রনাথ ব্যানার্জী সম্পর্কিত অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।   পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর Surendranath Banerjee MCQ

 

 

১) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের পিতার নাম কী?

- দুর্গাচরন বন্দোপাধ্যায়

২) কবে ও কোথায় সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের জন্ম হয়?

- 1848 সালে কোলকাতায়

৩) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় প্রথম কোন পৌরসভার চেয়ারম্যান ছিলেন?

- পূর্ব ব্যারাকপুর

৪) ভারতের মাৎসিনী বলে কাকে আমরা চিনি?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৫) ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৬) বাংলার মুকুটহীন রাজা এবং রাষ্ট্রগুরু কাকে বলা হয়?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৭) সামুদ্রিক ঝড়ের পাখি কাকে বলা হয়?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৮) ব্রিটিশ সরকারের কাছে কে Surrender Not নামে পরিচিত ছিল?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৯) ভারতের মুকুটহীন রাজা কাকে বলা হয়?

- রাজারামমোহন রায়

১০) বোম্বাইয়ের মুকুটহীন রাজা কাকে বলা হয়?

- ফিরোজ শাহ মেহেতা

১১) কোন আন্দোলনকালে সুরেন্দ্রনাথ ব্যানার্জী বাংলার মুকুটহীন রাজা শিরোপাটি পান?

- স্বদেশি আন্দোলন (মতান্তরে বঙ্গভঙ্গ)

১২) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের মতে ‘গভীরজাতীয় বিপর্যয় কোনটি?

- বঙ্গভঙ্গ

১৩) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় অন্য কি কি নামে পরিচিত ছিলেন?

- সারেন্ডার নট ব্যানার্জি, ইন্ডিয়ান গ্লাডস্টোন, ইন্ডিয়ান এডমন্ড বার্ক

১৪) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে কে দেশনায়ক উপাধি দেন?

- রবীন্দ্রনাথ ঠাকুর (1905 সালে)

১৫) রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কত সালে নাইট উপাধি পান?

- 1921 সালে

১৬) কতসালে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় আই সি এস পাশ করেন?

- 1869 সালে

১৭) ব্রিটিশরা কাকে ভারতীয় সিভিল সার্ভিস থেকে বরখাস্ত করেছিল?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

১৮) কত সালে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় চাকুরী ছাড়তে বাধ্য হয়?

- 1874 সালে

১৯)  'এ নেশন ইন দ্য মেকিং' বইটি কে লিখেছেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

২০) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী?

- A Nation is Making

২১) সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দ মোহন বসু কোন জাতীয়তাবাদী দল কংগ্রেসের জন্মের আগে প্রতিষ্ঠা করেন, যেটি  কংগ্রেসের পূর্বসূরি সংগঠনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল?

 - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

২২) ভারতসভা বা Indian Association কে কবে গঠন করেন?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় 1876 সালে 26 জুলাই কলকাতার 'আলবার্ট হলে'

২৩) ভারতসভা স্থাপনের সময় সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে কে সাহায্য করেছিলেন?

 - আনন্দমোহন বসু (আনন্দমোহন বসু নিজে দ্য ইন্ডিয়ান সোসাইটি গঠন করেছিলেন)

২৪) ভারতসভার প্রথম সম্পাদকের নাম কী?

- আনন্দমোহন বসু 

২৫) ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন?

- কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়

২৬) ভারতসভার উদ্দেশ্য কি ছিল?

- ভারতসভা সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল।

২৭) ভারতের প্রথম জাতীয় সম্মেলন কে আহ্বান করেন এবং কবে হয়?

 - 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় আহ্বান করেন

২৮) ভারতের প্রথম জাতীয় সম্মেলনটি কোথায় হয়েছিল?

- কোলকাতায়

২৯) ভারতের প্রথম জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করেন কে?

- রামতনু লাহিড়ী

৩০) ভারতের দ্বিতীয় জাতীয় সম্মেলন করে আহুত হয়?

- 1885 সালে

৩১) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় করে জাতীয় কংগ্রেসে যোগদান করেন?

- 1886 সালে

৩২) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতির পদে আসীন হন?

- দুবার সভাপতিত্ব করেন।

প্রথমবার - পুনা অধিবেশন (1895),

দ্বিতীয়বার- আমেদাবাদ অধিবেশন (1902 সালে)

৩৩) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় করে কংগ্রেস ত্যাগ করেন?

- 1918 সালে

৩৪) কংগ্রেস ত্যাগ করে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় যে দলটি গঠন করেছিলেন তাঁর নাম কী?

- মডারেট কনফারেন্স (ইন্ডিয়ান লিবারেশন ফেডারেশন)

৩৫) সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে 'ইন্ডিয়ান লিবারেল অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠা কোন ঘটনার সাথে সম্পর্কিত?

-  চম্পারণ সত্যাগ্রহ 

৩৬) বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন কে?

-  সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

৩৭) কে কলকাতায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন

-  সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৩৮) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কবে স্যার উপাধি পান?

- 1920 সালে

৩৯) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় পেশায় কি ছিলেন?

- শিক্ষক

৪০) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কোথায় শিক্ষকতা করতেন?

- মেট্রোপলিটন ইনস্টিটিউশান

৪১) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় কোন বিষয়ের শিক্ষক ছিলেন?

- ইংরেজী

৪২) প্রথম কোন ভারতীয় বাংলার স্বাস্থ্যমন্ত্রী হন? 

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী (1921 খ্রিস্টাব্দে)

৪৩) কে ভারতীয় জাতিসত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাণিজ্যিক ও শিল্প কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করেছিলেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৪৪) কে ইয়ং বেঙ্গল আন্দোলনকে "বাংলার আধুনিক সভ্যতার জনক" বলে অভিহিত করেছেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৪৫)  1897 সালে যখন তিলককে শাস্তি নির্ধারিত হওয়ার সময় কোন জাতীয়তাবাদী নেতা আবেগের সাথে বলেছিলেন যে ‘আজ সারা দেশ কাঁদছে

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৪৬) "We shall make the settled fact unsettled "- উক্তিটি কার?

 - সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৪৭) ‘কংগ্রেস আমাদের ঐক্য এবং ব্রিটিশ শাসনের স্থায়িত্ব চায়'- উক্তিটি কার? 

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৪৮) কে বলেছিলেন 'রাওলাট আইন ছিল অসহযোগ আন্দোলনের জনক?

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৪৯) ন্যাশনাল লিবারাল ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? 

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

 ৫০) ‘আমরা নিয়মতন্তরের বন্ধু, কারন আমরা বিপ্লবের শত্রু - উক্তিটি কার?

 - সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৫১) রাজনীতি, শিক্ষকতা ছাড়া সুরেন্দ্রনাথ ব্যানার্জী আর অন্য কোন পেশায় যুক্ত ছিলেন?

- সাংবাদিকতা

৫২) সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রথম কার সাথে সাংবাদিকতার কাজ শুরু করেন? 

- শিশিরকুমার ঘোষ

৫৩) কোন ভারতীয় সাংবাদিক প্রথম কারাবন্দী হন? 

- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

৫৪) সাংবাদিক হিসাবে কিজন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে কারাবন্দী করা হয়?

- দ্য বেঙ্গলি পত্রিকায় 1883 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় একটি প্রবন্ধ লেখার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়।

৫৫) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় যে পত্রিকা প্রকাশ করতেন তার নাম কী?

- দি বেঙ্গলি (এর প্রথম সম্পাদক ছিলেন- গিরিশ ঘোষ)

৫৬) সুরেন্দ্রনাথ ব্যানার্জির পরামর্শে 1881 খ্রিস্টাব্দে, দয়াল সিং মজিথিয়া কার সম্পাদনায় লাহোর থেকে ‘দ্য ট্রিবিউন প্রকাশ শুরু করেন?

- শীতলকান্ত চট্টোপাধ্যায় 

৫৭) 1874-75 সালে লন্ডনে হিন্দু প্যাট্রিয়টের সংবাদদাতা ছিলেন কে?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৫৮) হিন্দু পেট্রিয়ট এর বিরুদ্ধে, গিরিশ চন্দ্র ঘোষ রায়তদের অভিজ্ঞতা ও চিন্তাধারা তুলে ধরার জন্য 1868 সালে বেঙ্গলি নামক পত্রিকা  প্রকাশ করেন। 1879 খ্রিস্টাব্দে কে এটি কিনে নিয়েছিলেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী 

৫৯) লিটন কর্তৃক পাশ করা ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে ‘আকাশের বজ্রপাত বলে অভিহিত করেন? 

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৬০)  জাতীয়তাবাদী কোন আন্দোলনকে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সমর্থন করেন নি?

- গান্ধীজির অসহযোগ আন্দোলন 

৬১) সুরেন্দ্রনাথ ব্যানার্জী বাংলার বিধানসভা নির্বাচনে  কার কাছে হেরে গিয়েছিলেন? 

- বিধান চন্দ্র রায়

৬২) ব্রিটিশদের ন্যায়বিচার, প্রজ্ঞা ও দয়ার প্রতি আমাদের দৃঢ় আস্থা আছে, - কার বক্তব্য এটি?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৬৩) ‘ইংল্যান্ড আমাদের পথপ্রদর্শক’ - উক্তিটি কার?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

৬৪) কে কলকাতায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?

- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

 

 

 

সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় প্রথম পর্ব>>>>    

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

 সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ভারতের মাৎসিনী ভারতের জাতীয়তাবাদের জনক বাংলার মুকুটহীন রাজাসামুদ্রিক ঝড়ের পাখিরাষ্ট্রগুরুভারতের মুকুটহীন রাজাA Nation is Making।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad