Type Here to Get Search Results !

দাদাভাই নৌরজী প্রথম পর্ব [Dadabhai Naoroji]

 


দাদাভাই নৌরজী

Set by- Manas Adhikary

দাদাভাই নৌরজী দ্বিতীয় প্রথম পর্ব Dadabhai Naoroji Part – I

দাদাভাই নৌরজী। ভারতের রাজনীতির জনক। ভারতের অর্থনীতির জনকড্রেন থিওরি। Economic drainসম্পদের নির্গমন। Drain TheoryGrand old man of IndiaThe Poverty and Un-British Rule in India।

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব দাদাভাই নৌরজী। এই পর্বে থাকছে  সুরেন্দ্রনাথ ব্যানার্জী সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।    পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

দাদাভাই নৌরজী সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । About Dadabhai Naoroji MCQ.     

 

 

১৮২৫ খ্রীষ্টাব্দে (মতান্তরে ১৮২৬ খ্রীষ্টাব্দে) সেপ্টেম্বর বোম্বের তুলনামুলক গরিব এক পার্সী পরিবারে তিনি জন্মগ্রহন করেন। তখন 'ফ্রি পাবলিক স্কুল' নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। সেটির সুবিধাভোগী ছিলেন তিনি। এজন্য তিনি আজীবন বিশ্বাস করেছেন যে, বিনামুল্যে শিক্ষালাভের যে সুযোগ তিনি পেয়েছিলেন, সেই নৈতিক ঋন একমাত্র পরিশোধ করা  যেতে পারে জনসেবার মাধ্যমে। ১৮৪০ এর দশকেই তিনি ভারতে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এর জন্য গোঁড়া ভারতীয়দের রোষে পড়েন। যদিও পাঁচবছরের মধ্যে বোম্বাইয়ের স্কুলগুলিতে মেয়েদের কোলাহলে পরিপূর্ন হয়ে ওঠে। ১৮৫৫ খ্রীষ্টাব্দে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন। ইংল্যান্ডে এসে সম্পদের প্রাচূর্য দেখে তাঁর মনে প্রশ্ন জাগে যে তাঁর দেশ এত গরীব কেন। তখন অর্থনীতিতে ধ্যানধারনার দাপট, তাতে বলা হত ব্রিটিশ সাম্রাজ্য তার উপনিবেশের মানুষদের জন্য সমৃদ্ধি নিয়ে এসেছে। দাদাভাই নৌরাজী এই তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেন। একের পর এক অর্থনৈতিক বিশ্লেষন দিয়ে তিনি প্রমান করেন, এর উল্টোটাই আসলে সত্যি৷ তিনি যুক্তি দিয়ে দেখান যে, ব্রিটিশ শাসনের কারনেই ভারতের অর্থনীতিতে রক্তক্ষরন হচ্ছে। তার এই কথায় ব্রিটেনের অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এবং আনুগত্যহীনতার অভিযোগ আনেন।

লন্ডনের প্রবাস জীবনে তিনি গভীরভাবে রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহনের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন এবং ভারতবর্ষের সমস্যাগুলি ইংরেজদের সামনে তুলে ধরার জন্য অন্যদের সহযোগিতায় গড়ে তোলেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি।

১৮৬৯ খ্রীষ্টাব্দে তিনি স্বদেশে ফিরে আসেন। দাদাভাই নৌরাজী ১৮৮৫ সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন। পরে তিনি ইংল্যান্ডে যান। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য তাঁর মধ্যে যে আকাঙ্খা তৈরী হয়, তার মূল কারন ভারতের দারিদ্রতা। ১৮৮৬ সালে লন্ডনের হবোর্ন এলাকা থেকে এম পি নির্বাচনে দাঁড়ালে তিনি হেরে গেলেও ১৮৯২ সালে নির্বাচনের মাধ্যমে উদারনৈতিক দলের সদস্য হিসাবে লমডনের সেন্ট্রাল ফিন্সবারির ভোটাররা তাঁকে পাঁচ ভোটে জয়ী করে এবং পার্লামেন্টে সদস্য হিসাবে নির্বাচিত হন এবং এই অধিবেশনে তিনি ভারতের স্বায়ত্বশাসনের দাবি প্রথম তোলেন। ১৯১৭ সালে, ৩০ শে জুন ৯১ বছর বয়সে তিনি মৃত্যুবরন করেন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি এন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া।

 প্রশ্নোত্তর পর্ব

) দাদাভাই নৌরাজী কোথায় জন্মগ্রহন করেন?

- বোম্বাইয়ের খাদকে

) ভারতের রাজনীতির জনক কাকে বলা হয়?

- দাদাভাই নৌরজী

) দাদাভাই নৌরাজী পেশায় কী ছিলেন?

- পার্সী ব্যবসায়ী

) দাদাভাই নৌরাজী কোন পার্সী বিভাগের অন্তর্গত ছিলেন?

- শাহেনশাহী

) প্রথম কোন ভারতীয় জাতীয় আয়ের হিসাব করেছিলেন?

- দাদাভাই নৌরাজী

) ১৮৬৮ সালে দাদাভাই নৌরাজী যখন জাতীয় আয় গননা করেন তখন ভারতীয়দের মাথাপিছু আয় কত ছিল?

- ২০ টাকা

) ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়?

- দাদাভাই নৌরাজী

) ভারতের রাজনীতির জনক কাকে বলা হয়?

- দাদাভাই নৌরাজী

) ‘Drain of Wealth’- এর জনক কে?

- দাদাভাই নৌরাজী

১০) কোন জাতীয়তাবাদী নেতা  ব্রিটিশদের অর্থনৈতিক শোষণকেড্রেন থিওরিনামে অভিহিত করেছেন?

- দাদাভাই নওরোজি

১১) ‘Economic drain’ - কথাটি কে প্রথম ব্যবহার করেন? 

- দাদাভাই নৌরাজী

১২) দাদাভাই নওরোজী ব্রিটিশদের কোন কাজকে 'মন্দের মন্দ' বলে অভিহিত করেছেন।

- সম্পদের নির্গমন 

১৩) ব্রিটিশ শাসনামলে ভারতের 'অর্থনৈতিক শোষণ' ধারণাটি কে উত্থাপন করেন?

- দাদাভাই নওরোজি 

১৪) ভারত থেকে ব্রিটেনে 'সম্পদের নির্গমন' তত্ত্বটি কে উত্থাপন করেন?

- দাদাভাই নওরোজি

১৫) দাদাভাই নৌরাজী কর্তৃক প্রনোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিতভাবে কে ব্যাখ্যা করেন?

- গোবিন্দ রানাডে

১৬) কোন অধিবেশনে এবং কবে দাদাভাই নওরোজির সম্পদ নির্গমন তত্ত্বটি স্বীকৃতি লাভ করে? 

- কলকাতা 1896

(অধিবেশনের সভাপতিত্ব করেন এম.. সাইনি)   

১৭) ধন নিষ্কাশন বিষয়ে দাদাভাই নরোজির সাথে কোন কমিটির বিতর্ক হয়েছিল? 

- বেলবি কমিশন

১৮) ‘The british rule was a bleeding drain from India’- উক্তিটি কার?

- দাদাভাই নৌরাজী

১৯) দাদাভাই নৌরাজীর ‘Drain Theory’- কে অস্বীকার করেন? 

- সওকত আলি স্যার সৈয়দ আহমেদ খান 

২০) ‘সম্পদের নিস্কাশন' এর সমালোচনা করেন কে?

- রমেশচন্দ্র দত্ত

 

দাদাভাই নৌরজী দ্বিতীয় পর্ব>>>>    

 

 

ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 

ভারতের রাজনীতির জনক। ভারতের অর্থনীতির জনকড্রেন থিওরি। Economic drainসম্পদের নির্গমন। Drain TheoryGrand old man of IndiaThe Poverty and Un-British Rule in India।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad