মহাদেব গোবিন্দ রানাডে
Set by- Manas Adhikary
মহাদেব গোবিন্দ রানাডে প্রথম পর্ব। Mahadev Govind Ranade Part – I
মহাদেব গোবিন্দ রানাডে । পুনা সর্বজনিক সভা। বিধবা বিবাহ সমিতি । মহারাষ্ট্রের সক্রেটিস। আধুনিক ঋষি । ডেকান এডুকেশান সোসাইটি।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম নরমপন্থী ব্যক্তিত্ব মহাদেব গোবিন্দ রানাডে । এই পর্বে থাকছে মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে আরও কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
মহাদেব গোবিন্দ রানাডে সংক্ষিপ্তরূপ ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর । About Mahadev Govind Ranade & MCQ.
জাস্টিস মহাদেব গোবিন্দ রানাডে একজন বিশিষ্ট ভারতীয় পন্ডিত, সমাজ সংস্কারক এবং লেখক ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন একজন স্রষ্টা। তিনি তাঁর জীবনে ভাকটুটটভোট্ৰেজাক সভা, প্রার্থনা সমাজ, পুনা সর্বজনিক সভা, আহমেদনগর এডুকেশান সোসাইটি প্রভৃতি গড়ে তুলতে সাহায্য করেছিলেন। রানাডে ছিলেন সামাজিক কনফারেনস আন্দোলনের একজন অন্যতম নির্মাতা, যা তিনি আমৃত্যু সমর্থন করে গিয়েছেন। এখানে তিনি বাল্যবিবাহ, বিধবাদের মাথা ন্যাড়া করা, উচ্চ পন এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলতেন এবং এগুলোকে বন্ধ করার আপ্রান চেষ্টা করতেন।
উনিশ শতকে সারা ভারত জুড়ে যে সংস্কারবাদী আন্দোলন শুরু হয় তার অংশীদার হয়েছিল প্রার্থনা সমাজ। তাঁর বন্ধু আত্মারাম পান্ডুরঙ্গ তাঁর ও অন্যান্যদের সহায্যে গড়ে তোলেন প্রার্থনা সমাজ। যার লক্ষ্য ছিল ধর্মের সাথ নিয়ে ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়া। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পান্ডুরঙ্গ হলেও প্রার্থনা সমাজের প্রানপুরুষ ছিলেন বোম্বাই হাইকোর্টের বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে। প্রার্থনা সমাজ আন্দোলনের উদ্দেশ্যগুলিকে সফল করার জন্য রানাড়ে তার শেষ জীবন পর্যন্ত চেষ্টা করে গেছেন। রানাডে বলতেন 'কোনো সংস্কারকের সাদা কাগজে কিছু লেখা উচিত না। তার কর্তব্য হল অর্ধ সমাপ্ত বাক্যগুলি সমাপ্ত করা। তিনি একটি খবরের কাগজে নিয়মিতভাবে লেখালেখি করতেন যার নাম ছিল 'ইন্দুপ্রকাশ'। তিনি বাল গঙ্গাধর তিলকের রাজনীতির বিপক্ষে ছিলেন।
রানাডের আদর্শঃ-
ক) প্রগতিশীল দৃষ্টিভঙ্গির অধিকারী রানাডে চেয়েছিলেন পাশ্চাত্যের আধুনিক ভাবধারার সাহায্যে এদেশীয় সমাজ সভ্যতার অবস্থানের উন্নতি ঘটাতে।
খ) তিনি সামজে নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতার বিরোধিতা সর্বোপতি প্রগতিশীল সংস্কারের দ্বারা ধর্ম ও সমাজকে উন্নতির চেষ্টায় বিশ্বাসী ছিলেন।
গ) রানাড়ে বিশ্বাস করতেন রাজনৈতিক ক্ষমতার ওপর ভিত্তি করেই সমাজের উন্নতি ঘটানো সম্ভব।
রানাডের কার্যাবলিঃ-
ক) মহাদেব গোবিন্দ রানাডে বিধবা বিবাহ সমিতি গঠন করেন।
খ) রানাডে পুনাতে সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন। এই সভার মাধ্যমে তিনি ভারতবাসীর রাজনৈতিক সুযোগ সুবিধা ও বিভিন্ন দাবিদাওয়াগুলি আদায় করার চেষ্টা করতেন।
গ) শিক্ষার সার্বিক প্রসারের লক্ষ্যে তিনি দাক্ষিনাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশান সোসাইটি গঠন করেন। এই সংস্থাটি পুনাতে ফারগুসন কলেজ এবং সাংলিতে উইলিংডন কলেজ স্থাপন করেন। পরবর্তী সময়ের কংগ্রেস নেতা তথা গান্ধিজীর রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে এই সভার সেবক ছিলেন।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) পশ্চিম ভারতে সাংস্কৃতিক নবজাগরণের পথপ্রদর্শক হিসাবে কাকে বিবেচনা করা হয়?
- M.G. রানাডে
২) পশ্চিম ভারতের(মহারাষ্ট্রের সক্রেটিস ) সক্রেটিস কাকে বলা হয়?
- এম জি রানাডে
৩) আধুনিক ঋষি বলে কাকে সম্বোধন করা হয়?
- এম জি রানাডে
৪) রানাডে কবে প্রার্থনা সমাজ সংগঠনে যোগ দেন?
- 1869 €
৫) মহারাষ্ট্রে প্রার্থনা সমাজের প্রধান সঞ্চালক কে ছিলেন?
- M.G. রানাডে
৬) 1867 সালে আত্মারাম পান্ডুরং দ্বারা প্রতিষ্ঠিত ‘প্রার্থনা সমাজ’ খ্যাতির কৃতিত্ব কাকে দেওয়া হয়?
- মহাগোবিন্দ রানাডে
৭) পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেন?
- এম জি রানাডে
৮) মহাদেব গোবিন্দ রানাডে পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠা করেন?
- 1870 / 1871
৯) দাক্ষিনাত্য শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
- এম জি রানাডে
১০) বিধবা হোম অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?
- ধোন্ডো কেশব কার্ভে, এমজি রানাডে
মহাদেব গোবিন্দ রানাডে দ্বিতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
মহাদেব গোবিন্দ রানাডে । পুনা সর্বজনিক সভা। বিধবা বিবাহ সমিতি । মহারাষ্ট্রের সক্রেটিস। আধুনিক ঋষি । ডেকান এডুকেশান সোসাইটি।