দাদাভাই নৌরজী
দাদাভাই নৌরজী দ্বিতীয় পর্ব। Dadabhai Naoroji Part – II
দাদাভাই নৌরজী। ভারতের রাজনীতির জনক। ভারতের অর্থনীতির জনক। ড্রেন থিওরি। Economic drain। সম্পদের নির্গমন। Drain Theory। Grand old man of India। The Poverty and Un-British Rule in India।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব দাদাভাই নৌরজী। এই পর্বে থাকছে সুরেন্দ্রনাথ ব্যানার্জী সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
দাদাভাই নৌরজী অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Dadabhai Naoroji MCQ.
২১) ধন নিষ্কাশন বিষয়ে কে বলেছিলেন যে বর্তমানে ভারতীয় অর্থনীতি স্পঞ্জের মতো কাজ করে, গঙ্গার জল শোষণ করে নিয়ে টেমস নদীতে ঢেলে দিচ্ছে?
- জন সুলিভান
২২) ‘স্বরাজ' কথাটি কংগ্রেসে প্রথম কে ব্যবহার করেন?
- দাদাভাই নৌরাজী ( ১৯০৬ সালে কোলকাতা অধিবেশনে)
২৩) দাদাভাই নৌরাজী কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজকেই একমাত্র লক্ষ হিসেবে বেছে নেন?
- কোলকাতা
২৪) স্বরাজকে সর্বপ্রথম একটি জাতীয় দাবি হিসাবে কে উত্থাপন করেন?
- দাদাভাই নৌরোজি
২৫) সর্বপ্রথম ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্ব-শাসনের দাবি কে এবং কবে করেন?
- দাদাভাই নওরোজি 1904 সালে
২৬) পূর্ব ভারত সমিতির প্রতিষ্ঠাতা কে ?
- দাদাভাই নৌরাজী
২৭) কাকে ভারতের মহান বৃদ্ধ ( Grand old man of India) / ভারতের ঠাকুরদা বলা হয়?
- দাদাভাই নৌরাজী
(দক্ষিন ভারতের মহানবৃদ্ধ- এস সুব্রমনিয়ম আইয়ার)
২৮) দাদাভাই নৌরাজীকে ভারতের মহান বৃদ্ধ এই উপাধিটি কে দেন?
- ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্লাডস্টোন
২৯) ‘Unofficial Ambassador of India to England’ বা বেসরকারি রাষ্ট্রদূত কাকে বলা হয়?
- দাদাভাই নৌরাজী
৩০) কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন?
- উমেশচন্দ্র ব্যানার্জী
৩১) ভোটে জিতে ব্রিটিশ পার্লামেন্টে (ব্রিটিশ হাউস অব কমেন্স) প্রথম ভারতীয় সদস্যের নাম কী?
- দাদাভাই নৌরাজী(১৮৯২ সালে)
৩২) কোন পার্টির হয়ে ভোটে দাঁড়িয়ে দাদাভাই নৌরাজী ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত হন?
- লিবারেশন পার্টি
৩৩) দাদাভাই নওরোজি কোন অঞ্চল থেকে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন?
- ফিন্সবেরি
৩৪) জাতীয় কংগ্রেস নামটি কে দেন?
- দাদাভাই নৌরাজী
৩৫) কোন সভাপতির অধিবেশনে কংগ্রেসের নামে ‘জাতীয়' শব্দটি যুক্ত হয়েছিল?
- দাদাভাই নৌরাজী
৩৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
- দাদাভাই নওরোজি
৩৭) কোন নেতা 1906 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন?
- দাদাভাই নওরোজি
৩৮) কোন সম্মেলনের সভাপতির জন্য চরমপন্থী গোষ্ঠীর লোকেরা তিলককে সভাপতি করতে চেয়েছিল, কিন্তু মধ্যপন্থী গোষ্ঠীর লোকেরা তিলকের চরমপন্থী মতাদর্শে ভীত হয়ে দেশের সবচেয়ে শ্রদ্ধেয় প্রবীণ নেতা দাদাভাই নরোজিকে সভাপতি করার জন্য নাম প্রস্তাব করে?
- কলকাতা সেশন 1906
৩৯) মুম্বাইয়ের Elphinstone কলেজে অধ্যাপক হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয়র নাম কী?
- দাদাভাই নৌরাজী
৪০) লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয়র নাম কী?
- দাদাভাই নৌরাজী
৪১) দাদাভাই নৌরাজী যৌবনে কোন সমাজ সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?
- পার্সী সমাজ সংস্কার
৪২) দাদাভাই নৌরাজী কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
- তিনবার
৪৩) দাদাভাই নৌরাজী প্রথম কোন অধিবেশনে সভাপতি হন?
- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে (কোলকাতা ১৮৮৬)
৪৪) কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নৌরাজী ঘোষনা করেন ভারতের রাজনৈতিক প্রচেষ্টায় স্বরাজ-ই মূল লক্ষ্য?
- ১৯০৬ সালে কোলকাতা
৪৫) কে বলেছিলেন যে - চা, নীল ইত্যাদি শিল্প নয় কারণ সেখানে কারিগরদের দক্ষতা ব্যবহৃত হয় না উপরন্তু কায়িক শ্রমের প্রয়োজন হয়?
- দাদাভাই নৌরোজি
(এর ভিত্তিতে দাদাভাই নৌরোজি এগুলিকে অ-উদ্যোগীকরণ বলে অভিহিত করেছেন।)
৪৬) দাদাভাই নৌরাজী কংগ্রেসের কেমন নেতৃত্ব ছিলেন?
- নরমপন্থী
৪৭) 'ভারতীয় সংস্কার কমিটি' কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয়?
-ব্রিটেনে, 1887 খ্রিস্টাব্দে, দাদাভাই নওরোজির সভাপতিত্বে
৪৮) বয়ষ্কদের শিক্ষা বিস্তারে দাদাভাই নৌরাজী একটি পদক্ষেপ গ্রহন করেন সেটি কী?
- জ্ঞান প্রকাশক মন্ডলী প্রতিষ্ঠা
৪৯) পূর্ব ভারত সমিতির প্রতিষ্ঠাতা কে ?
- দাদাভাই নৌরজী
৫০) ইন্ডিয়ান লীগের পুর্বসূরী সভা কি ছিল?
- The East India Association
৫১) ১৮৬৬ সালে ‘East India Association’- কে গঠন করেন?
- দাদাভাই নৌরাজী
৫২) ১৮৬৬ সালে দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোথায় প্রতিষ্ঠা করেন?
- লন্ডন
৫৩) ‘The East India Association’ -এর প্রথম সভাপতির নাম কী?
- দাদাভাই নৌরাজী (১৮৬৬)
৫৪) বাহনুমাই মাসদাসিয়ান সভার অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- দাদাভাই নৌরাজী
৫৫) লন্ডনে স্থাপিত 'ভারতীয় কর্মাশিয়াল কোম্পানির প্রথম ভারতীয় অংশীদার কে ছিলেন?
- দাদাভাই নৌরাজী
৫৬) লন্ডনে ‘লন্ডন ইন্ডিয়ান সোসাইটি' - কে গঠন করেন?
- দাদাভাই নৌরাজী (ভারতবর্ষের সমস্যাগুলি ইংরেজদের সামনে তুলে ধরার জন্য, সহযোগিতায়- উমেশচন্দ্র ব্যানার্জী))
৫৭) অন দ্য কমার্স অফ ইন্ডিয়ার লেখক কে ছিলেন?
- দাদাভাই নওরোজি
৫৮) 1901 সালে দাদাভাই নওরোজির বই The Poverty and Un-British Rule in India কে প্রকাশ করেন?
- সোয়ান সভোনেচেন
(এটি লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল।)
৫৯) দাদাভাই নৌরাজীর Proverty & unbritish rule in India গ্রন্থটির বাংলা নাম কী?
- ব্রিটিশ বিরোধী ঐতিহ্য
৬০) জাতীয় কংগ্রেস দ্বারা প্রকাশিত পত্রিকাটির নাম কী?
- ভয়েস অফ ইন্ডিয়া
৬১) ভয়েস অফ ইন্ডিয়া নামে পত্রিকাটি কার দ্বারা সম্পাদিত হয়েছিল?
-দাদাভাই নৌরাজী
৬২) ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
- বোম্বে থেকে
৬৩) রাস্ট্র গফতার পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হত?
- গুজরাঠি ভাষায়
৬৪) 1851 সালে বোম্বে থেকে প্রকাশিত গুজরাটি পাক্ষিক 'রাসট গোফতার'-এর সম্পাদক কে ছিলেন?
- দাদাভাই নৌরাজী
৬৫) দাদাভাই নরোজি সম্পাদিত সংবাদপত্র কোনগুলি?
- রাস্ট গোফতার, হিন্দুস্তানি, ভয়েস অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট অফ ইন্ডিয়া
৬৬) দাদাভাই নৌরাজী রচিত গ্রন্থগুলির নাম কী?
- proverty and Unbritish Rule in India এবং The Indian Debt to the British
৬৭) কে বলেছেন- 'ব্রিটিশ শাসন একটি স্থায়ী, নিরবিচ্ছিন্ন ক্রমবর্ধমান বিদেশী আগ্রাসন যা দেশকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে?
- দাদাভাই নওরোজি
৬৮) ‘রাজা জনগণের জন্য তৈরি, জনগণ রাজার জন্য তৈরি নয়’ - জাতীয় আন্দোলনের সময় কে এই উক্তিটি করেছিলেন?
- দাদাভাই নওরোজি
৬৯) ‘পিঠে লাথি মারো কিন্তু পেটে লাথি মেরো না ‘ – উক্তি কার?
- গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া (দাদাভাই নওরোজি)
৭০) দাদাভাই নওরোজি ব্যতীত, নিম্নলিখিতদের মধ্যে কে কে ব্রিটিশ অর্থনৈতিক নীতির প্রধান সমালোচক ছিলেন?
- রমেশ চন্দ্র দত্ত, এম জি রানাডে, জি সুব্রামনিয়াম আইয়ার, মরিসন, উইলিয়াম ডিগবি, জিভি জোশী বিদ্যা রত্ন পৃথ্বী চন্দ্র রায়, রানাডে
দাদাভাই নৌরজী প্রথম পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
ভারতের রাজনীতির জনক। ভারতের অর্থনীতির জনক। ড্রেন থিওরি। Economic drain। সম্পদের নির্গমন। Drain Theory। Grand old man of India। The Poverty and Un-British Rule in India।