লালা লাজপত রায়
Set by- Manas Adhikary
লালা লাজপত রায় দ্বিতীয় পর্ব। Lala Lajpat Rai– II
লালা লাজপত রায়। বন্দেমাতরম পত্রিকা। রাওয়ালপিন্ডি দাঙ্গা। ইন্ডিয়ান হোমরুল লীগ অফ আমেরিকা। স্যান্ডোর্স। ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। লক্ষ্মী বিমা কোম্পানী।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব লালা লাজপত রায় । এই পর্বে থাকছে লালা লাজপত রায় সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলচনা করা হবে। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
লালা লাজপত রায় অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Lala Lajpat Rai MCQ.
১) লালা লাজপত রায় কোথায় জন্মগ্রহন করেন?
- পাঞ্জাবের লুধিয়ানা জেলার জাগবাঁও গ্রামে।
২) লালা লাজপত রায় করে জন্মগ্রহন করেন?
- 1865 সালে
৩) “শের-ই-পাঞ্জাব' বা পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত?
- লালা লাজপত রায় ( রঞ্জিত সিংহ কেও পাঞ্জাব কেশরী বলা হয়)
৪) লালা লাজপত রায় কার শিষ্য ছিলেন?
- দয়ানন্দ সরস্বতী
৫) লালা লাজপত রায় কোন সংগঠনের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
- আর্য সমাজ
৬) লাল লাজপত রায় পেশায় কি ছিলেন ?
- আইনজীবী
৭) 1892 সালে আইন ব্যবসা প্র্যাকটিসের জন্য কে হিসার থেকে লাহরে যান ?
- লালা লাজপত রায়
৮) লালা লাজপত রায় কোথায় ওকালতি করতেন?
- হরিয়ানার রোহতক ও হিসার জেলায়
৯) লালা লাজপত রায় কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন?
- ম্যাজিনি
১০) কোন ভারতীয় নেতা প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের বিরোধিতা করেছিলেন?
- লালা লাজপত রায়
১১) লালা লাজপত রায় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম যোগদান করেন?
- এলাহাবাদ
১২) লালা লাজপত রায় কত সালে জাতীয় কংগ্রেসের এলাহবাদ অধিবেশনে যোগদান করেন?
- 1888 সালে
১৩) 1905 সালের 19শে জুলাই বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় এবং তখন থেকেই বিরোধিতা করে আন্দোলন শুরু হয়। 1905 খ্রিস্টাব্দে ভারতীয়দের দুর্ভোগ সম্পর্কে ব্রিটিশ জনগণকে সচেতন করার জন্য কারা কংগ্রেস প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে গিয়েছিলেন কিন্তু সেখানে তারা কোন সুফল পায়নি?
- লালা লাজপত রাজ এবং গোখলে
১৪) ইংল্যান্ড সফরের পর, নিম্নলিখিতদের মধ্যে কে বলেছিলেন যে ইংরেজরা নিজেদের সমস্যা নিয়ে এতটাই নিমগ্ন যে আমাদের সমস্যার সমাধানের জন্য তাদের কোন সময় নেই?
- লালা লাজপত রায়
১৫) কোন অধিবেশনে লালা লাজপত রায় কংগ্রেসের মঞ্চ থেকে প্রথম বক্তব্য দিয়ে
সত্যাগ্রহ গ্রহণের পরামর্শ দিয়েছিলেন?
- বেনারস অধিবেশন 1905
১৬) লাল, বাল এবং পাল এই ত্রিমূর্তি থেকে কোন ব্যক্তি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন?
- লালা লাজপত রায়
১৭) কোথায় অনুষ্ঠিত কংগ্রেসের বিশেষ অধিবেশনে লালা লাজপত রায় সভাপতিত্ব করেন?
- কলকাতা
( এই অধিবেশনে ট্রিপল বয়কট (স্কুল, আদালত এবং কাউন্সিল বর্জনের পরিকল্পনা) প্রস্তাব পাশ হয়)
১৮) অসহযোগ আন্দোলন সম্পর্কিত জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতিত্ব কে করেন?
- লালা লাজপত রায়
১৯) অসহযোগ আন্দোলনের সময় লালা লাজপত রায় কোনটির বয়কটের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন?
- শিক্ষা প্রতিষ্ঠান বয়কট
২০) পাঞ্জাব এ বয়কট আন্দোলনের নেতৃত্ব দেয় কে?
- লালা লাজপত রায়
২১) স্বদেশী আন্দোলনে পাঞ্জাবে নেতৃত্ব দেন কে?
- লালা লাজপত রায়
(সৈয়দ হায়দার রাজা দিল্লিতে এই আন্দোলনের নেতৃত্ব দেন।
চিদাম্বরম পিল্লাই মাদ্রাজে এই আন্দোলনের নেতৃত্ব দেন।)
২২) লালাজী, গান্ধিজীর কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান?
- অসহযোগ আন্দোলনের সময় চৌরিচৌরার ঘটনার জন্য গান্ধিজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। গান্ধিজীর এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন লালা লাজপত রায়।
২৩) গান্ধীজীর অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে কে বলেছিলেন যে- ‘এক জায়গার পাপের জন্য সমগ্র দেশকে শাস্তি দেওয়াটা যুক্তিসঙ্গত নয়’?
- লালা লাজপত রায়
২৪) অসহযোগ আন্দোলন প্রত্যাহার সম্পর্কে কে বলেন- ‘আমরা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম’?
- লালা লাজপত রায়
২৫) কংগ্রেসের 1906 সালের কলকাতা অধিবেশনে, বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায়কে সভাপতি করতে চেয়েছিলেন এবং বিপিন চন্দ্র পাল, তিলককে সভাপতি করতে চেয়েছিলেন। কিন্তু মাঝখান থেকে কে দাদাভাই নওরোজিকে এই অধিবেশনের সভাপতি হিসাবে ঘোষণা করেন?
- ভূপেন্দ্র নাথ বসু
২৬) 1907 সালের সুরাট অধিবেশনে চরমপন্থী নেতারা কাকে কংগ্রেস অধিবেশনের সভাপতি করতে চেয়েছিল?
- লালা লাজপত রায়
২৭) 1907 সালে পাঞ্জাবে বিশাল কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে?
- লালা লাজপত রায়
২৮) কে বলেছেন যে সাম্রাজ্যবাদ ও সামরিকবাদ হল পুঁজিবাদের দুই যমজ সন্তান?
- লালা লাজপত রায়
২৯) লালা লাজপত রায়কে পাঞ্জাবে কৃষি আন্দোলন সংগঠিত করার জন্য কবে নির্বাসিত করে মান্দালয়ে পাঠানো হয়?
- 1907
৩০)‘সবাই এক হও, তোমার কর্তব্যকে জানো, তোমার ধর্মকে জানো। তোমার সবচেয়ে বড় ধর্ম তোমার একই জাতি।‘ – উক্তিটি কার?
- লালা লাজপত রায়
৩১) কোন নেতা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা উপলক্ষে বলেছিলেন যে - ‘ভারতীয় শ্রমিকদের জাতীয় অধিবেশনে নিজেদের সংগঠিত করতে একটি মুহূর্তও নষ্ট করা উচিত নয়। দেশে আমাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল আমাদের কর্মীদের সংগঠিত করা, আন্দোলন করা এবং শিক্ষিত করা’ ?
- লালা লাজপত রায়
৩২) 1907 সালে লালা লাজপত রায় ও অজিত সিং কে ব্রিটিশ সরকার কোথায় নির্বাসিত করেছিল?
- ব্রহ্মদেশের মায়ানমারে ( মন্দালয়ে)
৩৩) কেন লালা লাজপত রায়কে দ্বিপান্তরিত করা হয়?
- রাওয়ালপিন্ডি দাঙ্গাতে প্ররোচনা দেওয়ার জন্য।
৩৪) রাওয়ালপিন্ডি দাঙ্গাতে প্ররোচনা দেওয়ার অভিযোগে করে লালা লাজপত রায়কে গ্রেপ্তার করা হয়?
- 1907 সালের 3মে
৩৫) কবে লালা লাজপত রায় এবং অজিত সিং নির্বাসিত করা হয়?
- 1907
৩৬) কোন আইনে লালা লাজপত রায়, অজিত সিং এবং বাংলার নয়জন নেতাকে দ্বিপান্তরিত করা হয়?
- রাজদ্রোহ সমাবেশ মুলক আইন
৩৭) দ্বিপান্তরিত লালা লাজপত রায় করে মুক্তি পান?
- 1907 সালের 11 নভেম্বর
৩৮) A.I.T.U. C. এর প্রথম সম্মেলন 1920 সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সভাপতি কে ছিলেন?
- লালা লাজপত রায়
(দেওয়ান চমনলালকে সাধারণ সম্পাদক করা হয়। সহ-সভাপতি হিসাবে বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, জোসেফ ব্যাপিস্টা এবং বেরেলভী ছিলেন।)
৩৯) AITUC এর প্রথম সম্পাদক কে ছিলেন?
- দেওয়ান চমনলাল
৪০) মুম্বাইতে অল ইন্ডিয়া লেবার ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। কিন্তু প্রশ্ন হল এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
- 31 অক্টোবর 1920
৪১) ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন?
- এন এম জোশী
৪২) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য কারা ছিলেন?
- লালা লাজপত রায়, জোসেফ ব্যাপটিস্ট, এম এন জোশী
৪৩) অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন?
- দেওয়ান চমন লাল
৪৪) নিখিল ভারত কংগ্রেসের সাধারণ সম্পাদক কে ছিলেন?
- দেওয়ান চমন লাল
৪৫) কোন আন্দোলনের সময় লালা লাজপত রায়ের সভাপতিত্বে সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়?
- অসহযোগ আন্দোলন
৪৬) অসহযোগ আন্দোলনের সময় নাগপুরে সর্বভারতীয় ছাত্র সম্মেলনের সভাপতিত্ব করেন কে?
- লালা লাজপত রায়
(1920 সালে)
৪৭) কার নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সময় পাঞ্জাবে সরকারী শিক্ষা বয়কট করা হয়?
- লালা লাজপত রায়
৪৮) অসহযোগ আন্দোলনের সময় লালা লাজপত রায়কে কোথায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল?
- লাহোর
৪৯) লালা লাজপত রায় স্বরাজ পার্টির মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদে জায়গা করে নেন, কিন্তু কার সাথে মতপার্থক্যের কারণে তিনি স্বরাজ পার্টি ত্যাগ করেন এবং ন্যাশানালিস্ট নামে একটি দল প্রতিষ্ঠা করেন?
- মতিলাল নেহেরু
লালা লাজপত রায় প্রথম পর্ব>>>>
লালা লাজপত
রায় তৃতীয় পর্ব>>>>
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
লালা লাজপত রায়। বন্দেমাতরম পত্রিকা। রাওয়ালপিন্ডি দাঙ্গা। ইন্ডিয়ান হোমরুল লীগ অফ আমেরিকা। স্যান্ডোর্স। ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। লক্ষ্মী
বিমা কোম্পানী।