Type Here to Get Search Results !

লালা লাজপত রায় তৃতীয় পর্ব [Lajpat Rai]

 

লালা লাজপত রায়

Set by- Manas Adhikary

লালা লাজপত রায়  তৃতীয় পর্ব Lala Lajpat Rai– III

লালা লাজপত রায়  বন্দেমাতরম পত্রিকা। রাওয়ালপিন্ডি দাঙ্গা ইন্ডিয়ান হোমরুল লীগ অফ আমেরিকাস্যান্ডোর্সইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়াইয়ং ইন্ডিয়াপাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। লক্ষ্মী বিমা কোম্পানী।   

নমস্কার, অভিনব  একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা   করা  হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের অন্যতম চরমপন্থী ব্যক্তিত্ব লালা লাজপত রায় । এই পর্বে থাকছে  লালা লাজপত রায়  সম্পর্কিত কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর।  পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP  Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই  গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

লালা লাজপত রায়  অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরLala Lajpat Rai MCQ.

 

 

৫০) লালা লাজপত রায়  কোন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ছিলেন?

- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

৫১) লক্ষ্মী বীমা কোম্পানি কে স্থাপন করেন?

- লালা লাজপত রায়

৫২) 1927 সালে মায়ের স্মৃতিতে ‘গুলাব দেবী চেষ্ট হাসপাতাল’ কে প্রতিষ্ঠা করেন?  

- লালা লাজপত রায়

৫৩) কে দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয় পরিচালন কমিটি প্রতিষ্ঠা করেন?

- লালা লাজপত রায়

৫৪) প্রথম D.A.V. কলেজটি লাহোরে প্রতিষ্ঠিত হয়। কে এটি প্রতিষ্ঠা করেন?

- লালা লাজপত রায়

(স্বামী দয়ানন্দের মৃত্যুর পর, ইংরেজি ভাষা নিয়ে তাঁর অনুসারীদের মধ্যে মতভেদ দেখা দেয়, তাই লালা লাজপত রায় এবং লালা হংসরাজ 1886 সালে লাহোরে D.A.V. কলেজটি প্রতিষ্ঠা করেন।)

৫৫) কবে লালা হংসরাজ এবং লালা লাজপত রায় ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রদানের জন্য লাহোরে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ (DAV) প্রতিষ্ঠা করেন?

- 1886

৫৬) লালাজী বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের বিরোধীতা করেন কেন?

- শিক্ষা কমিশন শিক্ষাব্যবস্থাকে সরকারীকরনের সুপারিশ করেন। একই সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর কড়াকড়ি আরোপের কথা জানান। এর ফলে আর্য সমাজের বৈদিক স্কুলগুলি ক্ষতির মুখে পড়ে। তাই লালাজি বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের বিরোধীতা করেন।

৫৭) কে নিউ ইয়র্কে  ইন্ডিয়ান হোম রুল লিগ অফ আমেরিকা প্রতিষ্ঠা করেন?

- লাল লাজপত রায় 

৫৮) লালা লাজপত রায় নেতৃত্বে কবে ইন্ডিয়ান হোম রুল লিগ অফ আমেরিকা গঠিত হয়?

- 1915 সালে

৫৯) আমেরিকায় ভারতীয় ছাত্রদের উদ্দেশে ‘কল অফ ইয়ং ইন্ডিয়া শীর্ষক  ভাষণ কে   দিয়েছিলেন?

  - লালা লাজপত রায়

৬০) তিনি ম্যাজিনি, গ্যারিবাল্ডি, শিবাজি এবং শ্রী কৃষ্ণের জীবনী লিখেছিলেন। কিছুদিন আমেরিকায় ছিলেন  এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য হিসাবেও  নির্বাচিত হন। - এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? 

-  লালা লাজপত রায়

৬১) 1920 সালে লালা লাজপত রায় লাহোর থেকে কোন সংবাদপত্র প্রকাশ শুরু করেছিলেন?

- বন্দে মাতরম

৬২) লালা লাজপত রায়ের পাঞ্জাব ও বন্দে মাতরম পত্রিকাদুটি কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? 

 - উর্দু

৬৩) লালা লাজপত রায় কোন গ্রন্থে কংগ্রেস প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত সেফটি ভাল্বের নীতির কথাটি উল্লেখ করেছিলেন? 

- Young India  

৬৪) ভারতীয় জাতীয় আন্দোলনের উপর লেখা ইয়ং ইন্ডিয়া নামে  বইটি কে রচনা করেন?

- লালা লাজপত রায়

৬৫) ইয়ং ইন্ডিয়া নামক  সংবাদপত্রের  সম্পাদক কে ছিলেন?

- মহাত্মা গান্ধী 

৬৬) ব্রিটেনে থাকাকালীন একটি তার লেখা কোন বইটি ভারতে নিষিদ্ধ করা হয়?

- ইয়ং ইন্ডিয়া

৬৭) 1917 সালে কার  England Debt to India নামক গ্রন্থটি প্রকাশিত হয়?

- লালা লাজপত রায়  

৬৮) দ্য হিস্ট্রি অফ আর্যসমাজ – কে রচনা করেন?

- লালা লাজপত রায় 

৬৯) Auto biographics writings ( आत्म चरित्रिक रचनाये) - কার সৃষ্টি?

- লালা লাজপত রায় 

৭০) The Story of My Deportance নামক বইটির লেখক কে?

- লালা লাজপত রায়

৭১) 1865-1928 খ্রিস্টাব্দ কে ‘পাঞ্জাবি', 'বন্দে মাতরম' এবং একটি ইংরেজি সাপ্তাহিক 'দ্য পিপল' সম্পাদনা করেন?

- লালা লাজপত রায়

৭২)  England's Dabt to India, The Political Future of India,  Un-Happy India, The Story of My Life – পুস্তকগুলি কার লেখা?    

- লালা লাজপত রায়

৭৩) লালা লাজপত রায় ম্যাজিনির  গ্রন্থ ‘ডিউটিজ অফ ম্যান কোন ভাষায় অনুবাদ করেন?

- উর্দু 

৭৪) মাদার ইন্ডিয়ার লেখিকা ক্যাথরিন মায়ো তার বইতে ভারতীয় সমাজের সমালোচনা করার জন্য  জাতীয়তাবাদী নেতারা তার সমালোচনা করেছিলেন। এই সময় কোন জাতীয়তাবাদী নেতা একটি বই প্রকাশ করে ক্যাথরিন মায়োর লেখা গ্রন্থের সমালোচনা করেন?

- লাল লাজপত রায় 

( লালা লাজপত রায়ের লিখিত গ্রন্থটি হল  অ্যানহ্যাপি ইন্ডিয়া)

৭৫) 'পাঞ্জাবি' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

- লালা লাজপত রায়

৭৬) দি পলিটিকাল ফিউচার অফ ইন্ডিয়া (The political future of India ) নামে  বইটি কে রচনা করেন?

- লালা লাজপত রায়

৭৭) 1907 সালে, ভ্যালেন্টাইন চিরোল, লন্ডন টাইমসের পক্ষে, তার ‘ইন্ডিয়ান অ্যানরেস্ট নামক  বইতে আর্য সমাজকে ‘ভারতীয় অস্থিরতার জন্মদাতা বলে অভিহিত করেছেন। কোন ভারতীয় নেতা তার ‘দ্য হিস্ট্রি অফ আর্য সমাজ  বইতে এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন?

-  লালা লাজপত রায়  

৭৮) সাইমন গো ব্যাক- কথাটি কার?

- লালা লাজপত রায়

৭৯) লালা লাজপত রায় কোন ঘটনায় আহত হন?

- সাইমন কমিশনের প্রতিবাদ আন্দোলনে  লাঠিচার্জ 

৮০) সাইমন কমিশন বিরোধী বিক্ষোভে লাহোরে পুলিশের লাঠিচার্জে আহত নেতার নাম কি?

- লালা লাজপত রায় 

৮১) কোথায় সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লালা লাজপত রায় মারাত্মক জখম হন?

- লাহোরে 

৮২) লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হয়ে লালা লাজপত রায় কী বলেছিলেন?

- আমার শরীরে করা ব্রিটিশের প্রহার, ব্রিটিশের ধ্বংসের কারন হয়ে উঠবে

৮৩) লাজপত রায়কে লাঠিচার্জকারী ব্রিটিশ অফিসারের নাম কি ছিল?

- লাহোরের পুলিশ সুপার আই পি স্যান্ডার্স

৮৪) পুলিশের নৃশংস মারে কতদিন পর লালা লাজপত রায় এর মৃত্যু ঘটে?

- আঠারো দিন 

৮৫) লালা লাজপত রায়ের মৃত্যু হয় করে?

- 1928 সালের 30 অক্টোবর সাইমন বিরোধী আন্দোলনে পুলিশের লাঠির আঘাতে আহত হন এবং 17 নভেম্বর মারা যান।

৮৬) লাহোরের পুলিশ সুপার আই পি সান্ডার্সের মৃত্যু হয় কিভাবে?

- লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে 1929 সালে ভগৎ সিংহ, শুকদেব, রাজগুরু, কীর্তি আজাদ সান্ডার্সকে হত্যা করেন।

৮৭) কে ‘ইয়ং ইন্ডিয়া-তে লিখেছিলেন যে-  ‘1857 সালের বিপ্লবের প্রকৃতি রাজনৈতিক এবং জাতীয় উভয়ই ছিল?

- লালা লাজপত রায় 

৮৮) কংগ্রেস আন্দোলন সাধারন জনগণের দ্বারা অনুপ্রাণিত নয়, তাদের  চিন্তা বা পরিকল্পনার প্রতিফলন কংগ্রেস আন্দোলনে ঘটেনি- এটি কার উক্তি? 

- লালা লাজপত রায়

৮৯) হিউম ছিলেন একজন স্বাধীনতার পূজারি এবং তাঁর হৃদয় ভারতের দুর্দশায় ক্রন্দিত হয়েছিল- এটি কার উক্তি?

- লালা লাজপত রায়

৯০) ভারতীয় জাতীয় কংগ্রেস ডাফরিনের মস্তিষ্ক প্রসূত"- উক্তিটি কার?

 - লালা লাজপত রায়

৯১) কে বলেছেন যে – ‘জাতীয় কংগ্রেসের অধিবেশন হল শিক্ষিত ভারতীয়দের বার্ষিক জাতীয় মেলা?

- লালা লাজপত রায় 

৯২) কোন ভারতীয় চরমপন্থী নেতা 1916 সালে বলেছিলেন যে কংগ্রেস লর্ড ডাফরিনের মস্তিষ্কপ্রসূত?

- লালা লাজপত রায়

৯৩) গোখলে কংগ্রেস কর্মীদের মধ্যে সেরা ছিলেন এবং তাঁর দেশপ্রেম ছিল অত্যন্ত উচ্চ মানের- বক্তব্যটি কার? 

- লালা লাজপত রায়

৯৪) নরমপন্থীরা চেয়েছিলেন রুটি কিন্তু তার বদলে  পেয়েছিলেন পাথরের টুকরো- এই উক্তিটি কার?

-  লালা লাজপত রায়

৯৫) ভগৎ সিংকে  রাশিয়ার দালাল বলে কে অভিহিত করেন?

- লালা লাজপত রায় 

৯৬) লালা লাজপত রায়কে কে ‘একজন বিপথগামী দেশপ্রেমিক বলেছেন?

- ভগৎ সিং

( এক ভোটকা হুয়া দেশভক্ত) 

৯৭) কে লালা লাজপত রায়কে ‘শান্তি সৃষ্টিকারীদের রাজপুত্র বলে অভিহিত করেছেন?

- মতি লাল নেহেরু 

৯৮) লালা লাজপত রায়ের মৃত্যুতে কে বলেছিলেন যে ‘একজন সমাজসংস্কারক  এবং একজন প্রধান রাজনৈতিক কর্মীর মৃত্যু ঘটেছে? 

- জন সাইমন

৯৯) লাল লাজপত রায়ের মৃত্যুতে কে বলেছিল, - ‘ভারতীয় সৌরজগতের একটি তারকার পতন ঘটলো?

- মোহন দাস করমচাঁদ গান্ধী

 

লালা লাজপত রায়  দ্বিতীয় পর্ব>>>>


ধন্যবাদ

ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

 

প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন

 টেলিগ্রাম গ্রুপ  যোগদান করার জন্য - Click Here

পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here

ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে  - Click Here

প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here

মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here

 ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here

 

 লালা লাজপত রায়  বন্দেমাতরম পত্রিকা। রাওয়ালপিন্ডি দাঙ্গা। ইন্ডিয়ান হোমরুল লীগ অফ আমেরিকাস্যান্ডোর্সইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়াইয়ং ইন্ডিয়াপাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। লক্ষ্মী বিমা কোম্পানী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad