জাতীয় কংগ্রেস অধিবেশন প্রশ্নোত্তর
Set by- Manas Adhikary
কংগ্রেস ষষ্ঠ পর্ব। Indian National Congress Part – VI
জাতীয় কংগ্রেস। লখনউ চুক্তি। মহিলাদের সমান ভোটাধিকার। কংগ্রেসের দ্বিতীয় বিভাজন। অসহযোগের প্রস্তাব। নাগপুর অধিবেশন। চিত্তরঞ্জন দাস। সরোজিনী নাইডু। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম।
নমস্কার, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ দল জাতীয় কংগ্রেস পঞ্চম পর্ব। এই পর্বে থাকছে ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশন সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পরবর্তী পর্বে জাতীয় কংগ্রেসের সম্পর্কে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Competitive exam: UPSC,WBPSC, WBCS, SLST, WBP SI, WBP Constable, SSC, PSC, School Service, Railway exam etc) এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এছাড়াও আমাদের এই ব্লগে আপনি পেয়ে যাবে Indian History (Ancient, Medieval, Modern), Europe History, Geography, Gk, Bio-logy, Polity, child psychology, Environment Science, Pedagogy ইত্যাদি বিভিন্ন বিষয় গুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
জাতীয় কংগ্রেস অধিবেশন অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। INC Session MCQ.
১৫১) মুসলমানদের কাছে জনপ্রিয়তা পাবার জন্য কংগ্রেস করাচি অধিবেশনে-1913 একজন মুসলিম ব্যক্তিকে সভাপতি করেছিল, যিনি ‘হায়দার আলী এবং টিপু সুলতান’ –এর বংশধর ছিলেন এবং তার বক্তৃতায় তিনি কংগ্রেসের নীতি ও কর্মসূচি, তুরস্কের সমস্যাকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি কে?
- নবাব সৈয়দ মোহম্মদ
১৫২) কংগ্রেসের কোন অধিবেশনে ভাগ করো ও ছেড়ে দাও (ডিভাইড অ্যান্ড কুইট) স্লোগান ওঠে?
- করাচি অধিবেশন
১৫৩) কে কংগ্রেসের বোম্বে অধিবেশনের - 1915 সভাপতি ছিলেন?
- সত্যেন্দ্রপ্রসন্ন সিনহা
১৫৪) 1916 সালে লখনউতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?
- অম্বিকা চরণ (A.C) মজুমদার
১৫৫) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক বলেছিলেন, ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, এবং আমি তা অর্জন করবই’?
- লখনউ অধিবেশন, 1916
১৫৬) তিলক কাকে লখনউ অধিবেশনের (1916) সভাপতি করতে চেয়েছিলেন?
- অ্যানি বেসান্ট
১৫৭) লখনউ চুক্তি কাদের মধ্যে হয়েছিল?
- কংগ্রেস এবং মুসলিম লীগ
১৫৮) কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়?
- লখনউ অধিবেশন – 1916
১৫৯) 1916 সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য কে প্রধান ভুমিকা গ্রহন করেছিলেন?
- অ্যানি বেসান্ট
১৬০) কোন অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগকে 1916 সালে পৃথক নির্বাচকমণ্ডলীর স্বীকৃতির প্রস্তাব পাশ হয়?
- লখনউ
(লক্ষ্ণৌ চুক্তি)
১৬১) কংগ্রেস লীগ চুক্তি (লখনউ চুক্তি, 1916) দীর্ঘমেয়াদী ফলাফল কি ছিল?
- ভারত বিভাজন এবং পাকিস্তান সৃষ্টি
১৬২) লক্ষ্ণৌ চুক্তিতে হিন্দুদের স্বার্থের চেয়ে মুসলমানদের বেশি গুরুত্ব দেওয়ার বিরোধিতা করেন কে?
- মদন মোহন মালব্য
১৬৩) কোন অধিবেশনে মহাত্মা গান্ধীর সাথে মিস্টার পোলক এবং মিস্টার অ্যান্ড্রুস ও অংশগ্রহণ করেছিলেন?
- লখনউ অধিবেশন – 1916
১৬৪) মিসেস অ্যানি বেসান্ট কবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন?
- কলকাতা অধিবেশন, 1917
(জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি)
১৬৫) ‘দ্য লিড অফ দ্য মডারেট’- নামক একটি নিবন্ধে নিম্নলিখিতদের মধ্যে কে পুরানো কংগ্রেস নেতাদের দেশের চেতনার সাথে তাল মিলিয়ে না থাকার এবং পিছিয়ে থাকার জন্য সমালোচনা করেছেন?
- অ্যানি বেসান্ট
১৬৬) কংগ্রেসের ইতিহাসে প্রথম 'বিশেষ অধিবেশন' কোনটি ছিল?
- বোম্বে
১৬৭) কংগ্রেসের কোন অধিবেশনে সরোজিনী নাইডুর প্রস্তাবে, কংগ্রেসে পুরুষদের মতো মহিলাদের সমান ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়?
- বোম্বে অধিবেশন - 1918 সালে,
১৬৮) কংগ্রেসের দ্বিতীয় বিভাজন কবে ঘটেছিল?
- 1918
১৬৯) 1919 সালের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়?
- মতিলাল নেহেরু
১৭০) কোন অধিবেশনে কংগ্রেস প্রথমবারের মতো দেশীয় রাজ্যগুলির প্রতি তার নীতি ঘোষণা করেছিল?
- নাগপুর অধিবেশন 1920
১৭১) 1920 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে অসহযোগের প্রস্তাব কে উত্থাপন করেন?
- মহাত্মা গান্ধী
১৭২) 1920 কলকাতা কংগ্রেস অধিবেশনে ( বিশেষ অধিবেশন) অসহযোগ আন্দোলন প্রস্তাবের বিরোধিতা করেন কে?
- চিত্তরঞ্জন দাস
(এই অধিবেশনে সি আর দাস অসহযোগ প্রস্তাবের বিরোধিতা করলেও একই বছর নাগপুর অধিবেশনে সি আর দাস নিজেই অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন)
১৭৩) কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাস হয়?
- নাগপুর অধিবেশন (1920)
১৭৪) ভারতীয় জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে(1920) কে অসহযোগের প্রস্তাব উত্থাপন করেছিলেন?
- সি.আর. দাস
১৭৫) স্বাধীনতার আগে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ এর কতগুলি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল?
- পাঁচ
(1918...1920...1923...1946...1947...)
১৭৬) 1921 সালের ডিসেম্বরে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে চিত্তরঞ্জন দাসের ভাষণ কে পাঠ করেছিলেন?
- সরোজিনী নাইডু
১৭৭) কে প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে- ‘কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত সমস্ত বিদেশী নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণ স্বাধীনতা, স্বরাজ বা সমগ্র স্বরাজ’?
- মাওলানা হাসরাত মোহানি
(1921 সালের আহমেদাবাদ অধিবেশনে মাওলানা হাসরাত মোহানি এই প্রস্তাব উত্থাপন করেন। সি. আর দাস 1921 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু তিনি যখন জেলে ছিলেন, তখন সভাপতিত্ব করেন হাকিম আজমল)
১৭৮) জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রো-চেঞ্জাররা তাদের প্রস্তাব উত্থাপন করেন?
- গয়া অধিবেশন ( 1922, সভাপতি – চিত্তরঞ্জন দাস)
১৭৯) কবে কংগ্রেস তার ভবিষ্যৎ রাজনীতির জন্য ‘নাগরিক অমান্য তদন্ত কমিটি’ গঠন করে, যার চেয়ারম্যান ছিলেন হাকিম আজমল খান?
- 1922
১৮০) 24 ফেব্রুয়ারী 1922 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভায়, কে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার জন্য গান্ধীজির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করেন?
- ড. মুঞ্জে
১৮১) কংগ্রেসের কোন অধিবেশনে স্বয়ং কংগ্রেস সভাপতি জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এর বিরোধিতা করেছিলেন?
- কাকিনাডা কংগ্রেস ( অন্ধ্রপ্রদেশ, 1923, সভাপতি – মাওলানা মহম্মদ আলী)
১৮২) কাকিনাড়ার (অন্ধ্রপ্রদেশ) কংগ্রেস অধিবেশন যার সভাপতি ছিলেন ‘মওলানা মোহাম্মদ আলী জোহর’ যেখানে ‘অল ইন্ডিয়া খাদি বোর্ড’ প্রতিষ্ঠিত হয়েছিল এই অধিবেশনটি কবে অনুষ্ঠিত হয়েছিল?
- 1923
(1926 সালের গুয়াহাটি অধিবেশনে, কংগ্রেসের সদস্যদের জন্য খাদি পোশাক বাধ্যতামূলক করা হয়েছিল।)
১৮৩) বেলগাঁও অধিবেশনের সভাপতিত্ব করেন কে?
- মহাত্মা গান্ধী
(কংগ্রেসের এই একটিমাত্র অধিবেশন যেখানে সভাপতিত্ব করেন মহাত্মা গান্ধী। অর্থাৎ মহাত্মা গান্ধী প্রথম ও শেষবারের জন্য এই অধিবেশনে সভাপতিত্ব করেন) ।
১৮৪) কোন অধিবেশনে মুসলীম লীগ কংগ্রেস থেকে আলাদা হয়ে যায়?
- বেলগাঁও অধিবেশন (1924)
১৮৫) প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?
- কানপুর (1925)
১৮৬) কংগ্রেসের কোন অধিবেশনে সদস্যদের জন্য খাদি পোশাক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছিল
- গুয়াহাটি (1926)
১৮৭) 1927 সালের মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশনকে বয়কট করার জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল। এই সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- ড. এম এ আনসারি
১৮৮) কংগ্রেসের কোন অধিবেশনে অখিল (সারা) ভারত যুব কংগ্রেস গঠিত হয়?
- কলকাতা (1928)
১৮৯) কংগ্রেসের যে অধিবেশনে অখিল (সারা) ভারত যুব কংগ্রেস গঠিত হয়, সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন?
- মতিলাল নেহেরু
১৯০) প্রথম সর্বভারতীয় সমাজতান্ত্রিক যুব কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
- জওহরলাল নেহেরু
(1928 সালের 27 ডিসেম্বর কলকাতায় নির্বাচিত হয়েছিল)
১৯১) 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পাস করা প্রস্তাবগুলি কি কি ছিল?
- ক) ভারতের পররাষ্ট্র নীতির ঘোষণা।
খ) পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষণা।
গ) আইন অমান্য আন্দোলন শুরু করার প্রস্তুতি।
১৯২) অস্পৃশ্যতা বিষয়ক 1929 সালের কংগ্রেসের উপ-কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- পণ্ডিত মদন মোহন মালব্য
১৯৩) ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে, জওহরলাল নেহেরু সমাজবাদকে ভারতের সমস্যা সমাধানের চাবিকাঠি বলেছিলেন?
- লাহোর অধিবেশন 1929
১৯৪) কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল?
- লাহোর অধিবেশন 1929
১৯৫) কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে, ‘পূর্ণ স্বরাজ’ এর লক্ষ্য ঘোষণা করা হয়েছিল, কে এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন।?
- জওহরলাল নেহেরু
(1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশন সর্দার প্যাটেলের সভাপতিত্বে ছিল, এই অধিবেশনে মৌলিক অধিকারের দাবি করা হয়েছিল)
১৯৬) কবে জওহরলাল নেহেরু সর্বপ্রথম সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হন?
- লাহোর অধিবেশন 1929
১৯৭) ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গনতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল?
- লাহোর অধিবেশন 1929
১৯৮) মৌলিক অধিকার ছাড়াও, করাচির 1931 সালের অধিবেশনে আর কোন প্রস্তাব পাস হয়েছিল ?
- জাতীয় অর্থনৈতিক কর্মসূচি
১৯৯) জাতীয় কংগ্রেস প্রথম কোন নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করে 'পূর্ন স্বরাজের' দাবি করেন?
- রাভি নদীর তীরে
২০০) কে লাহোরের রাভি নদীর তীরে ভারতীয় স্বাধীনতার পতাকাও উত্তোলন করেছিলেন?
- কংগ্রেস সভাপতি পন্ডিত জওহরলাল
ধন্যবাদ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রতি সপ্তাহের মকটেস্টের জন্য নীচে দেওয়া Telegram গ্রুপে জয়েন করতে পারেন
টেলিগ্রাম গ্রুপ এ যোগদান করার জন্য - Click Here
পরিবেশের বিভিন্ন টপিকগুলি সম্পর্কে জানতে Click Here
ইউরোপের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্বন্ধে পড়তে - Click Here
মধ্য যুগের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
আধুনিক ভারতের ইতিহাসের বিভিন্ন টপিক সম্পর্কে পড়তে - Click Here
ভারতের ইতিহাসের পিডিএফ ডিটেইলস পেতে Click Here
জাতীয় কংগ্রেস। লখনউ চুক্তি। মহিলাদের সমান ভোটাধিকার। কংগ্রেসের দ্বিতীয় বিভাজন। অসহযোগের প্রস্তাব। নাগপুর অধিবেশন। চিত্তরঞ্জন দাস। সরোজিনী নাইডু। জাতীয় সঙ্গীত বন্দে মাতরম।